রবিবার, ১২ অক্টোবর, ২০২৫
Home Blog Page 5

কুমারখালীতে ওয়ার্ড বিএনপির সভাপতির উপর হামলার অভিযোগ

0

কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়ার কুমারখালীতে আধিপত্য বিস্তার কেন্দ্র করে আওয়ামী লীগ নেতারা হামলা চালিয়ে বিএনপি নেতাকে মারপিট ও দলীয় কার্যালয়ে ভাঙচুর করেছে বলে অভিযোগ উঠেছে।

আহত ওই নেতার নাম মো. রাশিদুল জাম্মান (৫৫)। তিনি কয়া ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি ও ইউনিয়ন পরিষদের সদস্য। তিনি বর্তমানে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।

শনিবার রাত সাড়ে ৭টার দিকে উপজেলার কয়া ইউনিয়নের কালোয়া বাজারে এ হামলার ঘটনা ঘটে। এ ঘটনায় রবিবার সকালে আটজনের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দিয়েছেন আহত বিএনপি নেতার ভাই দুলাল শেখ।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ৪ নম্বর ওয়ার্ডের ২ নম্বর বেডে চিকিৎসাধীন আহত বিএনপি নেতা রাশিদুল জাম্মান। তার হাত, মুখ, পিঠ, পায়ের মাংসপেশিতে আঘাতের ক্ষত।

এ সময় আহত বিএনপি নেতা ও ইউপি সদস্য রাশিদুল জাম্মান বলেন, কালোয়া বাজারে আমার একটি দলীয় কার্যালয় রয়েছে। শনিবার রাতে প্রতিপক্ষের বিএনপি নেতাদের ছত্রছায়ায় কয়া ইউনিয়ন আওয়ামী লীগের ১০-১২ জন দেশীয় অস্ত্রসস্ত্র নিয়ে আমার ওপর হামলা করে এবং কার্যালয়ে ভাঙচুর করেছে। সুষ্ঠু বিচারের আশায় থানায় লিখিত অভিযোগ করেছি। মামলা করা হবে। তবে তিনি প্রতিপক্ষের কারো নাম বলেননি।

তবে অভিযোগ অস্বীকার করে কয়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সহ সভাপতি ওলি জোয়ার্দার ফোনে বলেন, বিএনপির দুই গ্রæপের অভ্যন্তরীণ কোন্দলে হামলার খবর শুনেছি। তবে এর সঙ্গে আওয়ামী লীগ জড়িত নয়।

স্থানীয় সূত্রে জানা গেছে, কালোয়া বাজারটি ৯ নম্বর ওয়ার্ডে অবস্থিত। সেখানে ৮ ও ৯ নম্বর ওয়ার্ডের নেতাকর্মীদের একটি বিএনপির কার্যালয় রয়েছে। সম্প্রতি রাশিদুল জাম্মান আরেকটি কার্যালয় খুলেছে। এ নিয়ে নেতাকর্মীদের মধ্যে মনোমালিন্য চলছিল। একপর্যায়ে শনিবার রাতে ৯ নম্বর ওয়ার্ড বিএনপির নেতাকর্মীরা হামলা চালায়। আর অভিযুক্তরা ৫ আগষ্টের আগে আওয়ামী লীগের নেতাকর্মীদের সঙ্গে থাকলেও বর্তমানে ৯ নম্বর ওয়ার্ড বিএনপির সঙ্গে চলাফেরা করছেন।

তবে হামলার অভিযোগ অস্বীকার করে ৯ নম্বর ওয়ার্ড বিএনপির সদস্য বকুল হোসেন বলেন, অন্য এলাকা থেকে এসে রাশিদুল বাজারের শান্তি নষ্ট করছে। তবে কোনো হামলার ঘটনা ঘটেনি। রাশিদুল নিজেই ছবি খুলে নিয়ে চলে গেছে।

অভ্যন্তরীণ কোন্দলে হামলার ঘটনা ঘটেছে বলে জানিয়েছেন কুমারখালী থানার ওসি খন্দকার জিয়াউর রহমান। তিনি বলেন, আহত বিএনপির নেতার ভাই লিখিত অভিযোগ করেছেন। মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

কুষ্টিয়ায় সংবাদিক ইউনিয়নের সাধারণ সভায় অনুষ্ঠিত

0

কুষ্টিয়া প্রতিনিধি

সাংবাদিকতার মূলভিত্তি হচ্ছে সততা। একজন ভালো সাংবাদিক কখনও মিথ্যে বা পক্ষপাতদুষ্ট খবর প্রচার করেন না। সত্য তথ্য যাচাই করে, নিরপেক্ষ অবস্থানে থেকে খবর পরিবেশন করা তার মূল কাজ।

