রবিবার, ১২ অক্টোবর, ২০২৫
Home Blog Page 8

নবাগত জেলা প্রশাসকের সাথে গণমাধ্যম কর্মীদের মতবিনিময়

0

মাদক ও মব ভায়োলেন্সের বিষয়ে জিরো টলারেন্স ঘোষণা

কুষ্টিয়া প্রতিনিধি

মাদক ও মব ভায়োলেন্সের বিরুদ্ধে জিরো টলারেন্সের ঘোষণা দিয়েছেন কুষ্টিয়ার নবনিযুক্ত জেলা প্রশাসক আবু হাসনাত মোহাম্মদ আরেফিন। তিনি বলেন, প্রশাসন মাদক ও মব ভায়োলেন্সের বিষয়ে জিরো টলারেন্স নীতিতে চলবে। কে কোন দলের তা দেখার বিষয় নেই। আমার ফোন ২৪ ঘণ্টা খোলা। এসবের বিরুদ্ধে তথ্য দিলে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হবে।

রবিবার (৭ সেপ্টেম্বর) বিকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলার গণমাধ্যম কর্মীদের সঙ্গে এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

বিগত এক সপ্তাহ কুষ্টিয়া শহর ঘুরে নানা অসঙ্গতি দেখেছেন বলে জানান নবাগত জেলা প্রশাসক। ডিসি বলেন, ফুটপাত গুলো দোকানদারদের দখলে চলে গেছে। এগুলো মুক্ত করতে দ্রæত উদ্যোগ নেওয়া হবে। ফুটপাত পথচারীদের সম্পত্তি। তা দোকানদারদের দখলে থাকতে পারে না।

গণমাধ্যম কর্মীদের দেশপ্রেমিক আখ্যায়িত করে দেশ ও জনগণের স্বার্থে একজোট হয়ে কাজ করার প্রত্যয় ঘোষণা করার পাশাপাশি দেশে যেন আর কখনোই ফ্যাসিবাদের উত্থান না ঘটে সেদিকে সজাগ দৃষ্টি রাখার আহ্বান জানান তিনি।

যানজট দূর করতে জেলার প্রাণকেন্দ্র মজমপুর গেট থেকে আন্তঃনগর বাস কাউন্টার শহরের বাইরে নির্ধারিত টার্মিনালে নেওয়ার দাবি উত্থাপন করেন কুষ্টিয়া প্রেস ক্লাবের সেক্রেটারি আবু মনি জুবায়েদ রিপন। এ বিষয়ে জেলা প্রশাসক বলেন, ব্যাপারটা অসম্ভব নয়, তবে কঠিন। আমি সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলব।
এ ছাড়া আগামী ১৭ অক্টোবর লালন তিরোধান দিবস জাতীয়ভাবে উদযাপনসহ বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয় সম্পর্কে আলোচনা করেন তিনি।

সভায় অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মিজানুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো: আব্দুল ওয়াদুদ, কুষ্টিয়া প্রেসক্লাবের সভাপতি আল-মামুন সাগর, সাধারণ সম্পাদক আবু মনি জুবায়েদ রিপন, সিনিয়র সহ-সভাপতি লুৎফর রহমান কুমার, দৈনিক সংবাদের কুষ্টিয়া প্রতিনিধি মিজানুর রহমান লাকি প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক তৌহিদী হাসান, ডিবিসি ও সমকাল প্রতিনিধি সাজ্জাদ রানা, দৈনিক খবরওয়ালা পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক মুন্সী শাহিন আহমেদ জুয়েল প্রমুখ বক্তব্য রাখেন।

সাংবাদিকরা দুর্নীতি ও অনিয়মের বিভিন্ন দিক তুলে ধরে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আহ্বান জানালে জেলা প্রশাসক বলেন, “আমি সংবাদকর্মীদের কথা শুনেছি। সমস্যাগুলোর সমাধানে আন্তরিকতার সঙ্গে কাজ করব।”

এনসিপির জেলা সমন্বয় কমিটি অনুমোদন

0

কুষ্টিয়া প্রতিনিধি

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) কুষ্টিয়া জেলা সমন্বয় কমিটি অনুমোদন হয়েছে। শুক্রবার (৫ সেপ্টেম্বর) রাতে দলটির ভেরিফাইড ফেসবুক পেজ থেকে কেন্দ্রীয় আহবায়ক কমিটির সদস্য সচিব আখতার হোসেন ও দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। অনুমোদিত ৪৩ সদস্যের সমন্বয় কমিটি আগামী তিন মাস অথবা আহ্বায়ক কমিটি গঠনের আগ পর্যন্ত বলবৎ থাকবে।

কমিটির প্রধান সমন্বয়কারী করা হয়েছে জান্নাতুল ফেরদৌস টনিকে এবং সিনিয়র যুগ্ম সমন্বয়কারী নাসরিন পারভীন।

