রবিবার, ১২ অক্টোবর, ২০২৫
Home Blog

ট্রাইব্যুনালে অভিযুক্ত ১৫ কর্মকর্তা সেনা হেফাজতে

0

দ্রোহ অনলাইন ডেস্ক

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চার্জশিটে নাম থাকা ১৫ সেনা কর্মকর্তাকে ঢাকায় সেনা হেফাজতে নেওয়া হয়েছে। তাদের মধ্যে ১৪ জন বর্তমানে কর্মরত ও একজন এলপিআরে (অবসর প্রস্তুতিমূলক ছুটি) রয়েছেন।

শনিবার (১১ অক্টোবর) বিকালে ঢাকা সেনানিবাসের মেসে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সামরিক সদস্যদের মামলাসংক্রান্ত বিষয় নিয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান বাংলাদেশ সেনাবাহিনীর অ্যাডজুট্যান্ট জেনারেল মেজর জেনারেল মো. হাকিমুজ্জামান।

মেজর জেনারেল মো. হাকিমুজ্জামান বলেন, যেসব কর্মকর্তার বিরুদ্ধে চার্জশিট হয়েছে তাদের মধ্যে ১৫ জন কর্মকর্তা ঢাকায় সেনা হেফাজতে আছে। আমরা ১৬ জনকে সেনা হেফাজতে আসার জন্য বলেছিলাম। তাদের ১৫ জন্য আমাদের সেনা হেফাজতে এসেছে।

অভিযুক্ত সেনাসদস্যদের পুলিশের কাছে হস্তান্তর করা হবে কি না জানতে চাইলে তিনি বলেন, আইনানুগভাবে বিষয়টি সমাধান হবে। আপাতত তারা সেনা হেফাজতে আছে। পরিবারের সঙ্গে কোনো যোগাযোগ করতে দেওয়া হচ্ছে না।

অভিযুক্ত ১৫ কর্মকর্তা সেনাসদরের সিদ্ধান্ত মেনে নিয়ে হেফাজতে এসেছেন। তাদের মধ্যে একজন সিদ্ধান্ত অমান্য করে মিসিং রয়েছেন। তার সন্ধান চলছে, বিদেশে যাওয়ার ক্ষেত্রে নিষেধাজ্ঞা আছে।

তিনি বলেন, গত ৮ অক্টোবর আইসিটিতে প্রথম দুইটা চার্জশিট জমা পড়ে। এরপর তৃতীয় আরেকটা চার্জশিট জমা পড়ে। এ সংবাদটি আসা শুরু করেছে বেলা ১১টা থেকে দুপুর একটার মধ্যে। আমরা টিভি স্ক্রলের মাধ্যমে জানতে পেরেছি চার্জশিট জমা পড়েছে এবং ট্রাইব্যুনাল অ্যাকসেপটেড হয়েছে।

চার্জশিটগুলোর মধ্যে একটি ছিল গুমসংক্রান্ত, যারা তখন ডিজিএফআইতে কর্মরত ছিলেন তাদের একটা বড় অংশের বিরুদ্ধে এ অভিযোগ। আরেকটি ছিল- র‌্যাবের টাস্কফোর্স ইন্টারোগেশন (টিএফআই) নিয়ে, আরেকটি ৪-৫ আগস্টের রামপুরার ঘটনা নিয়ে।

দৌলতপুর দুই সন্ত্রাসী বাহিনীর হাতে জিম্মি

0

কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়ার দৌলতপুরের ফিলিপনগর ইউনিয়নে বর্তমান “গিট্টু সোহাগ ও টুকু” এবং প্রয়াত লালচাঁদ বাহিনীর আতংকে অতিষ্ঠ জনগন ও জমি এবং বাথানের গরু মালিকরা।

ফিলিপনগর ইউনিয়নের বিষয়ে কেউ বলছেন সন্ত্রাসের জনপদ, কেউবা বলছেন বর্তমানে “গিট্টু সোহাগ ও টুকু” এবং প্রয়াত লালচাঁদ বাহিনীদের অভয়ারণ্য।

এই জনপদের মানুষ এখন নির্বিঘেœ, নিরাপদে, শান্তিতে বসবাস করতে পারছে না। প্রকাশ্যে স্বয়ংক্রিয় আগ্নেয়াস্ত্র নিয়ে মহড়া, গোলাগুলি এই এলাকায় যেন নিয়মিত ঘটনায় পরিণত হয়েছে।

