মঙ্গলবার, ৬ মে, ২০২৫
Home Blog Page 685

ঘরে বসেই ঈদের আনন্দ করুন – প্রধানমন্ত্রী

0
Shekh-Hasina-Dro-24-p12-compressed
প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

দ্রোহ অনলাইন ডেস্ক

বৈশ্বিক মহামারীর মধ্যে এবারের ঈদ এসেছে। এবার ঈদে সবাইকে ঘরে থেকেই উদযাপন করতে বলেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দেশবাসীর প্রতি আহবান জানান তিনি।

রবিবার সন্ধ্যায় ঈদুল ফিতর উপলক্ষে জাতির উদ্দেশে দেওয়া ভাষণে সবাইকে তিনি ঈদ মোবারক জানান। তিনি বলেন, প্রাণঘাতী করোনা ভাইরাস সারা বিশ্বে মহামারীর আকারে ছড়িয়ে পড়েছে। আমরা সবাই যেন স্বাস্থ্য বিধি অনুসরণ করে এবারের ঈদ পালন করি। দেশের এমন সংকটে সরকারের নেয়া নানা পদক্ষেপও তিনি তুলে ধরেন।

প্রধানমন্ত্রী বলেন, করোনা ভাইরাস প্রতিরোধে সব ধরনের গণ-জমায়েতের উপর বিধিনিষেধ আরোপের কারনে। স্বাভাবিক সময়ের মতো এবার ঈদুল ফিতর উদযাপন করা সম্ভব হবে না। মসজিদে মসজিদে সামাজিক দূরত্ব বজায় রেখে এবং স্বাস্থ্যবিধি মেনে ঈদের নামাজ আদায় করতে আহবান জানান তিনি। সামাজিক দুরত্ব বজায় রেখে ঈদের শুভেচ্ছা বিনিময় এবং টেলিফোন বা ভার্চুয়াল মাধ্যমে আত্মীয় স্বজনের খোঁজখবর নেওয়া যাবে।

প্রধানমন্ত্রী সবাইকে সতর্ক থাকার আহŸান জানিয়ে বলেন, ঈদের আগে স্বাস্থ্যবিধি ও সামাজিক দূরত্ব মেনে কিছু কিছু দোকানপাট খুলে দেয়ার অনুমোদন দিয়েছি। ব্যবসায়ী এবং ক্রেতারা নিজেদের সুরক্ষিত রাখবেন। ভিড় এড়িয়ে চলবেন।

আপনার সুরক্ষা আপনার হাতে। মনে রাখবেন আপনি সুরক্ষিত না থাকলে আপনার পরিবারও সুরক্ষিত থাকবে না, প্রতিবেশী সুরক্ষিত থাকবে না, দেশ সুরক্ষিত থাকবে না।

ঈদে ধনীদের অসহায় দুঃখী মানুষের পাশে দাঁড়ানোর আহŸান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

তিনি বলেন, এই দুঃসময়ে আপনি আপনার দরিদ্র প্রতিবেশী, গ্রামবাসী বা এলাকাবাসীর কথা ভুলে যাবেন না। আপনার যেটুকু সামর্থ্য আছে, তাই নিয়ে তাদের পাশে দাঁড়ান। তাহলেই ঈদের আনন্দে পরিপূর্ণ হয়ে উঠবে আপনার ঘর এবং হৃদয়-মন।

৩১ মে এসএসসি’র ফল প্রকাশ

0
SSC-Dro-24-p-8-compressed
প্রতিকী ছবি।

দ্রোহ অনলাইন ডেস্ক

৩১ মে এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ করা হবে। একাদশ শ্রেণিতে অনলাইনে ভর্তি কার্যক্রম শুরু হবে ফলাফল প্রকাশের এক সপ্তাহের মধ্যে।

