রবিবার, ২০ এপ্রিল, ২০২৫
Home Blog Page 698

কোটালীপাড়া বিদ্যুৎস্পৃষ্টে গৃহবধূর মৃত্যু

0

কোটালীপাড়া প্রতিনিধি

গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় তৃপ্তি বৈদ্য (২০) নামে এক গৃহবধূর বিদ্যুতপৃষ্টে মৃত্যু হয়েছে।

সোমবার দুপুরে উপজেলার সাদুল্লাপুর ইউনিয়নের পিড়ারবাড়ী গ্রামে এ ঘটনা ঘটে। তৃপ্তি বৈদ্য এ গ্রামের রিপন মল্লিকের স্ত্রী।

কোটালীপাড়া থানার ওসি লুৎফর রহমান বলেন, তৃপ্তি বৈদ্য তার নিজ ঘরে আইপিএস এ লাইন দিতে গিয়ে বিদ্যুৎতায়িত হয়ে গুরুতর আহত হয়। পরিবারের লোকজন তৃপ্তি বৈদ্যকে কোটালীপাড়া উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষনা করেন।

করোনায় এক লাখ মার্কিন নাগরিকের মৃত্যুর শঙ্কা

0

দ্রোহ অনলাইন ডেস্ক

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, করোনা ভাইরাস মহামারিতে এক লাখ মার্কিন নাগরিকের মৃত্যু হতে পারে বলে শঙ্কা পকাশ করেছেন। মৃতের সংখ্যা তার আগের পূর্বাভাস ছাড়িয়ে যাওয়ার পর তিনি এ মন্তব্য করেন। চলতি বছর শেষদিকে একটি প্রতিষেধক তৈরি হতে পারে বলেও মন্তব্য করেন তিনি। সোমবার বার্তাসংস্থা রয়টার্স এ তথ্য জানায়।

রবিবার ফক্স নিউজ সম্প্রচারিত একটি ভার্চুয়াল সংবাদ সম্মেলনে ডোনাল্ড ট্রাম্প বলেন, আমরা ৭৫ হাজার থেকে এক লাখ মানুষ হারাতে যাচ্ছি। এটি ভয়াবহ একটি ব্যাপার।

এর আগে শুক্রবার ট্রাম্প আশঙ্কা করেছিলেন, এ মহামারিতে এক লাখের কম মার্কিন নাগরিকের মৃত্যু হবে। এছাড়া, গত সপ্তাহের শুরুতে তিনি ৬০ হাজার থেকে ৭০ হাজার মানুষের মৃত্যুর পূর্বাভাস দিয়েছিলেন।

জন্স হপকিন্স ইউনিভার্সিটির সর্বশেষ তথ্য অনুযায়ী, যুক্তরাষ্ট্রে করোনা ভাইরাসে আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন মোট ১১ লাখ ৫৮ হাজার ৪১ জন এবং মারা গেছেন ৬৭ হাজার ৬৮২ জন।

সংক্রমণ কমতে শুরু করায় যুক্তরাষ্ট্রের প্রায় অর্ধেক সংখ্যক অঙ্গরাজ্যেই লকডাউনের বিধিনিষেধ আংশিক শিথিল করা হয়েছে। ট্রাম্প বলেন, ‘আমরা দেশ বন্ধ করে রাখতে পারি না, তাহলে আমাদের দেশই থাকবে না।’

চলতি বছরের শেষে কোভিড-১৯ এর একটি প্রতিষেধক তৈরি করা সম্ভব বলে বলেও আশা প্রকাশ করেন তিনি।

যদিও হোয়াইট হাউস করোনা ভাইরাস টাস্কফোর্সের শীর্ষ নেতা ডাঃ অ্যান্থনি ফসিসহ অন্য চিকিৎসা বিশেষজ্ঞরা সতর্ক করে বলেছেন, প্রতিষেধক তৈরি হতে আরও অন্তত ১২ থেকে ১৮ মাস সময় লাগবে।

