সোমবার, ১৩ অক্টোবর, ২০২৫
Home Blog Page 11

হাইকোর্টের নতুন ২৫ বিচারপতি শপথ নিলেন

0

দ্রোহ অনলাইন ডেস্ক

সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে নতুন নিয়োগপ্রাপ্ত ২৫ অতিরিক্ত বিচারক শপথ নিয়েছেন।

মঙ্গলবার দুপুরে সুপ্রিম কোর্টের জাজেস লাউঞ্জে প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদ তাদের শপথবাক্য পাঠ করান। শপথের আগে পবিত্র কোরআন শরিফ থেকে তিলাওয়াত, গিতা পাঠ ও ত্রিপিটক পাঠ করা হয়।

সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার (বিচার) মো. মোয়াজ্জেম হোসেন ২৫ বিচারপতির শপথ অনুষ্ঠান সঞ্চালনা করেন। এর আগে সোমবার (২৫ আগস্ট) রাতে তাদের নিয়োগ দিয়ে আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগ থেকে প্রজ্ঞাপন জারি করা হয়।

২৫ জনের মধ্যে ৯ জন বিচার বিভাগীয় কর্মকর্তা, ৯ জন সুপ্রিম কোর্টের আইনজীবী ও সাতজন আইন কর্মকর্তা অতিরিক্ত বিচারক হিসেবে নিয়োগ পেয়েছেন। শপথগ্রহণের পর থেকেই তাদের নিয়োগ কার্যকর হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, রাষ্ট্রপতি সংবিধানের ৯৫(১) অনুচ্ছেদ অনুসারে প্রধান বিচারপতির সঙ্গে পরামর্শক্রমে সংবিধানের ৯৮ অনুচ্ছেদের ক্ষমতাবলে ২৫ ব্যক্তিকে অনধিক দুই বছরের জন্য সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের অতিরিক্ত বিচারক নিয়োগ দিয়েছেন। এ নিয়োগ শপথ গ্রহণের তারিখ থেকে কার্যকর হবে।

যাঁরা শপথ নিয়েছেন- সুপ্রিম কোর্টের আইনজীবী মো. আনোয়ারুল ইসলাম শাহীন, আইন ও বিচার বিভাগের অতিরিক্ত সচিব (সিনিয়র জেলা জজ) মো. সাইফুল ইসলাম, চট্টগ্রামের জেলা ও দায়রা জজ নুরুল ইসলাম, আইন ও বিচার বিভাগের সচিব শেখ আবু তাহের (সিনিয়র জেলা ও দায়রা জজ), সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল (সিনিয়র জেলা ও দায়রা জজ) আজিজ আহমেদ ভুঞা, সু্িরপম কোর্টের আইনজীবী রাজিউদ্দিন আহমেদ, সুপ্রিম কোর্টের আইনজীবী ফয়সল হাসান আরিফ, আইন ও বিচার বিভাগের যুগ্ম সচিব (সিনিয়র জেলা জজ) এস, এম সাইফুল ইসলাম, সুপ্রিম কোর্টের আইনজীবী মো. আসিফ হাসান, সুপ্রিম কোর্টের আইনজীবী মো. জিয়াউল হক, ডেপুটি অ্যাটর্নি জেনারেল দিহিদার মাসুম কবীর, হবিগঞ্জের জেলা ও দায়রা জজ জেসমিন আরা বেগম, বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিস কমিশনের সচিব (সিনিয়র জেলা জজ) মুরাদ-এ-মাওলা সোহেল, ঢাকা মহানগর দায়রা জজ মো. জাকির হোসেন, আইন ও বিচার বিভাগের সলিসিটর মো. রাফিজুল ইসলাম, ডেপুটি অ্যাটর্নি জেনারেল মো. মনজুর আলম, ডেপুটি অ্যাটর্নি জেনারেল মো. লুৎফর রহমান, ডেপুটি অ্যাটর্নি জেনারেল মো. রেজাউল করিম, সুপ্রিম কোর্টের আইনজীবী ফাতেমা আনোয়ার, ডেপুটি অ্যাটর্নি জেনারেল মাহমুদ হাসান, সুপ্রিম কোর্টের আইনজীবী আবদুর রহমান, সুপ্রিম কোর্টের আইনজীবী সৈয়দ হাসান যুবাইর, ডেপুটি অ্যাটর্নি জেনারেল এ. এফ. এম সাইফুল করিম, সু্িরপম কোর্টের আইনজীবী উর্মি রহমান, ডেপুটি অ্যাটর্নি জেনারেল এস. এম. ইফতেখার উদ্দিন মাহমুদ।