সূত্র জানায়, এই সন্ত্রাসী বাহিনীর নেপথ্যে আমিরুল, একাধিক হত্যা মামলাসহ অন্যান্য মামলার আসামী ও অস্ত্র ব্যাবসায়ী তরিকুল ইসলাম টুকু বর্তমান ফিলিপনগরের বাসিন্দা, চিলমারী, মরিচা ও রাজশাহী বাঘা থানার চরাঞ্চলে ত্রাস, জমিদস্যু, ডাকাত, গরুর বাথানের রাখাল ও মালিকদের কাছ থেকে চাঁদাবাজ গিট্টু-সোহাগ, গিট্টুর ভাই জিল্লু, রিন্টু গিট্টু, শামীম, আল আমীন, রওশন, রাসেল, লালন, হিমেল মেকারের নাম শোনা যাচ্ছে।

এদিকে প্রয়াত লালচাঁদ বাহিনীর সন্ত্রাসীদের মধ্যে রয়েছে -সুকচাঁদ, সুকচাদের ছেলে বিপ্লব ও বিমল, নাহারুলের ছেলে মামুন, নিজাম গং।

উল্লেখিত সন্ত্রাসী দুই বাহিনীর গডফাদার হচ্ছে তরিকুল ইসলাম টুকু। এদের সকলের নামে একাধিক হত্যা মামলা, হত্যাচেষ্টা, চাঁদাবাজি, মারামারিসহ একাধিক মামলা রয়েছে।

আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর একটি সূত্র জানায়, গত বছরের ৩০ সেপ্টেম্বর দৌলতপুর উপজেলা বিএনপির সাবেক সহ সভাপতি,পরপর তিন বারের ফিলিপনগর ইউনিয়নের জনপ্রিয় চেয়ারম্যান নঈম উদ্দিন সেন্টুকে তার অফিসে গুলি করে হত্যার ঘটনায় সরাসরি অংশ নেয় “গিট্টু সোহাগ ও টুকু বাহিনীরা ক্যাডাররা।

এছাড়া, ২০২৩ সালে দৌলতপুর উপজেলার দৌলতপুর ইউনিয়নের চক দৌলতপুর গ্রামের মারুফ হত্যাকান্ডের ঘটনায়ও “গিট্টু-সোহাগ” ও লালনের নাম আসে।

ফিলিপনগর ইউনিয়নের প্রয়াত চেয়ারম্যান নঈম উদ্দিন সেন্টু হত্যার পর জামিনে মুক্তিপ্রাপ্ত হয়ে আবারও ফিলিপনগর এলাকায় সন্ত্রাস ছড়িয়ে জনজীবন বিপর্যস্ত করেছে “গিট্টু- সোহাগ ও টুকু এবং লালচাঁদ” বাহিনীর ক্যাডাররা। তারা নিয়মিত চাঁদাবাজি, জমি দখল, অস্ত্র বাণিজ্যসহ নানা অপরাধ করেই চলেছে। ফিলিপনগরের চরাঞ্চলের সাধারণ মানুষ এই সন্ত্রাসীদের জিম্মি হয়ে প্রাণনাশের ভয়ে প্রশাসনের দারস্ত হতেও ভয় পাচ্ছে।

এই সন্ত্রাসী বাহিনীর প্রধান তরিকুল ইসলাম টুকু, যিনি পাবনার ঈশ্বরদী উপজেলার চারাবটতলা এলাকায় থেকে অপকর্ম নিয়ন্ত্রণ করেন নিয়মিত।

সূত্র জানায়, রাজনৈতিক পটপরিবর্তনের পর পুলিশ কিছুটা নিষ্ক্রিয় থাকার সুযোগে ও দৌলতপুর উপজেলার বিএনপির প্রভাবশালী দুই নেতা ও তার পরিবারের সদস্যদের মদদে ফিলিনগর, চিলমারী, মরিচার চরাঞ্চলে এলাকায় মাথাচাড়া দিয়ে উঠেছে ফিলিপনগর ইউনিয়নের”গিট্টু সোহাগ ও টুকু এবং প্রয়াত সন্ত্রাসী লালচাঁদ” বাহিনীর সদস্যরা। স্থানীয় এলাকাবাসী এই দুই বাহিনীর হাত থেকে রক্ষা পেতে অবিলম্বে ফিলিপ নগর ইউনিয়নে র‌্যাপিড একশন ব্যাটেলিয়ানের (র‌্যাব) অথবা বিজিবি ক্যাম্প স্থাপনের দাবি জানিয়েছেন।

