সোমবার, ২১ এপ্রিল, ২০২৫
Home Blog Page 10

ঢাবির বিজ্ঞান ইউনিটে ভর্তি পরীক্ষার ফল প্রকাশ

0

দ্রোহ অনলাইন ডেস্ক

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০২৪-২৫ সেশনের আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামের ভর্তি পরীক্ষার বিজ্ঞান ইউনিটের ফল প্রকাশিত হয়েছে। এ বছর পাসের হার ৫ দশমিক ৯৩ শতাংশ।

সোমবার (২৪ মার্চ) রাতে ফল প্রকাশিত হয়।

এ বছর বিজ্ঞান ইউনিটের ভর্তি পরীক্ষায় এক লাখ ২০ হাজার ৪৮৮ জন শিক্ষার্থী অংশ নেন। এই ইউনিটে সাত হাজার ৪৩৭ জন শিক্ষার্থী পাস করেছেন। এর মধ্যে বিজ্ঞান বিভাগের ৯২২ জন, মানবিকের ৩৯৩ জন এবং ব্যবসায় শিক্ষার ১২২ জন পাস করেছেন।

এ বছর বিজ্ঞান বিভাগ থেকে প্রথম হয়েছেন নটর ডেম কলেজের শিক্ষার্থী মাহমুদুল হাসান ওয়াসিফ। ১২০ নম্বরের মধ্যে তিনি ১১০ নম্বর পেয়েছেন। বাণিজ্য থেকে প্রথম হয়েছেন নরসিংদী সরকারি কলেজের শিক্ষার্থী মো. সাজিত মিয়া। মানবিক বিভাগ থেকে প্রথম হয়েছেন হলিক্রসের শিক্ষার্থী তাবাসসুম তিথী।

বিজ্ঞান ইউনিটে মোট আসন সংখ্যা এক হাজার ৮৯৬টি। এর মধ্যে বিজ্ঞান বিভাগের জন্য এক হাজার ৮২০টি, মানবিক শাখার জন্য ৫১টি এবং ব্যবসায় শিক্ষা শাখার জন্য ২৫টি আসন রয়েছে।

আরও পড়ুন – তামিমকে আপাতত কোথাও স্থানান্তর করা যাবে না

পরীক্ষার বিস্তারিত ফলাফল ওয়েবসাইটে জানা যাবে। এ ছাড়া টেলিটক, রবি, এয়ারটেল ও বাংলালিংক মোবাইল নম্বর থেকে ডিইউ এসসিআই ˂রোল নম্বর˃ টাইপ করে ১৬৩২১ নম্বরে পাঠিয়ে ফিরতি এসএমএসে ফল জানা যাবে।

তামিমকে আপাতত কোথাও স্থানান্তর করা যাবে না

0

দ্রোহ অনলাইন ডেস্ক

মোহামেডানের হয়ে ডিপিএলের ম্যাচ খেলতে সাভারের বিকেএসপি মাঠে হাজির হয়েছিলেন তামিম ইকবাল। তবে ম্যাসিভ হার্ট অ্যাটাক করে সাভারের একটি হাসপাতালে ভর্তি করানো হয় জাতীয় দলের সাবেক এই অধিনায়ককে।

সাভারের কেপিজে হাসপাতালে তামিমের হার্টে একটি রিং পরানো হয়েছে। তার অবস্থার এখন কিছুটা উন্নতি হয়েছে। জ্ঞান ফেরার পর পরিবারের সদস্যদের সঙ্গে কথাও বলেছেন তামিম। তবে আপাতত হাসপাতাল ছাড়তে পারছেন না তামিম।

আগামী ৪৮ ঘণ্টা পর্যবেক্ষণে থাকতে হবে সাবেক এই টাইগার অধিনায়ককে। আর এই ৪৮ ঘণ্টায় তাকে কোথাও স্থানান্তরের সম্ভাবনাও নেই। সাভারের কেপিজে হাসপাতালেই থাকবেন তিনি। তামিমের সর্বশেষ অবস্থা জানাতে গিয়ে এসব কথা জানিয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) চিকিৎসক ডা. দেবাশীষ চৌধুরী।