আরও পড়ুন – প্রতিপক্ষের হামলায় বাবা-ছেলের মৃত্যু

প্রতিপক্ষের হামলায় বাবা-ছেলের মৃত্যু

0

চুয়াডাঙ্গা প্রতিনিধি

চুয়াডাঙ্গা সদর উপজেলার জমি নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় আহত ছেলের পর বাবাও মৃত্যুর কাছে হেরে গেলেন।

মঙ্গলবার বেলা ১১টার দিকে চুয়াডাঙ্গা-মেহেরপুর সড়কের আলোকদিয়া-ভালাইরপুরের চুলকানিপাড়ায় এ হামলার ঘটনা ঘটে। প্রতিপক্ষের সাথে জমি নিয়ে বিরোধের জেরে ধারালো অস্ত্রের হামলায় আহত হন তৈয়ব আলী (৪৫) ও তার ছেলে মোহাম্মদ মিরাজ (১৬)।

হামলায় ঘটনাস্থলেই ছেলে মারা যায় ছেলে মোহাম্মদ মিরাজ (১৬)। আহত পিতা তৈয়ব আলী (৪৫) কুষ্টিয়া নেওয়ার পথে বেলা আড়াইটার দিকে মারা যান। নিহতরা আলোকদিয়া গ্রামের বাজারপাড়ার বাসিন্দা। এ ঘটনার পরই পুলিশ অভিযান চালিয়ে অভিযুক্ত রাজু ও বাবু নামের দুই জনকে আটক করে থানা হেফাজতে নিয়েছে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, দীর্ঘদিন যাবত তৈয়ব আলী ও তার চাচাতো ভাই রাজুর সঙ্গে জমিজমা নিয়ে বিরোধ চলছিল। রাজু ও বাবু সম্পর্কে মামাতো ভাই। প্রায় দিনই তাদের সঙ্গে জমি নিয়ে ছোটখাটো দ্ব›দ্ব হতো। মঙ্গলবার সকালে এরই জের ধরে বাবু ও রাজু ধারাল অস্ত্র দিয়ে মিরাজ ও তার বাবা তৈয়ব আলীকে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে। এতে ঘটনাস্থলেই ছেলে মোহাম্মদ মিরাজের মৃত্যু হয়ে। রক্তাক্ত অবস্থা বাবা তৈয়ব আলীকে উদ্ধার করে সদর হাসপাতালে ভর্তি করা হয়। তার অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তৈয়ব আলীকে নিয়ে পরিবারের সদস্যরা কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালের উদ্দেশ্যে রওনা দেন। পথের মধ্য অবস্থার অবনতি হলে আবারো সদর হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে বেলা আড়াইটার দিকে কর্তব্যরত চিকিৎসক ডা. আফরিনা ইসলাম তাকে মৃত ঘোষণা করেন।

আরও পড়ুন – বিএনপি নেতা ফজলুর রহমানের দলীয় পদ ৩ মাসের জন্য স্থগিত

চুয়াডাঙ্গা সদর থানা পুলিশের পরিদর্শক খালেদুর রহমান বলেন, জমিজমা নিয়ে বিরোধের জেরে বাবা-ছেলেকে কোপানোর ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই ছেলে মারা যান। পরে উন্নত চিকিৎসার জন্য পিতাকে কুষ্টিয়া নেওয়ার পথে তিনিও মারা যান। এ ঘটনায় অভিযুক্ত দুজন বাবু ও রাজুকে আটক করা হয়েছে। পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

আরও পড়ুন – ঘুমের মধ্যে ট্রেনে কাঁটা পরে মানসিক প্রতিবন্ধি যুবকের মৃত্যু

বিএনপি নেতা ফজলুর রহমানের দলীয় পদ ৩ মাসের জন্য স্থগিত

0

দ্রোহ অনলাইন ডেস্ক

কারণ দর্শানোর নোটিশের জবাব সন্তোষজনক না হওয়ায় বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট ফজলুর রহমানের দলীয় সব পদ তিন মাসের জন্য স্থগিত করেছে বিএনপি।

