সোমবার, ২১ এপ্রিল, ২০২৫
Home Blog Page 701

ফটোসাংবাদিক কাজল কারাগারে

0

 

দ্রোহ অনলাইন ডেস্ক

ডিজিটাল নিরাপত্তা আইনে মামলার পর প্রায় দুই মাস ধরে নিখোঁজ থাকা ফটোসাংবাদিক ও ‘দৈনিক পকাল’র সম্পাদক শফিকুল ইসলাম কাজলকে যশোর কারাগারে পাঠানোর আদেশ দিয়েছে আদালত। রবিবার বিকালে জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মঞ্জুরুল ইসলাম তাকে এ আদেশ দেন।

আদালত বেনাপোল পোর্ট থানায় করা মামলায় তার জামিন মঞ্জুর করেন। কিন্তু যশোর কোতোয়ালি থানার সন্দেহমূলকভাবে আটক রাখার আবেদনের প্রেেিত ৫৪ ধারায় তাকে কারাগারে পাঠানোর আদেশ দেয় আদালত।

আদালত সূত্র জানায়, কোতোয়ালি থানার এসআই পলাশ কুমারের আদালতের প্রেেিত তাকে ৫৪ ধারায় কারাগারে পাঠানো হয়েছে।

শফিকুল ইসলাম কাজলের আইনজীবী বোরহান উদ্দিন জানান, দুই হাজার টাকার বন্ডে তার জামিন প্রার্থনা করলে আদালত জামিন মঞ্জুর করেন। তবে, দোষ স্বীকারের আবেদন করেন নি।

এ বিষয়ে কোতোয়ালি থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মনিরুজ্জামান বলেন, তার বিরুদ্ধে ঢাকায় একাধিক মামলা রয়েছে বলে তাদের কাছে খবর এসেছে। ফলে তাকে সন্দেহভাজনভাবে আটক করা হয়েছে। আদালত তাকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছে।

এ বিষয়ে যশোর কেন্দ্রীয় কারাগারের জেলার তুহিন কান্তি খান বলেন, কাজল যেহেতু ভারতফেরত, তাই তাকে বিশেষ একটি সেলে রাখা হচ্ছে।

শনিবার গভীর রাতে বিজিবি রঘুনাথপুর সীমান্ত থেকে এক ব্যক্তিকে আটক করে থানায় নিয়ে যায়। তারা পরে স্বীকার করেন আটক ব্যক্তিই ঢাকা থেকে নিখোঁজ ফটোসাংবাদিক শফিকুল ইসলাম কাজল। এ ঘটনায় বিজিবি অনুপ্রবেশের অভিযোগে বেনাপোল পোর্ট থানায় একটি মামলা করে। পরে দুপুরে তাকে ওই মামলায় যশোর আদালতে পাঠানো হয়।

উল্লেখ্য, মাগুরা-১ আসনে আওয়ামী লীগের সাংসদ সাইফুজ্জামান শিখর গত ৯ মার্চ শেরেবাংলা নগর থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করেন। পরের দিন সাংবাদিক শফিকুল ইসলাম কাজল সন্ধ্যায় ‘পকাল’-এর অফিস থেকে বের হন। এরপর থেকে তার কোনো সন্ধান পাওয়া যায়নি।

করোনা নিয়ে অ্যানিমেশন বানিয়েছে চীন

0

 

দ্রোহ অনলাইন ডেস্ক

বিশ্বে করোনাভাইরাসের সংক্রমণের জন্য যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বরাবরই চীনকে দুষছেন। ট্রাম্প দাবি করেছেন, চীন উহানের ল্যাবে এই ভাইরাস তৈরি করা হয়েছে।

যদিও এর সপে কোনও প্রমাণ দেখাতে পারেনি ট্রাম্পের দেশটি। পরে গোয়েন্দারাও জানিয়ে দেন, এই ভাইরাস মানুষের তৈরি নয়, বা জিনগত ভাবে কোনও পরিবর্তন করা হয়নি। একই কথা জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থাও। কিন্তু তার পরেও চীনকে আক্রমণ করতে এবং চীনের বিরুদ্ধে অভিযোগের আঙুল তুলতে ছাড়েননি ট্রাম্প। কড়া হুঁশিয়ারিও দিয়েছেন চীনকে।

চুপ নেই চীনও। অ্যানিমেশন ব্যবহার করে করোনাভাইরাস প্রসঙ্গে যুক্তরাষ্ট্রকে করা কটা করল চীন। অ্যানিমেশনটি অনলাইনে শেয়ার করেছে দেশটির সরকারি সংবাদপত্র জিনহুয়া। অ্যানিমেশনের নাম দেওয়া হয়েছে ‘ওয়ানস আপঅন আ ভাইরাস’।

জিনহুয়ার শেয়ার করা অ্যানিমেশনে দেখা যাচ্ছে, এক প্রান্তে মুখোশ পরে দাঁড়িয়ে আছে কয়েক জন যোদ্ধা। অন্য প্রান্তে স্ট্যাচু অব লিবার্টি। তার স্যালাইন চলছে।
কথোপকথনে যোদ্ধারা বলছে, ‘আমরা নতুন ভাইরাস আবিষ্কার করেছি। এটা ভয়ানক।’ স্ট্যাচু অব লিবার্টি পাল্টা জবাব দিয়ে বলছে, ‘তাতে কী হয়েছে? এটা তো নেহাতই এক ধরনের ফু।’ যোদ্ধারা সতর্ক করা সত্ত্বেও স্ট্যাচু অব লিবার্টি যেন নির্বিকার। এর পরই যোদ্ধারা বলে, ‘মাস্ক পরো।’ স্ট্যাচু অব লিবার্টিকে বলতে শোনা যায়, ‘পরব না।’ নানা রকম প্রস্তুতি নেওয়ার কথা বলে যোদ্ধারা। তাতেও স্ট্যাচু অব লিবার্টি পাত্তা দেয় না। যোদ্ধাদের ‘টিপিকাল থার্ড ওয়ার্ল্ড’ বলেও কটা করে স্ট্যাচু অবল লিবার্টি। এর কিছু ণ পরেই অ্যানিমেশনে দেখা যাচ্ছে, ধীরে ধীরে জ্বরে লাল হয়ে যাচ্ছে স্ট্যাচু অব লিবার্টি। তাঁকে স্যালাইন দিতে হচ্ছে।