এছাড়া কমিটির যুগ্ম সমন্বয়কারী নয়জনকে রাখা হয়েছে। তারা হলেন- ইবাদত আলী, সাজেদুর রহমান বিপুল, খন্দকার মফিজুর রহমান, শাহিনুজ্জামান, সামসুল আরেফিন ষ্ট্যালিন, গোলাম আজম, তাহের, অ্যাডভোকেট রুপালি খাতুন ও আসলাম হোসেন মামুন।

সদস্যরা হলেন- মো. নাজমুল হুসাইন মিরাজ, শরিফুল ইসলাম সবুজ, মোছা: শোভা খাতুন, ইব্রাহিম, সাধন চন্দ্র দাস, নাহিদ রহমান, আব্দুল মান্নান, আশরাফুল ইসলাম, নওজেশ আহমেদ, শরিফুল ইসলাম, সাহীনুল হক, ইঞ্জিল মন্ডল, তারেক হোসেন, মিজানুর রহমান, রোকনুজ্জামান, সাজ্জাদ হোসেন, তাহারুল ইসলাম কালু, আব্দুল বাতেন, আশরাফুল ইসলাম, সার্জেন্ট খন্দকার ফারুক, তানভির কবির, সাব্বিরুল হক, মুনিব আলী, শিশির আহমেদ, ফুলবাস আলী, নাজমুল ইসলাম, মোহাম্মদ আসাদুল্লাহ, নুরুল ইসলাম, আরাফাত হোসেন, ড. সাব্বির পারভেজ, আসিক হোসেন।

কমিটির প্রধান সমন্বয়কারী জান্নাতুল ফেরদৌস টনি বলেন, দলীয় সিদ্ধান্ত মেনে আমরা ঐক্যবদ্ধভাবে কাজ করবো। যেহেতু সমন্বয় কমিটির পদসংখ্যা সীমিত সেহেতু যাদের মনকষ্ট আছে তাদের সাথে সমন্বয় করেই আমরা এগিয়ে যাবো।

লালনের আখড়াবাড়িতে নিরাপত্তা ব্যবস্থা জোরদার

0

কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়ার কুমারখালীর ছেঁউড়িয়ায় বাউল সম্রাট ফকির লালন শাহের আখড়াবাড়িতে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।

শনিবার বেলা ১১টার পর লালন আখড়াবাড়িতে প্রবেশের প্রধান গেটে পুলিশ মোতায়েন করা হয়েছে।

পুলিশ জানায়, গতকাল রাজবাড়ীতে মাজারে হামলাসহ কিছু ইস্যু মাথায় রেখে জেলায় বাড়তি নিরাপত্তা জোরদার করা হয়েছে। এরই অংশ হিসেবে লালন আখড়াবাড়িতে পুলিশ মোতায়েন রয়েছে।

ফকির লালন শাহের আখড়াবাড়ির গেট পার হয়ে ভেতরে ডানপাশে গোলঘরের সামনে কথা হয় পুলিশের সহকারী উপপরিদর্শক (এএসআই) আলম হোসেনের সাথে। লালন আখড়াবাড়িতে পুলিশ মোতায়নের বিশেষ কোন কারণ আছে কিনা জানতে চাইলে তিনি বলেন, গতকাল রাজবাড়ীতে মাজার কেন্দ্রিক একটি ঘটনা ঘটেছে। সম্ভবত সেই জায়গা থেকে বাড়তি সতকর্তার কারণে আমাদের পুলিশ লাইন থেকে পাঠানো হয়েছে। এখন থেকে পালা করে রাত-দিন ২৪ ঘন্টা পুলিশ মাজারেরা নিরাপত্তার দায়িত্বে থাকবে।

এ বিষয়ে কুষ্টিয়া জেলা পুলিশ সুপার মো: মিজানুর রহমান জানান, কিছু কিছু ইস্যু নিয়ে লালন মাজারে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।

বিতরণের গাছের চারা লুটে নিলো কৃষকদল নেতার কর্মীরা

0
গাছ লুট ঠেকাতে চেষ্টা করছেন রাজু নামের এক কর্মী

স্টাফ রিপোর্টার

বিএনপির মনোনয়ন প্রত্যাশি ও কৃষকদল নেতার বৃক্ষরোপনর ৫ হাজার আম গাছের চারা লুটকরে নিয়েছে তারই উচ্ছিঙ্খল কর্মীরা।

শনিবার বিকালে কুষ্টিয়ার খোকসা উপজেলা পরিষদের সামনে গাছের চারা লুটের ঘটনা ঘটে। গাছ লুটের এ ঘটনা ক্যামারায় ধারণ করায় বিএনপির এমপি মনোনয়ন প্রত্যাশি ও কেন্দ্রিয় কৃষক দলের সদস্য মঈন উদ্দিন খান সাংবাদিকের ক্যামেরা কেড়ে নেওয়ার চেষ্টা করে।