মঙ্গলবার সন্ধ্যায় দলের একটি নির্ভরযোগ্য সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।

ফজলুর রহমানকে দেওয়া পদ স্থগিতের চিঠিতে উল্লেখ করা হয়, গত ২৪ আগস্ট তার নামে কারণ দর্শানোর নোটিশ জারি করা হয়। তিনি নোটিশের লিখিত জবাব না দিয়ে সময় বাড়ানোর আবেদন করেন। এর পরিপ্রেক্ষিতে গত সোমবার সময় আরও ২৪ ঘণ্টা বাড়ানো হয়। তবে তিনি মঙ্গলবার যে জবাব দেন, তা সন্তোষজনক নয় বলে উল্লেখ করা হয়েছে।

চিঠিতে আরও বলা হয়, বীর মুক্তিযোদ্ধা হিসেবে মুক্তিযুদ্ধে তার অবদান বিবেচনা করে কঠোর সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ না করে দলীয় প্রাথমিক সদস্য পদসহ সব পর্যায়ের পদ তিন মাসের জন্য স্থগিত করা হলো।

আরও পড়ুন – ঘুমের মধ্যে ট্রেনে কাঁটা পরে মানসিক প্রতিবন্ধি যুবকের মৃত্যু

এছাড়া এখন থেকে টকশো বা সামাজিক যোগাযোগ মাধ্যমে বক্তব্য দেওয়ার সময় দেশের মর্যাদা, দলের নীতিমালা এবং জনগণের ধর্মীয় অনুভূতিকে আঘাত না করার বিষয়ে সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে।

আরও পড়ুন – ছয় জেলায় নতুন ডিসি

ঘুমের মধ্যে ট্রেনে কাঁটা পরে মানসিক প্রতিবন্ধি যুবকের মৃত্যু

0

স্টাফ রিপোর্টার

রেল লাইনের ভিতরে শান্তির ঘুমের মধ্যেই ট্রেনে কাঁটা পরে মারা গেছেন অজ্ঞাত পরিচয়ের মানসিক প্রতিবন্ধি যুবক। তার বয়স ৩৫ বছর হবে। নিহতের ডান হাতে লোহা ও প্লাটিকের বালা পড়া ছিলো। তার পরিচয় নিশ্চিত হওয়া যায়নি।

মঙ্গলবার প্রত্যুশে (ভোর সাড়ে ৫টার পর) কুষ্টিয়ার খোকসা রেল স্টেশনের পূর্ব পাশের শোমসপুর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের ধুসুন্ডা গ্রামের মধ্যে রেল লাইনের ভিতরে মৃতদেহ দেখতে পায় পথচারিরা। তারা ৯৯৯ নম্বরে কল করলে বেলা সাড়ে ১০টার দিকে রেল পুলিশের একটি দল মৃতদেহ উদ্ধার করে মর্গে পাঠায়।

খোকসা রেল স্টেশনের স্টেশন মাষ্টার সুজন কুমার রেল লাইনের ভিতরে অজ্ঞাত যুবকের মৃতদেহ পাওয়ার বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানন, সকাল ৮টায় অফিসে এসে রেলের ভিতরে লাশ পাওয়ার বিষয়ে জানতে পারেন। তিনি পোড়াদহ রেল পুলিশকে অজ্ঞাত লাশের বিষয়ে জানান। বিস্তারিত রেল পুলিশ বলতে পারবে।

স্থানীয়রা জানান, খুলনা থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসা নকশি কাঁথা কমিউটার ট্রেনটি ভোর ৫টা২৫ মিনিটের দিকে ঘটনা স্থল পার হয়। এরপর পথচারিরা দুই রেলের মাঝে গর্দান থেকে বিচ্ছিন্ন হয়ে যাওয়া যুবকের মুতদেহ দেখতে পায়। পরে স্থানীয়রা ৯৯৯ নম্বরে ফোন করে। বেলা বাড়ার সাথে সাথে মৃতদেহ দেখতে উৎসুক নারী পুরুষের ভীড় বাড়তে থাকে। পরে পুলিশ মৃতদেহ উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতাল মর্গে পাঠায়।