আন্তঃশিক্ষা সমন্বয়ক বোর্ড আগামী ৬-৭ জুন থেকে অনলাইন ভর্তি কার্যক্রম শুরু করার প্রস্তাব দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়কে। তবে নতুন শ্রেণীতে কবে নাগাদ ক্লাস শুরু হবে তা নির্ভর করছে বর্তমান করোনা পরিস্থিতির উপর। আগস্টে ক্লাস শুরু করার লক্ষ্যে কাজ চলছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

আন্তঃশিক্ষা সমন্বয়ক বোর্ডের কলেজ পরিদর্শক অধ্যাপক হারুন আর রশিদ বলেন, একাদশ শ্রেণির ভর্তি কার্যক্রম সংক্রান্ত প্রস্তাব আমরা মন্ত্রণালয়ে পাঠিয়েছি এবং ৫০ দিনের মধ্যে অনলাইন ভর্তি কার্যক্রম শেষ করতে হবে বলেও প্রস্তাবে জানানো হয়।

অনলাইন ভর্তি এবং ক্লাস শুরুর সময় সম্পর্কে বোর্ড সূত্র জানান, এ বছর সম্পূর্ণ অনলাইনে ভর্তি কার্যক্রম পরিচালনা করা হবে। সম্ভাব্য সময় হিসেবে প্রথম ধাপের ভর্তি আবেদন গ্রহণ আগামী ৬ থেকে ১৬ জুন পর্যন্ত। ২৩ থেকে ২৭ জুন যাচাই-বাছাই, আপত্তি ও নিষ্পত্তি কার্যক্রম। আবেদন প্রক্রিয়া শেষে ৫ জুলাই প্রথম ধাপের ফল প্রকাশ করা হতে পারে।

দ্বিতীয় ধাপের আবেদন ১৪ জুলাই শুরু হয়ে চলতে পারে ১৭ জুলাই এবং তৃতীয় ধাপের আবেদন ২২ জুলাই শুরু হয়ে শেষ হতে পারে ২৪ জুলাই। ওইদিন রাতে ফল প্রকাশ করা হবে।

দেশব্যাপী সাধারণ ছুটি কারণে এ বছর এসএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল নির্ধারিত সময়ে প্রকাশ করা সম্ভব হয়নি।

ঈদে এবার নতুন জামা নয়

0
joya-Dro-24-p-6-compressed (1)
অভিনয়শিল্পী জয়া আহসান

দ্রোহ অনলাইন ডেস্ক

করোনার এই ভয়াবহ দিনে ঈদ আসছে নতুন এক অভিজ্ঞতা নিয়ে। প্রতিবছরই ঈদ নিয়ে তারকা ও ভক্তদের মধ্যে থাকে বিশেষ উন্মাদনা।

কেমন কাটবে এবারের ঈদ, এ বিষয়ে অভিনয়শিল্পী জয়া আহসান বলেন, এবারের ঈদ নিজেদের মতো করে ঘরে থেকেই উদযাপন করা উচিত । করোনার এই ভয়াল গ্রাস থেকে দেশ ও মানুষের মঙ্গল কামনা করে প্রার্থনা করা, যেন খুব দ্রæত করোনা থেকে পৃথিবী মুক্তি পাই।

তিনি আরো বলেন, এবারের ঈদে নতুন জামা নয়, পুরোনো জামা দিয়েই যেন উদযাপন করি সবাই। নতুন পোশাকের জন্য সবাই অস্থির! ঈদ তো শুধু আনন্দের না, স্যাক্রিফাইসেরও। মাসব্যাপী আমরা যে সংযমী হলাম, তা যেন ঈদের পরেও বহাল থাকে। যদি এ যাত্রায় সংযত হই, নিশ্চয়ই সামনের ঈদ ভালোভাবে করতে পারবো।

রেকর্ড সংখ্যক মৃত্যু, আক্রান্ত একহাজার ৫৩২ জন

0
Coronavirus-Dro-p-9-compressed
প্রতিকী ছবি।

দ্রোহ অনলাইন ডেস্ক

দেশে অনেক আগেই করোনা শনাক্তের নতুন নতুন রেকর্ড তৈরী হতে শুরু করেছে। এবার মৃত্যুর সংখ্যাও নতুন রেকর্ড গড়লো।