গণমাধ্যমের সবচেয়ে বড় সম্পদ বিশ্বাসযোগ্যতা। যে গণমাধ্যমের বিশ্বাসযোগ্যতা যত বেশি, দর্শক-শ্রোতা এবং পাঠকের কাছে তার গ্রহণযোগ্যতা তত বেশি। তাই জনস্বার্থে, সংবাদমাধ্যমের স্বার্থে এমনকি নিজ স্বার্থেই সাংবাদিককে তাদের প্রাত্যহিক কার্যক্রমের মধ্য দিয়ে নৈতিকতার চর্চা করতে হয়। সাংবাদিকতায় প্রতিবন্ধকতা হলো বস্তুনিষ্ঠতার জায়গা। বস্তুনিষ্ঠতায় ঘাটতি পড়লে সাংবাদিকতায় প্রতিবন্ধকতা আসে। তাই বস্তুনিষ্ঠতা খুবই জরুরী।

মনে রাখবেন, সংবাদপত্র একটি দেশ ও জাতিকে যেমন এগিয়ে নিয়ে যেতে পারে, আবার জাতির সর্বনাশও করতে পারে। এ ক্ষেত্রে সংবাদ পরিবেশনই হচ্ছে গুরুত্বপূর্ণ বিষয়। নিরপেক্ষ বস্তুনিষ্ঠ খবর সমাজে শান্তি আনে, আর মিথ্যা খবর কখনো সমাজকে বিষিয়ে তোলে, অশান্তি ও বিশৃঙ্খলা সৃষ্টি করে। তাই সংবাদপত্র ও সাংবাদিকদের সতর্ক হয়েই লিখতে হয়। সাংবাদিকরা সম্ভবত সবচেয়ে বেশি নীতিসচেতন। এটি তাদের হতেই হয়।

শনিবার বেলা ১১ টায় জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে কুষ্টিয়া সাংবাদিক ইউনিয়নের সাধারণ সভায় প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন-বিএফইউজে’র মহাসচিব কাদের গনি চৌধুরী এসব কথা বলেন।

কুষ্টিয়া সাংবাদিক ইউনিয়নের সভাপতি আব্দুর রাজ্জাক বাচ্চুর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক এডভোকেট শামিম উল হাসান অপুর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন-বিএফইউজে’র ভারপ্রাপ্ত সভাপতি ওবায়দুর রহমান শাহীন।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন-বিএফইউজে’র দপ্তর সম্পাদক মো: আবু বকর। এছাড়াও অন্যান্যের মধ্যে ঢাকাস্থ কুষ্টিয়া সাংবাদিক ফোরামের সভাপতি আবু বকর সিদ্দিক, কুষ্টিয়া প্রেসক্লাবের সভাপতি আল মামুন সাগর, কুষ্টিয়া এডিটরস ফোরামের সভাপতি মজিবুল শেখসহ সাংবাদিক ইউনিয়নের অন্যান্য নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।

পূজা কমিটির সাথে মতবিনিময় সভা করেছে বিএনপি

0

স্টাফ রিপোর্টার

কুষ্টিয়ার খোকসায় শারদীয় দূর্গপূজা উপলক্ষে ধর্মীয় সম্প্রীতি বজায় রাখতে পূজা কমিটির সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা বিএনপির উদ্যোগে শনিবার সকালে মুক্তিযোদ্ধা সংসদ চত্বরে অনুষ্ঠিত মতবিনিময় প্রধান অতিথি ছিলেন কুষ্টিয়া জেলা বিএনপির যুগ্ন আহবায়ক শেখ সাদী।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন খোকসা উপজেলা বিএনপির সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোঃ আলাউদ্দিন খান, পৌর বিএনপির সভাপতি এ জেড জি রশিদ রেজা বাজু। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শ্রী নিতেন্দ্রনাথ বিশ্বাস।

ঝিনাইদহে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

0

ঝিনাইদহ প্রতিনিধি

ঝিনাইদহ সদর উপজেলার দোগাছি গ্রামে খালে মাছ ধরতে গিয়ে পানিতে ডুবে দুই শিশুর মারা গেছে।

শনিবার সকাল সাড়ে ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন দোগাছি গ্রামের রিপন মন্ডলের ছেলে লামিম হোসেন (৫) এবং পার্শ্ববর্তী আড়ুয়াকান্দি গ্রামের উজ্জ্বল বিশ্বাসের ছেলে আপন হোসেন (৭)। তারা সম্পর্কে মামাতো-ফুফাতো ভাই।

স্বজন ও পুলিশ সূত্রে জানা গেছে, সকালে দুই শিশু ছিপ নিয়ে খালে মাছ ধরতে যায়। খেলার একপর্যায়ে অসাবধানতাবশত তারা পানিতে পড়ে যায় এবং তীব্র স্রোতে ভেসে যায়। স্থানীয়রা দ্রæত উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত বলে ঘোষণা করেন।

ঝিনাইদহ সদর থানার অফিসার ইনচার্জ আব্দুল্লাহ আল মামুন বলেন, “পানিতে ডুবে দুই শিশুর মুত্যু হয়েছে। পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।”