স্ট্যাচু অব লিবার্টির এই অবস্থা দেখে যোদ্ধারা বলছে, ‘শুধু কি নিজেদের কথাই শুনবে?’ প্রত্যুত্তরে স্ট্যাচু বলল, ‘আমরা সব সময়ই সঠিক’। এ বার যোদ্ধারা বলল, ‘এই কারণেই তো আমেরিকানদের আমরা পছন্দ করি।’ এখানেই শেষ কথোপকথন।

এই অ্যানিমেশনের মধ্য দিয়ে পরোে ট্রাম্পকেই কটা করা হয়েছে বলে মনে করছেন কূটনৈতিক বিশেষজ্ঞরা। সাধারণ ফু ভেবে আমেরিকা যে নির্বিকার ছিল, সেই ঘটনাকেও তুলে ধরা হয়েছে এর মধ্য দিয়ে। গোটা বিশ্বের মধ্যে এখন আমেরিকাই করোনা সংক্রমণ এবং তাতে মৃত্যুর সংখ্যার নিরিখে শীর্ষে। সূত্র : আনন্দবাজার পত্রিকা

করোনা মহামারি শেষ হতে দুই বছর লাগবে – মার্কিন গবেষনা

0

দ্রোহ অনলাইন ডেস্ক

ব্রাজিলে করোনাভাইরাসে সংক্রমিতের লাশের সারি দীর্ঘ হচ্ছে। যুক্তরাষ্ট্রে ও দণি এশিয়াতে বাড়ছে সংক্রমণ। ইতোমধ্যে নতুন সতর্কবার্তা দিল যুক্তরাষ্ট্রের মিনেসোটা বিশ্ববিদ্যালয়। বিশ্ববিদ্যালয়টির সেন্টার ফর ইনফেকশাস ডিজিজ রিসার্চ অ্যান্ড পলিসির (সিআইডিআরএপি) গবেষকেরা জানিয়েছেন, এই ভাইরাসের মহামারি শেষ হতে দুই বছর লাগতে পারে। এ ছাড়া বিশ্বের দুই-তৃতীয়াংশ মানুষের এই রোগের প্রতিরোধ মতা তৈরি না হওয়া পর্যন্তু মহামারি নিয়ন্ত্রণে আসবে না।

মিনেসোটা বিশ্ববিদ্যালয় এমন সময়ে এই সতর্কবার্তা দিচ্ছে, যখন বিশ্বের বিভিন্ন দেশ লকডাউন তুলে নেওয়ার চিন্তাভাবনা করছে। সিআইডিআরএপির গবেষকেরা জানিয়েছেন, এই ভাইরাস এমন মানুষও ছড়ানোর মতা রাখে, যাদের দেখে মনে হতে পারে তারা অসুস্থ নয়। যেকোনো ইনফুয়েঞ্জা নিয়ন্ত্রণের চেয়ে এই ভাইরাস নিয়ন্ত্রণ করা কঠিন হবে। যখন প্রায় ৭০ শতাংশ মানুষের শরীরে করোনা প্রতিরোধ মতা তৈরি হবে, তখন সংক্রমণ নিয়ন্ত্রণে আসবে।

গবেষনায় আরও বলা হয়েছে, করোনায় আক্রান্ত দেশগুলোর সরকার এই প্রস্তুতি নিতে হবে যে এই মহামারি এখনই শেষ হচ্ছে না। আর সাধারণ মানুষকেও এই জন্য প্রস্তুতি নিতে হবে যে এই ভাইরাসের পর্যায়ক্রমিক পুনরুত্থান হতে পারে আগামী দুই বছরের মধ্যে।

নতুন এই গবেষণাপত্র লিখেছেন সিআইডিআরএপির পরিচালক মাইকেল ওস্টারহলম, চিকিৎসাবিজ্ঞানুবিষয়ক পরিচালক ক্রিস্টেন মুর, তুলানে বিশ্ববিদ্যালয়ের পাবলিক হেলথ হিস্টোরিয়ান জন বারি ও হার্ভার্ড স্কুল অব পাবলিক হেলথের রোগতত্ত্ববিদ মার্ক লিপসিচ।

ভাইরাসের মহামারি নিয়ে পূর্বাভাস দেওয়ার জন্য এই গবেষকেরা অতীতের বৈশ্বিক মহামারি তথ্যের ওপর চোখ বুলিয়েছেন। তাঁরা বলছেন, এই মহামারি চলবে দেড় থেকে দুই বছর। এই মহামারির সঙ্গে ১৯১৮ সালের মহামারি স্প্যানিশ ফুর সঙ্গে মিল রয়েছে।

দেড় মাসের মধ্যে একদিনে সর্বনিম্ন মৃত্যু স্পেনে

0

দ্রোহ অনলাইন ডেস্ক

মহামারি করোনার প্রকোপ কমতে শুরু করেছে বিপর্যস্ত দেশগুলোর তালিকায় শীর্ষে থাকা স্পেনে। রবিবার দেওয়া দেশটির সরকারি হিসাব অনুযায়ী একদিনে নতুন করে স্পেনে প্রাণ হারিয়েছেন আরও ১৬৪ জন। গত ১৮ মার্চের পর দেশটিতে করোনায় একদিনে এত কম মৃত্যুর ঘটনা ঘটেনি।

