শৈলকুপা পৌরসভা নির্বাচনের ভোট গ্রহন চলছে

0
96
Shelokipa-DROHO-16-JUN-P1

ঝিনাইদহ ও শৈলকুপা প্রতিনিধি

শনিবার সকাল থেকে শৈলকুপা পৌরসভা নির্বাচনের ভোট গ্রহন শুরু হয়েছে। ভোটার উপস্থিতিও চোখে পরার মত।

সব জল্পনা-কম্পনা ও শঙ্কার মধ্যে শুধু মাত্র ৮ নম্বর ওয়ার্ডের সাধারণ কাউন্সিলর পদ বাদে শৈলকুপা পৌরসভার নির্বাচনের ভোট গ্রহন শুরু হয়েছে। সকাল থেকে অধিকাংশ কেন্দ্রে ব্যপক সংখ্যক নারী ভোটার উপস্থিতি দেখা যাচ্ছে। বেলা বাড়ার সাথে সাথে পুরুষ ভোটারের সংখ্যাও বেড়েছে। এ রিপোট লেখা পর্যন্ত কোন কেন্দ্রে অপ্রিতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।

Shelokipa-DROHO-16-JUN-P2

আওয়ামী লীগের নৌকা, বিএনপির ধানের শীষ, জাতীয় পাটির একজন প্রার্থী, আওয়ামী লীগের একজন বিদ্রোহীসহ নির্বাচনে ৪ জন মেয়র পদে, ৩৬ জন সাধারণ কাউন্সিলর ও ১২ সংরক্ষিত কাউন্সিলর পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন।

শৈলকুপা পৌরসভায় মোট ভোটার সংখ্যা ২৮ হাজার ৬৩২। এর মধ্যে পুরুষ ভোটার ১৪ হাজার ১১৩ ও মহিলা ভোটার ১৪ হাজার ৫১৯ জন।

উপজেলা নির্বাচন অফিসার জুয়েল আহম্মেদ জানান, প্রতিটি ভোটকেন্দ্রে ১ জন করে নির্বাহী ম্যাজিস্ট্রেট, কোন কোন কেন্দ্রে ২ জন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, দুই প্লাটুন বিজিবি, ৪শ’ পুলিশ সদস্য এবং ১৩৫ জন আনসার সদস্য দায়িত্ব পালন করবেন।

এদিকে বুধবার রাতে কাউন্সিলর প্রার্থী শওকত হোসেনের ছেটে ভাই আওয়ামীলীগ কর্মী বল্টু (৫০) কে কুপিয়ে হত্যার ঘটনায় ২০ জন আসামী করে শৈলকুপা থানায় একটি মামলা হয়েছে। এ ঘটনায় বাপ্পি নামে একজনকে পুলিশ গ্রেফতার করেছে।