এ দিন বিকালে কুষ্টিয়া – ৪ খোকসা-কুমারখালী আসন থেকে বিএনপির সংসদ সদস্য মনোনয়ন প্রত্যাশি কেদ্রীয় কৃষক দলের সদস্য মঈন উদ্দিন খান উপজেলা সদরের বাসষ্ট্যান্ডে লি-প্লেট বিতরণ করেন। এ সময়ে কয়েকশ কর্মী সাথে নিয়ে উপজেলা পরিষদের ভিতরে প্রবেশ করেন। উপজেলা পরিষদে গেটে গাছের চারার জন্য টানা কয়েক ঘন্টা অপেক্ষায় থাকা কর্মীরা অতিষ্ঠ হয়ে ওঠেন। এক পর্যায়ে তারা উপজেলা পরিষদের গেটে রাখা আম গাছের চারা নিয়ে যে-যারমত রওনা হয়। এসময় কৃষতদল নেতার একদল কর্মী প্রথমে গাছ লুট ঠেকাতে চেষ্টা করেন। কিন্তু তারা ব্যর্থ হয়।

কৃষকদলের নেতা ও এমপি মনোনয়ন প্রত্যাশি মঈন উদ্দিন কয়েকজন কর্মীসহ গাছ লুটের ঘটনা ভিডিও ধারণ করা সাংবাদিকের ক্যামেরা কেড়ে নেওয়ার চেষ্টা চালায় বলে ওই সাংবাদিক দাবি করেন।

গাছ লুটের ঘটনার পর মঈন উদ্দিন খান বলেন, এখানে কোন বিশৃঙ্খল ঘটনা ঘটেনি। সাংবাদিকের ক্যামেরা থেকে ভিডিও ডিলিট ও ক্যামেরা কেড়ে নেওয়ার চেষ্টার বিষয়ে প্রশ্ন করা হলে তিনি জবাব না দিয়ে দ্রæত ঘটনা স্থল ত্যাগ করেন।

কবর থেকে ‘নুরাল পাগলা’র লাশ তুলে পুড়িয়ে দিয়েছে তৌহিদি জনতা

0

রাজবাড়ী প্রতিনিধি

নিজেকে ‘ইমাম মাহাদি’ দাবি করা নুরুল হক ওরফে ‘নুরাল পাগলার’ মরদেহ কবর থেকে তুলে এনে পুড়িয়ে দেওয়া হয়েছে। তৌহিদি জনতা ব্যানারে সেখানকার দরবার শরিফ ও বাড়িতে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ করেন বিক্ষুব্ধরা। হামলায় দরবারের ভক্ত, স্থানীয় প্রশাসন ও পুলিশসহ কম পক্ষে ৫০ জন আহত হয়েছেন।

রাজবাড়ী জেলার গোয়ালন্দে শুক্রবার দুপুরে জুমার নামাজের পর গোয়ালন্দ পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের জুড়ান মোল্লাপাড়ায় এলাকায় এ ঘটনা ঘটে। হামলা কারীরা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও পুলিশের তিনটি গাড়ি ভাংচুর করে।

গোয়ালন্দ উপজেলা নির্বাহী কর্মকর্তা নাহিদুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

শুক্রবার জুমার নামাজের পর ইমান আকিদা রক্ষা কমিটির ব্যানারে পূর্ব ঘোষণা অনুযায়ী মুক্তিযোদ্ধা শহীদ ফকির মহিউদ্দিন আনসার ক্লাবে বিক্ষোভ কর্মসূচির ডাক দেওয়া হয়।

বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন গোয়ালন্দ উপজেলা ইমাম কমিটির সভাপতি মাওলান জালাল উদ্দিন, গোয়ালন্দ উপজেলা বিএনপির সহ-সভাপতি আইয়ুব আলী খান, পৌর বিএনপির সাধারণ সম্পাদক আবুল কাশেম মন্ডলসহ বিভিন্ন ইসলামী দলের নেতৃবৃন্দ।

পরে বিক্ষুব্ধ জনতা দরবারের দিকে যেতে চাইলে প্রশাসন তাদের বাধা দেবার চেষ্টা করে। এ সময় গোয়ালন্দ উপজেলা নির্বাহী অফিসারের সরকারি গাড়ি, অতিরিক্ত পুলিশ সুপার ও গোয়ালন্দ ঘাট থানার ওসির গাড়ি ভাঙচুর করেন। আহত হন ৫ পুলিশ সদস্য ও স্থানীয় প্রশাসনের ২ জন কর্মকর্তা।

এক পর্যাযে বিক্ষুব্ধ জনতা ‘নুরাল পাগলা’র বাড়ি ও দরবারের গেট ভেঙে ভেতরে প্রবেশ করে ভবন ও দরবার শরীফ ভাঙচুর ও অগ্নিসংযোগ করে। এক পর্যায়ে ‘নুরাল পাগলা’র লাশ কবর থেকে তুলে পাশে পদ্মার মোড় এলাকায় আগুন দিয়ে পুড়িয়ে দেয় বিক্ষুব্ধরা।