বিএনপি জামায়াতের বাকবিতান্ডায় অধ্যক্ষ নিয়ে সমঝোতা বৈঠক স্থগিত

0

স্টাফ রিপোর্টার

কুষ্টিয়ার খোকসার গোপগ্রাম এ জেড ফাজিল মডেল মাদ্রাসার অভিযুক্ত অধ্যক্ষকে স্বপদে ফেরানোর সমঝোতা বৈঠকটি বিএনপি ও জামায়াত কর্মীদের বাকবিতান্ডায় স্থগতি করা হয়। ২৪ শে’র আগস্টের পর শিক্ষক-কর্মচারী ও সাধারণ মানুষের প্রতিবাদের মুখে মাদ্রাসার অধ্যক্ষ সাইদুল ইসলাম আত্মগোপন করেন। তদন্ত তার বিরুদ্ধে দুর্নীতির প্রমান পায় তদন্ত কমিটি। ১৩ মাস পর অধ্যক্ষ স্বপদে ফিরতে স্থানীয় বিএনপির কাঁধে ভর করেছে বলে অভিযোগ করছে জামায়াত নেতারা। অধ্যক্ষকে নিয়ে সৃষ্ট জটিলকতায় গত আগস্ট মাসের বেতন পাননি মাদ্রাসার ৩৭ জন শিক্ষক কর্মচারী।

অধ্যক্ষ নিয়ে সৃষ্ট জটিলতা নিরশনে বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) দুপুরে মাদ্রার সভাকক্ষে প্রতিষ্ঠানটির দাতা, সুধিজন ও রাজনৈতিক নেতাদের উপস্থিতিতে সমঝোতা বৈঠক শুরু করা হয়। এ বৈঠকে উপজেলা বিএনপির সভাপতি আলাউদ্দিন খান, সাধারণ সম্পাদক আনিস উজ্জ জামান, উপজেলা জেলা জামায়াতের আমীর নজরুল ইসলাম, গোপগ্রাম ইউনিয়নের সাবেক ও বর্তমান তিন চেয়াম্যানসহ ৫০/৬০ জনের সভা উপস্থিত ছিলেন। সাবেক অধ্যক্ষ সাইদুল ইসলামকে স্বপদে ফেরানোর পক্ষে গোপগ্রাম ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও বিএনপি নেতা শফি আলম বক্তব্য রাখার পর পরই একাধিক শিক্ষক, স্থানী জনগন ও জামায়ত কর্মীরা প্রতিবাদ জানায়। হট্টোগোল শুরু হয়। প্রায় ৩০ মিনিট ধরে বাকবিতান্ডার পর সভা স্থগিত করা হয়।

মাদ্রাসাটির শিক্ষক আব্দুর রব জানান, ৫ আগস্টের পর গন আন্দোলনের মুখে অধ্যক্ষ সাইদুল ইসলাম আত্মগোপনে চলে যান। ইতোমধ্যে তার বিরুদ্ধে ছাত্র-ছাত্রীদের উপবৃত্তি ও শিক্ষকদের টিউশন ফিস আত্মসাত, ঘুষ গ্রহন, প্রতিষ্ঠানের জমি বিক্রিসহ ১৯ টি দুর্নীতির অভিযোগের তদন্ত হয়। সেখানে আত্মগোপনে থাকা অধ্যক্ষ সাইদুল ইসলাম দোষী সাবস্ত হন। ১৩ মাস আগে অভিযুক্ত অধ্যক্ষ ও তার নিকট সহযোগী সহকারী শিক্ষক আব্দুর রহিমের বেতন ভাতা বন্ধ করা হয়। বর্তমান সভাপতি অভিযুক্ত অধ্যক্ষের বেতন পরিশোধের নির্দেশ দেন। চাপের মুখ্যে ভারপ্রাপ্ত অধ্যক্ষ অভিযুক্তদের বেতন না করায় কর্মরত ৩৭ জন শিক্ষক কর্মচারীর আগস্ট মাসের বেতন হয়নি। এসব জটিলতা নিরশোনে দাতা সদস্য, মাদ্রাসা পরিচালনা কমিটির সদস্য ও রাজনৈতিক নেতাদের নিয়ে সমঝোতা বৈঠক ডাকেন ভারপ্রাপ্ত অধ্যক্ষ সোহরাব হোসেন। বৈঠকে সাবেক চেয়ারম্যান বিএনপি নেতা শফি আলম ও মাসুদ আহসান শিবলীর বক্তব্যের পর জামায়াত নেতারাসহ অন্যরা প্রতিবাদ জানান। পরিবেশ উতপ্ত হয়ে ওঠে। বাক বিতান্ডায় শুরু হলে বৈঠক স্থগিত করা হয়।

গোপগ্রাম ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান শফি আলম অভিযুক্ত অধ্যক্ষ সাইদুল ইসলামের কিছু দুর্নীতি আছে বলেও স্বীকার করেন। তিনি আরও বলেন, মাদ্রাসায় জামায়াত সমর্থিত শিক্ষকদের একটি চক্র আছে। তারা কোন অধ্যক্ষকে থাকতে দেয় না। তারাই অধ্যক্ষ সাইদুল ইসলাম কে অপসারণ করতে চায়।

