স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালকের পদত্যাগ

0
106
ডা. আবুল কালাম আজাদ-ফাইল ছবি

দ্রোহ অনলাইন ডেস্ক

জনসাধারণের তীব্র সমালোচনার মুখে পদত্যাগ করলেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডাঃ আবুল কালাম আজাদ। তিনি পদত্যাগপত্র জমা দেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের জনপ্রশাসন সচিবের কাছে ।

স্বাস্থ্যসেবা বিভাগের সচিব আব্দুল মান্নান এ তথ্য নিশ্চিত করেছেন।

আরও দেখুন তৃতীয় শ্রেনীর –অনলাইন ক্লাস – ভাষা শহিদদের কথা (১)

আরও পড়ুন-খোকসায় পোনামাছ অবমুক্তি কার্যক্রম অনুষ্ঠিত

ডাঃ আজাদ ২০১৬ সালের ১ সেপ্টেম্বর থেকে স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালকের পদে বহাল ছিলেন। চাকরির মেয়াদ শেষ হবার পরে চুক্তিতে নিয়োজিত ছিলেন তিনি। জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে তাকে চুক্তিতে নিয়োগ দেবার আদেশ জারি করা হয়েছিল।

উল্লেখ্য, করোনা মোকাবিলায় চিকিৎসক, নার্স, আইনশৃঙ্খলা বাহিনী, সাংবাদিকসহ সংশ্লিষ্টদের যথাযথ ব্যক্তিগত নিরাপত্তার সরঞ্জাম- পিপিই এবং এন-৯৫ মাস্ক সরবরাহে ব্যর্থ হওয়ার পাশাপাশি নানা অভিযোগ ওঠে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক বিরুদ্ধে। এ ছাড়াও নমুনা পরীক্ষা না করেই ভুয়া করোনা সনদ দেওয়ার অভিযোগ ওঠা জেকেজি হেলথকেয়ার নামের প্রতিষ্ঠানটির অনৈতিক কর্মকান্ডের বিরুদ্ধে কার্যকর কোনো ব্যবস্থা না নেয়ারও অভিযোগও উঠেছে তার বিরুদ্ধে।