উপজেলা কৃষক দলের সভাপতি রফিক মন্ডল জানান, নিহত ব্যক্তি রাতে হয়তো রেলের মধ্যে ঘুমিয়ে ছিলো। তার পাশে একটি মশা তারানোর কয়েলের স্ট্যান্ড পাওয়া গেছে। তিনি আর জানান, আগের দিন ওই যুবককে স্থানীয়দের কাছ থেকে টাকা চেয়ে নিয়ে খাবার কিনে খেতে দেখা গেছে।

আরও পড়ুন – ছয় জেলায় নতুন ডিসি

পোড়াদহ রেলওয়ে থানার সাব ইনেসপেক্টর (এসআই) নূরুল ইসলাম জানান, সকাল সাড়ে ৮টার দিকে লোক মারফতে খবর পেয়ে রেল লাইনের ভিতর থেকে ৩৫ বছর বয়সের এক যুবকের লাশ উদ্ধার করেছেন। মৃতদেহটি খোকসা রেল স্টেশনের পূর্ব দিকের ধুসুন্ডাগ্রাম ও নকশা পাড়া ব্রিজের মধ্যবর্তী স্থান থেকে উদ্ধার করা হয়। ভোর ৫টার দিকে নকশি কাঁথা কমিউটার ট্রেনে কাট পরে সে মারা গেছে বলে অনুমান করা হচ্ছে। তার পরিচয় নিশ্চিত হতে পারেন নি।

আরও পড়ুন – সংস্কারবিহীন নির্বাচনে যাবে না এনসিপি: নাহিদ ইসলাম

ছয় জেলায় নতুন ডিসি

0

দ্রোহ অনলাইন ডেস্ক

কুষ্টিয়া, মেহেরপুর, নেত্রকোনা, পটুয়াখালী, কুড়িগ্রাম ও খুলনায় নতুন জেলা প্রশাসক (ডিসি) নিয়োগ দিয়েছে সরকার।

সোমবার জনপ্রশাসন মন্ত্রণালয় এক প্রজ্ঞাপনে উপসচিব পদমর্যাদার এসব কর্মকর্তাকে ডিসি নিয়োগ দেয়। ডিসিদের মধ্যে তিনজনকে বদলি করা হয়েছে।

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রণালয়ের উপসচিব ড. মোহাম্মদ শাহিন হোসেন চৌধুরীকে পটুয়াখালী, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপ সচিব ড. মোহাম্মদ আবদুল ছালামকে মেহেরপুর, ভ‚মি রেকর্ড ও জরিপ অধিদপ্তরের জোনাল সেটেলমেন্ট অফিসার মোহাম্মদ আব্দুল্লাহ আল মাহমুদ জামানকে নেত্রকোনার ডিসি করা হয়েছে।

আরও পড়ুন – সংস্কারবিহীন নির্বাচনে যাবে না এনসিপি: নাহিদ ইসলাম

পটুয়াখালীর ডিসি আবু হাসনাত মোহামদ আরেফিনকে কুষ্টিয়া, মেহেরপুরের ডিসি সিফাত মেহনাজকে কুড়িগ্রাম এবং কুষ্টিয়ার ডিসি মো. তৌফিকুর রহমানকে খুলনার ডিসি করা হয়েছে।

আরও পড়ুন – ডেঙ্গুতে একদিনে ৩ মৃত্যু

সংস্কারবিহীন নির্বাচনে যাবে না এনসিপি: নাহিদ ইসলাম

0

দ্রোহ অনলাইন ডেস্ক

সংস্কারবিহীন নির্বাচনে না যাওয়ার ঘোষণা দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহŸায়ক নাহিদ ইসলাম। তিনি বলেন, গত এক বছর ধরেই আমরা নতুন সংবিধান প্রণয়ন ও রাষ্ট্র সংস্কারের কথা বলে আসছি। এ দাবি পূরণ না হলে জনগণ জাতীয় নির্বাচন প্রত্যাখ্যান করবে। তাই জুলাই সনদের আইনি ভিত্তির মাধ্যমে আমরা আগে গণপরিষদ নির্বাচনে অংশ নিতে চাই।

রবিবার মালয়েশিয়ায় এনসিপি ডায়াসপোরা অ্যালায়েন্সের আয়োজনে ‘২০২৪ এর গণঅভ্যুত্থান বীরত্ব গাথা ও বিপ্লব-পরবর্তী বাংলাদেশ গঠনে প্রবাসীদের ভ‚মিকা’ শীর্ষক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