বিবিসির প্রতিবেদন অনুযায়ী স্পেনের স্বাস্থ্য মন্ত্রণালয় করোনা পরিস্থিতি নিয়ে নিয়মিত প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানিয়েছে। দেশটিতে করোনাভাইরাস সংক্রমিত কোভিড-১৯ রোগে আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা এখন ২৫ হাজার ২৬৪; যুক্তরাষ্ট্র, ইতালি, যুক্তরাজ্যের পর যা চতুর্থ সর্বোচ্চ।

গত ২৪ ঘণ্টায় রেকর্ড সর্বনিম্ন মৃত্যু ছাড়াও স্পেনে নতুন করে এক হাজারের কম মানুষের দেহে করোনার উপস্থিতি শনাক্ত হয়েছে। গতকাল রবিবার দেশটিতে মোট আক্রান্তের সংখ্যা ২ লাখ ১৬ হাজার ৫৮২ জন থাকলেও আজ তা বেড়ে হয়েছে ২ লাখ ১৭ হাজার ৪৬৬ জন। যুক্তরাষ্ট্রের ১১ লাখের পর আক্রান্তের দিক দিয়ে বিশ্বে যা দ্বিতীয় সর্বোচ্চ।

আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা উল্লেখযোগ্য হারে কমতে শুরু করায় সংক্রমণ মোকাবিলায় স্পেনে জারি করা কঠোর বিধিনিষেধ ধীরে ধীরে শিথিল করা হচ্ছে। প্রায় সাত সপ্তাহ পর দেশটির প্রাপ্তবয়স্ক মানুষেরা গত শনিবার থেকে বাড়ির বাইরে যাওয়ার অনুমতি পেয়েছে। এর আগে ২৭ এপ্রিলে দিনে একবার শিশুদের বাড়ির বাইরে যাওয়ার অনুমতি দেওয়া হয়।

এদিকে শনিবার স্পেনের সরকার এক ঘোষণায় গণপরিবহনের ভেতর সবাইকে বাধ্যতামূলক মাস্ক পরার নির্দেশনা জারি করেছে। আগামীকাল সোমবার থেকে এই নির্দেশনা কার্যকর হবে। স্পেনের মতোই ইউরোপের অন্যান্য দেশেও সামাজিক দূরত্বের নির্দেশনা বলবৎ রেখেই লকডাউনসহ এ সংক্রান্ত নিষেধাজ্ঞাগুলো শিথিল করা হচ্ছে।

মাদাগাসকারের হারবাল চা পানে করোনামুক্তি, ডব্লিউএইচও বলছে অন্য কথা

0

দ্রোহ অনলাইন ডেস্ক

হারবাল চা পানে করোনা রোগীরা সুস্থ হয়ে উঠছেন মাদাগাসকারের প্রেসিডেন্ট এমন দাবি করার পর দেশটি থেকে এই চা আমদানির হিড়িক পড়েছে আফ্রিকার বিভিন্ন দেশে। ইতোমধ্যে বেশ কয়েকটি দেশ মাদাগাসকারের এই চা আমদানিও করেছে। এমন পরিস্থিতিতে করোনা নিরাময়ের পানীয় হিসাবে হারবাল চা আমদানি করতে মাদাগাসকারে একটি বিশেষ বিমান পাঠানোর ঘোষণা দিয়েছেন তানজানিয়ার প্রেসিডেন্ট জন ম্যাগুফুলি।

কঙ্গো-ব্রাজাভিলের প্রেসিডেন্টও এই হারবাল চা আমদানি করবেন বলে জানিয়েছেন। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি বলছে, মাদাগাসকারে আর্টেমিসিয়া নামের এক ধরনের গাছ থেকে এই চায়ের দানা তৈরি হয়। ম্যালেরিয়ার চিকিৎসার ওষুধের উপাদানের উৎস এই গাছ।

আফ্রিকায় এই হারবাল চা আমদানির হিড়িক পড়ে যাওয়ার পর বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) একটি বিবৃতি দিয়েছে। এতে বলা হয়েছে, এই চা পানে করোনা নিরাময়েরে কোনও প্রমাণ নেই। স্বতঃপ্রণোদিত হয়ে এ ধরনের চিকিৎসা পদ্ধতি প্রহণ না করার পরামর্শ দিয়েছে সংস্থাটি।

মাদাগাসকারের প্রেসিডেন্টের চিফ অফ স্টাফ হাসিনিরিনা রনোরোমারো বলেছেন, কোভিড-অর্গানিক হিসাবে এই পানীয় বাজারে আনা হয়েছে। তিন সপ্তাহের বেশি সময় ধরে ২০ জনের ওপর এই পানীয়র পরীা চালানোর পর বাজারজাত তা করা হয়েছে।

মাদাগাসকারের কোভিড-অর্গানিক পানীয় বাজারজাত করার পর বিশ্ব স্বাস্থ্য সংস্থা বিবৃতিতে বলেছে, করোনা চিকিৎসার জন্য বিশ্ব স্বাস্থ্য সংস্থা যেকোনো ধরনের ওষুধের মাধ্যমে কোভিড-১৯ এর স্বেচ্ছা-চিকিৎসা, প্রতিরোধ অথবা নিরাময়ের সুপারিশ করে না।

এর আগে, বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান টেড্রোস আধানম গেব্রিয়েসুস বলেন, করোনাভাইরাসের লড়াইয়ে শর্ট-কাট কার্যকরী কোনো চিকিৎসা এখনও পাওয়া যায়নি। প্রাণঘাতী এই ভাইরাসের একটি কার্যকরী চিকিৎসা খুঁজে পাওয়ার জন্য আন্তর্জাতিক অনেক ট্রায়াল চলছে।

গত মার্চে যুক্তরাষ্ট্রের ন্যাশনাল সেন্টার ফর কমপ্লিমেন্টারি অ্যান্ড ইন্টেগ্রেটিভ হেলথ করোনাভাইরাস প্রতিকারে হারবাল থেরাপি এবং চা পানের বিরুদ্ধে সতর্ক করে দেয়। মার্কিন এই সংস্থাটি বলছে, সংক্রমণ ঠেকানোর সর্বোত্তম উপায় হচ্ছে এই ভাইরাসের সংস্পর্শে না আসা।