তিনি আরও জানান, অধ্যক্ষ না থাকায় মাদ্রাসার শিক্ষা ববস্থা ভেঙ্গে পরেছে। প্রশাসনিক জটিলতা সৃষ্টি হয়েছে। তাই তিনি নিজে উদ্যোগ নিয়ে থানা বিএনপির নেতাদের নিয়ে এসেছিলেন বসে সমঝোতা করদেবেন। কিন্তু জামায়াত নেতারা পরিকল্পিত ভাবে সামাধানের পথ বন্ধ করে দিয়েছে। তারা হট্টোগোল করেছে।

গোপগ্রাম ইউনিয়ন জামায়াতের আমির আলতাফ হোসেন বলেন, দুর্নীত দায়ে অভিযুক্ত অধ্যক্ষ সাইদুল ইসলামকে স্বপদে ফিরিয়ে আনার জন্য বিএনপি নেতারা মরিয়া হয়ে উঠেছেন। তারা কুট কৌশলে ৩৭ জন শিক্ষক কর্মচাররি বেতন বন্ধ করেছে। এখন সমঝোতার কথা বলে অভিযুক্তদের স্বপদে ফেরাতে চান।

অভিযুক্ত অধ্যক্ষ সাইদুল ইসলাম বলেন, সর্বদলীয় বৈঠকে তিনি উপস্থিত ছিলেন না। তার পক্ষের লোকজন ছিলো। সামাধারণ মানুষ সিদ্ধান্ত দেওয়ার কেউ না। এ ছাড়া যে তদন্ত কমিটি তাকে দোষী সাব্যস্ত করেছে তার বিরুদ্ধে রিভিইউ আবেদন করেছেন। তদন্ত কমিটি তাকে না জানিয়ে তদন্ত করেছে বলে দাবি করেন তিনি।

তদন্ত কমিটির প্রধান ও সহকারী কমিশনার ভুমি রেশমা খাতুনের সাথে কথা বলা হলে তিনি বলেন, অনেক আগের ঘটনা। এটা তার মাথায় নেই। অফিসে গেলে ফাইল দেখে বলতে পারবেন।

ভারপ্রাপ্ত অধ্যক্ষ সোহরাব হোসেন জানান, সাবেক অধ্যক্ষ সাইদুল ইসলাম ও তার সহযোগীর আব্দুর রহিমের তদন্তে অভিযোগ প্রমানিত হয়। আরবি শিক্ষাবোর্ড ইতোমধ্যে অভিযুক্ত অধ্যক্ষ ও তার সহযোগীর বিরুদ্ধে ব্যবস্থা নিতে চিঠিও দিয়েছে। কিন্তু বর্তমান সভাপতি ও এডিসি (রাজস্ব) আব্দুল ওয়াদুদ অভিযুক্তদেরসহ সব শিক্ষক কর্মচারীদের বেতন করার মৌখিক নিদেশ দিয়েছেন। কিন্তু দাতা ও কমিটির সদস্যরা বেতন না করার পরামশ্য দেওয়া গতমাসে কর্মরত শিক্ষক কর্মচারীদের বেতন হয়নি। সমস্যাটি স্থানীয় ভাবে সমাধানের জন্য তিনি সর্বদলীয় বৈঠক ডেকেছিলেন। সেখানে হট্টোহোলের সৃষ্টি হওয়া সভা স্থগিত করা হয়েছে।

তিনি আরও বলেন, অভিযুক্ত অধ্যক্ষের জন্য এখন সাধারণ শিক্ষক কর্মচারীর বেতন বন্ধ রয়েছে। ৩৭ জন শিক্ষক কর্মচারীর পরিবার মানবেতর জীবন কাটাচ্ছেন। অন্যদিকে মাদ্রাসার প্রশাসনিক কাজকর্ম ব্যহত হচ্ছে। তিনি দাবি করেন, অভিযুক্ত অধ্যক্ষ তার সহযোগীরে বিরুদ্ধে বাধ্যতামূলক অবসরের পাঠানোর স্পষ্ট নির্দেশনা রয়েছে।

মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি ও অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আব্দুল ওয়াদুদের সাথে মুঠো ফোনে কথা বলা হলে তিনি বলেন, শিক্ষকদের বেতন বন্ধের কোন নিদেশ দেওয়া হয়নি। এ ব্যাপারে অধ্যক্ষ বলতে পারবেন।

উল্লেখ্য, বিগত আওয়ামী লীগ সরকারের আমলে রাজনৈতিক প্রভাব খাটিয়ে মোঃ সাইদুল ইসলাম গোপগ্রাম এ জেড ফাজিল মডেল মাদ্রাসার অধ্যক্ষ পদ বাগিয়ে নেন। অল্প সময়ের মধ্যে কুমারখালী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শামসুজ্জামান অরুনকে সভাপতিও করে নিজের জামাতা আশরাফুল ইসলামকে শিক্ষক, মেয়ে শেফাকে অফিস সহকারী ও অপর শিক্ষক আব্দুর রহিমের স্ত্রী মাহাফুজাকে শিক্ষক পদে নিয়োগ দেন। এ ছাড়া শিক্ষক কর্মরত থাকা কালীন একাধিক পদে অতিরিক্ত শিক্ষক নিয়োগ দিয়ে অথ বানিজ্য করেন। শিক্ষক কর্মচারীদের টাইম স্কেল ও উচ্চতর স্কেল প্রদানের সুপারিশ করতে ১০ থেকে ৫৮ হাজার টাকা দিতে বাধ্য করার অভিযোগ অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে।

