খোকসায় ইয়াবাসহ এক মাদক বিক্রেতা আটক

0
1

স্টাফ রিপোর্টার

কুষ্টিয়ার খোকসা থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে ইয়াবা ট্যাবলেটসহ এক মাদক বিক্রেতাকে আটক করেছে।

থানা পুলিশ সূত্রে জানা গেছে, রবিবার দিনগত রাত ৮টার দিকে উপজেলার কাদিরপুর থেকে মাদক বিক্রেতা নাদিম (২৭) কে আটক করা হয়। তার শরীর তল্লাসী করে ১৮টি ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। নাদিম কাদিরপুর গ্রামের হাবিবুর রহমানের ছেলে।

আরও পড়ুন – বিদ্যালয়ের গাছে ঝুলছিল নৈশপ্রহরীর মরদেহ

থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ মঈনুল ইসলাম জানান, ইয়াবাসহ আটক নাদিমের বিরুদ্ধে মাদক নিয়ন্ত্রন আইনে মামলার প্রস্তুতি চলছে। মাদকের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত থাকবে।

আরও পড়ুন – মাদকবিরোধী অভিযানে বাধার মুখে ম্যাজিস্ট্রেটসহ পুলিশ বাহিনী