অভিযোগ প্রসঙ্গে কুষ্টিয়া জেলা পুলিশ সুপার মিজানুর রহমান বলেন, দৌলতপুর থানাধীন ফিলিপনগর, চিলমারী, মরিচা এই তিন ইউনিয়নের চরাঞ্চলের সন্ত্রাসী “গিট্টু-সোহাগ, টুকু ও লালচাঁদ বাহিনীদের বর্তমান আইনবিরোধী কার্যক্রম বিষয়ে আমরা কাজ করছি। বিষয়টি নিয়ে আমাদের কুষ্টিয়া জেলা পুলিশসহ জেলা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সকল ইউনিট কাজ করছে।

বর্ণ খেলা

0

বর্ণ ভুল করলেই হতে হবে “গাঁধা”। তাকেই খাটতে হবে। বিপক্ষের লেলোয়ারদের তার বলা বর্ণ দিয়ে তৈরী শব্দ বলতে বলতে যেতে হবে অন্য কোটে। সেখান থেকে ফেরা আবার জটিল। ‘গাঁধা’য় ছুয়ে দিলে তাকে খাটতে হবে। এ ভাবেই চলবে অনন্ত সময় ধরে। ‘গাঁধা’র চোখ ফাঁকি দিয়ে নতুন কোটের উদ্দেশ্যে ছুট দিয়েছে প্রতিপক্ষ। শনিবার স্কুল ছুটির দিন। কুষ্টিয়ার খোকসার বেতবাড়িয়া থেকে ছবিটি তোলা।

ঝিনাইদহ জেলা বিএনপির সভাপতির সংবাদ সম্মেলন

0

ঝিনাইদহ প্রতিনিধি

ঝিনাইদহ জেলা বিএনপির সভাপতি এম এ মজিদের বিরুদ্ধে একটি পত্রিকায় মিথ্যা সংবাদ প্রকাশের প্রতিবাদে সংবাদ সম্মেলন করে বিএনপি।

শনিবার সকালে জেলা বিএনপির কার্যালয়ে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলন থেকে অভিযোগ করা হয়, গত ১০ অক্টোবর দৈনিক পত্রিকায় ডিএমপির সাবেক কমিশনার আসাদুজ্জামানের সাথে জড়িয়ে জেলা বিএনপির সভাপতিকে নিয়ে সংবাদ প্রকাশ করা হয় যা সত্য নয়।

জেলা বিএনপির সভাপতিকে রাজনৈতিক ভাবে হেয় করার জন্য এই সংবাদ প্রকাশ করা হয়েছে দাবি করা হয়। সংবাদ সম্মেলনে এম এ মজিদ বলেন, আসাদুজ্জামানের সাথে তার কোনদিন ব্যবসায়িক লেনদেন ছিলো না এবং এখনো নেই। আসাদুজ্জামানের এক আত্মীয়ের কাছে পাওনা টাকা চাওয়ায় তাকে হেনস্থা করা হয়।

সংবাদ সম্মেলনে জেলা বিএনপির সভাপতি এ্যাড. এম এ মজিদ, সহ-সভাপতি আনোয়ারুল ইসলাম বাদশা, মুকুল হোসেন, সাধারণ সম্পাদক জাহিদুজ্জামান মনা, সহ-সাধারণ সম্পাদক শাহজাহান আলী, আসিফ ইকবাল মাখন, পৌর বিএনপি সাধারণ সম্পাদক সাইফুজ্জামান শেখর, সাংগঠনিক সম্পাদক সাজেদুর রহমান পপপু, যুবদলের সভাপতি আহসান হাবিব রণক, সহ-দপ্তর সম্পাদক সাকিব আহম্মেদ বাপ্পীসহ জেলা শাখার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

কুমারখালীতে পাঁচ হাজার মিটার কারেন্ট জাল জব্দ

0

কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়ার কুমারখালীতে মা ইলিশ রক্ষায় পদ্মা নদীতে অভিযানে আটক পাঁচ হাজার মিটার নিষিদ্ধ কারেন্ট জাল পুড়িয়ে দিয়েছে মৎস্য বিভাগ।

শনিবার (১১ অক্টোবর) দুপুর সাড়ে ১২টায় উপজেলার শিলাইদহ ইউনিয়নের শিলাইদহ খেয়াঘাট এলাকা থেকে অভিযান শুরু করা হয়। পরে অভিযানটি উপজেলার কয়া, জগন্নাথপুর ও চরসাদিপুর ইউনিয়নের বিভিন্ন এলাকা ঘুরে আবার শিলাইদহ খেয়াঘাটে এসে শেষ করা হয়।