তামিমকে দেখতে সাভারের কেপিজি হাসপাতালে একে একে আসেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি এবং পরিচালকরা। বিসিবি সভাপতি ফারুক আহমেদের পাশাপাশি নাজমুল আবেদিন ফাহিম মাহবুবুল আনাম সহ আরও বোর্ডের কর্তা ব্যক্তিদের দেখা গিয়েছে।

আরও পড়ুন – সেনাবাহিনীকে জনগণের মুখোমুখি করার অপচেষ্টা হচ্ছে: তারেক রহমান

এছাড়া বন্ধু তামিমকে দেখতে হাসপাতালে ছুটে যান মুশফিকুর রহিম। তিনি ছাড়াও মলিন মুখে হাসপাতালে হাজির হন মাহমুদউল্লাহ রিয়াদ, মেহেদী হাসান মিরাজ ও তাইজুল ইসলাম।

সেনাবাহিনীকে জনগণের মুখোমুখি করার অপচেষ্টা হচ্ছে: তারেক রহমান

0

দ্রোহ অনলাইন ডেস্ক

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, সেনাবাহিনীকে জনগণের মুখোমুখি করার অপচেষ্টা করা হচ্ছে, এর পেছনে ষড়যন্ত্র আছে। তিনি আরও বলেন, দেশে একটি অস্থিরতা তৈরি হয়েছে। মানুষ চায় দেশে স্থিরতা ফিরে আসুক। কেউ চায় না আগের অবস্থা ফিরে আসুক। সবাইকে এক প্ল্যাটফর্মে দাঁড়িয়ে ঐক্যবদ্ধভাবে যে কোনো মূল্যে সব ষড়যন্ত্র মোকাবিলা করতে হবে।

সোমবার (২৪ মার্চ) বিএনপির মিডিয়া সেল আয়োজিত ইফতার মাহফিলে তিনি এ কথা বলেন।

তারেক রহমান বলেন, অনেক প্রত্যাশা নিয়ে মুক্তিযুদ্ধ হয়েছে, ১৬ বছর রাজনৈতিক দলের নেতাকর্মীরা ত্যাগ স্বীকার করেছেন, জুলাই অভ্যুত্থানে অসংখ্য মানুষ প্রাণ দিয়েছেন, তাদের ত্যাগকে বৃথা যেতে দেওয়া যাবে না।

আরও পড়ুন – দেশে জরুরি অবস্থা জারির বিষয়ে গুজব ছড়ানো হচ্ছে: স্বরাষ্ট্র সচিব

এ সময় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান গণমাধ্যমকর্মীদের সত্য ঘটনা জাতির সামনে তুলে ধরার আহ্বান জানান।

দেশে জরুরি অবস্থা জারির বিষয়ে গুজব ছড়ানো হচ্ছে: স্বরাষ্ট্র সচিব

0

দ্রোহ অনলাইন ডেস্ক

স্বরাষ্ট্র সচিব নাসিমুল গনি বলেন, দেশে জরুরি অবস্থা জারি নিয়ে গুজব ছড়ানো হচ্ছে। তিনি আরও বলেন, দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রয়েছে। তাই জরুরি অবস্থা জারির বিষয়টি গসিপ। এ সম্পর্কে আমার কোনো কমেন্টস নেই।’

সোমবার সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।

এর আগে রবিবার রাতে জরুরি অবস্থা জারি হচ্ছে বলে সামাজিক যোগাযোগমাধ্যমে গুজব ছড়িয়ে পড়ে। বিশেষ করে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সমর্থকদের নানা ধরনের তথ্য প্রচার করতে দেখা যায়। একই সঙ্গে কেউ কেউ দাবি করেন যে, শিগগিরই বাংলাদেশে ফেরত আসছে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