পরে সেনাবাহিনী ও র‌্যাব এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। সন্ধ্যায় এ রিপোট লেখা পর্যন্ত পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে রয়েছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস থেমে থেমে কাজ করছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, গোয়ালন্দ পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডে নিজ বাড়িতে দরবার শরীফ গড়ে তোলেন নুরুল হক। গত ২৩ আগস্ট বার্ধক্যজনিত অসুস্থতায় মারা যান নুরুল হক। ওই দিন রাতে মাটি থেকে কয়েক ফুট উঁচুতে বিশেষ কায়দায় দরবারে তার লাশ দাফন করা হয়। এরপর বিষয়টি নিয়ে ক্ষোভ প্রকাশ করে কবর সমতল করাসহ কয়েকটি দাবি জানায় স্থানীয় আলেম সমাজ।

এ ঘটনায় গত মঙ্গলবার (২ সেপ্টেম্বর) সংবাদ সম্মেলন করে নুরুল হকের দরবারে অনৈতিক কার্যকলাপের অভিযোগ করে উপজেলা ইমান-আকিদা রক্ষা কমিটি। তারা বৃহস্পতিবারের মধ্যে কবর সমতলসহ বিভিন্ন দাবি জানায়। অন্যথায় শুক্রবার জুমার নামাজের পর গোয়ালন্দ আনসার ক্লাব মাঠে বিক্ষোভ সমাবেশ ও পরে ‘মার্চ ফর গোয়ালন্দ’ কর্মসূচি পালন করার ঘোষণা দেয়।

এই কর্মসূচি ঘিরে জেলা প্রশাসন ও জেলা পুলিশ আলেম-ওলামা ও দরবার কর্তৃপক্ষের সঙ্গে একাধিক সভা করে। শুক্রবার সকালে রাজবাড়ী জেলা জামায়াতের আমির অ্যাড. নুরুল ইসলাম ও প্রশাসনের কর্মকর্তারা দরবার শরীফ পরিদর্শন করেন। এসময় তারা দরবার কর্তৃপক্ষ শর্ত পূরণ করেছে বলে জানান।

এদিকে শুক্রবার বেলা সাড়ে ১১টার দিকে গোয়ালন্দ প্রেসক্লাবে দরবারের ভক্তরা সংবাদ সম্মেলন করে জানান, আলেম-ওলামাদের দাবির প্রেক্ষিতে গোয়ালন্দ দরবার শরীফের পীর নুরাল হক ওরফে ‘নুরাল পাগলা’র কবর উঁচু থেকে নিচু করা হয়েছে।

সংবাদ সম্মেলনে দরবারের ভক্ত মেহেদি আল আমিন বলেন, আলেম ওলামাদের দাবির প্রতি সম্মান জানিয়ে প্রশাসনের সহযোগিতায় ‘নুরাল পাগলা’র কবর উঁচু থেকে নিচু, কবরের দেয়ালের রঙ পরিবর্তন ও ইমাম মেহেদি দরবার শরীফ লেখা সাইনবোর্ড অপসারণ করা হয়েছে। এছাড়া এখানে মুসলমান ও সনাতন ধর্মাবলম্বী ছাড়া এখানে খ্রিষ্টান ধর্মের কেউ আসে না।

কুমারখালী উপজেলা বিএনপির সভাপতি আনছার সম্পাদক লুৎফর

0

কুষ্টিয়া প্রতিনিধি

টানা ৯ বছর পর কুষ্টিয়ার কুমারখালী উপজেলা বিএনপির দ্বি বার্ষিক সম্মেলন শেষে কমিটি গঠন করা হয়েছে। প্রথমবারের মতো ভোটের মাধ্যমে গঠিত এ কমিটিতে সভাপতি নির্বাচিত হয়েছেন নুরুল ইসলাম আনছার প্রামাণিক এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হন লুৎফর রহমান। এছাড়াও নতুন কমিটিতে সাংগঠনিক সম্পাদক হয়েছেন রাসেল উদ্দিন বাবু।

শুক্রবার (৫ সেপ্টেম্বর) সন্ধ্যায় এ তথ্য জানিয়েছেন জেলা বিএনপির প্রধান নির্বাচন কমিশন আইনজীবী আলহাজ্ব আব্দুল মজিদ। তিনি বলেন, সম্পূর্ণ গণতান্ত্রিক পদ্ধতিতে শান্তিপূর্ণভাবে কুমারখালী এম এন পাইলট মাধ্যমিক বিদ্যালয়ে উপজেলা বিএনপির দ্বি বার্ষিক সম্মেলন ভোটের মাধ্যমে অনু্িষ্ঠত হয়েছে। দুপুর ১২টায় ভোট গ্রহণ শুরু হয়ে বিরতিহীন ভাবে চলে বিকেল সাড়ে ৩টা পর্যন্ত। মোট ৭৮১ ভোটারের মধ্যে অনুপস্থিতি ভোটারের সংখ্যা ৬। ভোটে গরুর গাড়ী মার্কায় প্রতীকে ৫৪৬ ভোটে সভাপতি নির্বাচিত হয়েছেন নুরুল ইসলাম আনছার প্রামানিক। তার নিকটতম প্রতিদ্ব›দ্বী মো. হাফিজুর রহমান ছাতা মার্কায় ভোট পেয়েছেন ২২৭টি।

