সোমবার, ২১ এপ্রিল, ২০২৫
Home Blog Page 699

কওমী মাদ্রাসার সুপারদের মধ্যে বিশেষ বরাদ্দের চেক বিতরণ

0

নাটোর প্রতিনিধি

নাটোরের লালপুরে ৮টি কওমী মাদ্রাসার সুপারদের মাঝে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেওয়া বিশেষ বরাদ্দের ৮৫ হাজার টাকার চেক বিতরণ করা হয়েছে।

সোমবার লালপুর উপজেলা নির্বাহী অফিসার উম্মুল বানীন দ্যূতি তার নিজ কার্যালয়ে এসব চেক বিতরণ করেন।
কওমী মাদ্রাসার শিার্থীদের জন্য মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেওয়া বিশেষ বরাদ্দের চেক পেয়ে মাদ্রাসার সুপারগণ মাননীয় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানান ও তাঁর দীর্ঘায়ু কামনা করেন।

এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন নাটোর জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যজিস্ট্রেট জিয়াউর রহমান, উপজেলা প্রাথমিক শিা অফিসার কে এম নজরুল ইসলাম, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা উমিরুল ইসলাম প্রমুখ।

সরকার আজ বিশ্বব্যাপী প্রশংসিত – তথ্যমন্ত্রী

0

দ্রোহ অনলাইন ডেস্ক

‘মানুষের জীবন-জীবিকা রায় সঠিক পদপে নেয়ার কারণেই সরকার বিশ্বব্যাপী প্রশংসিত’ বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ডঃ হাছান মাহমুদ।

সোমবারে সচিবালয়ে নিজের দফতর থেকে অনলাইনে দেয়া সংপ্তি ভিডিও বার্তায় তিনি এ কথা বলেন।

হাসান মাহমুদ ওই ভিডিও বার্তায় বলেন, ‘করোনা ভাইরাসজনিত পরিস্থিতিতে বিশ্বব্যাপী এই সংকটের সময় মানুষের জীবন এবং জীবিকা দু’টি রার ল্য নিয়ে মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে বাংলাদেশ সরকার প্রথম থেকেই নানা পদপে প্রহণ করেছে। মানুষের জীবন রার জন্য মাননীয় প্রধানমন্ত্রী যেসব পদপে গ্রহণ করেছেন, সেটি ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম, বিশ্ব স্বাস্থ্য সংস্থা এমনকি বিশ্ববিখ্যাত ম্যাগাজিন ফোর্বস কর্তৃক প্রশংসিত হয়েছে।’

করোনাভাইরাসের কারণে বিশ্ব অর্থনীতিতে যে বিরাট ঝাঁকুনির সৃষ্টি হয়েছে, সেই সংকট মোকাবিলায় মাননীয় প্রধানমন্ত্রী নানাবিধ পদপে গ্রহণ করেছেন জানিয়ে ডঃ হাছান মাহমুদ বলেন, ‘অর্থনৈতিক ঝুঁকি মোকাবিলা করে মানুষের জীবিকা রার জন্য মাননীয় প্রধানমন্ত্রী যে পদপেগুলো গ্রহণ করেছেন, বিশ্ববিখ্যাত দি ইকোনমিস্ট পত্রিকায় সেগুলোর সঠিক পরিস্ফুটন হয়েছে।’

এখন অর্থনৈতিক ঝুঁকি মোকাবিলার েেত্র বাংলাদেশের অবস্থান দণি এশিয়ার অন্য দেশগুলোর ওপরে, এমনকি ভারত, পাকিস্তান, চীনের চেয়েও এেেত্র বাংলাদেশের সমতা অনেক ভালো- সেটিই দি ইকোনমিস্ট পত্রিকায় এসেছে, ব্যাখ্যা করে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক হাছান মাহমুদ বলেন, কেউ প্রশংসা করুক আর না করুক এটিই হচ্ছে বাস্তবতা।