অভিযানে প্রায় পাঁচ হাজার মিটার নিষিদ্ধ কারেন্ট জাল জব্দ করা হয়। পরে জব্দকৃত জাল আগুনে পুড়িয়ে বিনষ্ট করা হয়। অভিযান পরিচালনা করেন উপজেলা জ্যেষ্ঠ মৎস্য কর্মকর্তা মাহমুদুল হাসান।

জানা গেছে, গত ৪ অক্টোবর থেকে ২৬ অক্টোবর ইলিশের প্রধান প্রজনন মৌসুম। এই ২২ দিনে নদ, নদী ও সাগরে ইলিশ মাছ ধরা, পরিবহন, মজুদ ও ক্রয় – বিক্রয় নিষিদ্ধ এবং দন্ডনীয় অপরাধ। তবুও কিছু অসাধু জেলে নদীতে মাছ ধরছে। তাদের প্রতিহত করতে নদীতে অভিযান চালাচ্ছে উপজেলা প্রশাসন ও মৎস্য কার্যালয়।

এসব তথ্য নিশ্চিত করে উপজেলা জ্যেষ্ঠ মৎস্য কর্মকর্তা মাহমুদুল হাসান বলেন, মা ইলিশ রক্ষায় নিয়মিত অভিযান চালানো হচ্ছে। আজকের অভিযানে প্রায় পাঁচ হাজার মিটার অবৈধ কারেন্ট জাল জব্দ করে আগুনে পুড়িয়ে বিনষ্টি করা হয়েছে। যার বাজার মূল্য প্রায় ৫০ হাজার টাকা। আইন অমান্যকারীদের বিরুদ্ধে সর্বোচ্চ ২ বছরের সশ্রম কারাদন্ড অথবা পাঁচ লাখ টাকা জরিমানা অথবা উভয় দন্ডের বিধান রয়েছে।

হাসপাতালের পুকুরে ভাসছিল অজ্ঞাত নারীর মরদেহ

0
উৎসুক জনতার ভিড়

কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়া জেনারেল হাসপাতালের পুকুর থেকে অজ্ঞাত এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শনিবার (১১ অক্টোবর) সকালে স্থানীয়দের চোখে পড়ে পুকুরে ভাসমান মরদেহটি। খবর পেয়ে কুষ্টিয়া মডেল থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে হাসপাতালের মর্গে পাঠায়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার সকালে পুকুরে ভাসমান মরদেহটি দেখে স্থানীয়রা থানায় খবর দেয়। পরে পুলিশ এসে মরদেহটি উদ্ধার করে। পুলিশ জানায়, প্রাথমিকভাবে সব দিক বিবেচনা করে তদন্ত চলছে এটি দুর্ঘটনা নাকি হত্যাকান্ড, তা খতিয়ে দেখা হচ্ছে।

কুষ্টিয়া মডেল থানার ওসি (তদন্ত) আব্দুল আজিজ বলেন, “স্থানীয়দের দেয়া খবরে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। এসময় একটি বাটন মোবাইল ও পায়ের স্যান্ডেল উদ্ধার করা হয়েছে। নিহত ওই নারীর নাম-পরিচয় এখনও জানা যায়নি।” তিনি আরও জানান, ময়নাতদন্তের প্রতিবেদন ও পরিচয় নিশ্চিত হওয়ার পর মৃত্যুর কারণ সম্পর্কে বিস্তারিত জানা যাবে।

শহিদুল আলম শনিবার ভোরে দেশে ফিরছেন

0
ছবি সংগৃহীত

দ্রোহ অনলাইন ডেস্ক

ফিলিস্তিন সংহতি অভিযানে যোগ দিয়ে ইসরায়েল কর্তৃপক্ষের হাতে আটক হওয়ার পর মুক্তি পাওয়া বাংলাদেশের বিশিষ্ট আলোকচিত্রী ও মানবাধিকারকর্মী শহিদুল আলম শনিবার (১১ অক্টোবর) ভোরে দেশে ফিরছেন।

শহিদুল আলম এদিন ভোর ৪টা ৫৫ মিনিটে ঢাকায় পৌঁছাবেন বলে আশা করা হচ্ছে। প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার শুক্রবার (১০ অক্টোবর) রাতে এ তথ্য জানান।

আবুল কালাম বলেন, শুক্রবার স্থানীয় সময় দুপুর আড়াইটার দিকে শহিদুল আলম টার্কিশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে করে ইসরায়েল থেকে তুরস্কের ইস্তাম্বুলে পৌঁছান। যেখানে তাকে বাংলাদেশের কনসাল জেনারেল মোহাম্মদ মিজানুর রহমান স্বাগত জানান।