আফ্রিকার বিভিন্ন দেশ ইতোমধ্যে মাদাগাসকারের এই হারবাল চা আমদানি করেছে। শনিবারও গিনি-বিসাও এই চায়ের প্রথম চালান দেশে এনেছে। মালাগাসির প্রেসিডেন্ট এক টুইট বার্তায় বলেছেন, ইকুয়াটোরিয়াল গিনির একজন বিশেষ দূত এই চা নেয়ার জন্য দেশে এসেছেন।

তানজানিয়ার প্রেসিডেন্ট জন ম্যাগুফুলি বলেছেন, তিনি ইতোমধ্যে মাদাগাসকারের প্রেসিডেন্টের সঙ্গে যোগাযোগ করেছেন এবং এই ওষুধ আমদানির জন্য দেশটিতে একটি বিশেষ বিমান পাঠিয়ে দেবেন।

তিনি বলেন, আমি মাদাগাসকারের সঙ্গে যোগাযোগ করেছি। তারা ইতোমধ্যে একটি চিঠি লিখেছে। এতে বলা হয়েছে, তারা বেশ কিছু ওষুধ উদ্ভাবন করেছেন। আমরা এই ওষুধ আনার জন্য একটি বিশেষ বিমান পাঠাবো। এর মাধ্যমে তানজানিয়ানরা উপকৃত হবে। এজন্য দেশের সরকার দিন-রাত কাজ করে চলেছে।

করোনাভাইরাস মহামারি নিয়ে নানা ধরনের মন্তব্য করে আফ্রিকা মহাদেশে ব্যাপক সমালোচনার মুখে পড়েছেন তানজানিয়ার এই প্রেসিডেন্ট। পুরো বিশ্ব করোনার লড়াইয়ে কার্যত অবরুদ্ধ অবস্থায় থাকলেও ম্যাগুফুলি দেশটির জনগণকে ধর্মীয় প্রতিষ্ঠানগুলোতে গণজমায়েত চালিয়ে যাওয়ার পরামর্শ দিয়েছেন।

করোনাভাইরাস মহামারির প্রবল ধাক্কা তানজানিয়ায় শুরু হতে পারে বলে সতর্ক করে দিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। করোনার বিস্তার রোধে দেশটির সরকার কঠোর কোনো পদপে না নেয়ায় এ সতর্কবার্তা দিয়েছে জাতিসংঘের স্বাস্থ্য বিষয়ক এই সংস্থা।

তানজানিয়ায় এখন পর্যন্ত ৪৮০ জন করোনায় আক্রান্ত হয়েছেন। অন্যদিকে কঙ্গো-ব্রাজাভিলেতে ২২৯ এবং মাদাগাসকারে ১৩৫ জন করোনা সংক্রমিত রোগী পাওয়া গেছে।

ইতালিতে করোনায় ১১ দিনের মধ্যে সর্বোচ্চ মৃত্যু

0

দ্রোহ অনলাইন ডেস্ক

ইতালিতে করোনা ভাইরাসে নতুন আক্রান্তের সংখ্যা কমলেছে। তবে বেড়ে গেছে মৃতের সংখ্যা, গত ১১ দিনের মধ্যে সর্বোচ্চ। দেশটির নাগরিক সুরা কর্তৃপরে তথ্য মতে শনিবার ২৪ ঘণ্টায় আগের দিনের একই সময়ের তুলনায় মারা গেছেন বেশি মানুষ, আক্রান্ত হয়েছেন কম। করোনা মহামারির বিস্তার রোধে ঘোষিত লকডাউন যখন শিথিল করার পরিকল্পনা নিয়ে এগোচ্ছে ইতালি, ঠিক তখনই আবার মৃত বেড়ে যাওয়ায় দুশ্চিন্তায় পড়েছে কর্তৃপ। সোমবার লকডাউন শিথিলের চিন্তা করেছিল দেশটি। খবর ব্লুমবার্গ নিউজের।

ইতালির নাগরিক সুরা কর্তৃপ রোববার এক ব্রিফিংয়ে জানায়, শনিবার ২৪ ঘণ্টায় করোনায় মৃত্যু হয়েছে ৪৭৪ জনের । অথচ শুক্রবার ২৪ ঘণ্টায় এ ভাইরাসে ২৬৯ জন প্রাণহানি হয়েছে। শনিবার আক্রান্ত হয়েছে ১ হাজার ৯০০ জন। তবে আগের দিন আক্রান্ত হন ১ হাজার ৯৬৫ জন। শনিবারের মৃত্যুর সংখ্যা গত ২১ এপ্রিলের পর থেকে একদিনে সর্বোচ্চ মৃত্যু।

কর্তৃপ জানায়, শনিবারের মৃত্যু নিয়ে এ পর্যন্ত ইতালিতে করোনায় মোট প্রাণহানি ঘটেছে ২৮ হাজার ৭১০ জনের। আর গত ২১ ফেব্রুয়ারিতে দেশটিতে করোনা প্রাদুর্ভাব শুরুর পর এখন পর্যন্ত মোট আক্রান্ত হয়েছেন ২ লাখ ৯ হাজার ৩২৮ জন।

এদিকে মৃত্যু বাড়ার সঙ্গে ইতালিতে ক্রমেই বাড়ছে সুস্থতার সংখ্যা। শনিবার একদিনেই সুস্থ হয়েছেন ১ হাজার ৬৬৫ জন করোনা রোগী। এ নিয়ে দেশটিতে করোনা থেকে সুস্থ হয়েছেন ৭৯ হাজার ৯১৪ জন রোগী।

