সোমবার, ২১ এপ্রিল, ২০২৫
Home Blog Page 12

প্রতিবাদ

0

দৈনিক সমকালসহ একাধিক পত্রিকার এজেন্ট ইকবাল হোসেনের উপর হামলা হয় ১৩ মার্চ। শনিবার পর্যন্ত টানা ৯ দিনেও হামলাকারী যুবলীগ নেতা সুলতানকে গ্রেফতারে করতে পারেনি পুলিশ। সচেতন নাগরিকদের ব্যানারে থানার সামনে পর্যন্ত মানব বন্ধন করেছে তারা। অপরাধিকে গ্রেফতারে দিয়েছে ৪৮ ঘন্টার আল্টিমেটাম। শনিবার সকালে ছবিগুলো তোলা।

আরও পড়ুন – ভেড়ামারায় অগ্নিকান্ডে চার পরিবার সর্বশান্ত

 

আরও পড়ুন – খোকসায় পত্রিকার এজেন্টের উপর হামলা প্রতিবাদে মানব বন্ধন

খোকসায় পত্রিকার এজেন্টের উপর হামলা প্রতিবাদে মানব বন্ধন

0

স্টাফ রিপোর্টার

কুষ্টিয়ার খোকসায় সমকালসহ একাধিক পত্রিকার এজেন্ট ইকবাল হোসেনের উপর হামলাকারীকে গ্রেফতার ও বিচারের দাবিতে থানার সামনে মানববন্ধন ও বিক্ষোভ করেছে।

শনিবার সকালে সচেতন নাগরিক সমাজের ব্যানারে খোকসা বাস স্ট্যান্ডে মানব বন্ধন শুরু হয়। প্রায় ৩০ মিনিট পর মানব বন্ধনকারীরা মৌন মিছিল নিয়ে থানার গেটে এসে অবস্থান নেয়। তারা এখানে আবার মানববন্ধন সৃষ্টি করে। এ সময় বক্তব্য রাখেন আহত পত্রিকার এজেন্ট ইকবালের স্ত্রী শিউলি খাতুন, ইয়াকুব আলী, ও জুলফিকার হোসেন প্রমুখ।

বক্তারা পত্রিকা এজেট ইকবালে উপর হামলা কারী যুবলীগ নেতা ও পত্রিকার এজেন্ট সুলতান হোসেনকে গ্রেফতার ও বিচারের দাবি করেন। বক্তারা এ জন্য পুলিশকে ৪৮ ঘন্টা সময় বেঁধে দিয়েছেন।

উল্লেখ্য, গত ১৩ মার্চ বৃহস্পতিবার সকালে জাতিয় পত্রিকার এজেন্ট ইকবাল হোসেন (৬০) এর উপর এ হামলার ঘটনা ঘটে। সকাল সাড়ে সাতটার দিকে পত্রিকার গাড়ি থেকে পত্রিকা নেওয়ার জন্য ইকবাল হোসেন উপজেলা সদরের বাস্টান্ডে আসেন। এ সময় অপর পত্রিকা বিক্রেতা সুলতার হোসেন তাকে লোক মারফত ডাকিয়ে নিয়ে হামলা চালায়। পরে স্থানীয়রা আহত ইকবালকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। এ ঘটনায় আহত পত্রিকার এজেন্টের স্ত্রী শিউলি খাতুন বাদি হয়ে থানায় মামলা দায়ের করেন।

আরও পড়ুন – ভেড়ামারায় অগ্নিকান্ডে চার পরিবার সর্বশান্ত

ইকবাল হোসেন প্রায় ৩ যুগ ধরে সমকাল, ইত্তেফাক, যুগান্তরসহ বেশ কিছু পত্রিকার খোকসার এজেন্ট হিসেবে নিয়োজিত রয়েছেন। সুলতান হোসেনও প্রথম আলোসহ একাধিক পত্রিকার বিক্রেতা। দুই জনের মধ্যে ব্যবসা নিয়ে বিরোধিতা রয়েছে।

ভেড়ামারায় অগ্নিকান্ডে চার পরিবার সর্বশান্ত

0

কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়ার ভেড়ামারার গ্রামে অগ্নিকান্ডে চার পরিবারের সব পুড়ে ছাই হয়ে গেছে।

