২১ শতাব্দীতে অর্ধেকে নেমে আসবে বাংলাদেশের জনসংখ্যা

0
140
Politrion-Dro-19-7-p-2
বাংলাদেশের জনসংখ্যা

দ্রোহ অনলাইন ডেস্ক

বর্তমান শতাব্দীর থেকে আগামী শতাব্দীতে বিশ্বের অন্যতম জনবহুল দেশ বাংলাদেশের জনসংখ্যা নেমে আসতে পারে অর্ধেকে। এ তথ্য উঠে এসেছে যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ইউনিভার্সিটির এক গবেষণায় । বিখ্যাত মেডিকেল জার্নাল দ্য ল্যানসেটে প্রকাশিত হয়েছে এ গবেষণা প্রতিবেদন।

গবেষকরা এক তথ্যে জানিয়েছেন, আগামী ৮০ বছর পরে বাংলাদেশের জনসংখ্যা কমে ৮ কোটি ১৩ লাখে দাঁড়াতে পারে। তবে ২০৩০ সালের মধ্যে জাতিসংঘ ঘোষিত টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জিত হলে এই সংখ্যা আরও কমে আসার সম্ভাবনা রয়েছে।

আরও দেখুন-খোকসার ভ্যান চালক নিজের টাকায় গড়ে দিলেন সেতু

প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, ২০১৭ সালে ১৫ কোটি ৬৯ লাখ বাংলাদেশের জনসংখ্যা ছিল । ৮০ বছর পর এই সংখ্যা কমে দাঁড়াবে ৮ কোটি ১৩ লাখে। তবে ২০৩০ সালের মধ্যে এসডিজি অর্জিত হলে তা আরও কমে হবে ৭ কোটি ৪১ লাখ।

প্রতিবেদনে আরও উল্লেখ রয়েছে, ২০৩৯ সালে বাংলাদেশের জনসংখ্যা সবচেয়ে বেশি থাকবে। সে সময় দেশের মোট জনসংখ্যা হতে পারে প্রায় ১৭ কোটি ৩৪ লাখ।

এই সময়ে বাংলাদেশে জন্মহারও কমে আসবে অনেকটা। প্রতিবেদন অনুযায়ী, ২০১৭ সালে বাংলাদেশে জন্মহার ছিল প্রায় ২ শতাংশ। ২১০০ সালে এটি কমে হতে পারে ১ দশমিক ১৯ শতাংশে। আর এসডিজি অর্জন করলে এটি দাঁড়াবে ১ দশমিক ১৭ শতাংশে।

জনসংখ্যা কমার কারণ হিসেবে নারীশিক্ষার উন্নয়ন এবং জন্মনিরোধক পদ্ধতি সহজলভ্য হওয়ার কথা উল্লেখ করেছেন গবেষকরা।

গবেষকদের মতে, নারীশিক্ষার বিস্তার, সহজলভ্য গর্ভনিরোধ সুবিধা এবং জন্মহার হ্রাসের ধারা কোন ভাবে বাধাগ্রস্ত হলেও বিশ্বের জনসংখ্যা বৃদ্ধি অব্যাহত থাকতে পারে।

সূত্র: দ্য গার্ডিয়ান