৫ আগষ্ট রাজনৈতিক পট পরিবর্তনের পর মাদ্রাসা অধ্যক্ষ মোঃ সাইদুল ইসলাম ও তার অনুগত সহকারী শিক্ষক আব্দুর রহিমের বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র আন্দলনের কর্মী, মাদ্রাসার শিক্ষক-অভিভাবকরা আন্দোলন শুরু করে। এরপর থেকে কর্মস্থলে টানা দুই মাস অনুপস্থিত রয়েছেন অধ্যক্ষ ও তার অনুগত সহকারী শিক্ষক।

খোকসায় পদ্মা নদীর কোলে নৌকাবাইচ প্রতিযোগিতার উদ্বোধন

0

স্টাফ রিপোর্টার

কুষ্টিয়ার খোকসায় পদ্মা নদীর কোলে ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতার উদ্বোধন করা হয়েছে।

বুধবার বিকালে খোকসা উপজেলার ধোকড়াকোল, কুঠিপাড়া, গোঁসাইডাঙ্গী ও আমলাবাড়ীয় পদ্মা নদীর কোলে এ নৌকা বাইচ প্রতিযোগিতার আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।

নৌকা বাইচ ও মেলা কমিটির সভাপতি আসলাম হোসেনের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি কবুতর উড়িয়ে নৌকা বাইচ প্রতিযোগিতার আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করেন তিনি।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কুষ্টিয়া জেলা বিএনপির যুগ্ম আহবায়ক শেখ সাদী, খোকসা উপজেলা বিএনপির সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো: আলাউদ্দিন খাঁন, খোকসা থানার অফিসার ইনচার্জ শেখ মইনুল ইসলাম, কুমারখালী পৌর বিএনপির সভাপতি আলহাজ্ব মনোয়ার হোসেন, বিএনপি নেতা সাইদুল ইসলাম, খান আতাউর রহমান সবুজ, রেজাউল করিম মাষ্টার, মোতালেব হোসেন মাষ্টার প্রমুখ। বৃহস্পতিবার থেকে প্রতিযোগিতা শুরু হবে। আগামী ২৮ সেপ্টেম্বর রবিবার ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে।

ডাকাতির সময় শিশুর গলায় অস্ত্র ঠেকিয়ে গৃহবধূকে পালাক্রমে ধর্ষণ

0

কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়ার দৌলতপুরে ডাকাতির সময় শিশুর গলায় অস্ত্র ঠেকিয়ে এক গৃহবধূকে পালাক্রমে ধর্ষণের অভিযোগ উঠেছে। পরে ডাকাতেরা ঘরে থাকা স্বর্ণালংকারসহ প্রায় দুই লাখ টাকার মালামাল লুট করে নিয়ে যায়। এই ঘটনায় পুলিশ তিনজনকে গ্রেপ্তার করেছে।

১৫ সেপ্টেম্বর গভীর রাতে উপজেলার হোগলবাড়িয়া ইউনিয়নের কায়ামারি গ্রামে এ ঘটনা ঘটে। প্রথম দিকে মামলা করতে ভুক্তভোগী পরিবারকে নিরুৎসাহিত করা হলেও এক সপ্তাহ পর সোমবার (২২ সেপ্টেম্বর) গৃহবধূ ও তার শ্বশুর থানায় দুটি আলাদা মামলা করেন। এর পরই বিষয়টি গণমাধ্যমকর্মীদের নজরে আসে। এ ঘটনায় পুলিশ ইতোমধ্যে তিনজনকে গ্রেপ্তার করেছে।

ভুক্তভোগী পরিবার ও পুলিশ সূত্রে জানা গেছে, ওই রাতে স্থানীয় রুশুল মহলদারের ছেলে লাবু (৩৬), একই এলাকার তারিখ (৪২) ও সুবেলের (৩৫) নেতৃত্বে সাত থেকে আটজনের একটি সংঘবদ্ধ ডাকাত দল প্রথমে পাশের আব্দুর রাজ্জাক কলেজপাড়া গ্রামের জহুরুল ইসলামের বাড়ি থেকে নগদ টাকা ও স্বর্ণালংকার লুট করে। ফেরার পথে তারা ভুক্তভোগীর বাড়িতে ঢুকে তিন বছরের শিশুর গলায় অস্ত্র ঠেকিয়ে গৃহবধূকে জোরপূর্বক পালাক্রমে ধর্ষণ করে। এরপর তারা ঘরে থাকা স্বর্ণালংকারসহ প্রায় দুই লাখ টাকার মালামাল নিয়ে যায়।

পরিবারের চিৎকারে প্রতিবেশীরা ছুটে এসে গৃহবধূকে অচেতন অবস্থায় উদ্ধার করে দৌলতপুর স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। পরে উন্নত চিকিৎসার জন্য তাকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে পাঠানো হয়।