২২ এপ্রিল যুক্তরাজ্যের প্রধান চিকিৎসা কর্মকর্তা ক্রিস হুইটি বলেন, আগামী বছরের মধ্যে করোনা ভাইরাসের কার্যকর প্রতিষেধক বা চিকিৎসা আসার সম্ভাবনা ‘খুবই কম’।

এদিকে ট্রাম্প জানান, তিনি চান, শরতে শিার্থীরা স্কুল-কলেজে ফিরুক। যদিও এতে সংক্রমণ আবার বাড়তে পারে।

করোনা ভাইরাস সংকট মোকাবিলায় কেন্দ্রীয় সরকারের প্রণোদনার পরিমাণ ছয় ট্রিলিয়ন মার্কিন ডলার পর্যন্ত বাড়ানো যেতে পারে মন্তব্য করেন ট্রাম্প। ইতোমধ্যে প্রায় তিন ট্রিলিয়ন মার্কিন ডলারের প্রণোদনা প্যাকেজের অনুমোদন দিয়েছে মার্কিন কংগ্রেস।

এদিকে ট্রাম্প আবারও বলেছেন, চীন ‘ভয়াবহ ভুল’ করেছে। তবে চীন কী ভুল করেছে এনিয়ে বিস্তারিত কিছু বলেননি তিনি।

অন্যদিকে দিনের শুরুতেই মার্কিন স্বরাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও বলেন, ‘চীনের গবেষণাগার থেকেই কোভিড-১৯ ছড়ানোর পে যথেষ্ট পরিমাণ প্রমাণ রয়েছে।

১৬ মে পর্যন্ত বাড়ল সাধারণ ছুটি

0

 

দ্রোহ অনলাইন ডেস্ক

করোনাভাইরাস (কোভিড-১৯) সংক্রমণ রোধে চলমান সাধারণ ছুটি আরও ১১ দিন বাড়ানো হয়েছে। জরুরি সেবা দেওয়াসহ দফতরগুলোকে আওতার বাইরে রেখে বিভিন্ন নির্দেশনা মানা সাপেে আগামী ৬ থেকে ১৬ মে পর্যন্ত ছুটি ঘোষণা করা হয়েছে।

সোমবার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে ষষ্ঠ দফায় ছুটি বাড়িয়ে আদেশ জারি করা হয়েছে।

করোনার কারণে সরকার প্রথমে ২৬ মার্চ থেকে ৪ এপ্রিল পর্যন্ত ছুটি ঘোষণা করে। পরে আরও চার দফায় ছুটি বাড়িয়ে ৫ মে পর্যন্ত করা হয়।

ছুটি বাড়ানোর প্রজ্ঞাপনে বলা হয়, ৭ মে থেকে ১৪ মে পর্যন্ত সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে। সাধারণ ছুটির সঙ্গে ৬ মে’র বুদ্ধ পূর্ণিমার ছুটি এবং ১৫ ও ১৬ মে’র সাপ্তাহিক ছুটিও যুক্ত হবে।

করোনা পরিস্থিতি পর্যবেক্ষণে বিএনপির সেল গঠন

0

I
দ্রোহ অনলাইন ডেস্ক

বিএনপির সর্বোচ্চ নীতি নির্ধারনী ফোরাম জাতীয় স্থায়ী কমিটির সদস্য ডঃ খন্দকার মোশাররফ হোসেনকে উপদেষ্টা করে ১৩ সদস্যের ‘জাতীয় করোনা পরিস্থিতি পর্যবেক্ষণে সেল’ গঠন করেছে দলটি। বিএনপির সিনিয়র য্গ্মু মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী আহমেদ স্বারিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এই সেলের আহ্বায়ক করা হয়েছে স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহামুদ টুকুকে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, রবিবার রাতে বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে দলের জাতীয় স্থায়ী কমিটির সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বিশ্বব্যাপী করোনা মহামারি বিস্তারের ক্রান্তিলগ্নে সভায় ১৩ সদস্যের একটি ‘জাতীয় করোনা পরিস্থিতি পর্যবেণ সেল’ গঠন করা হয়। এই সেল পরবর্তীতে বিভাগীয় কমিটি গঠন করবে।