সোমবার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে ব্রিফিং শেষে ‘জরুরি অবস্থা’ নিয়ে যে তথ্য ছড়ানো হচ্ছে, সেই বিষয়ে সাংবাদিকরা প্রশ্ন করেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমুল গণির কাছে। জবাবে স্বরাষ্ট্র সচিব বলেন, ‘আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হওয়ার আশঙ্কার কোনো তথ্য আমার কাছে নেই। নরম্যাল যেরকম রিস্ক থাকে, সেরকমই আছে। পরিস্থিতি সরকারের নিয়ন্ত্রণে আছে। আমরা সতর্ক আছি, পুলিশ সতর্ক আছে, আমরা সবাই চেষ্টা করছি যে স্ট্যাবিলিটি (স্থিতিশীলতা) আছে, সেটা যেন মেইনটেইন (রক্ষা) করতে পারি।’

আরও পড়ুন – খোকসায় কিস্তি দেওয়ার কথা বলে ডেকে নিয়ে হামলা

তিনি আরও জানান, ঈদের পর ঢাকায় অবস্থিত হাই কমিশন থেকে বাংলাদেশি নাগরিকদের ভিসা প্রক্রিয়া সম্পন্ন করবে অস্ট্রেলিয়া।

খোকসায় কিস্তি দেওয়ার কথা বলে ডেকে নিয়ে হামলা

0
মাথায় ব্যন্ডেজ বাঁধা এনজিও কর্মী। ইনসেডে হামলাকারী মিথুন।

স্টাফ রিপোর্টার

কিস্তির টাকা পরিশোধ করার কথা বলে ফোনে ডেকে নিয়ে এক এনজিও কর্মীকে বেধরক পেটানোর অভিযোগ উঠেছে ঋণ গ্রহীতার বিরুদ্ধে। হামলাকারীকে জনতা আটক করে পুলিশে দিয়েছে।

সোমবার দুপুরে কুষ্টিয়ার খোকসা বাস স্ট্যান্ডে ওই এনজিও কর্মী ক্যাডিট অফিসার শফিকুল ইসলাম (৪০) এর উপর হামলার ঘটনা ঘটে। আহত ব্যক্তি সোসাইটি ডেভলপমেন্ট কমিটি নামের একটি প্রতিষ্ঠানের খোকসা ব্রঞ্চের কর্মরত আছেন।

জানা গেছে, উপজেলা বেতবাড়ি গ্রামের জনৈক মিথুন আলী নামের এক ব্যক্তি সোসাইটি ডেভলপমেন্ট কমিটি থেকে ১ লাখ টাকা ঋন গ্রহন করেন। যা ১২ কিস্তিতে পরিশোধে কথা ছিল। কিন্তু ওই ব্যক্তি পাঁচ কিস্তির টাকা দিয়ে টালবাহানা শুরু করে। সোমবার দুপুরে গ্রাহক মিথুন তার ঋণের কিস্তি পরিশোধের কথা বলে ক্যাডিট অফিসার শফিকুল ইসলামকে ফোন করে বাস স্ট্যান্ডে ডেকে আনেন। জনসমুক্ষে দু’জনের মধ্যে কথা চলাকালে মিথুন ও তার অপর এক সঙ্গী মিলে শফিকুলের উপর হামলা চালায়। স্থানায়ীরা আহত শফিকুলকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগে নিয়ে যায়। তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে সেখানে ভর্তি রাখা হয়। ঘটনা স্থল থেকে হামলাকারী মিথুনকে আটক জনতা। পরে আটক ব্যক্তিকে থানা পুলিশে সপর্দ করেছে। হামলাকারী মিথুন আলী বেতবাড়ীয়া গ্রামের আলাউদ্দিন শেখের ছেলে।