নাহিদ বলেন, অভ্যুত্থানের স্মৃতি ও আকাক্সক্ষাকে নিশ্চিহ্ন করার অপচেষ্টা চলছে। অভ্যুত্থানের অংশীজনদের বিরুদ্ধে বিভিন্নভাবে গুজব ছড়ানো হচ্ছে। নতুন বাংলাদেশ গঠন ও সংবিধান প্রণয়নে যারা বাধা হয়ে দাঁড়াবে, জনগণ তাদের প্রত্যাখ্যান করবে।

তিনি বলেন, আমরা প্রথম থেকেই নির্বাচনের তারিখ নিয়ে কখনও পক্ষ-বিপক্ষ করিনি। শুধু বলেছি, সংস্কার এবং গণহত্যার বিচারের নিশ্চয়তা দিয়ে যদি ডিসেম্বরেও নির্বাচন হয়, সেটাতেও আমাদের আপত্তি নেই।

এনসিপির আহŸায়ক বলেন, সংস্কারটাই আমাদের প্রধান এজেন্ডা। সংস্কারের পরেই আমরা নির্বাচন নিয়ে ভাববো। জনগণের কাছে আমরা যাতে বলতে পারি গণঅভ্যুত্থানের পর দেশের এই পরিবর্তনটা আমরা নিয়ে এসেছি বা জুলাইয়ের ফলে পরিবর্তনটা নিয়ে এসেছি।

আরও পড়ুন – ডেঙ্গুতে একদিনে ৩ মৃত্যু

এনসিপি ডায়াসপোরা অ্যালায়েন্স মালয়েশিয়ার সভাপতি মোহাম্মদ এনামুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় যুগ্ম সদস্যসচিব আলাউদ্দীন মোহাম্মাদ।

আরও পড়ুন – সাংবাদিক তুহিন হত্যার ১৭ দিনে চার্জশিট দিলো পুলিশ

ডেঙ্গুতে একদিনে ৩ মৃত্যু

0

দ্রোহ অনলাইন ডেস্ক

সারাদেশে গত ২৪ ঘণ্টায় এডিস মশাবাহিত ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে তিনজন মারা গেছেন। এসময়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৪১২ জন। মারা যাওয়া তিনজনই ঢাকা বিভাগের বাসিন্দা। তাদের মধ্যে ঢাকা উত্তর সিটিতে একজন ও দক্ষিণ সিটিতে দুই মারা গেছে।

এ নিয়ে চলতি বছরের ১ জানুয়ারি থেকে ২৫ আগস্ট পর্যন্ত ডেঙ্গুতে মৃতের সংখ্যা বেড়ে ১১৮ জন এবং শনাক্ত রোগী বেড়ে দাঁড়িয়েছে ২৯ হাজার ৪৪ জনে।

সোমবার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুম থেকে পাঠানো ডেঙ্গুবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্তদের মধ্যে বরিশাল বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ১০২ জন, চট্টগ্রাম বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ৭৭ জন, ঢাকা বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ৫১ জন, ঢাকা উত্তর সিটি করপোরেশনে ৬৯ জন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ৫৩ জন, খুলনা বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ২৬ জন, ময়মনসিংহ বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) চারজন, রাজশাহী বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ৩০ জন রয়েছেন।

গত ২৪ ঘণ্টায় ৩৮১ ডেঙ্গুরোগী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। এ নিয়ে চলতি বছর আক্রান্ত রোগীদের মধ্যে এখন পর্যন্ত মোট ছাড়পত্র পেয়েছেন ২৭ হাজার ৬১৭ জন। আর চলতি বছর ডেঙ্গু আক্রান্তদের মধ্যে ৬০ দশমিক ৯ শতাংশ পুরুষ এবং ৩৯ দশমিক ১ শতাংশ নারী।

আরও পড়ুন – সাংবাদিক তুহিন হত্যার ১৭ দিনে চার্জশিট দিলো পুলিশ

২০২৩ সালে সারাদেশে ডেঙ্গুতে এক হাজার ৭০৫ জনের মৃত্যু ও আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন তিন লাখ ২১ হাজার ১৭৯ জন। গত বছর অর্থাৎ ২০২৪ সালে ডেঙ্গুতে মৃত্যু ৫৭৫ জনের এবং আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন এক লাখ এক হাজার ২১৪ জন।