সেলের উপদেষ্টা করা হয়েছে জাতীয় স্থায়ী কমিটির সদস্য ডঃ খন্দকার মোশাররফ হোসেনকে। আর আহ্বায়ক করা হয়েছে জাতীয় স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকুকে। এছাড়া সেলের অন্য সদস্যরা হলেন- দলের ভাইস চেয়ারম্যান প্রফেসর ডাঃ এ জেড এম জাহিদ হোসেন, চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য ডাঃ ফরহাদ হালিম ডোনার, যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, ড্যাবের সভাপতি ডাঃ হারুন অর রশীদ, ড্যাবের সাধারণ সম্পাদক ডাঃ আব্দুস সালাম, জাতীয় নির্বাহী কমিটির সহ-স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডাঃ রফিকুল ইসলাম, যুবদলের সভাপতি সাইফুল আলম নীরব, যুবদলের সাধারণ সম্পাদক সুলতান সালাহ উদ্দিন টুকু, স্বেচ্ছাসেবক দলের সভাপতি শফিউল বারী বাবু, স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক আব্দুল কাদির ভুইয়া জুয়েল, ছাত্রদলের সভাপতি ফজলুর রহমান খোকন, ছাত্রদলের সাধারণ সম্পাদক ইকবাল হোসেন শ্যামল।

১১ লাখের বেশি করোনা রোগী সুস্থ হয়েছে

0

দ্রোহ অনলাইন ডেস্ক

মহামারি এক ভাইরাস বিশ্বকে ওলোট পালট করে দিয়েছে। চীনে প্রাদুর্ভাব শুরুর পর এই ভাইরাসে আক্রান্ত হয়েছেন ৩৫ লাখেরও বেশি মানুষ। আক্রান্তদের ২ লাখ ৪৫ হাজারের বেশি মারা গেছে। তবে আশার খবর হলো, ১১ লাখের বেশি কোভিড-১৯ রোগী চিকিৎসা শেষে এখন সম্পূর্ণ সুস্থ হয়ে বাড়ি ফিরেছে।

রবিবার যুক্তরাষ্ট্রের জনস হপকিন্স বিশ্ববিদ্যালয়ের করোনা সেন্টারের দেওয়া হালনাগাদ তথ্য অনুযায়ী, বিশ্বজুড়ে আক্রান্তদের মধ্যে সেরে ওঠা ব্যক্তির সংখ্যা এখন ১১ লাখ ১৩ হাজার ছাড়িয়েছে বলে জানানো হয়। আক্রান্ত বিবেচনায় বিশ্বে করোনায় সুস্থতার হার সবচেয়ে বেশি জার্মানিতে।

বিশেষজ্ঞরা বলছেন, কোভিড-১৯ রোগে মৃত্যু হার সাধারণ নিউমোনিয়ার চেয়ে বেশি হলেও ২০০২ সালে চীনে এই করোনাভাইরাসের সংক্রমণেই শুরু হওয়া আরেক রোগ সার্সের তুলনায় তা অনেক কম। তবে উপসর্গ ছাড়াও আক্রান্ত হওয়ায় স্বয়ংক্রিয়ভাবে অনেকে সুস্থ হচ্ছেন বলে ধারণা বিশেষজ্ঞদের।

করোনাভাইরাসে এ মুহুর্তে সবচেয়ে বিপর্যন্ত যুক্তরাষ্ট্রে আক্রান্তের সংখ্যা ১২ লাখের কাছাকাছি। দেশটিতে কোভিড-১৯ রোগে মৃত্যুর সংখ্যা ৬৭ হাজার ছাড়িয়েছে। তবে এখন পর্যন্ত যুক্তরাষ্ট্রে সেরে ওঠা রোগীর সংখ্যাও ১ লাখ ৭৫ হাজার পেরিয়ে গেছে বলে জানিয়েছে জনস হপকিন্স বিশ্ববিদ্যালয়।