শুক্রবার (২১ মার্চ) ভোরে উপজেলার জুনিয়াদহ ইউনিয়নের মওলাহাবাসপুর গ্রামের শান্তিপাড়া এলাকায় এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, রান্নাঘর থেকে আগুনের সূত্রপাত হয় বলে ধারণা করা হচ্ছে। আগুন দ্রæত ছড়িয়ে পড়ায় ৪টি বাড়ির ১০টি রুম, নগদ টাকাসহ মালামালও পুড়ে গেছে। চারটি পরিবার সর্বস্ব হারিয়ে পথে বসেছে।

ভুক্তভোগী মোহাম্মদ নুরুজ্জামান জানান, বাড়িতে নগদ ২ লাখ টাকা, পাসপোর্ট, একটি ঘরসহ রান্না ঘর সম্পূর্ণ পুড়ে গেছে।

আরেক ভুক্তভোগী দুলাল হোসেন জানান ৩টি রুম, একটি রান্নাঘর, ১টি ফ্রিজ, গ্যাসের চুলাসহ নগদ টাকা আগুনে পুড়ে ছাই হয়ে গেছে।

এদিকে মোহাম্মদ বিলাল হোসেনের একটি গরু, তিনটি ঘর, একটি গরুর ঘর, একটি ফ্রিজ, একটি গ্যাসের চুলা, ব্যাংকের সকল নথি এবং জমির দলিলপত্র আগুনে পুড়ে ছাই হয়ে গেছে।

অন্যদিকে মোহাম্মদ কামাল হোসেনের একটি রুম, একটি রান্নাঘর, দুইটি মোবাইল এবং বাক্সে থাকা নগদ আশি হাজার টাকা আগুনে পুড়ে ছাই হয়ে গেছে।

তিনি জানান, ফায়ার সার্ভিস পৌঁছেতে দেরী হওয়ায় পরিবারগুলোর বেশিরভাগ সম্পদ পুড়ে যায়। ফায়ার সার্ভিসের টিম আরও একটু আগে পৌঁছালে হয়ত ক্ষয়ক্ষতির পরিমাণ একটু কম হতো।

আরও পড়ুন – নির্বাচন নিয়ে কোনো অনিশ্চয়তা নেই: আসিফ মাহমুদ

ভেড়ামারা ফায়ার সার্ভিস কর্মকর্তা শরিফুল ইসলাম জানান, ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রæত ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনেন। ফায়ার সার্ভিসের পক্ষ থেকে তদন্ত চলমান রয়েছে।

নির্বাচন নিয়ে কোনো অনিশ্চয়তা নেই: আসিফ মাহমুদ

0

দ্রোহ অনলাইন ডেস্ক

অন্তর্র্বতীকালীন সরকারের স্থানীয় সরকার,পল্লী উন্নয়ন ও সমবায় এবং যুব ও ক্রীড়া উপদেষ্টা অসিফ মাহমুদ সজিব ভূঁইয়া সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের এক পোস্টে লিখেছেন, প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস স্পষ্টভাবে বারবার বলছেন ডিসেম্বর থেকে ফেব্রæয়ারির মধ্যে ইলেকশন হবে। আমি নিশ্চয়তা দিতে চাই সরকার এই কথা রাখবে। নির্বাচন নিয়ে কোনো অনিশ্চয়তা নেই।

শুক্রবার (২১ মার্চ) সন্ধ্যায় নিজের ভেরিফায়েড ফেসবুকের এক পোস্টে এমন মন্তব্য করেন তিনি।

তিনি লিখেছেন, নির্বাচন পিছিয়ে যাবে, অনিশ্চয়তা তৈরি হবে এসব শঙ্কার কথা বলে কেউ আওয়ামী লীগ নিষিদ্ধের প্রশ্নে জনতার ঐক্যে ফাটল ধরাতে আসবেন না।

আরও পড়ুন – মেয়ে

তিনি আরও লিখেছেন, গণহত্যাকারী দল হিসেবে আওয়ামী লীগ শুধু জাতীয়ভাবে নয়, আন্তর্জাতিকভাবে ইউএন রিপোর্টের মাধ্যমে স্বীকৃত। জনতার ঐক্য জিন্দাবাদ।

