হরিনাকুন্ডু পৌরসভার মেয়রের বিরুদ্ধে মানববন্ধন

0
109

ঝিনাইদহ প্রতিনিধি

ঝিনাইদহের হরিনাকুন্ডু পৌরসভার মেয়রের বিরুদ্ধে নিয়োগ বাণিজ্য, জন্ম নিবন্ধনে নির্ধারিত ফি’র অতিরিক্ত আদায়, পৌর কাউন্সিলদের সাথে অসদাচরণসহ বিভিন্ন অনিয়মের প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।

সোমবার সকালে হরিণাকুন্ডু উপজেলা শহরের দোয়েল চত্বরে মেয়র ফারুক হোসেনের বিরুদ্ধে পৌরবাসি ও পৌর কাউন্সিলরা এ কর্মসূচির আয়োজন করে। মানববন্ধনে ব্যানার, লিপলেট, ফেস্টু ও প্লাকার্ড নিয়ে কাউন্সিলরা অংশ নেন।

এসময় হরিণাকুন্ডু পৌরসভার সাবেক মেয়র শাহীনুর রমান রিন্টু, বর্তমান কাউন্সিলর নাসির উদ্দিন, আবু আহসান রনুসহ অন্যান্যরা বক্তব্য রাখেন।

আরো পড়ুন – খোকসায় পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু

বক্তারা বরেন, বর্তমান মেয়র ফারুক হোসেন পৌরসভায় অবৈধভাবে নিয়োগ বাণিজ্য করছে। পৌরবাসী জন্ম নিবন্ধন করতে গেলে নির্ধারিত ফি’র থেকে কয়েকগুণ বেশি টাকা আদায় করছে।