আহত শফিকুল জানান, প্রতিমাসেই গ্রাহক মিথুন কিস্তি মিস করে। এ মাসে ১০ তারিখে তা কিস্তি ছিল। এ নিয়ে তার সাথে মুঠো ফোনে কথা হয়। এক পর্যায়ে দুপুর ২ টার দিকে মিথুন মুঠো ফোনে তাকে কিস্তি নেওয়ার জন্য ডাকেন। সে ঘটনা স্থলে পৌঁছানো মাত্র তার উপর মোটা কাঁচের টুকরা দিয়ে হামলা করে। অন্য হামলাকারী তার পকেটে থাকা ২২,৫০০ নগদ টাকা ছিনিয়ে নিয়েছে। প্রতিষ্ঠান ওই গ্রাহকের বিরুদ্ধে কি ব্যবস্থা নেবে তা প্রতিষ্ঠানে সিদ্ধান্ত।

প্রতিষ্ঠানটির এড়িয়া ম্যানেজার তানভীর ইসলাম জানান, ঘটনার পর পরই তাদের শাখা ব্যবস্থাপক কবিরুল ইসলাম থানায় অভিযোগ দিয়েছে। স্থানীয়রা হামলাকারী সিথুনকে আটক করে পুলিশে দিয়েছে। তিনি হামলাকারী দৃষ্টান্ত মূলক শাস্তি দাবি করেন।

আরও পড়ুন – খোকসায় কুরআন উৎসব অনুষ্ঠিত

খোকসা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ মাঈনুল ইসলাম বলেন, জনতা হামলাকারীকে মিথুনকে পুলিশের কাছে সপর্দ করেছে। এনজিওর লোক ইফতারের পরে আসবে জানিয়েছেন।

খোকসায় কুরআন উৎসব অনুষ্ঠিত

0

স্টাফ রিপোর্টার

কুষ্টিয়ার খোকসায় সরকারি কলেজ ইসলামী ছাত্রশিবিরের উদ্যোগে কুরআন উৎসব অনুষ্ঠিত হয়।

রবিবার সকাল ১১ টায় সরকারি কলেজ অডিটোরিয়ামে উৎসবের উদ্বোধন করাহয়।

ইসলামী ছাত্রশিবির খোকসা সরকারি কলেজ শাখার উদ্যোগে উৎসবে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুষ্টিয়া জেলা ইসলামী ছাত্রশিবিরের সভাপতি খাজা আহমেদ। প্রধান বক্তা হিসেবে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা দেন খুলনা ডিবেটিং বিভাগের সাবেক পরিচালক সায়ফুর রহমান।

এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খোকসা সরকারি কলেজের বাংলা বিভাগের প্রভাষক আহসানুল্লাহ কিরণ, পাইকপাড়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আরিফুজ্জামান ও আক্তার হোসেন।

আরও পড়ুন – আ.লীগ নেতাকে হত্যা মামলায় ৯ জনের যাবজ্জীবন কারাদন্ড

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন খোকসা সরকারি কলেজ শাখার সভাপতি আবু বক্কর সিদ্দিক।

আ.লীগ নেতাকে হত্যা মামলায় ৯ জনের যাবজ্জীবন কারাদন্ড

0

কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়ার মিরপুরে আওয়ামী লীগের নেতা ও পল্লিচিকিৎসক লুৎফর রহমান সাবুকে হত্যার দায়ে সাবেক এক ইউপি চেয়ারম্যানসহ ৯ জনের যাবজ্জীবন কারাদন্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাদেরকে ২০ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে। অনাদায়ে যাবজ্জীবন কারাদন্ড প্রাপ্তদের আরও ৬ মাসের সশ্রম কারাদন্ড দেওয়া হয়েছে।

রবিবার (২৩ মার্চ) দুপুরের দিকে কুষ্টিয়া জেলা ও দায়রা জজ আদালতের বিচারক সুমিয়া খানম এ রায় দেন। আদালতের সরকারি কৌঁসুলি (পিপি) খন্দকার সিরাজুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