এছাড়া দ্বিতীয় সবর্চ্চো জার্মানিতে ১ লাখ ৩০ হাজারের বেশি করোনা রোগী এখন সুস্থ। তবে তুলনামূলক জার্মানিতেই সুস্থ হওয়ার হার সবচেয়ে বেশি। কারণ দেশটিতে করোনায় আক্রান্ত হিসেবে শনাক্তের সংখ্যা ১ লাখ ৬৫ হাজার; যারমধ্যে ১ লাখ ৩০ হাজারের বেশি সুস্থ হয়েছে।

এছাড়া স্পেনে দ্বিতীয় সর্বোচ্চ আক্রান্ত ২ লাখ ১৬ হাজার কোভিড-১৯ রোগীর মধ্যে ১ লাখ ১৭ হাজারের বেশি এখন চিকিৎসা শেষে সুস্থ। এদিকে করোনায় দ্বিতীয় সর্বোচ্চ মৃত্যু তালিকায় থাকা দেশ ইতালিকে সংক্রমিত ২ লাখ ১০ হাজারের বেশি রোগীর ৮১ হাজার ৬০০ এর বেশি এখন সুস্থ।

সুস্থ হওয়ার দিক থেকে তালিকায় এরপরই রয়েছে চীন। দেশটিতে এখন পর্যন্ত শনাক্ত প্রায় ৮৪ হাজার রোগীর মধ্যে ৭৮ হাজার ৫০০ এর বেশি চিকিৎসা নিয়ে সুস্থ হয়েছেন। এছাড়া ইরানে ৯৭ হাজার কোভিড-১৯ রোগীর ৭৮ হাজারের বেশি এখন সুস্থ।

প্রাদুর্ভাব শুরুর পর অল্প কিছুদিনের মধ্যে সোয়া লাখ আক্রান্ত হওয়া তুরস্কে এখন পর্যন্ত ৬৩ হাজারের বেশি রোগী সুস্থ হয়েছেন। সুস্থ হওয়ার দিক থেকে তুরস্কের পর রয়েছে ফ্রান্স। দেশটিতে সংক্রমিত ১ লাখ ৬৮ হাজারের বেশি রোগীর অর্ধলাধিক রোগী এখন সুস্থ।

এছাড়া ব্রাজিলে প্রায় ৪১ হাজার, কানাডায় ২৫ হাজার, সুইজারল্যান্ডে ২৪ হাজার ৫০০, রাশিয়ায় ১৬ হাজার ৬০০ এবং মেক্সিকো, আয়ারল্যান্ড ও অস্ট্রিয়ায় ১৩ হাজারের বেশি করে কোভিড-১৯ রোগী সুস্থ। বাংলাদেশে আক্রান্ত হাজার ৪৫৫ জনের মধ্যে ১ হাজার ৬৩ জন সুস্থ হয়েছেন।

দেশে করোনা আক্রান্তের সংখ্যা ১০ হাজার ছাড়াল

0

 

দ্রোহ অনলাইন ডেস্ক

সোমবার সকাল পর্যন্ত দেশে নতুন করে করোনা শনাক্ত হয়েছেন আরও ৬৮৮ জন। এতে দেশে ভাইরাসটিতে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়াল ১০ হাজার ১৪৩ জনে। করোনা মহামারি দেশে গত ২৪ ঘণ্টায় আরও পাঁচজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে ভাইরাসটিতে ১৮২ জনের মৃত্যু হলো।

সোমবার দুপুরে স্বাস্থ্য অধিদফতরের করোনাভাইরাস বিষয়ক নিয়মিত হেলথ বুলেটিনে এ তথ্য জানান অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডাঃ নাসিমা সুলতানা।

গত রোববারের বুলেটিনে জানানো হয়, বিগত ২৪ ঘণ্টায় করোনায় মৃত্যু হয়েছে দুজনের। আক্রান্ত হয়েছেন ৬৬৫ জন।

করোনাভাইরাস সংক্রমণের ঝুঁকি এড়াতে সবাইকে ঘরে থাকার এবং স্বাস্থ্য অধিদফতর ও বিশ্ব স্বাস্থ্য সংস্থার পরামর্শ-নির্দেশনা মেনে চলার অনুরোধ জানানো হয় বুলেটিনে।