তুরস্কে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মো. আমানুর রহমান জানিয়েছেন, শহিদুল আলমের ঢাকাগামী ফ্লাইটটি শুক্রবার স্থানীয় সময় সন্ধ্যা ৬টা ৪৫ মিনিটে ইস্তাম্বুল থেকে ছাড়ার কথা রয়েছে।

শহিদুল আলমের মুক্তি ও নিরাপদ প্রত্যাবর্তনে সহযোগিতার জন্য প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানকে ধন্যবাদ জানিয়েছেন।

ইসরায়েল কর্তৃপক্ষ শহিদুল আলমকে আটক করার পরপরই জর্ডান, মিসর ও তুরস্কে অবস্থিত বাংলাদেশের দূতাবাসগুলোকে সংশ্লিষ্ট দেশগুলোর পররাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে যোগাযোগ করে তার মুক্তির জন্য তাৎক্ষণিক কূটনৈতিক পদক্ষেপ নিতে নির্দেশনা দেওয়া হয়েছিল।

গাজায় ইসরায়েলের আরোপ করা অবরোধ ভাঙতে সমুদ্রপথে যাত্রা করা ‘গেøাবাল সুমুদ মিডিয়া ফ্লোটিলা’য় অংশ নেন শহিদুল আলম। তিনি ‘কনশান্স’ নামের এক জাহাজে ছিলেন। জাহাজ থেকে তিনি ২ অক্টোবর সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে বলেন, ‘আমরা অবরোধ ভাঙবো। আপনাদের উপস্থিতি ও সংহতির মূল্য হয়তো আপনারা নিজেরাও পুরোটা উপলব্ধি করতে পারছেন না। ফিলিস্তিন অবশ্যই মুক্ত হবে।’

শহিদুল আলমের এ সাহসী উদ্যোগের জন্য অনেকে অভিনন্দন জানান। প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস ৪ অক্টোবর এক বিবৃতিতে বলেন, ‘শহিদুল আলম এই অভিযানে অংশ নিয়েছেন একই সাহস, দৃঢ়তা ও অবিচল মানসিকতা নিয়ে- যে মানসিকতা তিনি ২০১৮ সালে শেখ হাসিনা সরকারের সময় অন্যায়ের বিরুদ্ধে কথা বলার অপরাধে ১০৭ দিন কারাভোগের মধ্যেও দেখিয়েছিলেন। তিনি আজ বাংলাদেশের অদম্য চেতনার এক উজ্জ্বল প্রতীক।’

বিবৃতির শেষে মুহাম্মদ ইউনূস বলেন, ‘আমরা শহিদুল আলমের পাশে আছি, আমরা গাজার পাশে আছি- এখন এবং চিরকাল।’

একই দিন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ফেসবুকে এক পোস্টে লেখেন, গাজা অভিমুখী ফ্লোটিলায় শহিদুল আলমের অংশগ্রহণ শুধু সংহতির প্রকাশ নয়, এটি ন্যায়ের পক্ষে বিবেকের শক্তিশালী উচ্চারণ। বাংলাদেশের পতাকা তুলে ধরে তিনি প্রমাণ করেছেন, এই জাতি কখনো নিপীড়ন ও অবিচারের কাছে মাথা নত করেনি এবং করবে না।

গত বুধবার (৮ অক্টোবর) ইসরায়েলি বাহিনীর হাতে অপহৃত হওয়ার কথা জানান শহিদুল আলম। ফেসবুকে দেওয়া এক ভিডিও বার্তায় তিনি বলেন, ‘আমি শহিদুল আলম, বাংলাদেশের একজন আলোকচিত্রী এবং লেখক। আমাদের সমুদ্রে আটক করা হয়েছে এবং আমাকে ইসরায়েলের দখলদার বাহিনী অপহরণ করেছে, মার্কিন যুক্তরাষ্ট্র এবং অন্যান্য পশ্চিমা শক্তির সক্রিয় সহযোগিতা এবং সহায়তায় যারা গাজায় গণহত্যা চালাচ্ছে।’

পরে ইসরায়েলের কারাগারে আটক থাকা শহিদুল আলমকে তুরস্কের সহায়তায় মুক্ত করার চেষ্টা শুরু করে সরকার। শুক্রবার সকালে প্রধান উপদেষ্টার ভেরিফায়েড ফেসবুক পেজে এ বিষয়টি জানানো হয়।