রবিবার করোনার বর্তমান পরিস্থিতি নিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত স্বাস্থ্য বুলেটিনে দায়িত্বপ্রাপ্ত মহাপরিচালক অধ্যাপক ডাঃ নাসিমা সুলতানা বলেন, দেশে ২৪ ঘণ্টায় এক হাজার ৫৩২ জনের শরীরে করোনা সংক্রমণ শনাক্ত হয়েছে। দেশে বর্তমানে মোট করোনা শনাক্ত হলেন ৩৩ হাজার ৬১০ জন।

২৪ ঘণ্টায় মৃত্যুর নতুন রেকর্ডে ২৮ জন প্রাণ হারিয়েছেন। করোনায় দেশে মৃতের সংখ্যা দাঁড়ালো ৪৮০ জনে। তবে ২৪ ঘণ্টায় নতুন করে ৪১৫ জন সুস্থ হয়ে উঠেছেন। এ পর্যন্ত আক্রান্তের ছয় হাজার ৯০১ জন রোগী সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।

দেশে ২৪ ঘণ্টায় ৯ হাজার ১৮৪টি নমুনা সংগ্রহ করা হয়। দেশের ৪৭টি ল্যাবে ৮ হাজার ৯০৯টি নমুনা পরীক্ষা করা হয় । এ নিয়ে দেশে মোট নমুনা পরীক্ষা করা হলো দুই লাখ ৪৩ হাজার ৫৮৩টি।

খোকসায় বিএনপি’র উদ্যোগে ত্রাণ বিতরণ

0
Bnp-dro-24-p6-compressed
বিএনপির ত্রাণ বিতরণ। ছবি দ্রোহ।

দ্রোহ অনলাইন ডেস্ক

কুষ্টিয়ার খোকসায় বিএনপির উদ্যোগে উপজেলার দু’টি ইউনিয়নের ৩ হাজার পরিবার ত্রাণ সহায়তা পেল।

রবিবার সকালে উপজেলার গোপগ্রাম ও শোমসপুর ইউনিয়নের করোনায় ঘরবন্দী প্রায় তিন হাজার পরিবারের মধ্যে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়। জেলা বিএনপির সভাপতি সাবেক এমপি সৈয়দ মেহেদী আহমেদ রুমীর পক্ষে গোপগ্রাম ও শোমসপুর ইউনিয়নে ত্রাণ বিতরণ করেন, খোকসা উপজেলা বিএনপির সভাপতি সাবেক উপজেলা চেয়ারম্যান সৈয়দ আমজাদ আলী, সাবেক চেয়ারম্যান মনিরুজ্জামান কাজল, জাহাঙ্গীর আলম, জেলা বিএনপির নেতা মোজাফ্ফর উজ -জামান মিন্টু, ইস্তেকবাল চয়ন, সাবেক চেয়ারম্যান শফি আলম মোল্লা, শফিকুল ইসলাম, আয়ুব আলী মৃধা প্রমুখ।

সিরাজগঞ্জে আটটি বাস জব্দ

0
sirajganj-dro-24-p4-compressed
প্রিতিকী ছবি।

দ্রোহ অনলাইন ডেস্ক

গণপরিবহন বন্ধের সরকারি আদেশ উপেক্ষা করে যাত্রীবাহী বাস চলাচল করায় সিরাজগঞ্জের বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানা-পুলিশ আটটি বাস জব্দ করেছে ।

সেতু পার হওয়ার সময় সেতুর তল্লাশি চৌকিতে এসব বাস জব্দ করা হয়।

বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সৈয়দ শহীদ আলম বলেন, সরকারি আদেশ না মেনে মহাসড়কে চলাচল করায় আটটি বাস জব্দ করে। ঢাকা থেকে উত্তরবঙ্গগামী যাত্রীসহ তিনটি, সিরাজগঞ্জ থেকে ঢাকাগামী দুটি ও উত্তরবঙ্গ থেকে ঢাকাগামী তিনটি খালি বাস জব্দ করা হয়।