করোনাভাইরাস প্রথম শনাক্ত হয় গত ডিসেম্বরে চীনের উহান শহরে। তবে ছড়িয়ে পড়া এ ভাইরাস ক্রমে গোটা বিশ্বকে বিপর্যস্ত করে দিয়েছে। চীন পরিস্থিতি অনেকটাই সামাল দিয়ে উঠলেও এখন মারাত্মকভাবে ভুগছে ইউরোপ-আমেরিকা-এশিয়াসহ বিশ্বের অন্যান্য অঞ্চল। এ ভাইরাসে বিশ্বজুড়ে আক্রান্তের সংখ্যা ৩৫ লাখ ৩৮ হাজারের বেশি। মৃতের সংখ্যা প্রায় আড়াই লাখ। তবে সাড়ে ১১ লাখ রোগী ইতোমধ্যে সুস্থ হয়েছেন।

গত ৮ মার্চ বাংলাদেশে প্রথম করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়। এরপর প্রথম দিকে কয়েকজন করে নতুন আক্রান্ত রোগীর খবর মিললেও এখন লাফিয়ে লাফিয়ে বাড়ছে এ সংখ্যা। বাড়ছে মৃত্যুও।

ভাইরাসের বিস্তার ঠেকাতে সাধারণ ছুটি ঘোষণা করেছে সরকার। নিয়েছে আরও নানা পদপে। যদিও ঢাকা-নারায়ণগঞ্জ-গাজীপুরসহ বিভিন্ন এলাকায় খুলেছে পোশাক কারখানা। তবে সামাজিক দূরত্ব বজায় রাখা নিশ্চিত করা না গেলে পরিস্থিতি নিয়ন্ত্রণে থাকবে কি-না, তা নিয়ে সন্দিহান বিশেষজ্ঞরা।

দোকান খোলা রাখার দাবিতে উপজেলা পরিষদ ঘেরাও

0

 

দিনাজপুর প্রতিনিধি
বিরল উপজেলা বাজার বণিক সমিতি নির্দিষ্ট সময়ে সকল দোকান খোলা রাখার দাবিতে উপজেলা পরিষদ ঘেরাও করেছে।

সোমবার সকালে এ কর্মসূচি পালন করে ব্যবসায়ীরা।

ব্যবসায়ীরা জানায়, করোনা পরিস্থিতি নিয়ে তারাও উদ্বিগ্ন। রুটি রুজির প্রয়োজনে তারা নিদ্রিষ্ট সময়ের জন্য দোকান খোলা রাখার দাবি করেন। তাদের অভিযোগ তখন তখন মোবাইল কোর্ট করে ব্যবসায়ীদের জরিমানা করা হচ্ছে। তারা এ ঘটনার প্রতিবাদে উপজেলা পরিষদ ঘেরাও করেন।

থানা পুলিশ দোকানদারদের শান্ত হওয়ার আহ্বান জানায়। তাদের উদ্যোগে ব্যবসায়ী সমিতির ৭ সদস্যের একটি প্রতিনিধি দল উপজেলা নির্বাহী অফিসার এর সাথে আলোচনা করেন।

আলোচনা শেষে সমিতির সভাপতি মাওঃ মোঃ আইয়ুব আলী জানান, প্রশাসনের সাথে লুকোচুরি না করে দিনের একটি নির্দিষ্ট সময়ে দোকান খোলা রাখার দাবি জানানো হয়েছে। উপজেলা নির্বাহী অফিসার জিনাত রহমান সারাদেশের জন্য একই নিয়ম চালু থাকবে জানিয়ে তাঁদেরকে জেলা প্রশাসক ঘোষিত নির্দেশনার বাইরে কিছুই করার নেই বলে জানিয়েছেন।