যাবজ্জীবন কারাদন্ড প্রাপ্তরা হলেন- কুষ্টিয়ার মিরপুর উপজেলা আমবাড়িয়া গ্রামের মৃত মাহাবুবুল হক বুলু বিশ্বাসের ছেলে সাবেক ইউপি চেয়ারম্যান মশিউর রহমান মিলন। তিনি আমবাড়িয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও আমবাড়িয়া ইউনিয়ন জাসদের সভাপতি। আমবাড়িয়া এলাকার মৃত জুলমত আলীর ছেলে জসিম উদ্দিন বুড়ো, মৃত ইলিয়াস হোসেন খেদ আলীর ছেলে এখলাস আলী, বিল্লাল হোসেনের ছেলে মুরাদ আলী, আশান আলীর ছেলে মাহাবুল হোসেন, বাবর আলী বাবুর ছেলে রাশেদুল আলী, রবিউল ইসলামের ছেলে ওয়াসিম আলী, মৃত মসলেম মন্ডলের ছেলে রফিকুল ইসলাম এবং শুপুকুরিয়া গ্রামের মৃত নজরুল ইসলামের ছেলে হেলাল উদ্দিন শিলু। রায় ঘোষণার সময় আদালতে উপস্থিত ছিলেন সাজাপ্রাপ্ত আসামিরা।

আদালত সূত্রে জানা গেছে, পল্লিচিকিৎসক লুৎফর রহমান সাবু (৫০) ২০১৭ সালের ১১ জানুয়ারি দুপুর সাড়ে ১২টার দিকে মোটরসাইকেলযোগে কুষ্টিয়ার মিরপুরের আমবাড়িয়া গ্রামের নিজ বাড়ি থেকে চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় যাওয়ার উদ্দেশ্যে রওনা হন। পথিমধ্যে আমবাড়িয়া ঈদগাহের কাছে পৌঁছালে পূর্বপরিকল্পিতভাবে আসামিরা সাবুর মোটরসাইকেল গতিরোধ করে এবং এলোপাতাড়িভাবে রামদা দিয়ে তার মাথা, পিঠ, মুখ, বুক সহ শরীরের বিভিন্ন জায়গায় কুপিয়ে গুরুতর জখম করে। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। আধিপত্য বিস্তার ও পূর্ব শত্রুতার জেরে তাকে হত্যা করা হয়।

এ ঘটনায় নিহত সাবুর ছোট ভাই হাবিবুর রহমান হাবিব বাদী হয়ে মিরপুর থানায় আসামিদের বিরুদ্ধে মামলা করেন। মামলার তদন্ত শেষে তদন্তকারী কর্মকর্তা আসামিদের বিরুদ্ধে আদালতে তদন্ত প্রতিবেদন দাখিল করেন। এরপর আদালত এ মামলায় সাক্ষ্য-প্রমাণ শেষে রায় ঘোষণার দিন ধার্য করেন। নির্ধারিত দিনে এ মামলার ৯ জনকে যাবজ্জীবন ও একজনকে খালাস দেন।

নিহত লুৎফর রহমান সাবু মিরপুরের আমবাড়িয়া গ্রামের মৃত অজিত মোল্লার ছেলে। তিনি মিরপুর উপজেলা কৃষক দলের সাবেক সাংগঠনিক সম্পাদক ছিলেন। পরে আওয়ামী লীগের রাজনীতিতে যোগদান করেন। এজাহারে উল্লেখ রয়েছে মৃত্যুর আগে তিনি আওয়ামী লীগের রাজনীতি করতেন। আমবাড়িয়া ইউনিয়ন আওয়ামী লীগের নেতা ছিলেন।

আরও পড়ুন – খোকসায় ঘুষেও মেলেনি বিদ্যুৎ

কুষ্টিয়া আদালতের সরকারি কৌঁসুলি (পিপি) খন্দকার সিরাজুল ইসলাম বলেন, পল্লিচিকিৎসক সাবুকে কুপিয়ে হত্যার দায়ে ৯ জনের যাবজ্জীবন কারাদন্ড দিয়েছেন আদালত। আসামিদের কারাগারে পাঠানো হয়েছে।