তিনি আরও বলেন, মই মার্কা প্রতীকে ৪২৩ ভোট পেয়ে সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন মো. লুৎফর রহমান। তার নিকটতম প্রতিদ্ব›দ্বী এস এম শাতিল মাহামুদ মটর সাইকেল প্রতীকে ২৭০ ভোট এবং আনারস মার্কা প্রতীকে ৭৫ ভোট পেয়েছেন খোন্দকার মোস্তাফিজুর রহমান তুহিন। এছাড়াও হরিণ প্রতীকে ৫৯৫ ভোট পেয়ে ১ নম্বর সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হয়েছেন রাসেল উদ্দিন বাবু ও ২ নম্বর সাংগঠনিক সম্পাদক হয়েছেন জাহাঙ্গীর আলম (জিলাল)। তাদের নিকটতম প্রতিদ্ব›দ্বী শাহিদুর রহমান মোরগ প্রতীকে ১০৮ ভোট এবং নজরুল ইসলাম টিউবওয়েল প্রতীকে ৮৭ ভোট পেয়েছেন।

এর আগে, সকাল ১১ টায় কুমারখালী এম এন পাইলট মাধ্যমিক বিদ্যালয় মাঠে জাতীয় সংগীতের সাথে দলীয় ও জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে দ্বি বার্ষিক সম্মেলনের উদ্বোধন করেন জেলা বিএনপির আহবায়ক কুতুব উদ্দিন আহমেদ। এ সময় জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য সচিব প্রকৗশলী জাকির হোসেন সরকার উপস্থিত ছিলেন।

এ বিষয়ে জেলা বিএনপির আহবায়ক কুতুব উদ্দিন আহমেদ বলেন, নানা জল্পনা কল্পনা শেষে সম্পূর্ণ গণতান্ত্রিক পদ্ধতিতে দীর্ঘ ৯ বছর পর ভোটের মাধ্যমে নেতা নির্বাচিত করেছেন ভোটাররা। নতুন কমিটি সকল বিভেদ ভুলে ত্যাগী নেতাকর্মীদের সঙ্গে নিয়ে দলকে এগিয়ে নিয়ে যাবেন বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকীর কেক কাটলেন অপু বিশ্বস

0

স্টাফ রিপোর্টার

কুষ্টিয়ার খোকসায় বিএনপির ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকীর আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের কেক কাটায় অংশ নিয়ে ছিলেন আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশি অভিনেত্রী অপু বিশ্বাস। ফ্যাসিষ্ট সরকারের সংসদে নারী আসনে সদস্য হতে তদবির করা এ অভিনেত্রী এবার বিএনপির জন্মদিনের কেক কাটার অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন। তার এই ভিডিওটি ভাইরাল হয়েছে। এ নিয়ে অনেকেই বিরুপ মন্তব্য করেছেন। রাজনৈতিক অঙ্গন থেকে চায়ের কাপে সমালোচনার ঝড় বইছে।

বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) খোকসা জানিপুর সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে বিএনপির সাবেক সংসদ সদস্য সৈয়দ মেহেদী আহম্মেদ রুমীর অনুসারি রিপন হোসেনের আয়োজনে দলটির ৪৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে শো-ডাউন ও সাংস্কৃতিক অনুষ্ঠান করা হয়। উপজেলা ও পৌর বিএনপির ব্যানারে আয়োজিত অনুষ্ঠানে আওয়ামী লীগের নারী সংসদ সদস্যের জন্য মনোনয়ন প্রত্যাশি অভিনেত্রী অপু বিশ্বাস যোগদেন। অতিথি হিসেবে বক্তব্যে রাখার সময় বিএনপির গুনকীর্তন করেন তিনি। এরপর মঞ্চে কেকে কাটায় অংশ নেন। অল্প সময়ের মধ্যে ভক্ত ও আয়োজকদের চোখ ফাঁকি দিয়ে মঞ্চ ছাড়েন তিনি। এ আয়োজনের দায়-ভার নেননি উপজেলা বিএনপির সভাপতি। তিনি বলেন, আয়োজক (রিপন হোসেন) নিজে বিএনপি’র সদস্যও না।