মেয়ে

0

শিশুর জীবন সাজাতে মা প্রধান কারিগর। মা’কে দেখেই শিশু শেখে। শিশু যদি হয় মেয়ে। দলবেঁধে গাছ থেকে পেঁয়াজ ছাড়াতে বসেছেন মা। শিশুটিও নিজের খেলনা বটি নিয়ে মায়ের সহযোগিতা এগিয়ে এসেছে। শুক্রবার দুপুরে কুষ্টিয়ার খোকসার জানিপুর ইউনিয়নের শেখপাড়া বিহারিয়া থেকে ছবিটি তোলা।

আরও পড়ুন – খোকসায় বাস-ট্রাক মুখোমুখি সংঘর্ষ আহত ১৫ জন

আরও পড়ুন – সমকালের সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন

সমকালের সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন

0

কুষ্টিয়া প্রতিনিধি

সংবাদ প্রকাশের জের ধরে দৈনিক সমকাল পত্রিকা এবং এনটিভি অনলাইনের কুষ্টিয়া কুমারখালী প্রতিনিধি মো. মিজানুর রহমান নয়নের বিরুদ্ধে মিথ্যা ও হয়রানিমূলক মামলার প্রতিবাদে এবং অবিলম্বে মামলাটি প্রত্যাহারের দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার ( ২০ মার্চ) দুপুরে কুষ্টিয়ার প্রেসক্লাবের সামনে এন এস রোড সড়কে প্রায় ঘণ্টাব্যাপী এই মানববন্ধন ও প্রতিবাদ সভার আয়োজন করে কুষ্টিয়া সাংবাদিক অধিকার পরিষদ।

কুষ্টিয়া প্রেসক্লাবের কোষাধ্যক্ষ ও বাংলা টিভির জেলা প্রতিনিধি লিটনউজ্জামানের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন কুষ্টিয়া প্রেসক্লাবের সভাপতি ও বাংলাদেশ প্রতিদিনের জেলা প্রতিনিধি আল মামুন সাগর, কুমারখালী প্রেসক্লাবের সভাপতি কে এম আর শাহিন ও সাধারণ সম্পাদক এম এ উল্লাস, আজকের পত্রিকার জেলা প্রতিনিধি দেবাশীষ দত্ত, এনটিভির জেলা প্রতিনিধি শ্যামলী ইয়াসমিন, এনটিভি অনলাইন প্রতিনিধি বিদ্যুৎ খন্দকার, খবরওয়ালা পত্রিকার সম্পাদক মুন্সী আহমেদ জুয়েল, দেশ টিভি জেলা প্রতিনিধি নাহিদ হাসান তিতাস, নিউজ ২৪ টিভির জেলা প্রতিনিধি মাহাতাব উদ্দিন লালন, এশিয়ান টেলিভিশনের জেলা প্রতিনিধি হাসিবুর রহমান রিজু, সময়েক কাগজ পত্রিকার সহ সম্পাদক খন্দকার টানু, বার্তা সম্পাদক অঞ্জন শুভ, সারা বাংলা কুষ্টিয়া প্রতিনিধি রাব্বি প্রমখ।

সাংবাদিক নেতারা বলেন, মিজানুর রহমান নয়ন একজন সৎ, পরিশ্রমী ও কর্মঠ সাংবাদিক। সম্প্রতি একটি সংবাদ প্রকাশের জের ধরে ২০১৮ সালের ঘটনায় ২০২৫ সালের ৯ মার্চ মামলা করা হয়েছে। মামলায় হয়রানিমূলকভাবে নয়নকে ৩ নম্বর আসামি করা হয়েছে। মামলাটি পিবিআই পুলিশের তদন্তাধীন রয়েছে। আমরা স্ষ্ঠু ও সঠিক তদন্ত সাপক্ষে অতিবিলম্বে মিথ্যা ও হয়রানিমূলক মামলা থেকে সাংবাদিক নয়নকে প্রত্যাহারের দাবি জানায়।

তারা আরও বলেন, নতুন বাংলাদেশেও প্রতিদিনই সাংবাদিকরা হামলা, মামলা ও নির্যাতনের শিকার হচ্ছেন। দ্রæত সাংবাদিক নির্যাতন বন্ধ করা না হলে কঠোর আন্দোলন গড়ে তোলা হবে।