আশা করা হচ্ছে, সুস্থতার সংখ্যা বাড়তে থাকায় খুব শিগগিরই স্বাভাবিক ছন্দে ফিরবে ইতালি। সে ল্েযই আগামীকাল সোমবার লকডাউন শিথিল করার পরিকল্পনা নেওয়া হয়েছে। অর্থনৈতিক তি কমাতে এরই মধ্যে বিভিন্ন শহরে খুলতে শুরু করেছে দোকানপাট, রেস্টুরেন্ট, স্টেশনারি, বইয়ের দোকান ও বাচ্চাদের কাপড়ের দোকান। কম্পিউটার ও কাগজপত্র তৈরির কাজ শুরুর অনুমতি দেয়া হয়েছে। আগামী ১৮ মের পর বিভিন্ন অঞ্চলে সীমিত আকারে উৎপাদন শিল্প, নির্মাণ খাত ও পাইকারি দোকানগুলো চালু করে দেয়া হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

দেশটির প্রধানমন্ত্রী জোসেফ কোতে শুক্রবার ফেসবুক স্ট্যাটাসে ত্রাণ বিতরণে বিলম্বেও কারণে দেশবাসীর কাছে মা চেয়ে বলেছেন, আগামী সোমবার থেকে আমরা লকডাউন শিথিল করতে যাচ্ছি।

বেনাপোলে আমদানি-রফতানি বন্ধের শঙ্কা

0

 

যশোর প্রতিনিধি

অনেক কাঠখড় পুড়িয়ে কেন্দ্র সরকার এবং রাজ্য প্রশাসনের যৌথ উদ্যোগে লকডাউনের মধ্যেই পেট্রাপোল-বেনাপোল স্থলবন্দর দিয়ে রফতানির কাজ শুরু করলেও ফের তা বন্ধ হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে।

রোববার সকালে ভারতের বনগাঁর ছয়ঘরিয়া পঞ্চায়েতের পেট্রাপোল সীমান্ত লাগোয়া জয়ন্তীপুর গ্রামের স্থানীয় বাসিন্দাসহ এই স্থলবন্দরের সঙ্গে যুক্ত বিভিন্ন শ্রমিক সংগঠনের শতাধিক শ্রমিক এদিন যশোর রোড অবরোধ করে বিােভ করেন।

তাদের দাবি সীমান্তের ওপারে বেনাপোলেও বহু মানুষ করোনা সংক্রমণে আক্রান্ত হয়েছে বলে জানা গেছে সংবাদ মাধ্যমে। এ অবস্থায় ওপার বাংলার শ্রমিকরা এপার বাংলার কাজে যুক্ত থাকলে দ্রুত সংক্রমণ ছড়াবে সীমান্ত এলাকার গ্রামগুলোতেও। তাই রফতানি হোক বা আমদানি কাজ শুরু হলে করোনা সংক্রমণ কোনোভাবেই ঠেকানো যাবে না। ফলে এলাকাবাসীর স্বার্থে বন্ধ রাখতে হবে আর্ন্তাতিক সীমান্ত বাণিজ্য।

এদিকে বিােভের খবর পেয়ে স্থানীয় প্রশাসনিক আধিকারিকরা ঘটনাস্থলে পৌঁছান। পরিস্থিতি খতিয়ে দেখার আশ্বাস দিলে বিােভ তুলে নেন গ্রামবাসীরা।

একদিকে বাণিজ্য করিডর খোলার নির্দেশ ভারতের কেন্দ্রীয় সরকারের। অন্যদিকে সীমান্তে শিথিলতা দেখাতে রাজি নয় পশ্চিমবঙ্গ সরকার। নেপাল, ভুটান, বাংলাদেশ সীমান্তের সমন্ত বাণিজ্য করিডোর দিয়ে ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয় অত্যাবশ্যক পণ্য চলাচল শুরুর নির্দেশ দিলেও পশ্চিমবঙ্গ রাজ্য সরকার এ পর্যন্ত কোনো সিদ্ধান্ত নেয়নি।

দফায় দফায় আমদানি-রফতানি চালুর বিষয়ে আলোচনা করা হলেও রাজ্য সরকার থেকে কোনো সুফল বার্তা না পাওয়ায় চালু করা যাচ্ছে না আমদানি-রফতানি কার্যক্রম। ২৩ মার্চ থেকে ভারতে লকডাউনের কারণে এ পথে আমদানি-রফতানি বন্ধ করে দেয়া যায়।

পেট্রাপোল বন্দর এবং সংলগ্ন এলাকায় প্রায় আড়াই হাজার ট্রাক পণ্য নিয়ে আটকে রয়েছে। ভারতীয় রফতানিকারীরা চাইছেন, অন্তত ওই ট্রাকগুলো বাংলাদেশে পাঠানো হোক।

গত ২৪ এপ্রিল কেন্দ্রীয় স্বরাষ্ট্রসচিব অজয় ভাল্লা রাজ্যের মুখ্যসচিব রাজীব সিংহকে চিঠি লিখে জানিয়েছেন, নেপাল, ভুটানগামী অত্যাবশকীয় পণ্য আটকে রাখার ফলে আন্তর্জাতিক চুক্তি লঙ্ঘন হচ্ছে। কোনো রাজ্য একতরফা সীমান্ত বন্ধ করতে পারে না। তাই বাণিজ্য করিডরগুলো জ্বালানি, এলপিজি, খাদ্য সামগ্রী, ওষুধ ও চিকিৎসা সরঞ্জাম পরিবহনের জন্য খুলে দেয়া হোক। বাংলাদেশ সীমান্তের যে কটি করিডোর দিয়ে পণ্য পরিবহন হয়, সেগুলো খুলতে বলেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রসচিব।

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মনে করেন, বাংলাদেশ, নেপাল, ভুটান সীমান্তে বাণিজ্য করিডোর খুললে উত্তরবঙ্গ ও দণিবঙ্গের সীমান্তবর্তী জেলাগুলোতে সংক্রমণ ঠেকানো যাবে না। ফলে সীমান্তে শিথিলতা দেখাতে রাজি নয় রাজ্য।

