শৈলকুপা পৌর নির্বাচনের ভোট শনিবার

0
103
Shailkupa-election-DROHO-15-P5

ঝিনাইদহ ও শৈলকুপা প্রতিনিধি

রাত পোহালেই শনিবার শৈলকুপা পৌরসভার নির্বাচনের ভোট গ্রহন অনুষ্ঠিত হবে। নৌকা প্রতিকীকের বিরুদ্ধে বিদ্রোহী প্রার্থী থাকায় অনেকটা ফুরফুরে মেজাজেই রয়েছেন বিএনপির প্রার্থী।

শৈলকুপা পৌরসভার নির্বাচনের দুইদিন আগে ৮ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী আলমগীর খান বাবু ও প্রতিদ্বন্দ্বি প্রার্থীর কাউন্সিলর প্রার্থী শওকত আলীর ভাই ডিস ব্যবসায়ী ও উমেদপুর ইউনিয়নের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক লিয়াকত হোসেন বল্টু (৫০) এর মৃত্যু ঘটনা অপর দিকে আওয়ামী লীগের বিদ্রোহী মেয়র প্রার্থী থাকায় ভোটারদের মধ্যে নানা সমিকরণ শুরু হয়েছে। শঙ্কাও রয়েছে সুষ্ঠ ভোট নিয়েও।

শুক্রবার বিকালে পৌরসভার ৯ টি ওয়ার্ডের প্রিজাইডিং অফিসারের হাতে ইভিএম মেশিন তুলেদেন সহকারী রিটানিং কর্মকর্তা জুয়েল আহম্মেদ।

নির্বাচন কর্মকর্তা জানান, দ্বিতীয় ধাপের পৌরসভা নির্বাচনে শনিবার সকাল ৮টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত ইভিএম এর মাধ্যমে ভোটগ্রহণ করা হবে। পৌর এলাকার নির্বাচনে মোট ২৮ হাজার ৬’শ ৩২ জন ভোটার রয়েছে। পুরুষ ভোটার ১৪ হাজার ১’শ ১৩ জন ও নারী ভোটার ১৪ হাজার ৫’শ ১৯ জন।

৯ টি ওয়ার্ডে ১৫ টি ভোট কেন্দ্রে ৯২ টি বুথের মাধ্যমে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগ মনোনীত কাজী আশরাফুল আযম, বিএনপির খলিলুর রহমান খলিল, জাতীয় পার্টির আবু জাফর ও আওয়ামী লীগের বিদ্রোহী তৈয়বুর রহমান খান রয়েছেন। এ ছাড়া কাউন্সিলর পদে ৩৬ জন ও সংরক্ষিত কাউন্সিলর পদে ১২ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন।

নির্বাচনী সহিংসতায় ৮ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থীসহ দুই জনের মৃত্যুতে এই ওয়ার্ডের সাধারণ কাউন্সিলর পদের ভোট গ্রহণ স্থগিত রাখা হয়েছে।