খোকসায় ঘুষেও মেলেনি বিদ্যুৎ

0

কূপি’র আলো বাস করেন বৃদ্ধা মিনতি

স্টাফ রিপোর্টার

কুষ্টিয়ার খোকসায় পল্লী বিদ্যুতের লাইনম্যানের দাবিকৃত ঘুষের টাকা পরিশোধের দেড় বছর পার হলেও বৃদ্ধার বাড়িতে বিদ্যুতের সংযোগ লাগে নি। এ ঘটনায় লিখিত অভিযোগ করায় বৃদ্ধাকে হুমকী-ধামকি দিচ্ছেন বিদ্যুতের ওই লাইনম্যান নিজে।

উপজেলার জানিপুর ইউনিয়নের ইসলামপুর গ্রামে বাবার বাড়ি থেকে পাওয়া জমিতে নতুন বাড়ি তৈরীর কাজে হাত দেন পুত্র সন্তানহীন বৃদ্ধ মিনতি রানী মজুমদার (৬৫)। বাড়ি নির্মান ও বসবাসের জন্য বিদ্যুত জরুরী হওয়ায় খোকসা পল্লী বিদ্যুত সমিতির স্থনীয় লাইনম্যান উজ্জল নামের একজনের সাথে যোগাযোগ করেন। প্রায় দেড় বছর আগে ওই লাইনম্যানের দাবির প্রেক্ষিতে ১১ হাজার টাকা ঘুষ দিতে বাধ্য হন তিনি। টানা ৫/৬ মাস ঘোরানোর পর বৃদ্ধার বাড়ির জমির সীমানায় পল্লী বিদ্যুতের একটি ভাঙ্গা খুটি গেড়ে রেখে আসে। তার পর লা-পাত্তা হয়ে যায় লাইনম্যান। পুত্র সন্তানহীন বৃদ্ধা প্রায় ৪ মাইল পথ পয়ে হেটে কমপক্ষে ১০ বার উজ্জলের বাড়িতে গেছেন। সম্পতি উপজেলা সদরের পল্লী বিদ্যুত সমিতির সাব-জোনাল অফিসে ঘুড়তে থাকেন। মাস খানেক আগে পল্লী বিদ্যুত অফিস আর একজন লাইনম্যানকে সরিজমিন পাঠান। সে পরিদর্শনে গেলে থলের বিড়াল বেড়িয়ে আসে। বৃদ্ধাকে এই লাইম্যান জানান, যে খুটি তার বাড়ির আঙ্গিনায় পোতা হয়েছে সেটি পল্লী বিদ্যুতেরই না। অতএব বৃদ্ধার বাড়িতে আর সংযোগ পাওয়া সম্ভব না।

অবশেষে লাইনম্যান উজ্জলের বিরুদ্ধ উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর বৃদ্ধা আবেদন করেন। গত ২০ মার্চ লাইনম্যান উজ্জলকে তার (ইউএনও) দপ্তরে হাজির হতে নোটিশ নির্দেশ দেন। কিন্তু লাইনম্যান উজ্জল আর হাজির হননি। এখানেই হতদরিদ্র বৃদ্ধার দেওয়া ঘুষের টাকা ফেরতের আশা ফিকে হতে শুরু করে।

রবিবার সকালে সরেজমিন গিয়ে দেখা যায়, ঈশ্বরদী – ভবানীগঞ্জ পাকা সড়কের খাগড়বাড়িয়া মাঠের পূর্বের পাশে একতলা পাকা বাড়ির নির্মান কাজ চলছে। নতুন দেয়ালের সাথে একটি মিটার বোর্ড ও প্রয়োজন মাফিক ওয়ারিং করেছেন। ঘর থেকে প্রায় ৫০ গজ দূরে একটি ইলেকট্রিক খুটি পুতা হয়েছে। বৃদ্ধা খাবার পানির জন্য সাব-মার্সেবল নলকুও পুতেছেন। কিন্তু বিদ্যুৎ সংযোগ লাগেনি। এখন মাঠের মধ্যের নতুন বাড়িতে কুপি জ্বেলে (কেরসিনের তেলের বাতি) রাত কাটান। খাবার পানি আনেন আঁধা কিলোমিটার দূরের এক প্রতিবেশীর বাড়ি থেকে।

