সিনহা হত্যা নিয়ে ষড়যন্ত্র চলছে: ওবায়দুল কাদের

0
94
ফাইল ছবি

দ্রোহ ডেস্ক:

সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মেজর সিনহা মো. রাশেদ খানের হত্যা নিয়ে একটি অশুভ চক্র অপপ্রচার ও উস্কানির মাধ্যমে ষড়যন্ত্র করে যাচ্ছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

রবিবার দুপুরে সওজ, গোপালগঞ্জ জোনের উন্নয়ন প্রকল্পগুলোর অগ্রগতি পর্যালোচনা সংক্রান্ত ভিডিও কনফারেন্সে এ মন্তব্য করেন তিনি।

ওবায়দুল কাদের বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা সিনহা রাশেদ হত্যার সুষ্ঠু বিচারে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছেন। এরইমধ্যে কয়েকজনকে গ্রেফতার করে জিজ্ঞাসাবাদ শুরু হয়েছে। সরকার প্রতিটি হত্যাকাণ্ডের বিচারে সোচ্চার থেকেছে।

দুর্নীতিতে বিশ্ব চ্যাম্পিয়ন ও দুর্নীতিকে প্রাতিষ্ঠানিক রূপ দেয়া বিএনপির সফলতা উল্লেখ করে তিনি বলেন, দলীয় গঠনতন্ত্র থেকে ৭ ধারা বাতিল করে বিএনপি প্রমাণ করেছে তারা আত্মস্বীকৃত দুর্নীতিবাজ দল। যারা ঘোলা পানিতে মাছ শিকারে চিরাচরিত ষড়যন্ত্রে বিশ্বাসী তাদের সব অপচেষ্টা ব্যর্থতায় পরিণত হবে।

কনফারেন্সে জেলার সড়ক উন্নয়নের চিত্র ধরে সড়ক ও জনপথ বিভাগের গোপালগঞ্জে জোনের অতিরিক্ত প্রধান প্রকৌশলী মো. জাকির হোসেন, সদর সার্কেলের তত্ত্বাবধায়ক প্রকৌশলী মো. জাহাঙ্গীর আলম, নির্বাহী প্রকৌশলী জাহিদ হোসেন বক্তব্য রাখেন।

আরও্র পড়ুন: 
শনিবার থেকে পর্যায়ক্রমে ট্রেন চালু
দেশে করোনা রোগী ও আক্রান্তের সংখ্যা কমে যাচ্ছে: জাহিদ মালেক