মুখ্যমন্ত্রী রাজ্য পুলিশের ডিজি বীরেন্দ্র এবং নিরাপত্তা অধিকর্তা সুরজিৎ কর পুরকায়স্থকে পেট্রাপোল, মালদহ, মুর্শিদাবাদ ও শিলিগুড়ির সীমান্ত পরিস্থিতি খোঁজ করতে পাঠিয়েছিলেন। তাদের রিপোর্টেও এখনই অবাধ বাণিজ্য চালু না-করার কথা বলা হয়েছে।

কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ঘোষণায় রফতানিকারকরা কিছুটা হলেও আশার আলো দেখলেও লকডাউনের শুরু থেকেই পেট্রাপোল-বেনাপোল সীমান্ত দিয়ে পণ্য আমদানি-রফতানি কার্যত বন্ধ। কেন্দ্রের লকডাউন নির্দেশিকায় সীমান্ত দিয়ে অত্যাবশক পণ্যের যাতায়াত চালু রাখার কথা বলা হয়েছিল। কিন্তু পেট্রাপোল বন্দর দিয়ে তা কার্যত বন্ধ।

ওপারের সূত্র জানায়, লকডাউন শুরু হতেই রাজ্যের বাইরে থেকে পণ্য নিয়ে আসা ট্রাক পেট্রাপোল থেকে দ্রুত ফিরিয়ে দিয়েছিল পুলিশ প্রশাসন। এখন আটকে থাকা পণ্য ভর্তি ট্রাকের রফতানিকারীরা প্রায় সকলেই স্থানীয়। রাজ্যের বাইরের রফতানিকারী সংখ্যায় কম।

অভিযোগ, বাণিজ্যের সঙ্গে যুক্ত সংশ্লিষ্ট মহল লকডাউনের মধ্যে বাণিজ্যের কাজ শুরু করতে চেয়েছিলেন। কিন্তু পুলিশ প্রশাসন ও রাজনৈতিক হস্তেেপ তা সম্ভব হয়নি। ব্যবসায়ীদের বন্ধ রাখতে বলা হয় বেসরকারিভাবে। কোনো লিখিত নির্দেশ দেয়া হয়নি।

প্রশাসনেরও পাল্টা যুক্তি ছিল। প্রশাসনের এক কর্তা বলেন, বাংলাদেশের জেলাগুলোতে করোনাভাইরাসের সংক্রমণ ছড়িয়েছে। বাণিজ্য চালু থাকলে এ দেশের ট্রাক চালকদের বাংলাদেশে পণ্য খালি করতে গিয়ে কয়েকদিন থাকতে হবে। কোনোভাবে ওই চালক সংক্রমিত হলে এলাকায় তা ছড়িয়ে পড়বে। তাই বিষয়টির গুরুত্ব উড়িয়ে দেয়া যায় না। এলাকার মানুষও সরকারে এ যুক্তিকে সমর্থন করেছেন।

প্রশাসনের এক কর্তা বলেন, ট্রাকচালক বাংলাদেশে গেলে, তারপর ফিরে আসলে তাকে ১৪ দিন কোয়ারেন্টাইন কেন্দ্রে থাকতে হবে। এ বিষয়টা মাথায় রেখে কিভাবে পণ্য রফতানি শুরু করা যায় তা নিয়ে আলোচনা চলে।

পেট্রাপোল কিয়ারিং এজেন্ট স্টাফ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সম্পাদক কার্তিক চক্রবর্তী বলেন, আটকে থাকা ট্রাকগুলোর মধ্যে প্রায় ৪০০টি ট্রাকে অত্যাবশ্যক পণ্য রয়েছে বলে কেন্দ্রের দেয়া তালিকা থেকে জানতে পেরেছি। বৈঠকে প্রস্তাব দিয়েছি, অত্যাবশ্যক পণ্য নিয়ে ট্রাক চালকেরা যাবতীয় সুরা নিয়ে বেনাপোল যাক। দিনে দিনে সেখানে পণ্য খালি করে চলে আসুক। চালকেরা ফিরে এলে তাদের যেন ১৪ দিনের কোয়ারেন্টাইনে পাঠানো না হয়।

পেট্রাপোল এক্সপোর্টার্স অ্যান্ড ইমপোর্টার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সভাপতি পরিতোষ বিশ্বাস বলেন, আটকে থাকা ট্রাকের মধ্যে মালপত্র নষ্ট হচ্ছে। দীর্ঘদিন ট্রাক আটকে থাকায় ট্রাকগুলোও তিগ্রস্ত হচ্ছে। এখনই ট্রাকগুলো বেনাপোলে পাঠাতে না পারলে বাংলাদেশের ব্যবসায়ীরা পরবর্তী সময়ে তা নিতে অস্বীকার করতে পারেন। তাছাড়া পার্কিং-এ ট্রাক থাকায় রোজ ট্রাক প্রতি পার্কিং ফি বাবদ ১৪০০-১৫০০ টাকা করে রফতানিকারীদের দিতে হবে। ফলে আর্থিকভাবে আমরা তিগ্রস্ত হচ্ছি। সীমান্তের জিরো পয়েন্টে এ দেশের ট্রাক থেকে বাংলাদেশের ট্রাকে পণ্য তুলে নেয়া হোক।

পরিতোষ বিশ্বাস বলেন, প্রশাসনের কাছে আমরা আবেদন করেছি, যাবতীয় সুরা বজায় রেখে আটকে থাকা ট্রাকগুলোকে পণ্য নিয়ে বাংলাদেশে যেতে দেয়া হোক। যদিও জিরো পয়েন্টে পণ্য উঠানো-নামানো কাজের পরিকাঠামো কতটা রয়েছে, তা নিয়ে সংশয় প্রকাশ করেছে সংশ্লিষ্ট মহল।