এসময় উপস্থিত একজন সাংবাদিক বিএনপি নেতা রুহুল কবির রিজভী আহমেদের ‘সরকারের আহম্মকির কারণে করোনায় অব্যবস্থাপনা’ মন্তব্যের প্রতি তার দৃষ্টি আকর্ষণ করলে তথ্যমন্ত্রী বলেন, যেখানে বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছে বাংলাদেশ সরকার করোনা পরিস্থিতি মোকাবিলায় সঠিক পদপে নিয়ে এগুচ্ছে, সেখানে রিজভী আহমেদসহ কারো কারো বক্তব্যে মনে হয় তারা বিশ্ব স্বাস্থ্য সংস্থার চেয়েও স্বাস্থ্য বিষয়ে বেশি জ্ঞান রাখে।’

তুরস্ক প্রতিরক্ষা ব্যবস্থায় এস-৪০০ চালু করবে

0

দ্রোহ অনলাইন ডেস্ক

আমেরিকা তুরস্ককে রাশিয়ার কাছ থেকে প্রাপ্ত এয়ার ডিফেন্স সিস্টেম এস -৪০০ পেণাস্ত্র প্রতিরা ব্যবস্থা সক্রিয় করার বিষয়ে সতর্ক করেছিল। যুক্তরাষ্ট্রের এমন হুমকির পর করোনা মহামারির কারণে কঠিন অর্থনৈতিক সংকটের মুখে পড়া তুরস্ক পরিস্থিতি সামাল দিতে এস-৪০০ যুক্তরাষ্ট্রের কাছে বিক্রি করতে বাধ্য হতে পারে বলে আশঙ্কা কর ছিলেন সামরিক বিশ্লেষকরা।

যুক্তরাষ্ট্রের হুঁশিয়ারি সত্ত্বেও মস্কো অস্ত্র ব্যবস্থা সরবরাহের কাজ শেষ করেছে। তবে করোনাভাইরাস মহামারির কারণে এর সক্রিয়করণ বিলম্বিত হয়েছে। মূলত এপ্রিল মাসেই এটা সক্রিয় করার জন্য নির্ধারিত সময় ছিল।

এস-৪০০ চালু করা হলে তুরস্ককে নিষেধাজ্ঞার মুখোমুখি হতে হবে বলে হুঁশিয়ারি দিয়েছে যুক্তরাষ্ট্র। তুরস্কে মার্কিন রাষ্ট্রদূত ডেভিড স্যাটারফিল্ড বৃহস্পতিবার আটলান্টিক কাউন্সিল কর্তৃক অনলাইনে আয়োাজিত ভার্চুয়াল সেমিনারে ওয়াশিংটনের অব্যাহত বিরোধিতার কারণ ব্যাখ্যা করেছেন।

এক প্রশ্নের জবাবে স্যাটারফিল্ড বলেন,’আমরা রাষ্ট্রপতি এরদোগান ও তুরস্কের সমস্ত প্রবীণ নেতৃত্বের কাছে আমাদের অবস্থানকে বেশ স্পষ্ট করে তুলে ধরেছি। এ বিষয়টি নিয়ে ওয়াশিংটন এবং আঙ্কারার মধ্যে বারবার আলোচনা হয়েছে। এস -৪০০ সিস্টেমের কার্যক্রম তুরস্কের এফ- ৩৫ এর সাথে সামঞ্জস্যপূর্ণ নয়।’

যুক্তরাষ্ট্রের তৈরি সর্বাধিক উন্নত যুদ্ধবিমান এফ-৩৫। তুরস্ক ১৯৯৯ সালে ১০০টি এফ-৩৫ কেনার জন্য আমেরিকার সঙ্গে চুক্তি করে। এর মধ্যে গত বছরের ২২ জুলাই প্রথম চালান হিসেবে একটি বিমান হস্তান্তর করে আমেরিকা। তবে রাশিয়ার সঙ্গে আঙ্কারার এস-৪০০ চুক্তিটি বাতিল না করা হলে এফ-৩৫ অত্যাধুনিক যুদ্ধ বিমান সরবরাহ করবে না।

আঙ্কারার অর্থনৈতিক পরিণতি সম্পর্কে সতর্কতাও দিয়েছেন স্যাটারফিল্ড। তিনি বলেছেন যে, এস -৪০০ সক্রিয়করণ করা হলে তুরস্ককে মার্কিন কংগ্রেসের অস্ত্র ও অর্থনৈতিক নিষেধাজ্ঞার মুখে পড়ার খুব বড় সম্ভাবনা রয়েছে।