মামলার এজাহার ও স্থানীয় সুত্রে জানা গেছে, ২০১৮ সালের ২৮ ডিসেম্বর দুপুরে জাতীয় নির্বাচনের প্রচারণা করতে কুমারখালীর যদুবয়রা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ইউসুফ আলী মোল্লার বাড়িতে গিয়েছিলেন কুমারখালী উপজেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য, পান্টি ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও চৌরঙ্গী বহুমুখী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শেখ রেজাউল করিম ( মিলন)। সেসময় দুর্বৃত্তরা তার ওপর হামলা চালিয়ে তাকে গুরুতর আহত করেন। এ ঘটনার প্রায় ৭ বছর পরে রেজাউল বাদী হয়ে চলতি বছরের ৯ মার্চ কুষ্টিয়া বিজ্ঞ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলা করেন। মামলায় অজ্ঞাত আসামি করা হয়েছে আরো ২০ -২৫ জনকে।

নালিশী অভিযোগটির সত্য – মিথ্যা যাচাই করে চলতি বছরের মে মাসের ১৮ তারিখের মধ্যে প্রতিবেদন দাখিলের জন্য কুষ্টিয়া পিবিআই পুলিশ সুপারকে নির্দেশ দিয়েছেন বিজ্ঞ আদালত। মামলার অন্যান্য আসামিরা হলেন – পান্টি ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সামিউর রহমান সুমন, যদুবয়রা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা মিজানুর রহমান মিজানসহ ১২ আওয়ামী লীগের নেতাকর্মী।
মামলায় আনিত অভিযোগ অস্বীকার করে সাংবাদিক মিজানুর রহমান নয়ন বলেন, ১ মার্চ মামলার বাদী শেখ রেজাউল করিম মিলনের ভাই শেখ রাসেলের পুলিশ বিরোধী বিতর্কিত একটি ভিডিও বক্তব্য সমকাল, এনটিভি অনলাইনসহ সকল গণমাধ্যম ও ফেসবুকে ব্যাপক ভাইরাল হয়। এছাড়াও অতীতে মিলনের বিরুদ্ধে নানা অনিয়মের সংবাদ প্রকাশের জেরে ২০১৮ সালের একটি ঘটনায় আমার বিরুদ্ধে ২০২৫ সালের ৯ মার্চ মিথ্যা ও হয়রানিমূলক মামলা করা হয়েছে। সঠিক তদন্তের মাধ্যমে মামলা থেকে আমাকে অব্যাহতি এবং প্রকৃত দোষীদের শাস্তি প্রদান করা হোক।

আরও পড়ুন – খোকসায় বাস-ট্রাক মুখোমুখি সংঘর্ষ আহত ১৫ জন

তবে এবিষয়ে সাংবাদিকদের সঙ্গে কোনো কথা বলতে রাজি হননি মামলার বাদী রেজাউল করিম মিলন।

খোকসায় বাস-ট্রাক মুখোমুখি সংঘর্ষ আহত ১৫ জন

0

স্টাফ রিপোর্টার

গভীর রাতে কুষ্টিয়া-রাজবাড়ী আঞ্চলিক মহাসড়কের খোকসায় একটি পরিবহনের যাত্রীবাহী বাস ও ট্রাক মুখোমুখি সংঘর্ষে কমপক্ষে ১৫ জন আহত হয়েছেন।

বৃহস্পতিবার দিনগত রাত ১২ টার দিকে এই অঞ্চলিক মহসড়কের বিলজানি বাজারের পূর্ব পাশে এই ভয়াবহ দুর্ঘটনা ঘটে। এ দুর্ঘটনায় এক শিশু বাদে বাসের ১১ যাত্রীর সবাই গুরুতর আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে খোকসা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। এদের মধ্যে আহত তিনজনকে রেফার্ড করা হয়েছে। এবং তিন জনকে স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। এ ছাড়া বাস ও ট্রাকের আহত চালকরা ঘটনাস্থল থেকে আত্মগোপনে চলে যায়। দুর্ঘটনা কবলিত দুটি গাড়ি দুমড়ে মুচরে সড়কের উপর পরে। ফলে সড়কে যোগাযোগ বন্ধ হয়ে যায়। পরে থানা পুলিশ ঘটনা স্থলে পৌচ্ছে বিকল্প সড়কে যান চলাচল স্বাভাবিক করে।