বৃদ্ধা মিনতি রানী মজুমদার বলেন, তার বাড়ির থেকে রাস্তা বেশ খানিক দূরে হওয়ায় নতুন খুটি দেওয়ার কথা বলে ১১ হাজার টাকা দাবি করেন লাইনম্যান উজ্জল। জমি ইজারার টাকায় খাবার না কিনে বিদ্যুতের লাইনের জন্য ঘুষ দিয়ে ছিলেন। একমাত্র বিবাহীত মেয়ে মিতালী রানিকে সাথে নিয়ে অনেক বার উজ্জলের বাড়িতেও গেছেন। তিনি ঘরে লুকিয়ে থেকে তাদের সাথে দেখা করেন নি। পল্লী বিদ্যুতের লোক এসে জানায় তার বাড়িতে চুরি করা খুটি পুতে রেখে গেছে। এর পর তিনি ইউএনও’র কাছে আবেদন করেন। কিন্তু তাতেও তার টাকা আর উদ্ধার হয়নি। উল্টো করে তাকে আবার হুমকী ধামকী দিচ্ছে লাইনম্যান উজ্জল ও তার ছেলে।

খোকসা পল্লী বিদ্যুত সমিতির লাইনম্যান উজ্জলের সাথে কথা বলার জন্য তার মুঠো ফোনে একাধিক বার কলা করা হয়। কিন্তু তিনি ফোন রিসিভ করেনি।

খোকসা পল্লী বিদ্যুতের সাব-জোলার অফিসের এজিএম (কম) মোঃ রওনক হোসেন বলেন, উজ্জল নামের তার কোন কর্মকর্তা বা কর্মচারী নেই। এ বিষয়ে কেউ লিখিত অভিযোগ করেনি। অভিযোগ পেলে ব্যবস্থা নেবেন।

আরও পড়ুন – খোকসায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ইফতার মাহফিল অনুষ্ঠিত

উপজেলা নির্বাহী প্রদীপ্ত রায় দ্বিপন বলেন, বৃদ্ধার আবেদনের প্রেক্ষিতে উজ্জলকে নোটিশ করা হয়েছিল। তিনি হাজির হননি। তা সাথে মুঠো ফোনে কথা বলার চেষ্টা করেও পাওয়া যায়নি। তবে আইন গত জটিলতা না থাকলে এজিএমকে বলে বৃদ্ধার সংযোগটা দেওয়ার উদ্যোগ নেওয়া হবে।

খোকসায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ইফতার মাহফিল অনুষ্ঠিত

0

স্টাফ রিপোর্টার

কুষ্টিযার খোকসায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শনিবার বিকালে উপজেলা পরিষদ হলরুমের ইফতার মাহফিলে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খোকসা থানা অফিসার ইনচার্জ শেখ মঈনুল ইসলাম।

ইফতার অনুষ্ঠানে অন্যান্য অতিথিদের উপস্থিত ছিলেন, কুষ্টিয়া জেলা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসিবুর রহমান, জেলা যুগ্ম আহ্বায়ক সাইদ ইসলাম, জেলার সদস্য সাজ্জাদ রব আপন, উপজেলা কমিটির জয়নাল আবেদীন, জিহাদ, সাকিব, আঁখি প্রমুখ।

আরও পড়ুন – খোকসায় পাখি ভ্যানের চাপায় পিষ্ট হয়ে শিশুর মৃত্যু

খোকসা উপজেলা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক তুষার আহমেদ তুহিন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন।

ইফতারের পূর্ব মূহুত্যে দেশ ও জাতির মঙ্গল কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।

খোকসায় পাখি ভ্যানের চাপায় পিষ্ট হয়ে শিশুর মৃত্যু

0

স্টাফ রিপোর্টার

কুষ্টিয়ার খোকসার গ্রামে ব্যাটারি চালিত পাখি ভ্যানের চাপায় পিষ্ট হয়ে চার বছরের এক কন্যা শিশুর মৃত্যু হয়েছে।