খোকসায় এবি পার্টির সংগঠনিক সমাবেশ অনুষ্ঠিত

0

স্টাফ রিপোর্টার

কুষ্টিয়ার খোকসায় আমার বাংলাদেশ পার্টি’র (এবি পার্টি) উপজেলা শাখার উদ্যোগে এক গুরুত্বপূর্ণ সংগঠনিক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার সকাল ১০টায় খোকসার জাবাল ই নূর কমপ্লেক্সে এই সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খোকসা উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান এবং এবি পার্টি কুষ্টিয়া জেলা শাখার আহ্বায়ক আবু বকর সিদ্দিক।

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন খোকসা উপজেলা এবি পার্টির আহ্বায়ক চৌধুরী মাওলানা মোক্তার হোসাইন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এবি পার্টি কুষ্টিযা জেলা শাখার সিনিয়র যুগ্ম আহ্বায়ক এস.এম. বেলাল মাহমুদ, যুগ্ম আহ্বায়ক মাওলানা রেজাউল করিম, খোকসা পৌর এবি পার্টির আহ্বায়ক মোঃ আনোয়ার হোসেন আলিম, মোঃ সিরাজুল ইসলাম প্রমুখ।

নারী নির্যাতন মামলায় ইউনিয়ন পরিষদের সচিব আটক

0
নারী নির্যাতন মামলায় আটক ইউনিয় পরিষদের সচিব জাহিদ হাসান। (ফাইল ছবি)

স্টাফ রিপোর্টার

কুষ্টিয়ার খোকসায় স্ত্রীর দায়ের করা নারী নির্যাতন মামলায় ইউনিয়ন পরিষদের সচিব জাহিদ হাসানকে পুলিশ আটক করেছে।

শুক্রবার সকালে নিজের বাড়ি আমবাড়িয়া গ্রাম থেকে গোপগ্রাম ইউনিয়নর পরিষদের সচিব মোঃ জাহিদকে আটক করা হয়। সে একই গ্রামের আব্দুস সোবাহানের ছেলে। স্ত্রী মোছাঃ ঝুমুর খাতুন তার বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে খোকসা থানায় একটি মামলা করে। মামলার বাদির দুইটি শিশু কন্যা সন্তান রয়েছে।

মামলার তদন্ত কর্মকর্তা খোকসা থানা পুলিশের এস আই নিশ্চিত করেছেন নারী ও শিশু নির্যাতন দমন আইনের মামলায় আটক ইউপি সচিব জাহিদ হাসানকে আদালত জেল হাজতে প্রেরণ করেছে। আটক জাহিদ গোপগ্রাম ইউনিয়নর পরিষদের সচিব পদে কর্মরত আছেন।

বাদির এজাহার ও পরিবার দাবি অভিযোগ, বিয়ের পর থেকে জাহিদ হাসান তার স্ত্রী ঝুমুর খাতুনের উপর শারীরিক ও মানষিক নির্যাতন চালিয়ে আসছে। বৃহস্পতিবার (৮ অক্টোবর) স্বামীর পরকিয়ার বিষয়ে কথা বললে দুই সন্তানের মা ঝুমুরের উপর হামলা করে জাহিদ। এক পর্যাযে ঝুমুর জ্ঞান হারালে সন্তান সহ ঘরে আটকে রেখে চলে যায়। কয়েক ঘন্টা পর জ্ঞান ফিরলে পরিবারের লোকদের ফোনে জানায়। তারা এসে ঝুমুরকে উদ্ধার করে স্থানীয় ভাবে চিকিৎসা করান। এ ঘটনায় ঝুমুর খাতুন বাদি হয়ে খোকসা থানায় মামলা দায়ের করে। (যার নম্বর ৩, তারিখ ১০ অক্টোবর) এ মামলায় জাহিদ হাসনকে আটক করা হয়।

অভিযোগে আরও বলা হয়, বাদিনীর ৮ ও ৫ বছর বয়সী দুটি শিশু কন্যা সন্তানের উপর নির্যাতন করেন জাহিদ হাসান। দুই মেয়ে ও তার নিজের নিরাপত্তার অভাবে কথা বলা হয় এজাহারে।

বাদিনীর ভাই আবু তাহের বলেন, দশ বছর আগে পারিবারিক ভাবে জাহিদ হাসানের সাথে তার বোনের বিয়ে হয়। বিয়ের পর থেকে তার বোনের উপর জাহিদ হাসান অমানবিক নির্যাতন করে আসছে। এ নিয়ে একাধিক বার পারিবারিক ভাবে সালিশী বৈঠক হয়েছে। কয়েক দফায় নগদ টাকাসহ টেলিভিশন ফ্রিজ দেওয়া হয়েছে।