স্যাটারফিল্ড বলেন, ‘আমরা যেমন বলেছিলাম তেমনই আমাদের অবস্থান পরিষ্কার করে দিয়েছি। ওয়াশিংটনের অসন্তুষ্টি কূটনৈতিক চ্যানেলে যেমন প্রকাশ করা হয়েছে তেমনি তুরস্কের সরকারের কাছেও তুলে ধরা হয়েছে।’

তবে আমেরিকার এসব হুমকি পাত্তা দিচ্ছে না তুরস্ক। আঙ্কারার অবস্থান এস -৪০০ চালুর কার্যক্রম বিলম্বিত হয়েছে, তবে আমরা এগিয়ে যাবে।

তুরস্কের রাষ্ট্রপতি রিসেপ তাইয়িপ এরদোগানের প্রধান উপদেষ্টা ইব্রাহিম কালিন বলেন, ‘করোনা মহামারিজনিত কারণে এস -৪০ রাশিয়ান পেণাস্ত্র সিস্টেমটির সক্রিয়করণ স্থগিত রয়েছে। তবে এটি যেমন পরিকল্পনা করা হয়েছিল তেমনি এগিয়ে যাবে। আঙ্কারা পিছু হটবে না।’

দৃশ্যমান হল পদ্মা সেতুর ৪ হাজার ৩৫০ মিটার

0

দ্রোহ অনলাইন ডেস্ক
পদ্মাসেতুর ২৯তম স্প্যান বসানো হয়েছে। এতে করে মূল সেতুর ৪ হাজার ৩৫০ মিটার দৃশ্যমান হলো। সোমবার সকাল ১০টা ৪৫ মিনিটে স্প্যানটি বসানোর কাজ সুষ্ঠুভাবে শেষ হয়। ২৮তম স্প্যান বসানোর ২৩ দিনের মাথায় এটি বসানো হলো।

পদ্মাসেতুর নির্বাহী প্রকৌশলী দেওয়ান আবদুল কাদের স্প্যান বসানোর সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি জানান, আবহাওয়াসহ সবকিছু অনুকূলে থাকায় সেতুর ২৯তম স্প্যানটি সকালে মুন্সীগঞ্জের মাওয়া প্রান্তে পিলার-১৯ এবং ২০ এর উপর সঠিকভাবে স্থাপন করা সম্ভব হলো।

এর আগে রোববার সকাল ৮টার দিকে মাওয়া কুমারভোগ কনস্ট্রাকশন ইয়ার্ড থেকে স্প্যানটি নেওয়া হয় পদ্মাসেতুর ১৯ ও ২০ নম্বর পিলারের কাছে মুন্সীগঞ্জের মাওয়া প্রান্তে।

তিনি জানান, পদ্মাসেতুতে আর বাকি থাকলো মাত্র ১২টি স্প্যান স্থাপনের কাজ।

মূল সেতুটি নির্মাণের জন্য কাজ করছে চীনের ঠিকাদারি প্রতিষ্ঠান চায়না মেজর ব্রিজ ইঞ্জিনিয়ারিং কোম্পানি (এমবিইসি) ও নদীশাসনের কাজ করছে দেশটির আরেকটি প্রতিষ্ঠান সিনো হাইড্রো করপোরেশন।

৬ দশমিক ১৫ কিলোমিটার দীর্ঘ এই বহুমুখী সেতুর মূল আকৃতি হবে দোতলা। কংক্রিট ও স্টিল দিয়ে নির্মিত হচ্ছে এ সেতুর কাঠামো। ২০১৪ সালের ডিসেম্বরে পদ্মাসেতুর নির্মাণকাজ শুরু হয়।

বাংলাতে VFX টিউটোরিয়াল!

0

এটি বাংলা ভিডিও টিউটোরিয়াল। এই ভিডিওতে অ্যাডোবি প্রিমিয়ার প্রো সিসি ব্যবহার করে VFX টিউটোরিয়াল দেখানো হয়েছে..ভিডিও দেখার পর যদি বুঝতে সমস্যা হয় তাহলে ইউটিউবে ভিডিও টার নিচে টিউমেন্ট করবেন। আর যদি ভালো লাগে তবে আমার ইউটিউব চ্যানেলে Subscribe করবেন প্লীজ।

ইন্টারনেটে আপনি কি নিরাপদ ? ভিডিও

0

এই ভিডিওতে দেখানো হয়েছে কিভাবে ইন্টারনেটে আপনি নিরাপদ থাকবেন..