ভাইরাল ভিডিওতে দেখা যাচ্ছে, বিএনপি ব্যানারে আয়োজিত অনুষ্ঠানের মঞ্চে কেক কাটার প্রস্তুতি চলছে। এ সময় তিনি (আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশি অভিনেত্রী অপু বিশ্বাস) সেচ্ছায় কেক কাটায় ব্যস্ত ছাত্রদলের সাবেক নেতা পাশে দাড়িয়ে ক্যামেরায় পোজ দিচ্ছেন। কেক কাটা হয়ে গেলে একজন সাবেক ছাত্র নেতা অপু’র মুখে কেক তুলে দিচ্ছেন।

নাম প্রকাশে একাধিক অভিভাবক অভিযোগ করে বলেন , প্রায় এক যুগেরও বেশী সময় ধরে স্কুলটির দুটি মাঠ রাজনৈতিক নেতারা করায়ত্ব করে রেখেছেন। যে কেউ, যে কোন ভাবে মাঠ ও স্কুলের আঙ্গিনা ব্যবহার করছে। এর ফলে শ্রেনি পাঠদান ও শিশুদের মনের উপর প্রভাব ফেলে। তারা এর প্রতিকারের দাবি ও করেন।

উপজেলা বিএনপির আহবায়ক কমিটির সাবেক যুগ্ন আহবায়ক মোস্তাফিজুর রহমান মোস্তাক বলেন, অপু বিশ্বাস শুধু অভিনেত্রী নয়। তার দলীয় পরিচয় রয়েছে। সে ফ্যাসিষ্ট সরকারের অবৈধ সংসদে নারী সদস্য পদের জন্য লড়েছে। তার দেওয়া ‘জয় বাংলা’ ¯েøাগানের ভিডিও ভাইরাল হয়েছে। তাকে বিএনপির অনুষ্ঠানে এনে বিএনপিকে পচানো হয়নি। পচানো হয়েছে ২৪ এ শহীদদের।

এ ব্যাপারে আয়োজক রিপন হোসেনে বলেন, তার অভিজ্ঞতা কম। ভুলক্রুটি হলে দুঃখ প্রকাশ ছাড়া আর কিছু করার নেই।

উপজেলা বিএনপির সভাপতি আলাউদ্দিন খান জানান, বিএনপির প্রতিষ্ঠা বাষিকী উপলক্ষে যে রিপন সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেছে সে নিজে বিএনপির কেউ না। অনুষ্ঠান আয়োজনের কোন একতিয়ার তার নেই।

বিদ্যালয়ে পরীক্ষা ও ক্লাস চালু রেখেই বিএনপি কর্মীদের ভূড়ি ভোজ

0

বিরিয়ানির গন্ধে কি আর শিশুদের আটকে রাখা যায়

স্টাফ রিপোর্টার

বিদ্যালয়ের পরীক্ষা ও ক্লাস চালু রেখেই ক্যাম্পাসের ভিতরের প্যান্ডেল করে বিএনপির কর্মীদের ভূড়ি ভোজের আয়োজন করা হয়। আওয়ামী লীগের নেত্রী ও অভিনেত্রী অপু বিশ্বাস বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকীর কেক খেলেন।

বৃহস্পতিবার (৪ সেপ্টেম্ব) কুষ্টিয়ার খোকসা জানিপুর সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে বিএনপির সাবেক সংসদ সদস্য সৈয়দ মেহেদী আহম্মেদ রুমীর অনুসারি রিপন হোসেনের আয়োজনে দলটির ৪৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে শো-ডাউন ও সাংস্কৃতিক অনুষ্ঠান করা হয়। এ উপলক্ষে কর্মীদের আপ্যায়ণের জন্য আগের দিন বুধবার রাতে বিদ্যালয়ের ভিতরে দু’টি গরুজবাই করা হয়। প্রায় ৫০টি সসপ্যানে ৭ মন মাংশ ও ৮ম চাউলের বিরিয়ানি রান্না করা শুরু হয়। বৃহম্পতিবার দুপুর পর্যন্ত রান্না ও ভূড়িভোজ চলে। উপজেলা ও পৌর বিএনপির ব্যানারে আয়োজনটি করা হয়। কিন্তু উপজেলা বিএনপির সভাপতি এ আয়োজনের দায়-ভার নেননি। এ ছাড়া তিনি বলেন আয়োজক নিজেই বিএনপির সদস্য নয়। বিরিয়ানির মনোমুগ্ধ সুবাসে সারা দিনই শিশু শিক্ষার্থীরা বাবার ছুটে গেছে রান্নার কাছে।

বেলা সাড়ে ১১ টার দিকে বিদ্যালয়ের দোতলার অফিস ছিলো সুনসান নিরব। শিক্ষকদের বসার কক্ষ থেকে বেড়িয়ে এলেন আনিসুর রহমান নামের এক শিক্ষক। পুরাতন ভবনের একতলার ছাদে দাঁড়িয়ে ছবি তোলার সময় তার গল্পে বিরিয়ানির গন্ধ ভেসে আসছিলো নাকে। তিনি গল্পের ছলে স্বীকার করে বলেই বসলেন “বিরিয়ানির গন্ধে ছাত্রদের কী আর আটকে রাখা যায়। ওরা বার বার ছুটে আসে বাবুচির কাছে।” অনেক চেষ্টা করে ওদের (ছাত্র-ছাত্রী) কয়েক দফায় ক্লাসে নেওয়ার চেষ্টা করা হয়েছে।