এ ঘটনায় গৃহবধূ ও তার শ্বশুর বাদী হয়ে পৃথক দুটি মামলা করেন। ওই রাতেই দৌলতপুর থানার পুলিশ লাবু, সুবেল ও তারিখকে গ্রেপ্তার করে। ভুক্তভোগীর মেডিকেল পরীক্ষা সম্পন্ন হয়েছে বলেও পুলিশ জানিয়েছে।

দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সোলাইমান শেখ বলেন, এ ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। অপরাধের সঙ্গে জড়িত কেউই ছাড় পাবে না। অন্য আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

মরণ ফাঁদ

0

বালু খেকোরা গড়াই নদী থেকে ড্রেজার ম্যাশিনে বালু তুলে পাইপ দিয়ে কয়েক মাইল দূরে বিভিন্ন জলাশয় ভরাট করছে। এ জন্য গুরুত্বপূর্ণ পাকা রাস্তার উপর দিয়ে ড্রজারের পাইপ লাইন পার করা হয়েছে। পাইপ রক্ষায় রাস্তা উপর উঁচু ডিবি (স্প্রিট ব্রেকার) তৈরী করছে বালু খেকোরা। রাস্তার উপর তৈরী করা ৩/৪ ফুট উচু স্প্রিট ব্রেকারে ঘটছে দূর্ঘটনা। যাত্রীবাহী ছোট বড় যানবাহন দুর্ঘটনায় নারী পুরুষ শিশুরা পঙ্গু হচ্ছে। বুধবার বিকালে কুষ্টিয়ার খোকসা-একতারপুর পাকা রাস্তার কমলাপুর কবরস্থান এলাকা থেকে মরণ ফাঁদ স্প্রিট ব্রেকারের ছবিটি তোলা।

 

হাতুড়ি হাতে ফুটবল মাঠে শিক্ষার্থী, ফুটবল সেমিফাইনাল স্থগিত

0

কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়ার দৌলতপুরে ফুটবল খেলা শুরুর আগে কিছু ছাত্র স্কুলমাঠে গিয়ে প্রকাশ্যে হাতুড়ি দেখানোয় খেলা স্থগিত করা হয়েছে।

মঙ্গলবার উপজেলার দুই স্কুলের মধ্যে ফুটবল সেমিফাইনাল হওয়ার কথা ছিল। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আব্দুল হাই সিদ্দিকী খেলা স্থগিত করার কথা নিশ্চিত করেছেন।

দৌলতপুরে গ্রীষ্মকালীন ৫২তম বাংলাদেশ জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানের ক্রীড়া প্রতিযোগিতা চলছে। প্রতিযোগিতার অংশ হিসেবে মঙ্গলবার তারাগুনিয়া মাধ্যমিক বিদ্যালয় ও বাগোয়ান কেসিভিএন মাধ্যমিক বিদ্যালয়ের মধ্যে সেমিফাইনাল খেলা ছিল।

সকাল ১০টায় উপজেলার রিফাইতপুর ইউনিয়নের রিফাইতপুর মাধ্যমিক বিদ্যালয় মাঠে এ খেলা হওয়ার কথা ছিল।

জানা গেছে, খেলা শুরু হওয়ার আগে কিছু ছাত্র মাঠে হাতুড়ি নিয়ে ঢুকে পড়ে। তারা প্রকাশ্যে হাতুড়ি দেখানোয় উত্তেজনা ছড়িয়ে পড়ে। তাৎক্ষণিকভাবে ইউএনও খেলা বন্ধের ঘোষণা দেন।

এ বিষয়ে তারাগুনিয়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শফিউল ইসলাম বলেন, ‘খেলার আগে আমাদের এক ছাত্রের কাছে হাতুড়ি পাওয়া গেছে এটা আমরা স্বীকার করছি। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’

অন্যদিকে বাগোয়ান কেসিভিএন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল হালিমের মোবাইল ফোনে একাধিকবার কল করা হলেও নম্বরটি বন্ধ পাওয়া যায়।

উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমিক সুপারভাইজার কামাল হোসেন বলেন, হাতুড়ি আনার অভিযোগ পাওয়ার পর ইউএনও স্যার খেলা স্থগিত ঘোষণা করেন। আলোচনার মাধ্যমে পরে নতুন তারিখ নির্ধারণ করে খেলা অনুষ্ঠিত হবে।

এ বিষয়ে ইউএনও আব্দুল হাই সিদ্দিকী বলেন, ‘খেলা শুরু হওয়ার আগেই শিক্ষার্থীরা হাতুড়ি প্রদর্শন করছিল। কোনো অনাকাক্সিক্ষত ঘটনা ঘটার আগেই আমরা খেলা স্থগিত করেছি।’