যাত্রীদের সূত্রে জানা গেছে, রাতে ঢাকা থেকে কুষ্টিয়ার উদ্যেশ্যে যাত্রী নিয়ে ছেড়ে আসা শুভ বসুন্ধরা পরিবহনের (ঢাাকা মেট্রো- ব -১২ -৪০১০) বাসটি ঘটনা স্থলে পৌচ্ছালে বিপরিত দিক থেকে আসা পণ্য বোঝাই ট্রাক ( ঢাকা মেট্রো ট – ২০-৭৭৫৮) এর সাথে সামনা সামনি আঘাত করে।

বাস ট্রাক মুখোমুখি সংঘর্ষে হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন, হেলাল (৫৪), সোলাইমান (৪০), রবিউল (৩০), জাহাঙ্গীর (২৩), রফিকুল (৪২) আমির হোসেন (৪৫)।

হাসপাতালে চিকিৎসাধীন বাসের হেলপার জাহাঙ্গীর জানান, তার গাড়ি ঠিক ভাবে আসছিল। ট্রাকের চালক এলোমেলো আসছিল। ওই গাড়ি বাসের সামনে আছড়ে পরেছে।

শিমুলিয়া ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের মেম্বর আনছার আলী জানান, ঠিক ১২ টা ২ মিনিটের সময় বিকট শব্দ পেয়ে তিনি রাস্তায় আসেন। লোকজন নিয়ে উদ্ধার কাজে ঝাপিয়ে পরে। তিনি জানান, বাসের এক শিশু যাত্রীবাদে ১০/১১ জন যাত্রী, ড্রাইভার, হেলপার ও সুপার ভাইজার সবাই আহত হয়েছেন। দুই গাড়ির চালকদের একটি বাসে রাজবাড়ী পাঠিয়ে দেওয়া হয়।

আরও পড়ুন – খোকসায় চাঁদাবাজির মামলায় আটক এক

থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ মঈনুল ইসলাম বলেন, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ও স্থানীয়রা উদ্ধার কাজে অংশ নিয়েছে। আহতদের হাসপাতালে পাঠানো হয়েছে। যোগাযোগ স্বাভাবিক রাখতে পুলিশ কাজ করছে।

খোকসায় চাঁদাবাজির মামলায় আটক এক

0

স্টাফ রিপোর্টার

কুষ্টিয়ার খোকসায় এক ধর্ণাঢ্য সরকারী চাকুরী জীবী দম্পতির দোকান ঘরে তালা দেওয়ার পর এবার দাবিকৃত চাঁদার ৫ লাখ টাকা না পেয়ে বসতবাড়ি দখলে নেওয়া ও হত্যার হুমকী দেওয়ার ঘটনায় দায়ের কৃত মামলায় একজনকে আটক করেছে থানা পুলিশ।

বৃহস্পতিবার এ ঘটনায় থানায় দায়ের করা চাঁদাবাজির মামলার এজাহারনামীয় ৩নং আসামী মোঃ আতিকুল আলম (৪৪) কে গ্রেফতার করে পুলিশ। আটক আতিকুল পৌর এলাকার ১ নম্বর ওয়ার্ডের মৃত মাহফুজুল আলম এর ছেলে।

জানা গেছে, ৫ আগস্টের পর ধর্ণাঢ্য সরকারী চাকুরী জীবী দম্পতি দিলিপ কুমার সেন ও অঞ্জনা রানীর কাছে স্থানীয় আওয়ামী লীগের এক ক্যাডার মোটা অংকের চাঁদা দাবি করে। দাবিকৃত চাঁদা না পেয়ে এই দম্পতির নিজ নামীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনের তিনটি দোকান ঘরে তালা ঝুলিয়ে দেয় ক্যাডার বাহিনী। সম্প্রতি ওই বাহিনী প্রধান ও তার ক্যাডার বাহিনী চাঁদার দাবিতে মরিয়া হয়ে ওঠে। গত রবিবার (১৫ মার্চ) রাতে ওই দম্পতির বাড়িতে হানা দিয়ে ভাড়াটিয়াদের বাড়ি ফাঁকা করে দেওয়া জন্য নির্দিশ দিয়ে যায়। ক্যাডাররা বাড়ির বসতিদের জানিয়ে যায়, হয় চাঁদার টাকা। না হয় পরিবারের কর্তাকে হত্যা করা হবে। এ ঘটনার একটি ভিডিও ফুটেজ (সিসিটিভি) ফেসবুকে ভাইরাল হয়।