শনিবার বিকালে খোকসার গোপগ্রাম থেকে কুমারখালীর তরুন মোড় সড়কের শ্যামগঞ্জে চার বছরের ওই শিশু রোজা শরীরের উপর দিয়ে পাখি ভ্যান উঠে যায়। নিহত শিশু রোজা এলাকার রমজান আলীর মেয়ে।

গোপগ্রাম ইউনিয়নের এক নম্বর ওয়ার্ডের মেম্বর মতিয়ার রহমান ও থানা পুলিশের এক এসআই শিশু রোজা মৃত্যুর খবর নিশ্চিত করেন।

ইউপি সদস্য মতিয়ার রহমান জানান, বিকালে ইফতারের আগে বাড়ির লোকজন ব্যস্ত ছিল। এ সময় শিশুটি দৌড়ে গিয়ে বাড়ির পাশের পাকা রাস্তার উপর বসে পরে। এ সময় দ্রæত গতি সম্পন্ন কুমারখালী গামী পাখি ভ্যানের চালক নিয়ন্ত্রন হারিয়ে শিশুটির উপর চাপিয়ে দেয়। স্থানীয়রা আহত শিশুটিকে উদ্ধার করে কুমারখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত বলে ঘোষনা করে। পরে খোকসা থানা পুলিশের বিশেষ অনুমতি নিয়ে শিশুটিকে তার গ্রামের কবর স্থানে দাফন করা হয়েছে।

আরও পড়ুন – সড়কে গাছ ফেলে যাত্রীবাহী বাসে ডাকাতি

খোকসা থানা পুলিশের এসআই তুষার জানান, তিনি দুর্ঘটনার খবর পেয়ে ঘটনা স্থলে গিয়েছিলেন। সে সময় শিশুটির লাশ কুমারখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ছিল। পরে শিশুটির পরিবারের লোকেরা থানায় এসেছিল।

সর্বশেষ সংবাদ

খোকসায় ইয়াবাসহ এক মাদক বিক্রেতা আটক

স্টাফ রিপোর্টার কুষ্টিয়ার খোকসা থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে ইয়াবা ট্যাবলেটসহ এক মাদক বিক্রেতাকে আটক করেছে। থানা পুলিশ সূত্রে জানা গেছে, রবিবার দিনগত রাত ৮টার দিকে...

বিদ্যালয়ের গাছে ঝুলছিল নৈশপ্রহরীর মরদেহ

কুষ্টিয়া প্রতিনিধি কুষ্টিয়ার কুমারখালীতে একটি বিদ্যালয়ের গাছ থেকে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রবিবার (২০ এপ্রিল) সকাল সাড়ে ৬টার দিকে উপজেলার নন্দলালপুর ইউনিয়নের সোন্দাহ মাধ্যমিক...

মাদকবিরোধী অভিযানে বাধার মুখে ম্যাজিস্ট্রেটসহ পুলিশ বাহিনী

কুষ্টিয়া প্রতিনিধি কুষ্টিয়ার ভেড়ামারায় মাদক বিরোধী অভিযান পরিচালনায় গিয়ে বাধা মুখে পরেন নির্বাহী ম্যাজিস্ট্রেট আনোয়ার হোসেনসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। মাজারের ভক্ত অনুসারীরা এ ঘটনা...

জামায়াতে ইসলামীর উলামা সম্মেলন অনুষ্ঠিত

কুষ্টিয়া প্রতিনিধি কুষ্টিয়ায় জামায়াতের উলামা সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে বাংলাদেশ জামায়াতে ইসলামী কুষ্টিয়া উলামা বিভাগের আয়োজনে কুষ্টিয়া জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে এই সম্মেলন অনুষ্ঠিত...

 খোকসার একই ব্যক্তি দুই পদে চাকরি করছেন

স্টাফ রিপোর্টার একই ব্যক্তি মাধ্যমিক শিক্ষার উন্নয়ন প্রকল্প ও একটি মাদ্রাসায় আরবি প্রভাষক পদে চাকরি করে চলেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। উর্দ্ধতন কর্মকর্তাদের সাথে যোগসাযোসে...