সমিতির সাধারণ সম্পাদক মামুনুর রশীদ জানান, দীর্ঘ দিন দোকান বন্ধ থাকার কারনে কর্মচারীদের বেতন দেয়া কষ্টকর হয়ে পড়েছে ফলে দোকান মালিক ও কর্মচারীরা মানবতার জীবন যাপন করেছ।

কওমী মাদ্রাসার সুপারদের মধ্যে বিশেষ বরাদ্দের চেক বিতরণ

0

নাটোর প্রতিনিধি

নাটোরের লালপুরে ৮টি কওমী মাদ্রাসার সুপারদের মাঝে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেওয়া বিশেষ বরাদ্দের ৮৫ হাজার টাকার চেক বিতরণ করা হয়েছে।

সোমবার লালপুর উপজেলা নির্বাহী অফিসার উম্মুল বানীন দ্যূতি তার নিজ কার্যালয়ে এসব চেক বিতরণ করেন।
কওমী মাদ্রাসার শিার্থীদের জন্য মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেওয়া বিশেষ বরাদ্দের চেক পেয়ে মাদ্রাসার সুপারগণ মাননীয় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানান ও তাঁর দীর্ঘায়ু কামনা করেন।

এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন নাটোর জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যজিস্ট্রেট জিয়াউর রহমান, উপজেলা প্রাথমিক শিা অফিসার কে এম নজরুল ইসলাম, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা উমিরুল ইসলাম প্রমুখ।

সরকার আজ বিশ্বব্যাপী প্রশংসিত – তথ্যমন্ত্রী

0

দ্রোহ অনলাইন ডেস্ক

‘মানুষের জীবন-জীবিকা রায় সঠিক পদপে নেয়ার কারণেই সরকার বিশ্বব্যাপী প্রশংসিত’ বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ডঃ হাছান মাহমুদ।

সোমবারে সচিবালয়ে নিজের দফতর থেকে অনলাইনে দেয়া সংপ্তি ভিডিও বার্তায় তিনি এ কথা বলেন।

হাসান মাহমুদ ওই ভিডিও বার্তায় বলেন, ‘করোনা ভাইরাসজনিত পরিস্থিতিতে বিশ্বব্যাপী এই সংকটের সময় মানুষের জীবন এবং জীবিকা দু’টি রার ল্য নিয়ে মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে বাংলাদেশ সরকার প্রথম থেকেই নানা পদপে প্রহণ করেছে। মানুষের জীবন রার জন্য মাননীয় প্রধানমন্ত্রী যেসব পদপে গ্রহণ করেছেন, সেটি ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম, বিশ্ব স্বাস্থ্য সংস্থা এমনকি বিশ্ববিখ্যাত ম্যাগাজিন ফোর্বস কর্তৃক প্রশংসিত হয়েছে।’

করোনাভাইরাসের কারণে বিশ্ব অর্থনীতিতে যে বিরাট ঝাঁকুনির সৃষ্টি হয়েছে, সেই সংকট মোকাবিলায় মাননীয় প্রধানমন্ত্রী নানাবিধ পদপে গ্রহণ করেছেন জানিয়ে ডঃ হাছান মাহমুদ বলেন, ‘অর্থনৈতিক ঝুঁকি মোকাবিলা করে মানুষের জীবিকা রার জন্য মাননীয় প্রধানমন্ত্রী যে পদপেগুলো গ্রহণ করেছেন, বিশ্ববিখ্যাত দি ইকোনমিস্ট পত্রিকায় সেগুলোর সঠিক পরিস্ফুটন হয়েছে।’

এখন অর্থনৈতিক ঝুঁকি মোকাবিলার েেত্র বাংলাদেশের অবস্থান দণি এশিয়ার অন্য দেশগুলোর ওপরে, এমনকি ভারত, পাকিস্তান, চীনের চেয়েও এেেত্র বাংলাদেশের সমতা অনেক ভালো- সেটিই দি ইকোনমিস্ট পত্রিকায় এসেছে, ব্যাখ্যা করে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক হাছান মাহমুদ বলেন, কেউ প্রশংসা করুক আর না করুক এটিই হচ্ছে বাস্তবতা।