তিনি আরও জানান, ইউনিয়ন পরিষদের চাকুরির সুবাদে জাহিদ অন্য নারীতে আশক্ত হয়ে পরেছেন। পরকিয়া প্রেমে জড়িয়ে পরার বিষয়ে প্রতিবাদ করায় তার বোন ঝুমুরের উপর নির্যাতনের মাত্রা বেড়ে গেছে। তার বোন চরম অসুস্থ থাকায় কারো সাথে কথা বলতে পারছেন না।

নারী ও শিশু নির্যাতন মামলার একমাত্র আসামী জাহিদ পুলিশের হেফাজতে থাকায় তার সাথে কথা বলা সম্ভব হয়নি। তার বাবা আব্দুস সোবাহানের সাথে কথা বলার জন্য তার মুঠো ফোনে কলা করা হয় কিন্তু তিনি ফোন ধরেনি।

মামলার তদন্ত কর্মকর্তা এসআই রাজু জানান, মামলার রেকর্ডের কয়েক ঘন্টার মধ্যে একমাত্র আসামীকে আটক করে আদালতে পাঠানো হয়। আদালত তাকে জেল হাজতে পাঠিয়েছেন।

খোকসায় বিএনপির অফিসের আসবাব পত্র ভাঙচুরের অভিযোগ

0

স্টাফ রিপোর্টার

কুষ্টিয়ার খোকসার সরকারী আবাস প্রকল্পের পুকুর ও বালিমহল দখল পাল্টা দখল কেন্দ্র করে রাতের আঁধারে বিএনপি একটি আঞ্চলিক অফিসের আসবাব পত্র ভাঙচুরের অভিযোগ পাওয়া গেছে।

রবিবার দিনগত রাত ১১ দিকে খোকসা ইউনিয়নের মোড়াগাছা বাজারে বিএনপির এ আঞ্চলিক অফিসটি ভাঙচুর করে কয়েকজন দুর্বৃত্ত। বিএনপির পক্ষ থেকে জানানো হয় এ ঘটনায় থানায় জিডি করা হয়েছে। হামলায় অংশ নেওয়া তিনজনের মুখ কালো কাপরে বাঁধা ছিল। হামলাকারীদের পরণে ছিলো কালো কাপড়ের পোশাক। হামলায় অংশ নেওয়া ব্যক্তিরা বাজারের পশ্চিমে গড়াই নদীর দিকে চলে যায়। গত ফেব্রæয়ারী মাসে বিএনপির এ অফিস চালু করা হয়। এ অফিসটি পরিচালনা করতেন প্রবাস ফেরত রুহুল আমিন নামের এক কর্মী। তার সাথে হিজলাবট দ্বিপচরের তিন বিঘা জমির একটি সরকারী পুকুর ও বলিমহলের দখল পাল্টা দখল কেন্দ্র করে পাশের উপজেলা কুমারখালীর কয়েকজনের সাথে বিরোধ হয়।

খোকসা খানা ভাপ্রাপ্ত কর্মকর্তা নিশ্চিত করেছেন অফিস ভাঙচুরের ঘটনায় বিএনপি জিডি করেনি।

সোমবার সকালে মোড়া গাছা বাজারে গিয়ে দেখা যায়, একটি টিন সেড আঁধাপাকা ঘরের দুই সাটারের দোকানে বিএনপির অফিস। ঘরের মধ্যে কয়েক খানা প্লাষ্টিকের ভাঙা চেয়ার, কিছু ব্যানার ফেষ্টুন ও একটি টেলিভিশন পরে আছে। নেতাদের বসার জায়গায় মাথার উপর এখনো জিয়াউর রহমান ও তারেক রহমানের একটি ব্যানার ঝুলছে।

অফিসের কেয়ার টেকার বদিউর হাসান জনান, প্রতিদিনের মত রবিবার সাকাল ৮ টায় অফিসটি খোলা হয়। রাত ১০টায় নিয়ম মাফিক সাটার নামিয়ে চলে যান। আগে থেকেই অফিসটিতে তালা দেওয়া হয় না। রাতে মুঠো ফোনে অফিস ভাংচুরের খবর জানতে পারেন।

মোড়াগাছা হাটের নৈশ প্রহরী মোতাহার (৭৬) জানান, অফিস ভাংচুরের সময় সে সহ ৬ জন ডিউতে ছিলেন। তিনি বাজারের পূর্ব দিক থেকে আসার সময় বিএনপির অফিসের ভিতরে ভাঙচুরের আওয়াজ পেয়ে এগিয়ে যান। এ সময় কালো পোশাক ধারী তিনজন লোক দৌড়ে পালিয়ে যান। এর ঘটনার পর তারা অফিসের কর্মকর্তা রুহুল আমিনকে খবর দেন।