বাসগুলো সেতু পশ্চিম থানা হেফাজতে রাখা হয়েছে। বিষয় টি নিয়ে ঈদের পর সিদ্ধান্ত হবে।

ঝিনাইদহে আজ ঈদ উদযাপিত হলো

0
Harinakundu-Dro-24-p3-compressed
ঝিনাইদহে ঈদ উদযাপিত।

দ্রোহ অনলাইন ডেস্ক

সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোর সঙ্গে মিল রেখে ঝিনাইদহের হরিনাকুন্ডুর ১০টি গ্রামের মানুষ ঈদুল ফিতর উদযাপন করছে।

রবিবার সকালে উপজেলার হরিণাকুন্ডু বৈঠাপাড়া, কুলবাড়িয়া, রামনগর, দখলপুর, পায়রাডাঙ্গাসহ ১০ গ্রামের অর্ধশত মুসল্লি চটকাবাড়ীয়া দক্ষিণপাড়া জামে মসজিদে পবিত্র ঈদুল ফিতরের নামাজ আদায় করেন। জামায়াতে ইমামতি করেন মাওলানা রেজাউল ইসলাম।

গ্রামবাসী আ ন ম বজলুর রহমান জানান, ১৫ বছর ধরে তারা সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোর সঙ্গে মিল রেখে ঈদ উদযাপন করছেন। করোনার প্রভাবে স্বাস্থ্যবিধি মেনে খোলা স্থানে নামাজ আদায় করতে না পারায় এবার অনেক মুসল্লি ঈদের নামাজে শরীক হতে পারেননি।

প্রধানমন্ত্রী জাতির উদ্দেশে ভাষণ দেবেন আজ

0
PM-SHEKHHASINA-DRO-24-P2-compressed
প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

দ্রোহ অনলাইন ডেস্ক

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতির উদ্দেশে ভাষণ দেবেন আজ সন্ধ্যায়।

প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে শনিবার এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে রোববার সন্ধ্যা সাড়ে ৭টায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

করোনাদুর্যোগ শুরুর পর গত ১৩ এপ্রিল পহেলা বৈশাখ উপলক্ষে জাতির উদ্দেশে ভাষণ দিয়েছিলেন প্রধানমন্ত্রী। তার আগে ২৫ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে জাতির উদ্দেশে ভাষণ দেন তিনি।

ইসলাম ধর্মাবলম্বীদের কাছে ঈদ সবচেয়ে বড় ধর্মীয় উৎসব হলেও করোনা পরিস্থিতির কারণে এ বছর ঈদ এসেছে সম্পূর্ণ ভিন্ন এক আবহে। ঈদের কেনাকাটায় যেমন বিধিনিষেধ ছিল তেমনি ঈদের নামাজেও বিধিনিষেধ থাকছে।

ঈদের পর জানা যাবে ছুটি বাড়বে কি না

0
government-dro-23-P9-compressed

দ্রোহ অনলাইন ডেস্ক

দেশ ব্যাপী করোনা পরিস্থিতি মোকবিলায় সর্বশেষ ঘোষিত সাধারণ ছুটি ৩০ মে শেষ হবে। এরপর নতুন করে ছুটি আরও বাড়বে কি না সে বিষয়ে এখনো সিদ্ধান্ত হয়নি।

দেশের করোনা পরিস্থিতি এবং বিশ্বের বিভিন্ন দেশের পরিস্থিতি বিবেচনায় ঈদের পর ছুটির বিষয়ে সিদ্ধান্ত হবে বলে মন্ত্রিপরিষদ বিভাগ ও জনপ্রশাসন মন্ত্রণালয় সূত্রে জানা গেছে। এখন ঈদের পর ছুটি বাড়ছে কি না তা জানতে জনমনে ব্যাপক আগ্রহ।

