দলের জয় রেকর্ডের চেয়ে বড়-রোনালদো

0
97
ক্রিস্তিয়ানো রোনালদো

দ্রোহ স্পোর্টস ডেস্ক

ক্রিস্তিয়ানো রোনালদো এরই মধ্যে গড়েছেন কিছু রেকর্ড, হাতছানি দিচ্ছে আরও কয়েকটি। তবে ব্যক্তিগত এই সব অর্জনের চেয়ে দলের জয় বেশি গুরুত্বপূর্ণ বলে মনে করেন পর্তুগিজের এই তারকা খেলোয়ার।

সেরি আয় সোমবার রাতে রোনালদোর জোড়া গোলে লাৎসিওকে ২-১ গোলে হারায় ইউভেন্তুস। একই ম্যাচে বেশ কিছু রেকর্ড নিজের করে নিয়েছেন সময়ের অন্যতম সেরা এই খেলোয়াড়।

ইতিহাসের প্রথম ফুটবলার হিসেবে প্রিমিয়ার লিগ, লা লিগা ও সেরি আয় অন্তত ৫০টি করে গোল করার রেকর্ড গড়েন। এক মৌসুমে পেনাল্টি শটের সবগুলো (১২) থেকে গোল করে ছাড়িয়ে যান রাবের্তো বাজ্জিওর আগের রেকর্ড।

আরও দেখুন তৃতীয় শ্রেনীর –অনলাইন ক্লাস – ভাষা শহিদদের কথা (১)

আরও পড়ুন-খোকসায় পোনামাছ অবমুক্তি কার্যক্রম অনুষ্ঠিত

সেরি আয় ত্রুততম ৫০ গোলের রেকর্ডও গড়েছেন (৬১ ম্যাচে)। হাতছানি দিচ্ছে আরও কয়েকটি রেকর্ড। এবারের আসরে রোনালদোর গোল হলো ৩০টি। তার সমান গোল লাৎসিওর চিরো ইম্মোবিলের। সুযোগ আছে সেরি আয় এক মৌসুমে সর্বোচ্চ গোলের রেকর্ড করার।

রেকর্ডগুলো সবসময়ই গুরুত্বপূর্ণ, তবে দলের জয় তার চেয়েও গুরুত্বপূর্ণ। আমি দলকে জিততে সাহায্য করছি। শিরোপাটি জেতা গুরুত্বপূর্ণ। আর চার ম্যাচ বাকি আছে এবং আমরা জানি, সেরি আয় একটি কঠিন চ্যাম্পিয়নশিপ।