স্কুলের একাধিক শিক্ষক অভিযোগ করে বলেন, স্কুলের চারতলা ভবনের সব গুলো কক্ষে দশম শ্রেণির শতাধিক শিক্ষার্থীর প্রথম সাময়িকী পরীক্ষা নেওয়া হচ্ছিলো। বিএনপি কর্মীদের ভুড়ি ভোজের সব রান্না করার স্থানের পাশের ছিলো শিশুদের শ্রেণি কক্ষ। সেখানে ক্লাস নেওয়া ও শিশুদের ধরে রাখা বড়ই কষ্ট কর ছিলো।

নাম প্রকাশে একাধিক অভিভাবক অভিযোগ করে বলেন , প্রায় এক যুগেরও বেশী সময় ধরে স্কুলটির দুটি মাঠ রাজনৈতিক নেতারা করায়ত্ব করে রেখেছেন। যে কেউ, যে কোন ভাবে মাঠ ও স্কুলের আঙ্গিনা ব্যবহার করছে। এর ফলে শ্রেনি পাঠদান ও শিশুদের মনের উপর প্রভাব ফেলে। তারা এর প্রতিকারের দাবি ও করেন।

উপজেলা বিএনপির সভাপতি আলাউদ্দিন খান জানান, বিএনপির প্রতিষ্ঠা বাষিকী উপলক্ষে যে রিপন সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেছে সে নিজে বিএনপির কেউ না। অনুষ্ঠান আয়োজনের কোন একতিয়ার তার নেই।

এ ব্যাপারে আয়োজক রিপন হোসেনে বলেন, তার অভিজ্ঞতা কম। স্কুলের শিক্ষার পরিবেশ ব্যহত হওয়ার জন্য তার দুঃখ প্রকাশ ছাড়া আর কিছু করার নেই।

খোকসা জানিপুর সরকারী মাধ্যমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষাক শহিদুল ইসলামের সাথে কথা বলার জন্য তদার ফোনে কল করা হয় তিনি ফোন রিসিভ করেনি। তাকে ম্যাসেজ পাঠানো হয় তাও সারা পাওয়া যায়নি।

খোকসা জানিপুর সরকারী মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রদীপ্ত রায় দীপন প্রথমে ফোন ধরেনি। তবে পরে কলব্যাক করে জানান, আয়োজকরা তাকে ভুল বুৃঝিয়ে অনুমতি নিয়েছে। ভূড়ি ভোজের বিষয়ে প্রধান শিক্ষক তাকে জানান নি।

ঝিনাইদহে জাতীয় বিশ্ববিদ্যালয়ের আঞ্চলিক কেন্দ্র উদ্বোধন

0

ঝিনাইদহ প্রতিনিধি

ঝিনাইদহে জাতীয় বিশ্ববিদ্যালয়ের আঞ্চলিক কার্যালয় উদ্বোধন করা হয়েছে।

শনিবার সকালে ঝিনাইদহ-চুয়াডাঙ্গা সড়কের পাশে টেলিভিশন সেন্টার পাড়ায় এ কার্যালয় উদ্বোধন করেন অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান।

পরে শহরের সরকারি কেশব চন্দ্র (কেসি) মহাবিদ্যালয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ এস এম আমানুল্লাহর এতে সভাপতিত্ব করেন।

অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান প্রধান অতিথির বক্তৃতায় বলেন, খুলনা বিভাগীয় জেলাগুলোর প্রাণকেন্দ্রে ঝিনাইদহ জেলার অবস্থান। তাই ঝিনাইদহে জাতীয় বিশ্ববিদ্যালয়ের আঞ্চলিক কার্যালয় প্রতিষ্ঠা হওয়ার ফলে চুয়াডাঙ্গা, মেহেরপুর, মাগুরা ও কুষ্টিয়ার শিক্ষক-কর্মকর্তাদের ভোগান্তি কমবে। এ অঞ্চলে জাতীয় বিশ্ববিদ্যালয়ের কার্যক্রমে নতুন গতি আসবে।

আরও পড়ুন – নিরাপদ সড়কের দাবিতে মানববন্ধন ও লিফলেট বিতরণ

জাতীয় বিশ্ববিদ্যালয়ের আঞ্চলিক কেন্দ্র সমন্বয় দপ্তরের পরিচালক (ভারপ্রাপ্ত) নাজিম উদ্দিন আহমেদের সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, ঝিনাইদহ সরকারি কেসি কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. আবু বকর সিদ্দিকী, জেলা প্রশাসক মোহাম্মদ আবদুল আওয়াল, জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট এম এ মজিদ, জেলা জামায়াতের আমির অধ্যাপক আলী আজম মোহাম্মদ আবু বকর এবং গণ অধিকার পরিষদের জেলা সভাপতি সাখাওয়াত হোসেন।

