সরকারের হবে শুভবুদ্ধি, খালেদা পাবেন মুক্তি- ফখরুলের আশা

0
97
মির্জা ফখরুল ইসলাম

দ্রোহ অনলাইন ডেস্ক

সরকারের শুভবুদ্ধির উদয় হবে, খালেদা জিয়াও মুক্তি পাবেন এমনই প্রত্যাশা ব্যক্ত করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

এদিকে জিয়া পরিবারের পক্ষ থেকে খালেদা জিয়ার সাময়িক মুক্তির মেয়াদ বাড়ানোর আবেদন পত্র  প্রসঙ্গে তিনি বলেন, আমরা সবসময় বলেছি, দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে মিথ্যা মামলায় অন্যায়ভাবে তাকে সাজা দিয়েছে, যে সাজা তার প্রাপ্য না এবং জমিনটা তার প্রাপ্য ছিল। আমরা আশা করি, সরকারের শুভবুদ্ধির উদয় হবে। দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে মুক্ত করবে।

বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে মঙ্গলবার সকালে জিয়াউর রহমানের কবরে শ্রদ্ধা নিবেদনের পর বিএনপি মহাসচিব সাংবাদিকদের এসব কথা বলেন।

দুর্নীতির দুই মামলায় ১৭ বছরের কারাদ-প্রাপ্ত সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সাজা ছয় মাস স্থগিত করে ২৫ মার্চ তাকে সাময়িক মুক্তি দেয় সরকার। সে মেয়াদ শেষ হচ্ছে চলতি মাসের ২৪ সেপ্টেম্বর শেষ হচ্ছে।

তবে অপরদিকে ২৫ আগস্ট পরিবারের পক্ষে খালেদা জিয়ার ছোট ভাই শামীম ইস্কান্দার সাময়িক মুক্তির মেয়াদ বাড়াতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আবেদন করেছেন। ওই আবেদন পরীক্ষা করে মতামত দিতে আবেদনটি আইন মন্ত্রণালয় পাঠানো হয়েছে।

আইনমন্ত্রী আনিসুল হক জানিয়েছেন, খালেদা জিয়ার স্বাস্থ্যের অবস্থা বিবেচনা করে সরকার সিদ্ধান্ত নেবে।

৭৫ বছর বয়সী খালেদা জিয়া বর্তমানে গুলশানে তার ভাড়া বাসা ‘ফিরোজা’য় আছেন। তিনি আর্থারাইটিস, ডায়াবেটিস, চোখের সমস্যাসহ বার্ধক্যজনিক নানা সমস্যায় ভুগছেন।