আরও পড়ুন – লুটের অস্ত্রের তথ্য দিলে ৫ লাখ টাকা পুরস্কার

সাংবাদিক তুহিন হত্যার ১৭ দিনে চার্জশিট দিলো পুলিশ

0

দ্রোহ অনলাইন ডেস্ক

গাজীপুরে সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যা মামলায় ১৭ দিনে আদালতে চার্জশিট দিয়েছেন মামলার তদন্তকারী কর্মকর্তা বাসন থানার এসআই দুলাল চন্দ্র দাস।

সোমবার গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার রবিউল হাসান জিএমপি সভাকক্ষে আয়োজিত এক প্রেসব্রিফিংয়ে এ তথ্য জানান।

উপ-পুলিশ কমিশনার বলেন, সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যা মামলায় গ্রেফতার আটজনকে অভিযুক্ত করে রবিবার আদালতে চার্জশিট জমা দেওয়া হয়েছে। হত্যাকাÐ সংঘটিত হওয়ার ২৪ ঘণ্টার মধ্যে অভিযুক্তদের গ্রেফতার করা হয়। আর ১৭ দিনের মধ্যেই মামলার চার্জশিট প্রদান করা হয়েছে।

চার্জশিটভুক্ত আসামিরা হলেন- গ্রেফতার জামালপুরের মেলান্দহ থানার মাহমুদপুর এলাকার মোবারক হোসেনের ছেলে মিজানুর রহমান ওরফে কেটু মিজান (৩৪), একই জেলার মো. সুলাইমানের মেয়ে ও কেটু মিজানের স্ত্রী পারুল আক্তার ওরফে গোলাপী (২৫), খুলনা শহরের সোনাডাঙ্গা থানার ময়লাপোতা এলাকার মো. হানিফের ছেলে মো. আল আমীন (২১), পাবনা জেলার ফরিদপুর থানার সোনাহারা এলাকার মৃত নূর মোহাম্মদের ছেলে স্বাধীন ওরফে সেলিম (২৮), কুমিল্লার হোমনা থানার অনন্তপুর এলাকার হানিফ ভ‚ইয়ার ছেলে মো. শাহজালাল ওরফে জালাল (৩২), পাবনা চাটমোহর থানার পাঁচবাড়িয়া এলাকার কিয়ামুদ্দিনের ছেলে মো. ফয়সাল হাসান (২৩), শেরপুরের নকলা থানার চিতলিয়া এলাকার আব্দুস সালামের ছেলে সুমন ওরফে সাব্বির (২৭) ও রফিকুল ইসলাম ওরফে আরমান (৩০)।

প্রেসব্রিফিংয়ে উপপুলিশ কমিশনার অশোক কুমার পাল, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার জাহিদুল ইসলাম, বাসন থানার ওসি মো. শাহীন খান উপস্থিত ছিলেন।

উপ-পুলিশ কমিশনার আরও জানান, তুহিন হত্যাকাÐের পর তার ব্যবহৃত মোবাইল ফোনটি উদ্ধার করা সম্ভব হয়নি। তার মোবাইল ফোনটি বর্তমানে বন্ধ রয়েছে। ফোনটি উদ্ধারের জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছে পুলিশ।

আরও পড়ুন – লুটের অস্ত্রের তথ্য দিলে ৫ লাখ টাকা পুরস্কার

গত ৭ আগস্ট রাতে গাজীপুর নগরের ব্যস্ততম চান্দনা চৌরাস্তা এলাকায় প্রকাশ্যে সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে কুপিয়ে হত্যা করা হয়। তিনি দৈনিক প্রতিদিনের কাগজ পত্রিকার গাজীপুরের স্টাফ রিপোর্টার ছিলেন।

আরও পড়ুন – নিখোঁজের পরের দিন মাঠ থেকে নারীর মরদেহ উদ্ধার

 

লুটের অস্ত্রের তথ্য দিলে ৫ লাখ টাকা পুরস্কার

0

দ্রোহ অনলাইন ডেস্ক

গতবছর জুলাই অভ্যুত্থান ঘিরে অস্থিরতার মধ্যে থানা ও বিভিন্ন স্থান থেকে লুট হওয়া অস্ত্রের বিষয়ে তথ্য দিতে পারলে পুরস্কার দেবে সরকার।

স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী সোমবার আইনশৃঙ্খলা সংক্রান্ত এক বৈঠক শেষে সাংবাদিকদের এ তথ্য জানান।