এদিকে ২৮ এপ্রিল পেট্রাপোল বন্দর দিয়ে অত্যাবশ্যক পণ্য রফতানির কাজ শুরু করতে পেট্রাপোলে বৈঠক করেন উত্তর ২৪ পরগণা জেলার জেলাশাসক চৈতালি চক্রবর্তী, বনগাঁর পুলিশ সুপার তরুণ হালদার, রাজ্য সরকার নিযুক্ত উত্তর ২৪ পরগণা জেলার নোডাল অফিসার সঞ্জয় কুমার থাড়ে, বনগাঁর মহকুমাশাসক কাকলি মুখোপাধ্যায়।

ছিলেন শুল্ক দফতর ও বিএসএফের কর্তারা। বৈঠকে ডাকা হয়েছিল কিয়ারিং এজেন্ট সংগঠনের প্রতিনিধি এবং পণ্য রফতানি ও আমদানিকারী সংগঠনের প্রতিনিধিদেরও। বৈঠকে আটকে থাকা পণ্য কিভাবে দ্রুত বাংলাদেশে পাঠানো সম্ভব, তা নিয়ে আলোচনা হয়েছে।

বৈঠকে আলোচিত সমন্ত প্রস্তাব উর্ধ্বতন কর্তৃপকে জানানো হবে। তারপরে দু’দেশের মধ্যে আলোচনায় পরবর্তী সিদ্ধান্ত নেয়া হবে। প্রশাসনের এক কর্তা বলেন, কিভাবে বাণিজ্যের কাজ শুরু করা যায়, তা নিয়ে এদিন পরিস্থিতি পর্যালোচনা করা হয়েছে। স্বাস্থ্য-সংক্রান্ত বিষয়টিও এ েেত্র গুরুত্বপূর্ণ।

সাইফকে ফিফার ১ কোটি টাকা জরিমানা

0

দ্রোহ অনলাইন ডেস্ক
এক কোটি টাকা জরিমানা না দিলে ফুটবলার ট্রান্সফারে অংশ নিতে পারবে না বাংলাদেশ প্রিমিয়ার লিগের দল সাইফ স্পোর্টিং কাব লিমিটেড।

শনিবার কাবটিকে আনুষ্ঠানিকভাবে এ নির্দেশনার কথা জানিয়ে দিয়েছে বিশ্ব ফুটবল নিয়ন্ত্রক সংস্থার (ফিফা)। সাইফ স্পোর্টিং কাবের ওপর ফিফার এই সিদ্ধান্তের বিষয়ে বক্তব্য এসেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) থেকে।

শনিবার এক ভিডিওবার্তায় বাফুফে সাধারণ সম্পাদক আবু নাইম সোহাগ বলেন, গত মার্চে সাইফ স্পোর্টিং কাবকে তিন বিদেশি খেলোয়াড়কে নির্দিষ্ট পাওনা ও তিপূরণ দেয়ার এবং প্রতিটি কেসের জন্য ৫০০০ সুইস ফ্রাঁ জরিমানা করে ফিফা। এ জরিমানা দেয়ার সময় ২৩ মার্চ পর্যন্ত নির্ধারণ করা হয়। এরপরও বাফুফে কিছুদিন অপো করে। কিন্তু এখন পর্যন্ত বাফুফে বা ফিফার কাছে সেই পাওনা পরিশোধের প্রমাণ আসেনি। তাই শনিবার আমরা সাইফ স্পোর্টিং কাবকে অফিসিয়ালি জানিয়ে দিয়েছি যে, এই অর্থ পরিশোধের প্রমাণাদি যতদিন পর্যন্ত না পাওয়া যাবে ততদিন তাদের মূল এবং যুবদলের ট্রান্সফারও বন্ধ থাকবে।

উল্লেখ্য, দুই মৌসুম আগে ম্যাকো ভিলিয়াম, সাভা গারদাসেভিচ ও গোরান ওবরাদভিচ নামের তিন বিদেশি খেলোয়াড় ফিফার কাছে অভিযোগ করেন যে, সাইফ স্পোর্টিং কাব তাদের পারিশ্রমিক দিচ্ছে না। এ বিষয়ে সাইফ স্পোর্টিং কাবের সঙ্গে ফিফা যোগাযোগ করে। সাইফ স্পোর্টিং কাবের প থেকে ফিফার কাছে ব্যাখ্যা পাঠানো হয়। সব বিষয় যাচাই-বাছাই করে ফিফা সাইফকে সব টাকা পরিশোধের নির্দেশ দেয়।

করোনায় বিভিন্ন কাবকে বিসিবির সহায়তা

1

 

দ্রোহ অনলাইন ডেস্ক

ঢাকা প্রিমিয়ার লিগের বড় কাবগুলোর ছাড়াও প্রথম, দ্বিতীয় ও তৃতীয় বিভাগ ক্রিকেট লিগের মোট ৭৬টি কাবের কর্মচারীদের জন্য সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে বিসিবি।
রবিবার মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামের মিডিয়া সেন্টারে প্রত্যেক কাবের প্রতিনিধিদের হাতে এসব খাদ্যসামগ্রী তুলে দেওয়া হয়।

সিসিডিএম সদস্য সচিব আলি হোসেন জানিয়েছেন, কাবগুলোর নিম্ন আয়ের কর্মচারীদের জন্য চাল, ডাল, তেল, লবণ ও সাবান উপহার দেওয়া হয়েছে। প্রতিটি কাবকে দেওয়া হয়েছে ৩০টি করে প্যাকেট।

