সৌরভের বিশ্বাস এখনও টেস্ট খেলতে পারবেন তিনি

0
100
Sourob-dro-19-7-p-4
সৌরভ গাঙ্গুলীর ফাইল ছবি

দ্রোহ স্পোর্টস ডেস্ক

যোদ্ধা যেমন অস্ত্র জমা দিলেও তলোয়ার চালাতে ভুলে যান না আবার ঢেকি স্বর্গে গেলেও ধান ভানে। এমনি মহারাজ সৌরভের বিশ্বাস তিনি এখন টেস্ট খেলতে পারবেন। অবসর নিয়েছেন বলেই ক্রিকেটকে ভুলে যাননি তিনি। ব্যাট ধরতে যাননি ভুলে । তিনি বিশ্বাস করেন, মাস তিনেক অনুশীলন করলেই আবার ভারতের হয়ে খেলতে পারবেন টেস্ট।

ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের প্রেসিডেন্ট ও সাবেক অধিনায়ক সৌরভ গাঙ্গুলি বলেন, ‘আমাকে আরও দুটি সিরিজ খেলতে দেওয়া হলে আমি আরও রান করতাম। নাগপুর টেস্টে অবসর না নিলে আমি টেস্টেও রান করতে পারতাম।

আরও দেখুন-খোকসার ভ্যান চালক নিজের টাকায় গড়ে দিলেন সেতু

এমননি এখনও, আমি ছয় মাস অনুশীলন করলে, তিনটি রঞ্জি ট্রফির ম্যাচ খেললে ভারতের হয়ে টেস্টে রান করতে পারবো। ছয় মাসও লাগবে না, তিন মাস অনুশীলন করতে দিন আমি রান করে দেখাব।’ এর পরে সৌরভ নিজেই প্রশ্ন রেখে বলেন, ‘আপনি হয়তো আমাকে খেলার সুযোগ দেবেন না, কিন্তু আমার ভেতরে যে বিশ্বাস আছে তা আপনি ভাঙবেন কিভাবে?’

সৌরভ গাঙ্গুলি ভারতের হয়ে শেষ টেস্ট খেলেছেন ২০০৮ সালে। ওয়ানডে ফরম্যাটে ১১ হাজারের বেশি রান করা এই ওপেনার শেষ প্রথম শ্রেণির ম্যাচ খেলেছেন ২০১১ সালে এবং আইপিএলে তাকে দেখা গেছে ২০১২ মৌসুমে। ক্রিকেটে তার তাই বিরতি গেছে আট বছর। কিন্তু ভারতের ক্রিকেটের দাদা খ্যাত সৌরভ এখনও তার সামর্থ্যরে প্রতি আস্থাবান।