তিনি বলেন, পিস্তল, শটগানের খবর দিলে ৫০ হাজার টাকা, চায়নিজ রাইফেলে এক লাখ, এসএমজির ক্ষেত্রে দেড় লাখ টাকা, এলএমজির জন্য ৫ লাখ টাকা দেওয়া হবে। আর প্রতিটি গুলির জন্য ৫০০ টাকা করে পুরস্কারের ঘোষণা দিয়েছে সরকার।

উপদেষ্টা বলেন, পুলিশের লুট হওয়া অস্ত্র ও গুলির ক্ষেত্রে এ পুরস্কার প্রযোজ্য হবে। তথ্যদাতার পরিচয় গোপন রাখা হবে।

গতবছর ৫ আগস্ট অভ্যুত্থানে সরকার পতনের পর হামলা চালানো হয় দেশের থানা-ফাঁড়ি, পুলিশের বিভিন্ন স্থাপনায়। লুট করে আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া হয় সব। পুলিশের গাড়ি পোড়ানোসহ লুট করা হয় অস্ত্র-গুলি।

সে সময় লুট হওয়া বিপুল সংখ্যক অস্ত্র ও গোলাবারুদ এখনো উদ্ধার হয়নি। অনেক অস্ত্র অপরাধীদের হাতে চলে গেছে এবং ছিনতাই-ডাকাতির মত কর্মকাÐে সেসব অস্ত্র ব্যবহৃত হচ্ছে বলে খবর আসছে।
সবশেষ হিসাব অনুযায়ী, এখনো এক হাজার ৩৬৩টি আগ্নেয়াস্ত্র ও দুই লাখ ৫৭ হাজার ৭২০ রাউন্ড গোলাবারুদ উদ্ধার করতে পারেনি পুলিশ।

নির্বাচন সামনে রেখে এসব অস্ত্র ব্যবহার করে বিশৃঙ্খলা সৃষ্টির আশঙ্কা করছেন বিভিন্ন দলের রাজনীতিবিদ এবং আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।

তবে স্বরাষ্ট্র উপদেষ্টা মনে করেন, রাজনৈতিক দল এবং জনগণ নির্বাচনমুখী হলে ভোটের আগে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে কোনো ধরনের ‘সমস্যা থাকবে না’।

সবার সহযোগিতায় একটা ‘শান্তিপূর্ণ ও সুষ্ঠু নির্বাচন’ উপহার দেওয়ার প্রতিশ্রুতি দেন তিনি।

জাহাঙ্গীর আলম বলেন, এখন বিভিন্ন ক্ষেত্রে নিয়োগ প্রক্রিয়া চলছে, সেই সুযোগে ‘নিয়োগ বাণিজ্যও’ বেড়ে গেছে।

নিয়োগ বাণিজ্য যদি কেউ করে, তাকে আইনের আওতায় আনা হবে। এক্ষেত্রে সব ধরনের ব্যবস্থা নেওয়া হচ্ছে।

উপদেষ্টার চেয়ারে বসার পর ‘বন্ধু-বান্ধব ও আত্মীয়র সংখ্যা বেড়ে গেছে’ মন্তব্য করে সাবেক এই সেনা কর্মকর্তা বলেন, এরা কেউ যদি চাঁদাবাজি বা অন্য কোনো অপরাধের সাথে জড়িত থাকে, তাদের ব্যাপারে তথ্য দিন।

সাংবাদিকদের উদ্দেশে তিনি বলেন, যদি আমরা দুর্নীতি করি তাহলে লিখে দিয়েন। তবে ভুল তথ্য দিয়ে রিপোর্টিং না করার অনুরোধ করছি। নিউজ প্রকাশের পরে যে সম্মানহানি হয়, প্রতিবাদ দিয়ে সেটা আর উদ্ধার হয় না।

আরও পড়ুন –নিখোঁজের পরের দিন মাঠ থেকে নারীর মরদেহ উদ্ধার

গাজীপুরের পুলিশ কমিশনার সড়ক বন্ধ করে বাসা থেকে কর্মস্থলে যাতায়াত করেন – এ রকম খবরের বিষয়ে দৃষ্টি আকর্ষণ করা হলে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, এ ব্যাপারে তাকে একটি কারণ দর্শানোর নোটিস দেওয়া হয়েছে।