ভিডিও দেখার পর যদি বুঝতে সমস্যা হয় তাহলে ইউটিউবে ভিডিও টার নিচে টিউমেন্ট করবেন। আর যদি ভালো লাগে তবে আমার ইউটিউব চ্যানেলে Subscribe করবেন প্লীজ।

ব্লুটুথ ব্যবহার করে মোবাইলে অডিও ভিডিও রেকর্ড করুন

0

লিখে কিংবা স্ক্রীন শট দিয়ে এ ধরনের টিউটোরিয়াল বুঝানো সম্ভব না কাজেই ভিডিও টিউটরিয়াল বানালাম। সব পর্বেই আমি এই একই কথা লিখি! কারণ আমি ভিডিও টিউটোরিয়াল বানাতেই বেশি পছন্দ করী।
ভিডিও দেখার পর যদি বুঝতে সমস্যা হয় তাহলে ইউটিউবে ভিডিও টার নিচে টিউমেন্ট করবেন। আর যদি ভালো লাগে তবে আমার ইউটিউব চ্যানেলে Subscribe করবেন প্লীজ।

সেরা ভিডিও এডিটিং সফটওয়্যার

0

লিখে কিংবা স্ক্রীন শট দিয়ে এ ধরনের টিউটোরিয়াল বুঝানো সম্ভব না কাজেই ভিডিও টিউটরিয়াল বানালাম। সব পর্বেই আমি এই একই কথা লিখি! কারণ আমি ভিডিও টিউটোরিয়াল বানাতেই বেশি পছন্দ করী।
ভিডিও দেখার পর যদি বুঝতে সমস্যা হয় তাহলে ইউটিউবে ভিডিও টার নিচে টিউমেন্ট করবেন। আর যদি ভালো লাগে তবে আমার ইউটিউব চ্যানেলে Subscribe করবেন প্লীজ।

জামায়াত নেতাদের নিয়ে গঠিত দল ‘সন্দেহের ঊর্ধ্বে নয়’

0

করোনা মহামারির মধ্যেও জামায়াতে ইসলামীর মতো বাংলাদেশের স্বাধীনতা-মুক্তিযুদ্ধ ও সমাজ-প্রগতি বিরোধী একটি দলের সাবেক নেতাকর্মীদের হাতে নতুন একটি দলের আত্মপ্রকাশ কখনোই সন্দেহের ঊর্ধ্বে যেতে পারে না। এমনটি জানিয়েছে সেক্টর কমান্ডারস্ ফোরাম।

রোববার (০৩ মে) গণমাধ্যমে পাঠানো সেক্টর কমান্ডরস্ ফোরাম- মুক্তিযোদ্ধা’৭১ এর প্রচার সম্পাদক মাহমুদুল ইসলাম জেমস্ স্বক্ষরিত এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়।

বিবৃতিতে বলা হয়, ‘বাংলাদেশসহ সারাবিশ্বে ভয়াবহ করোনা মহামারির এ দুর্যোগপূর্ণ সময়ে স্বাধীনতাবিরোধী সংগঠন জামায়াতে ইসলামী থেকে বেরিয়ে আসা ও বহিষ্কৃতদের সমন্বয়ে নতুন রাজনৈতিক দল গঠনের প্রক্রিয়াটি কখনোই একটি সুস্থ ও স্বাভাবিক আচরণ বলে ভাবার সুযোগ নেই।’

বিবৃতিতে আরও বলা হয়, জামায়াতের কেন্দ্রীয় শুরা সদস্য ও সাবেক সচিব সোলায়মান চৌধুরীকে আহ্বায়ক এবং দল থেকে বহিষ্কৃত ছাত্রশিবিরের সাবেক সভাপতি মজিবুর রহমান মন্জুকে সদস্য সচিব করে গত ২ মে ‘আমার বাংলাদেশ পার্টি’ নামের একটি নতুন দলের আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। বলা হয়েছে, ‘অকার্যকর রাষ্ট্রের পুনর্গঠন’-এর উদ্দেশ্যে ‘নতুন রাজনীতির’ প্রয়োজনে দলটির আত্মপ্রকাশ ঘটানো হয়েছে।