বিশে^র অনেক দেশেই লকডাউন শিথিল করছে। চলমান পরিস্থিতিতে বাংলাদেশও সেই পথে হাঁটবে কি না সেটি নিয়ে সরকারের মধ্যে আলোচনা চলমান। সে ক্ষেত্রে এমনও হতে পারে যে এলাকায় বেশি আক্রান্ত কেবল সেই এলাকাটি লকডাউনের (অবরুদ্ধ) মধ্যে রেখে অন্যান্য এলাকায় লকডাউন তুলে দিয়ে স্বাস্থ্যবিধি পরিস্থিতি সচল রাখা হতে পারে।

এ বিষয়ে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম বলেন, এখনো এ নিয়ে আলোচনা হয়নি। আলাপ-আলোচনা করে সিদ্ধান্ত হবে।

শুক্রবার জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন বলেন, এবার কী হবে সেটি এখনো বলা যাচ্ছে না। ইউরোপের দেশ গুলো ইতিমধ্যে খুলে দিয়েছে। বাংলাদেশে ছুটির বিষয়ে ২৮ মের দিকে হয়তো সিদ্ধান্ত হতে পারে।

করোনাভাইরাসের কারণে গত ২৬ মার্চ থেকে দেশে সাধারণ ছুটি চলছে। ইতিমধ্যে সাত দফায় ছুটি বাড়ানো হয়েছে। সর্বশেষ ৩০ মে পর্যন্ত সাধারণ ছুটির বাড়ানো হয়। এর মধ্যে ঈদুল ফিরতের ছুটিসহ সাপ্তাহিক ছুটি যুক্ত আছে।

সর্বশেষ ছুটির প্রজ্ঞাপনে বলা হয়েছে, সাধারণ ছুটিকালীন কেউ কর্মস্থল ত্যাগ করতে পারবেন না। এ ছাড়া ছুটির সময় জনসাধারণ ও সব কর্তৃপক্ষকে অবশ্যই স্বাস্থ্য বিভাগের জারি করা নির্দেশনা (স্বাস্থ্যবিধি) কঠোরভাবে মেনে চলতে হবে। পণ্য পরিবহনের কাজে নিয়োজিত যানবাহন (ট্রাক, লরি, কার্গো ভেসেল ইত্যাদি) ছাড়া অন্যান্য গণপরিবহন, যাত্রীবাহী নৌযান ও যাত্রীবাহী ট্রেনও বন্ধ থাকবে। এমনকি অভ্যন্তরীণ রুটে বিমান চলাচলও বন্ধ থাকবে। তবে জরুরি সেবা ও গণমাধ্যমসহ কিছু কিছু প্রতিষ্ঠান ছুটির বাইরে আছে।

দোকানপাট, তৈরি পোশাক কারখানাসহ কিছু কিছু প্রতিষ্ঠান খুলে দেওয়া হয়েছে। ব্যাংকও চালু আছে। অফিসও প্রয়োজনে খোলা রাখা যাচ্ছে।

করোনা উপসর্গ নিয়ে ভ্যানচালকের মৃত্যু

0
meherpur-dro-13-p9-compressed
ম্যাপে মেহেরপুর।

দ্রোহ অনলাইন ডেস্ক

মেহেরপুরে করোনা আক্রান্ত হয়ে পলাশ আহাম্মেদ (৬০) নামের এক ভ্যানচালকের মৃত্যু হয়েছে। শনিবার জেনারেল হাসপাতালে আইসোলেশন ওয়ার্ডে ভর্তির পর পরই তিনি মারা যান।

