কৃষকের চোখের সামনেই মারা গেল দুটি গাভী

0
122
Jhenaidah-map-dro-28-p-9-compressed (1)
ঝিনাইদহ জেলার ম্যাপ।

দ্রোহ অনলাইন ডেস্ক

নিজের চোখের সামনে বিদ্যুৎস্পৃস্ট হয়ে নিজের গাভী দুটির মারা যেতে দেখে নির্বাক হয়ে গেলেন কৃষক হারুন-অর রশীদ। এই গাভীর দুধ বিক্রি করে তার সংসার চলতো।

বুধবার বিকালে মাঠ থেকে গাভী দুটি নিয়ে বাড়ি ফেরার সময় কৃষক হারুনের চোখের সামনে এ ঘটনা ঘটে।

ঝিনাইদহ জেলার কালীগঞ্জ উপজেলার ভাটপাড়া গ্রামের এই কৃষকের গাভী দুটি মারা যাওয়ার ঘটনা ঘটে। বিদ্যুৎ বিভাগের কর্মকর্তারা দাবি করেন, ঝড়ে বিদ্যুৎ সঞ্চালন লাইনে ত্রুটির কারনে এ ঘটনা ঘটেছে।

কৃষক হারুন-অর রশীদ জানান, গাভী দুটি বর্তমানে দুধ দিচ্ছিল। সেই দুধ বিক্রি করে তার সংসার চলতো।

তিনি আরও বলেন, বুধবার গরু গুলো নিয়ে মাঠে গিয়েছিলেন। বিকাল ৫ টা নাগাদ মাঠ থেকে বাড়ি ফিরছিলেন। এ সময় দুধ দেওয়া গাভী দুটি মাঠের একটি বিদ্যুতের খুঁটির কাছ দিয়ে যাওয়ার সময় তড়িতাহত হয়। ঘটনা স্থলেই গাভী দুটির মৃত্যু হয়। মারা যাওয়া গাভী দুটির বাজার মূল্য প্রায় ২ লাখ টাকা হবে বলে কৃষক দাবি করেন।

স্থানীয় ইউপি চেয়ারম্যান ইলিয়াস রহমান জানান, ক্ষতিগ্রস্থ কৃষক হারুন অর রশিদ অত্যন্ত দরিদ্র শ্রেণির মানুষ। কৃষককে সরকারি সহযোগিতা এনে দেওয়ার আশ^াস দেন তিনি।