ফকির লালনের গানের মূল পান্ডুলিপি ফেরত চেয়ে আবেদন কুষ্টিয়ার ডিসি‘র

0

কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়ার ছেঁউড়িয়ায় আশ্রম থেকে লালন সাঁই‘র ৩১৪টি গানের মূল পান্ডুলিপি কলকাতায় নিয়ে গিয়েছিলেন শিলাইদহের তৎকালীন জমিদার বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর। প্রায় ১৩৫ বছরের প্রাচীন ও ঐতিহাসিক সেই গানের মূল পান্ডুলিপি বর্তমানে কলকাতার শান্তি নিকেতন রয়েছে। দীর্ঘদিন ধরে মূল পান্ডুলিপি ফেরত আনার দাবি জানিয়ে আসছেন লালন ভক্ত, অনুরাগী, অনুসারী ও গবেষকরা। কিন্তু কলকাতার শান্তিনিকেতন থেকে ঐতিহাসিক সেই পান্ডুলিপিটি আজও ফেরত পাওয়া যায়নি।

কুষ্টিয়ার জেলা প্রশাসক আবু হাসনাত মোহাম্মদ আরেফীন কুষ্টিয়ার ছেঁউড়িয়ার লালন একাডেমির জন্য ঐতিহাসিক সেই পান্ডুলিপি ফেরত চেয়েছেন। উদ্যোগের অংশ হিসেবে ইতোমধ্যেই তিনি সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সচিব বরাবর লিখিত আবেদন করেছেন। সোমবার (২২ সেপ্টেম্বর) ০৫.৪৪.৫০০০.০০০.০০১.২৩.০০০৩.২৫. ৮৪৩ নং স্মারক দিয়ে জেলা প্রশাসক আবু হাসনাত মোহাম্মদ আরেফীন স্বাক্ষরিত আবেদন পত্রটি পাঠানো হয়েছে।

এদিকে জেলা প্রশাসকের এই পান্ডুলিপি ফেরত চেয়ে উদ্যোগের বিষয়টি ব্যাপক প্রশংসিত হয়েছে। লালন ভক্ত, অনুসারি ও গবেষকরা তাঁকে সাধুবাদ জানিয়ে দ্রæত পান্ডুলিপিটি যাতে কুষ্টিয়ার কুমারখালীর ছেঁউড়িয়ায় লালন একাডেমীতে নিয়ে আসা যায় সে বিষয়ে সরকারের সুদৃষ্টিসহ আশু হস্তক্ষেপ কামনা করেছেন।

ফকির লালন সাঁইয়ের ১৩৫ তম তিরোধান দিবস পালন উপলক্ষে সোমবার (২২ সেপ্টেম্বর) দুপুর ৩ টায় জেলা প্রশাসকের সভাকক্ষে অনুষ্ঠিত এক প্রস্তুতি মূূলক সভায় কুষ্টিয়ার জেলা প্রশাসক আবু হাসনাত মোহাম্মদ আরেফীন এ তথ্য জানিয়ে বলেন, সংস্কৃুত বিষয়ক মন্ত্রণালয় পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে এ বিষয়ে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করবে বলে জানিয়েছে। কুষ্টিয়ার জেলা প্রশাসক আবু হাসনাত মোহাম্মদ আরেফীনের সভাপতিত্বে অনুষ্ঠানে কুষ্টিয়ার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জাহাঙ্গীর আলম, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো: আব্দুল ওয়াদুদ, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মো: মিজানুর রহমান, উপজেলা নির্বাহী কর্মকর্তাগণ, আইন-শৃঙ্খলা রক্ষাকারী বিভিন্ন বাহিনীর প্রতিনিধিবৃন্দ, লালনের ভক্ত-বাউল, সাংবাদিক ও সুধীজন অংশ গ্রহণ করেন।

সভায় জানানো হয় এবার জাতীয়ভাবে লালনের তিরোধান দিবস পালন হবে। কুষ্টিয়ার কুমারখালীর ছেঁউড়িয়ায় লালনের আখড়াবাড়িতে তিন দিন ব্যাপী অনুষ্ঠান শুরু হবে ১৭ অক্টোবর। চলবে ১৯ অক্টোবর পর্যন্ত। আর গ্রামীন মেলা হবে ৭ দিন ব্যাপী।

এদিকে লিখিত আবেদনে জেলা প্রশাসক উল্লেখ করেছেন, কুষ্টিয়ার ছেঁউড়িয়াস্থ লালন আশ্রম থেকে লালন শাহ এর গানের একটি খাতা কলকাতায় নিয়ে গিয়েছিলেন কুষ্টিয়ার শিলাইদহের তৎকালীন জমিদার রবীন্দ্রনাথ ঠাকুর। যা বর্তমানে শান্তি নিকেতনে সংরক্ষিত আছে। প্রায় ১৩৩ বছরের পুরনো উক্ত খাতায় লালন শাহ এর ৩১৪টি গান রয়েছে। ইতিপূর্বে শান্তি নিকেতন থেকে লালন শাহের গানের পান্ডুলপির একটি অনুলিপি প্রেরণ করা হলেও মূল পান্ডুলপি সেখানেই রয়ে গেছে। প্রতি বছর লালন তিরোধান দিবস ও লালন স্মরণোৎসব উপলক্ষে কুষ্টিয়ার ছেঁউড়িয়াস্থ লালন একাডেমিতে লক্ষ লক্ষ দেশ-বিদেশী লালন ভক্ত, অনুরাগী, অনুসারী ও লালন গবেষকদের আগমন ঘটে। তাদের সকলের পক্ষ হতে বাউল স¤্রাট ফকির লালন শাহ এর গানের মূল পান্ডুলিপি কলকাতার শান্তি নিকেতন থেকে কুষ্টিয়ার ছঁউড়িয়াস্থ লালন একাডেমিতে ফেরত আনার দাবি উঠেছে।