এসময় উপস্থিত একজন সাংবাদিক বিএনপি নেতা রুহুল কবির রিজভী আহমেদের ‘সরকারের আহম্মকির কারণে করোনায় অব্যবস্থাপনা’ মন্তব্যের প্রতি তার দৃষ্টি আকর্ষণ করলে তথ্যমন্ত্রী বলেন, যেখানে বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছে বাংলাদেশ সরকার করোনা পরিস্থিতি মোকাবিলায় সঠিক পদপে নিয়ে এগুচ্ছে, সেখানে রিজভী আহমেদসহ কারো কারো বক্তব্যে মনে হয় তারা বিশ্ব স্বাস্থ্য সংস্থার চেয়েও স্বাস্থ্য বিষয়ে বেশি জ্ঞান রাখে।’

তুরস্ক প্রতিরক্ষা ব্যবস্থায় এস-৪০০ চালু করবে

0

দ্রোহ অনলাইন ডেস্ক

আমেরিকা তুরস্ককে রাশিয়ার কাছ থেকে প্রাপ্ত এয়ার ডিফেন্স সিস্টেম এস -৪০০ পেণাস্ত্র প্রতিরা ব্যবস্থা সক্রিয় করার বিষয়ে সতর্ক করেছিল। যুক্তরাষ্ট্রের এমন হুমকির পর করোনা মহামারির কারণে কঠিন অর্থনৈতিক সংকটের মুখে পড়া তুরস্ক পরিস্থিতি সামাল দিতে এস-৪০০ যুক্তরাষ্ট্রের কাছে বিক্রি করতে বাধ্য হতে পারে বলে আশঙ্কা কর ছিলেন সামরিক বিশ্লেষকরা।

যুক্তরাষ্ট্রের হুঁশিয়ারি সত্ত্বেও মস্কো অস্ত্র ব্যবস্থা সরবরাহের কাজ শেষ করেছে। তবে করোনাভাইরাস মহামারির কারণে এর সক্রিয়করণ বিলম্বিত হয়েছে। মূলত এপ্রিল মাসেই এটা সক্রিয় করার জন্য নির্ধারিত সময় ছিল।

এস-৪০০ চালু করা হলে তুরস্ককে নিষেধাজ্ঞার মুখোমুখি হতে হবে বলে হুঁশিয়ারি দিয়েছে যুক্তরাষ্ট্র। তুরস্কে মার্কিন রাষ্ট্রদূত ডেভিড স্যাটারফিল্ড বৃহস্পতিবার আটলান্টিক কাউন্সিল কর্তৃক অনলাইনে আয়োাজিত ভার্চুয়াল সেমিনারে ওয়াশিংটনের অব্যাহত বিরোধিতার কারণ ব্যাখ্যা করেছেন।

এক প্রশ্নের জবাবে স্যাটারফিল্ড বলেন,’আমরা রাষ্ট্রপতি এরদোগান ও তুরস্কের সমস্ত প্রবীণ নেতৃত্বের কাছে আমাদের অবস্থানকে বেশ স্পষ্ট করে তুলে ধরেছি। এ বিষয়টি নিয়ে ওয়াশিংটন এবং আঙ্কারার মধ্যে বারবার আলোচনা হয়েছে। এস -৪০০ সিস্টেমের কার্যক্রম তুরস্কের এফ- ৩৫ এর সাথে সামঞ্জস্যপূর্ণ নয়।’

যুক্তরাষ্ট্রের তৈরি সর্বাধিক উন্নত যুদ্ধবিমান এফ-৩৫। তুরস্ক ১৯৯৯ সালে ১০০টি এফ-৩৫ কেনার জন্য আমেরিকার সঙ্গে চুক্তি করে। এর মধ্যে গত বছরের ২২ জুলাই প্রথম চালান হিসেবে একটি বিমান হস্তান্তর করে আমেরিকা। তবে রাশিয়ার সঙ্গে আঙ্কারার এস-৪০০ চুক্তিটি বাতিল না করা হলে এফ-৩৫ অত্যাধুনিক যুদ্ধ বিমান সরবরাহ করবে না।