করোনাভাইরাসের প্রাদুর্ভাবের পর থেকেই বিসিবি বিভিন্নভাবে ক্রিকেট সংশ্লিষ্ট অনেককে সাহায্য করে আসছে। ২০১৯-২০ মৌসুমে ঢাকা প্রিমিয়ার লিগ খেলা চুক্তির বাইরের ক্রিকেটারদের এককালীন ৩০ হাজার টাকা করে দিয়েছে ক্রিকেট বোর্ড। আর্থিক সাহায্য দেওয়া হয়েছে নারী ক্রিকেটারদেরও। ২০১৯-২০ মৌসুমে জাতীয় দলের ক্যাম্পে থাকা ক্রিকেটারদের এককালীন ২০ হাজার টাকা করে দিয়েছে বিসিবি। এ ছাড়া হুইলচেয়ার ক্রিকেটারদের ১০ হাজার টাকা করে ও ২০ হাজার পরিবারকে দেওয়া হয়েছে খাদ্যসহায়তা।

শামি আত্মহত্যার কথাও ভেবেছিলেন

0

 

দ্রোহ অনলাইন ডেস্ক

জাসপ্রিত বুমরাহও সঙ্গে ভারতের বোলিং আক্রমণে নতুন মাত্রা যোগ করেছেন মোহাম্মদ শামি। তিন ফরম্যাটে বিরাট কোহলির দলের অপরিহার্য হয়ে উঠেছেন। অথচ এই মোহাম্মদ শামি তিনবার আত্মহত্যার কথা চিন্তা করেছিলেন। চোটে পড়ে, পারিবারিক ঝামেলায় জড়িয়ে জীবন থেকে মুক্তি চেয়েছিলেন তিনি। রোহিত শর্মার সঙ্গে ভিডিও আলাপে মনের সেই গোপন ফাঁস করলেন কলকাতার অবাঙালি এই ক্রিকেটার।

শামি বলেন, ‘২০১৫ বিশ্বকাপে আমি চোট পেয়েছিলাম। ১৮ মাস লেগেছিল পুরোপুরি সুস্থ হয়ে ফিরতে। ওটা আমার জীবনের সব চেয়ে যন্ত্রণার সময়। প্রচুর চাপের মধ্যে দিয়ে যেতাম। এরপরে খেলায় ফিরতেই ব্যক্তিগত সমস্যায় জড়িয়ে পড়ি। ওই সময় পরিবারের অন্য সদস্যদের পাশে না পেলে হয়তো ফিরে আসতে পারতাম না। তিনবার আত্মহত্যা কথা ভেবেছি আমি।’

ক্যারিয়ারের শুরুর দিকে মোহাম্মদ শামি ছিলেন চোট জর্জর। তবে ২০১৮ সালের মাঝপথে অস্ট্রেলিয়া সিরিজ থেকে নিয়মিত খেলছেন তিনি। বোলিং অ্যাকশনে সামান্য পরিবর্তন এনে, রানিং কমিয়ে চোট থেকেও মুক্তি পেয়েছেন আবার বলেও বেড়েছে গড়ি। কিন্তু এরই মাঝে জড়িয়ে পড়েন ব্যক্তিগত সমস্যায়। বছর দুই আগে স্ত্রী হাসিন জাহানের সঙ্গে বিরোধ শুরু হয় তার। থানা-পুলিশ থেকে আদালতে গিয়েছে সে মামলা।

সেই সময়ের অভিজ্ঞতা তুলে ধরে রোহিতকে ভারতীয় পেসার শামি বলেন, ‘ওই সময় ২৪ ঘণ্টা সঙ্গে কেউ থাকত। এক মুহূর্ত আমাকে একা ছাড়া হতো না। আমি মানসিকভাবে ভালো ছিলাম না। কিন্তু পরিবার আমার পাশে থেকেছে। পরিবার পাশে থাকলে যেকোন পরিস্থিতি সামলানো সম্ভব। ওই সময় আমার পরিবার সঙ্গে না থাকলে খারাপ কিছু করে ফেলতে পারতাম। পরিবারকে তাই ধন্যবাদ দিতে চাই।

সর্বশেষ সংবাদ

খোকসায় ইয়াবাসহ এক মাদক বিক্রেতা আটক

স্টাফ রিপোর্টার কুষ্টিয়ার খোকসা থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে ইয়াবা ট্যাবলেটসহ এক মাদক বিক্রেতাকে আটক করেছে। থানা পুলিশ সূত্রে জানা গেছে, রবিবার দিনগত রাত ৮টার দিকে...

বিদ্যালয়ের গাছে ঝুলছিল নৈশপ্রহরীর মরদেহ

কুষ্টিয়া প্রতিনিধি কুষ্টিয়ার কুমারখালীতে একটি বিদ্যালয়ের গাছ থেকে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রবিবার (২০ এপ্রিল) সকাল সাড়ে ৬টার দিকে উপজেলার নন্দলালপুর ইউনিয়নের সোন্দাহ মাধ্যমিক...

মাদকবিরোধী অভিযানে বাধার মুখে ম্যাজিস্ট্রেটসহ পুলিশ বাহিনী

কুষ্টিয়া প্রতিনিধি কুষ্টিয়ার ভেড়ামারায় মাদক বিরোধী অভিযান পরিচালনায় গিয়ে বাধা মুখে পরেন নির্বাহী ম্যাজিস্ট্রেট আনোয়ার হোসেনসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। মাজারের ভক্ত অনুসারীরা এ ঘটনা...

জামায়াতে ইসলামীর উলামা সম্মেলন অনুষ্ঠিত

কুষ্টিয়া প্রতিনিধি কুষ্টিয়ায় জামায়াতের উলামা সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে বাংলাদেশ জামায়াতে ইসলামী কুষ্টিয়া উলামা বিভাগের আয়োজনে কুষ্টিয়া জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে এই সম্মেলন অনুষ্ঠিত...

 খোকসার একই ব্যক্তি দুই পদে চাকরি করছেন

স্টাফ রিপোর্টার একই ব্যক্তি মাধ্যমিক শিক্ষার উন্নয়ন প্রকল্প ও একটি মাদ্রাসায় আরবি প্রভাষক পদে চাকরি করে চলেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। উর্দ্ধতন কর্মকর্তাদের সাথে যোগসাযোসে...