মৃত পলাশ আহাম্মেদ গাংনী উপজেলার সাহারবাটি গ্রামের মৃত সাকের আলীর ছেলে।

মেহেরপুরের সিভিল সার্জন ডাঃ নাসির উদ্দীন জানান, মৃত ওই ব্যক্তি বেশ কিছু দিন যাবৎ হৃদরোগ ও এ্যাজমার সমস্যায় ভুগছিলেন। এর আগে তিনি অসুস্থ অবস্থায় গাংনী হাসপাতালে চিকিৎসাও নিয়েছেন। তিনি আরও জানান, এবার সুস্থ্ না হওয়ায় তার স্বজনরা সকালে তাকে মেহেরপুর জেনারেল হাসপাতালে নিয়ে আসেন।

তিনি আরো জানান, মৃত ওই ব্যক্তির জ্বর, ঠান্ডা, কাশি থাকায় তাকে আইসোলেশন ওয়ার্ডে ভর্তি করা হয়। তবে সেখানে নেওয়ার পর পরই তিনি মারা যান । সিভিল সার্জন জানান, মৃত ব্যক্তির দেহের নমুনা সংগ্রহ করা হয়েছে। সেই সঙ্গে স্বাস্থ্য বিধি মেনে তাকে দাফন করার নির্দেশনাও দেওয়া হয়েছে।

গাংনী উপজেলা নির্বাহী অফিসার দিলারা রহমান জানান, ইসলামী ফাউন্ডেশনের একটি টিম ও সহকারী কমিশনার ভুমি ইয়ানুর রহমানসহ গাংনী থানা পুলিশ করোনা উপসর্গ নিয়ে মৃত ওই ব্যক্তির মরদেহ দাফনের ব্যবস্থা করছে।

সর্বশেষ সংবাদ

প্রতারণার অভিযোগে নারী চিকিৎসককে পুলিশে দিয়েছে জনতা

কুষ্টিয়া প্রতিনিধি কুষ্টিয়ায় চিকিৎসক শারমিন সুলতানার বিরুদ্ধে সরকারি চাকরি দেয়া, ঘর, জমি, ভাতা দেয়াসহ বিভিন্ন প্রলোভন দিয়ে প্রায় অর্ধ শতাধিক ব্যক্তির কাছ থেকে প্রায় ৫০...

কুমারখালীর পদ্মা নদীতে ভ্রাম্যমান আদালতের অভিযান

কুষ্টিয়া প্রতিনিধি কুষ্টিয়ার কুমারখালীর পদ্মা নদীতে অভিযান চালিয়ে প্রায় ১৫ হাজার মিটার নিষিদ্ধ চায়না দুয়ারি ও কারেন্ট জাল জব্দ করে আগুনে পুড়িয়ে বিনষ্ট করেছেন ভ্রাম্যমাণ...

খোকসায় অবৈধ ড্রেজার ও বালু ব্যবসায়ীকে দেড় লাখ টাকা জরিমান

স্টাফ রিপোর্টার জনতার বাধায় গড়াই নদী থেকে অবৈধ বালি উত্তোলকারী ব্যবসায়ীর ড্রেজার ও নৌকা পিছু হটলো। তবে ব্যবসায়ী ও নৌকার মালিকে গাড়িতে তুলে নিয়ে গিয়ে...

বিএনপির অফিসে অগ্নি সংযোগের মামলায় দুই জন আটক

স্টাফ রিপোর্টার কুষ্টিয়ার খোকসার রাতের আঁধারে ওসমানপুর ইউনিয়ন বিএনপির অফিসে টাঙানো দলীয় প্রধানদের ছবিতে অগ্নি সংযোগের ঘটনায় দায়েকৃত মামলার দুই আসামিকে পুলিশ আটক করেছে। আটককৃতরা হলেন...

হাসনাত আবদুল্লাহর গাড়িতে হামলা

দ্রোহ অনলাইন ডেস্ক গাজীপুর চান্দনা চৌরাস্তা এলাকায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক (দক্ষিণাঞ্চল) হাসনাত আবদুল্লাহর গাড়িতে হামলার ঘটনা ঘটেছে। রবিবার সন্ধ্যায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ব্যস্ততম চান্দনা...