আঙ্কারার অর্থনৈতিক পরিণতি সম্পর্কে সতর্কতাও দিয়েছেন স্যাটারফিল্ড। তিনি বলেছেন যে, এস -৪০০ সক্রিয়করণ করা হলে তুরস্ককে মার্কিন কংগ্রেসের অস্ত্র ও অর্থনৈতিক নিষেধাজ্ঞার মুখে পড়ার খুব বড় সম্ভাবনা রয়েছে।

স্যাটারফিল্ড বলেন, ‘আমরা যেমন বলেছিলাম তেমনই আমাদের অবস্থান পরিষ্কার করে দিয়েছি। ওয়াশিংটনের অসন্তুষ্টি কূটনৈতিক চ্যানেলে যেমন প্রকাশ করা হয়েছে তেমনি তুরস্কের সরকারের কাছেও তুলে ধরা হয়েছে।’

তবে আমেরিকার এসব হুমকি পাত্তা দিচ্ছে না তুরস্ক। আঙ্কারার অবস্থান এস -৪০০ চালুর কার্যক্রম বিলম্বিত হয়েছে, তবে আমরা এগিয়ে যাবে।

তুরস্কের রাষ্ট্রপতি রিসেপ তাইয়িপ এরদোগানের প্রধান উপদেষ্টা ইব্রাহিম কালিন বলেন, ‘করোনা মহামারিজনিত কারণে এস -৪০ রাশিয়ান পেণাস্ত্র সিস্টেমটির সক্রিয়করণ স্থগিত রয়েছে। তবে এটি যেমন পরিকল্পনা করা হয়েছিল তেমনি এগিয়ে যাবে। আঙ্কারা পিছু হটবে না।’

সর্বশেষ সংবাদ

জামায়াতে ইসলামীর উলামা সম্মেলন অনুষ্ঠিত

কুষ্টিয়া প্রতিনিধি কুষ্টিয়ায় জামায়াতের উলামা সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে বাংলাদেশ জামায়াতে ইসলামী কুষ্টিয়া উলামা বিভাগের আয়োজনে কুষ্টিয়া জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে এই সম্মেলন অনুষ্ঠিত...

 খোকসার একই ব্যক্তি দুই পদে চাকরি করছেন

স্টাফ রিপোর্টার একই ব্যক্তি মাধ্যমিক শিক্ষার উন্নয়ন প্রকল্প ও একটি মাদ্রাসায় আরবি প্রভাষক পদে চাকরি করে চলেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। উর্দ্ধতন কর্মকর্তাদের সাথে যোগসাযোসে...

যৌথ অভিযানে ১৪টি দেশীয় পাখি উদ্ধার

কুষ্টিয়া প্রতিনিধি কুষ্টিয়ার মিরপুর উপজেলার পোড়াদহ এলাকায় বন বিভাগ ও বিবিসিএফ এর যৌথ অভিযানে খাঁচাবন্দি ১৪টি দেশি পাখি উদ্ধার হয়েছে। পাখিগুলোর মধ্যে রয়েছে-একটি ঝুঁটি শালিক,...

তিন ভারতীয় চোরাকারবারি আটক, মাদক উদ্ধার

কুষ্টিয়া প্রতিনিধি কুষ্টিয়াার দৌলতপুর সীমান্ত দিয়ে বাংলাদেশে অনুপ্রবেশের দায়ে তিন ভারতীয় চোরাকারবারিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ সময় তাদের কাছ থেকে ৬৯ বোতল...

গভীর রাতে বিএনপি নেতার বাড়িতে গুলি

কুষ্টিয়া প্রতিনিধি কুষ্টিয়া সদর উপজেলার দূর্বাচারায় এক বিএনপি নেতার বাড়িতে গুলি ছুড়েছে দুর্বৃত্তরা। ঘটনাস্থল থেকে গুলি ও গুলির খোসা উদ্ধার করেছে পুলিশ। উপজেলার উজানগ্রাম ইউনিয়নের দূর্বাচারা...