তদুপরি সরকার ১৭ অক্টোবর লালন তিরোধান দিবসকে ‘ক’ শ্রেণির দিবস হিসেবে ঘোষণা এবং জাতীয়ভাবে পালনের সিদ্ধান্ত গ্রহণ করায় লালন তিরোধান দিবসের গুরুত্ব আরও বহুগুণে বৃদ্ধি পেয়েছে। লক্ষ লক্ষ লালন ভক্ত, অনুরাগী, অনুসারী ও লালন গবেষকদের দাবির প্রেক্ষিতে লালন গবেষণার কাজে ব্যবহারের জন্য বাউল সম্রাট ফকির লালন শাহ এর গানের মূল পান্ডুলিপি কলকাতার শান্তি নিকেতন থেকে সংগ্রহ করে কুষ্টিয়ার ছেঁউড়িয়াস্থ লালন একাডেমিতে সংরক্ষণ করা প্রয়োজন। এমতাবস্থায়, বাউল স¤্রাট ফকির লালন শাহ এর গানের মূল পান্ডুলিপি কলকাতার শান্তি নিকেতন থেকে কুষ্টিয়ার ছেঁউড়িয়াস্থ লালন একাডেমিতে ফেরত এনে সংরক্ষণের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য অনুরোধ করা হলো।’

জানা গেছে, ফকির লালন সাঁই মুখে মুখে পদ রচনা করতেন। তার সেসব কথা সুরের ভূবনে বাধা পড়লেই রূপ নিতো গানে। তাই লালনের মুখনিঃসৃত বানী লিখে রাখতেন তার শিষ্যরা। লালনের জীবদ্দশায়ই ভোলাই শাহসহ তার কয়েকজন শিষ্য গানগুলো লিপিবদ্ধ করার উদ্যোগ নেন। দুটি খাতায় লিখে রাখা হয় ৫ শতাধিক গান। বাউল পদাবলীর অনুরাগী হয়ে এরই একটি খাতা নিয়ে যান শিলাইদহের জমিদার রবীন্দ্রনাথ ঠাকুর। লালন ভক্ত, অনুসারি ও গবেষকরা দ্রæত মূল খাতাটি ফেরতের দাবি জানিয়েছেন।

সর্বশেষ সংবাদ

ট্রাইব্যুনালে অভিযুক্ত ১৫ কর্মকর্তা সেনা হেফাজতে

দ্রোহ অনলাইন ডেস্ক আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চার্জশিটে নাম থাকা ১৫ সেনা কর্মকর্তাকে ঢাকায় সেনা হেফাজতে নেওয়া হয়েছে। তাদের মধ্যে ১৪ জন বর্তমানে কর্মরত ও একজন...

দৌলতপুর দুই সন্ত্রাসী বাহিনীর হাতে জিম্মি

কুষ্টিয়া প্রতিনিধি কুষ্টিয়ার দৌলতপুরের ফিলিপনগর ইউনিয়নে বর্তমান "গিট্টু সোহাগ ও টুকু" এবং প্রয়াত লালচাঁদ বাহিনীর আতংকে অতিষ্ঠ জনগন ও জমি এবং বাথানের গরু মালিকরা। ফিলিপনগর ইউনিয়নের...

বর্ণ খেলা

বর্ণ ভুল করলেই হতে হবে “গাঁধা”। তাকেই খাটতে হবে। বিপক্ষের লেলোয়ারদের তার বলা বর্ণ দিয়ে তৈরী শব্দ বলতে বলতে যেতে হবে অন্য কোটে। সেখান...

ঝিনাইদহ জেলা বিএনপির সভাপতির সংবাদ সম্মেলন

ঝিনাইদহ প্রতিনিধি ঝিনাইদহ জেলা বিএনপির সভাপতি এম এ মজিদের বিরুদ্ধে একটি পত্রিকায় মিথ্যা সংবাদ প্রকাশের প্রতিবাদে সংবাদ সম্মেলন করে বিএনপি। শনিবার সকালে জেলা বিএনপির কার্যালয়ে এ...

কুমারখালীতে পাঁচ হাজার মিটার কারেন্ট জাল জব্দ

কুষ্টিয়া প্রতিনিধি কুষ্টিয়ার কুমারখালীতে মা ইলিশ রক্ষায় পদ্মা নদীতে অভিযানে আটক পাঁচ হাজার মিটার নিষিদ্ধ কারেন্ট জাল পুড়িয়ে দিয়েছে মৎস্য বিভাগ। শনিবার (১১ অক্টোবর) দুপুর সাড়ে...