ফোরাম মনে করে, একটি গণতান্ত্রিক রাষ্ট্রে যেকোনো দল ও মতের মানুষ নির্বিঘ্নে তাদের রাজনীতি চর্চার অধিকার রাখেন। কিন্তু বাংলাদেশের স্বাধীনতাবিরোধী জামায়াতে ইসলামীর মতো মুক্তিযুদ্ধ ও সমাজ-প্রগতিবিরুদ্ধ একটি দলের সাবেক নেতাকর্মীদের হাতে ভয়াবহ মহামারির সময়ে একটি দলের আত্মপ্রকাশ কখনোই সন্দেহের ঊর্ধ্বে যেতে পারে না। বিশেষত এই দলের প্রকাশ্য নেতাদের অনেকেই যুদ্ধাপরাধ ও মানবতাবিরোধীদের বিচার প্রক্রিয়ায় শীর্ষ আভিযুক্তদের পক্ষে আইনি সহায়তার কাজে যুক্ত ছিলেন।

ফোরামের নেতৃবৃন্দ বলেন, জামায়াতে ইসলামীর সাবেক এই নেতৃবৃন্দ সত্যিকারের বোধোদয় থেকে নতুন রাজনৈতিক দল গঠন করেছে, নাকি কৌশলগত কারণে নতুন মোড়কে রাজনীতির মঞ্চে প্রবেশ করতে চাইছে, সে ব্যাপারে সকল সচেতন মহলকে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করতে হবে।

বিবৃতিতে স্বাক্ষর করেন সেক্টর কমান্ডারস্ ফোরামের চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) কে এম সফিউল্লাহ, মহাসচিব হারুন হাবীবসহ অন্যান্য নেতৃবৃন্দ।

প্রসঙ্গত, জামায়াতে ইসলামী থেকে বেরিয়ে আসা এবং দলটির বহিষ্কৃতদের সমন্বয়ে শনিবার (২ মে) ‘জন আকাঙ্ক্ষার বাংলাদেশ’- এবি পার্টি নামের সংগঠনটি নতুন রাজনৈতিক দল হিসেবে আত্মপ্রকাশ করেছে।

চিন্তার স্বাধীনতার বাহনই গণমাধ্যমের স্বাধীনতা

0

গণমাধ্যমের স্বাধীনতার সঙ্গে জড়িয়ে আছে মানবপ্রগতির ধারা। জীবন ও জগতকে জানার স্বাধীনতা থেকেই জন্ম নেয় চিন্তার স্বাধীনতা। চিন্তার স্বাধীনতার কারণে মানবজাতির উৎকর্ষতা ও অগ্রগতি নিশ্চিত হয়েছে। চিন্তার স্বাধীনতার বাহনই হচ্ছে গণমাধ্যমের স্বাধীনতা।

রোববার (৩ মে) বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস উপলক্ষে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর একথা বলেন।

মির্জা ফখরুল বলেন, প্রতি বছর ৩ মে সারা বিশ্বে এই দিবসটি পালিত হয়ে। তামাম দুনিয়াজুড়ে করোনা ভাইরাসের এই দুর্যোগে মানবজাতি হতচকিত সন্ত্রস্ত। এই ভয়াল পরিবেশে জীবনের ঝুঁকি নিয়ে দায়িত্ব পালন করছেন সাংবাদিকরা। বাংলাদেশে এই দিবসটির গুরুত্ব খুবই অর্থবহ।

‘গণমাধ্যমের স্বাধীনতা সার্বজনীন এক দাবি। গণতন্ত্র, মানবতা, ন্যায়বিচার নিশ্চিত করার লক্ষ্যে সাংবাদিকতার স্বাধীনতায় হস্তক্ষেপ প্রতিহত করার শপথ নিতে হবে। এ বছরেরওয়ার্ল্ড প্রেস ফ্রিডমের মূল প্রতিপাদ্য হচ্ছে ‘ভয় বা পক্ষপাতিত্ববিহীন সাংবাদিকতা’। এবারের এই স্লোগান ঘিরে বাংলাদেশে গড়ে উঠুক ভয়ভীতিহীন স্বাধীন সাংবাদিকতার ভিত্তিভূমি।