বিএনপি এই অফিস পরিচালনার দায়িত্বে থাকা রুহুল আমিন জানান, আওয়ামী লীগের কিছু লোক প্রায় দেড়যুগ ধরে হিজলাবট দ্বিপচরের আশ্রয়ন প্রকল্পের একটি সরকারী পুকুর দখল করে মাছ চাষ করতো। ৫ আগস্টের পর তাদের থেকে পুকুরটি ছাড়িয়ে নিয়ে ভূমিহীনদের হাতে ছেড়ে দেওয়ায় হয়। এ ছাড়া দ্বিপচর থেকে বালি তোলায় বাধা দেওয়ার হয়েছে। এ সব ঘটনার সূত্র ধরে দুর্বৃত্তরা রাতের আঁধারে অফিসে হামলা করতে পারে।

রুহুল আমিন আরও জানান, উপজেলা সম্মেলনের কারণে ইউনিয়ন ও ওয়ার্ড কমিটি না থাকায় প্রায় সাতমাস আগে তিনি অফিস চালু করেন। তবে তিনি এখনো বিএনপির কমিটি ভুক্ত সদস্য নয় বলেও স্বীকার করেন।

উপজেলা বিএনপির সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলাউদ্দিন খান বলেন, তাদের একটি অফিসে রাতের আধারে হামলা হয়েছে। এ ঘটনায় থানায় জিডি করা জন্য বলা হয়েছে। কাউকে হুমকী ধামকি একটি ঘটনা। আর রাতের আঁধারে অফিসে হামলার ঘটনা এক নাও হতে পারে। পুলিশী তদন্তে প্রকৃত ঘটনা ও দোষী চিহ্ণিত করা পর ব্যবস্থা নেওয়া হবে।

খোকসা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ মঈনুল ইসলাম বলেন, রাতেই স্থানীয় গ্রাম পুলিশ ও বাজারের নৈশ প্রহরীর মাধ্যমে ঘটনা জেনেছি। পরে বিএনপি নেতাদের অভিযোগ নিয়ে আসার কথা ছিলো। কেউ আসেনি। অভিযোগ দিলে ব্যবস্থা নেবেন।

সর্বশেষ সংবাদ

ট্রাইব্যুনালে অভিযুক্ত ১৫ কর্মকর্তা সেনা হেফাজতে

দ্রোহ অনলাইন ডেস্ক আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চার্জশিটে নাম থাকা ১৫ সেনা কর্মকর্তাকে ঢাকায় সেনা হেফাজতে নেওয়া হয়েছে। তাদের মধ্যে ১৪ জন বর্তমানে কর্মরত ও একজন...

দৌলতপুর দুই সন্ত্রাসী বাহিনীর হাতে জিম্মি

কুষ্টিয়া প্রতিনিধি কুষ্টিয়ার দৌলতপুরের ফিলিপনগর ইউনিয়নে বর্তমান "গিট্টু সোহাগ ও টুকু" এবং প্রয়াত লালচাঁদ বাহিনীর আতংকে অতিষ্ঠ জনগন ও জমি এবং বাথানের গরু মালিকরা। ফিলিপনগর ইউনিয়নের...

বর্ণ খেলা

বর্ণ ভুল করলেই হতে হবে “গাঁধা”। তাকেই খাটতে হবে। বিপক্ষের লেলোয়ারদের তার বলা বর্ণ দিয়ে তৈরী শব্দ বলতে বলতে যেতে হবে অন্য কোটে। সেখান...

ঝিনাইদহ জেলা বিএনপির সভাপতির সংবাদ সম্মেলন

ঝিনাইদহ প্রতিনিধি ঝিনাইদহ জেলা বিএনপির সভাপতি এম এ মজিদের বিরুদ্ধে একটি পত্রিকায় মিথ্যা সংবাদ প্রকাশের প্রতিবাদে সংবাদ সম্মেলন করে বিএনপি। শনিবার সকালে জেলা বিএনপির কার্যালয়ে এ...

কুমারখালীতে পাঁচ হাজার মিটার কারেন্ট জাল জব্দ

কুষ্টিয়া প্রতিনিধি কুষ্টিয়ার কুমারখালীতে মা ইলিশ রক্ষায় পদ্মা নদীতে অভিযানে আটক পাঁচ হাজার মিটার নিষিদ্ধ কারেন্ট জাল পুড়িয়ে দিয়েছে মৎস্য বিভাগ। শনিবার (১১ অক্টোবর) দুপুর সাড়ে...