আরও পড়ুন – বিএনপি-জামায়াত-এনসিপির সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক রবিবার

নিরাপদ সড়কের দাবিতে মানববন্ধন ও লিফলেট বিতরণ

0

কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়ায় নিরাপদ সড়কর দাবিতে মানববন্ধন পথসভা ও লিফলেট বিতরণ করেছে নিরাপদ সড়ক চাই (নিসচা) জেলা শাখা।

শনিবার সকাল ১১টায় শহরের মজমপুর গেটে ট্রাফিক অফিসের সামনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নিসচা কুষ্টিয়া জেলা শাখার সভাপতি নুরুন্নবী বাবু এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক শাহারিয়া ইমন রুবেল। প্রধান অতিথি ছিলেন সংগঠনের উপদেষ্টা ও বিজ্ঞ স্পেশাল পিপি অ্যাডভোকেট শামিম উল হাসান অপু। বিশেষ অতিথি ছিলেন উপদেষ্টা আবু বকর সিদ্দিক, সিনিয়র সাংবাদিক লাকি মিজান, আব্দুর রাজ্জাক বাচ্চু ও সংগঠনটির প্রতিষ্ঠাতা সভাপতি কে এম জাহিদ।

আরও পড়ুন –বিএনপি-জামায়াত-এনসিপির সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক রবিবার

এছাড়াও জেলা শাখার সিনিয়র সহসভাপতি জাহাঙ্গীর হাফিজ লালু, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক এস এম আতাউল গনি উসমান, কুষ্টিয়া জেলা কৃষকদলের সাবেক ভারপ্রাপ্ত আহ্বায়ক আমজাদ হোসেন বিদ্যুৎ, সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সাইদুল ইসলাম টিপু, নিসচা কুষ্টিয়া জেলা শাখার মীর আব্দুর রাজ্জাক, অর্থ সম্পাদক অঞ্জন কৃষ্ণশীল শুভ, সাংগঠনিক সম্পাদক আবু মনি সাকলাইন এলিন প্রমুখ উপস্থিত ছিলেন।

আরও পড়ুন – দেশে ভালো মানুষ নাই: বঙ্গবীর কাদের সিদ্দিকী

সর্বশেষ সংবাদ

আধুনিক পদ্ধতিতে পেঁয়াজ সংরক্ষণে উদ্বুদ্ধকরণ সভা অনুষ্ঠিত

কুষ্টিয়া প্রতিনিধি সংরক্ষণের অভাবে প্রতিবছর উৎপাদিত পেঁয়াজের প্রায় ২৫ থেকে ৩০ ভাগ পঁচে যায় বা নষ্ট হচ্ছে। এতে কৃষকের পাশাপাশি ক্ষতিগ্রস্থ হচ্ছে দেশের অর্থনীতি। তবে...

ট্রাইব্যুনালে অভিযুক্ত ১৫ কর্মকর্তা সেনা হেফাজতে

দ্রোহ অনলাইন ডেস্ক আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চার্জশিটে নাম থাকা ১৫ সেনা কর্মকর্তাকে ঢাকায় সেনা হেফাজতে নেওয়া হয়েছে। তাদের মধ্যে ১৪ জন বর্তমানে কর্মরত ও একজন...

দৌলতপুর দুই সন্ত্রাসী বাহিনীর হাতে জিম্মি

কুষ্টিয়া প্রতিনিধি কুষ্টিয়ার দৌলতপুরের ফিলিপনগর ইউনিয়নে বর্তমান "গিট্টু সোহাগ ও টুকু" এবং প্রয়াত লালচাঁদ বাহিনীর আতংকে অতিষ্ঠ জনগন ও জমি এবং বাথানের গরু মালিকরা। ফিলিপনগর ইউনিয়নের...

বর্ণ খেলা

বর্ণ ভুল করলেই হতে হবে “গাঁধা”। তাকেই খাটতে হবে। বিপক্ষের লেলোয়ারদের তার বলা বর্ণ দিয়ে তৈরী শব্দ বলতে বলতে যেতে হবে অন্য কোটে। সেখান...

ঝিনাইদহ জেলা বিএনপির সভাপতির সংবাদ সম্মেলন

ঝিনাইদহ প্রতিনিধি ঝিনাইদহ জেলা বিএনপির সভাপতি এম এ মজিদের বিরুদ্ধে একটি পত্রিকায় মিথ্যা সংবাদ প্রকাশের প্রতিবাদে সংবাদ সম্মেলন করে বিএনপি। শনিবার সকালে জেলা বিএনপির কার্যালয়ে এ...