বিএনপি মহাসচিব বলেন, করোনা দুর্যোগেও জীবনের ঝুঁকি উপেক্ষা করেই নাগরিকদের বস্তুনিষ্ঠ তথ্যপ্রাপ্তি নিশ্চিত ও জনসচেতনতা বৃদ্ধিতে সাহসী ভূমিকা পালন করছেন সাংবাদিকরা। ইতোমধ্যে কোভিড ১৯ এ দৈনিক সময়ের আলো পত্রিকার প্রধান প্রতিবেদক হুমায়ুন কবির খোকন মারা গেছেন। আমি তার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি।

তিনি বলেন, ইতোমধ্যে অনেক সাংবাদিক করোনায় আক্রান্ত হয়েছেন। কর্মহীন দুস্থদের ত্রাণ বিতরণে ক্ষমতার সঙ্গে সংশ্লিষ্টদের দুর্নীতির-সংবাদ সংগ্রহ ও প্রকাশে গণমাধ্যমকর্মীদের বিভিন্নভাবে বাধা, হয়রানি ও নির্যাতন, ডিজিটাল নিরাপত্তা আইনের যথেচ্ছ অপপ্রয়োগের মাধ্যমে সংবাদ প্রকাশ থেকে বিরত রাখাও সাংবাদিকদের সেল্ফ সেন্সরশিপে বাধ্য করার প্রয়াস চলছে।

গণমাধ্যম সাংবাদিকদের স্বাস্থ্যনিরাপত্তা ও নিয়মিত বেতনভাতার পাশাপাশি আপদকালীন ঝুঁকিভাতা নিশ্চিত করার আহ্বান জানাচ্ছি। বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবসের সর্বাঙ্গীন সফলতা কামনা করছি।

সর্বশেষ সংবাদ

খোকসায় ইয়াবাসহ এক মাদক বিক্রেতা আটক

স্টাফ রিপোর্টার কুষ্টিয়ার খোকসা থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে ইয়াবা ট্যাবলেটসহ এক মাদক বিক্রেতাকে আটক করেছে। থানা পুলিশ সূত্রে জানা গেছে, রবিবার দিনগত রাত ৮টার দিকে...

বিদ্যালয়ের গাছে ঝুলছিল নৈশপ্রহরীর মরদেহ

কুষ্টিয়া প্রতিনিধি কুষ্টিয়ার কুমারখালীতে একটি বিদ্যালয়ের গাছ থেকে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রবিবার (২০ এপ্রিল) সকাল সাড়ে ৬টার দিকে উপজেলার নন্দলালপুর ইউনিয়নের সোন্দাহ মাধ্যমিক...

মাদকবিরোধী অভিযানে বাধার মুখে ম্যাজিস্ট্রেটসহ পুলিশ বাহিনী

কুষ্টিয়া প্রতিনিধি কুষ্টিয়ার ভেড়ামারায় মাদক বিরোধী অভিযান পরিচালনায় গিয়ে বাধা মুখে পরেন নির্বাহী ম্যাজিস্ট্রেট আনোয়ার হোসেনসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। মাজারের ভক্ত অনুসারীরা এ ঘটনা...

জামায়াতে ইসলামীর উলামা সম্মেলন অনুষ্ঠিত

কুষ্টিয়া প্রতিনিধি কুষ্টিয়ায় জামায়াতের উলামা সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে বাংলাদেশ জামায়াতে ইসলামী কুষ্টিয়া উলামা বিভাগের আয়োজনে কুষ্টিয়া জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে এই সম্মেলন অনুষ্ঠিত...

 খোকসার একই ব্যক্তি দুই পদে চাকরি করছেন

স্টাফ রিপোর্টার একই ব্যক্তি মাধ্যমিক শিক্ষার উন্নয়ন প্রকল্প ও একটি মাদ্রাসায় আরবি প্রভাষক পদে চাকরি করে চলেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। উর্দ্ধতন কর্মকর্তাদের সাথে যোগসাযোসে...