সুপারফাস্ট গতির আল্ট্রা ব্রডব্যান্ড ইন্টারনেট

0
88
সংগৃহিত ছবি

দ্রোহ অনলাইন ডেস্ক

ইন্টারনেটের ভুবনে নতুন আলোড়ন আল্ট্রা ব্রডব্যান্ড নামের সুপারফাস্ট ব্রডব্যান্ড ইন্টারনেট।

ইউনিভার্সিটি কলেজ লন্ডনের একদল গবেষক ফাইবার-অপটিক ক্যাবলের মাধ্যমে ডেটা ট্রান্সফারের রেকর্ড গতি অর্জন করেছেন। ৪০ কিলোমিটার লম্বা ফাইবার ক্যাবলে প্রতি সেকেন্ডে ১৭৮.০৮ টেরাবিটস ট্রান্সফার করতে সক্ষম হয়েছেন তারা। ১৭৮.০৮ টেরাবিটস পার সেকেন্ড গতিতে ২২২টি আল্ট্রা এইচডি ব্লু রে ডিস্ক ট্রান্সফার করা যাবে।

এ গতির ধারে-কাছেও এতদিন যাওয়া সম্ভব হয়নি। যুক্তরাষ্ট্র ও জাপানের স্থাপিত ক্যাবলের মাধ্যমে সেকেন্ডে ৬০ টেরিবিটস গতি পাওয়া যায়। এ গতির পেছনে খরচ হয়েছে ৩০ কোটি ডলার।

আল্ট্রা ব্রডব্যান্ড গতির ইন্টারনেট ডেটা সেন্টার, বাসা বাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠানে ব্যবহার করা যাবে কিনা তা অনিশ্চিত। অচিরেই বাণিজ্যিকভাবে এ গতির ইন্টারনেট ব্যবহার সম্ভব হবে না।