আরও পড়ুন – মেডিকেলের পরিচালকের বিরুদ্ধে নিয়োগ বাণিজ্যের অভিযোগে মানববন্ধন

নিখোঁজের পরের দিন মাঠ থেকে নারীর মরদেহ উদ্ধার

0

কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়ার দৌলতপুরের নিখোঁজের পরদিন মাঠ থেকে জাইমা খাতুন (৫৫) নামে এক মানসিক ভারসাম্যহীন নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

সোমবার (২৫ আগস্ট) সকাল সাড়ে ১০টার দিকে স্থানীয়দের খবরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে।

নিহত জাইমা খাতুন উপজেলার ফিলিপনগর ইউনিয়নের চরসাদিপুর গ্রামের মৃত আফাজ উদ্দিনের মেয়ে। তিনি স্বামী পরিত্যক্তা ছিলেন এবং দীর্ঘদিন ধরে মানসিক ও শারীরিক অসুস্থতায় ভুগছিলেন বলে জানিয়েছেন এলাকাবাসী।

প্রত্যক্ষদর্শীরা জানান, মাঠের মধ্যে মুখ বাঁধা অবস্থায় পড়ে থাকা মরদেহটি দেখতে পেয়ে তারা থানায় খবর দেন। পরে দৌলতপুর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতাল মর্গে পাঠায়।

আরও পড়ুন – মেডিকেলের পরিচালকের বিরুদ্ধে নিয়োগ বাণিজ্যের অভিযোগে মানববন্ধন

দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সোলায়মান শেখ বলেন, মরদেহের পায়ে ও মাথায় আঘাতের চিহ্ন রয়েছে এবং মুখ বাঁধা অবস্থায় পাওয়া গেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, এটি হত্যাকান্ড। আমরা বিষয়টি গুরুত্ব দিয়ে তদন্ত করছি এবং এ ঘটনায় হত্যা মামলার প্রস্তুতি চলছে।

আরও পড়ুন – কুমারখালীতে ছয়দিন ধরে বৃদ্ধ নিখোঁজ

সর্বশেষ সংবাদ

মাধ্যমিকের শিক্ষকরা শহীদ মিনারেই রাত কাটাবেন, কাল থেকে কর্মবিরতি

দ্রোহ অনলাইন ডেস্ক মূল বেতনের ২০ শতাংশ হারে বাড়িভাড়া ভাতা দেওয়ার প্রজ্ঞাপন জারি না করা পর্যন্ত অবস্থান কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের...

আধুনিক পদ্ধতিতে পেঁয়াজ সংরক্ষণে উদ্বুদ্ধকরণ সভা অনুষ্ঠিত

কুষ্টিয়া প্রতিনিধি সংরক্ষণের অভাবে প্রতিবছর উৎপাদিত পেঁয়াজের প্রায় ২৫ থেকে ৩০ ভাগ পঁচে যায় বা নষ্ট হচ্ছে। এতে কৃষকের পাশাপাশি ক্ষতিগ্রস্থ হচ্ছে দেশের অর্থনীতি। তবে...

ট্রাইব্যুনালে অভিযুক্ত ১৫ কর্মকর্তা সেনা হেফাজতে

দ্রোহ অনলাইন ডেস্ক আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চার্জশিটে নাম থাকা ১৫ সেনা কর্মকর্তাকে ঢাকায় সেনা হেফাজতে নেওয়া হয়েছে। তাদের মধ্যে ১৪ জন বর্তমানে কর্মরত ও একজন...

দৌলতপুর দুই সন্ত্রাসী বাহিনীর হাতে জিম্মি

কুষ্টিয়া প্রতিনিধি কুষ্টিয়ার দৌলতপুরের ফিলিপনগর ইউনিয়নে বর্তমান "গিট্টু সোহাগ ও টুকু" এবং প্রয়াত লালচাঁদ বাহিনীর আতংকে অতিষ্ঠ জনগন ও জমি এবং বাথানের গরু মালিকরা। ফিলিপনগর ইউনিয়নের...

বর্ণ খেলা

বর্ণ ভুল করলেই হতে হবে “গাঁধা”। তাকেই খাটতে হবে। বিপক্ষের লেলোয়ারদের তার বলা বর্ণ দিয়ে তৈরী শব্দ বলতে বলতে যেতে হবে অন্য কোটে। সেখান...