খোকসা থানা পুলিশের হোয়ার্টস অ্যাপ সুত্রে জানা গেছে, এ ঘটনায় বৃহস্পতিবার (২০ মার্চ) ভুক্তভোগী অঞ্জনা রানী বাদি হয়ে খোকসা থানায় একটি চাঁদাবাজি ও হত্যার হুমকীর মামলা দায়ের করেছেন। দাবি তার লিখিত এজাহারে দাবি করেন তার স্বামী- দিলিপ কুমার সেন, সাং- খোকসা চুনিয়াপাড়া, থানা- খোকসা, জেলা- কুষ্টিয়া এর বাড়ীতে গত ইং- ১০-১২-২০২৪ সকাল অনুমান ১০.০০ ঘটিকার সময় উপস্থিত হইয়া আসামী ১। পারভেজ উল আলম রাজন (৪৮), পিতা- আশরাফুল আলম@আশা ডাক্তার, সাং-হিজলাবট, এপি/ সাং-পাতিলডাঙ্গী, ২। মোঃ আশিক বিশ্বাস জনি (২৮), পিতা- মোঃ জাহিদ বিশ্বাস, সাং-পাতিলডাঙ্গী, ৩। মোঃ আতিকুল আলম (৪৪), পিতা- মৃত মাহফুজুল আলম, সাং- খোকসা চুনিয়াপাড়া, সর্ব থানা-খোকসা, জেলা-কুষ্টিয়াসহ অজ্ঞাতনামা ২/৩ জন ৫,০০,০০০/- (পাঁচ লক্ষ) টাকা চাঁদা দাবী করে। বাদি চাঁদা দিতে অস্বীকার করিলে একই তারিখে খোকসা উপজেলা স্বাস্থ্য কমপেপ্লক্সের সামনে তাদের চৌধুরী ফার্সেমী নামে ঔষধের দোকানে তালা লাগিয়ে দেয়। পরবর্তীতে ইং-১৫-০৩-২০২৫ তারিখ রাত্র অনুমান ০৮.০০ ঘটিকার সময় আসামীরা বাদির বসত বাড়ীর ঘরে প্রবেশ করিয়া বাদির বাড়ীর ভাড়াটিয়াদের বলে যে, তোদের মালিকের নিকট ৫,০০,০০০/- (পাঁচ লক্ষ) টাকা চাঁদা চেয়ে ছিলাম কিন্তু দেয় নি। বিধায় এই বাড়ী আমরা দখল করবো। আগামী সাত দিনের মধ্যে তোমরা অনত্র চলিয়া যাইবা। বাদির অভিযোগের ভিত্তিতে খোকসা থানার মামলা নং-১০, তারিখ- ২০ মার্চ, ২০২৫; ধারা- ১৪৩/৪৪৮/৩৮৫/৫০৬ The Penal Code রুজু করা হয়।

আরও পড়ুন – কুষ্টিয়াকে সবুজে ঢাকতে শুরু হলো ৩০ হাজার বৃক্ষ রোপণ কর্মসূচি

এজাহারনামীয় ৩নং আসামী মোঃ আতিকুল আলম (৪৪) কে গ্রেফতার করা হয় এবং এজাহারনামীয় অন্যান্য আসামীদের গ্রেফতারের অভিযান চলমান আছে। ধৃত আসামীকে বিজ্ঞ আদালতে প্রেরণ প্রক্রিয়াধীন।

খোকসা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ মঈনুল ইসলাম জানান, একজনকে আটক করা হয়েছে। বাঁকীদের আটকের পক্রিয়া চলছে।

কুষ্টিয়াকে সবুজে ঢাকতে শুরু হলো ৩০ হাজার বৃক্ষ রোপণ কর্মসূচি

0

কুষ্টিয়া প্রতিনিধি

পরিচ্ছন্ন ও সবুজ কুষ্টিয়া গড়তে ৩০ হাজার গাছ রোপণের কর্মসূচি হাতে নিয়েছে গ্রিন কুষ্টিয়া-ক্লিন কুষ্টিয়া নামে একটি সামাজিক সংগঠন। এর অংশ হিসেবে বৃহস্পতিবার কুষ্টিয়া শহরের মজমপুর গেট থেকে বটতৈল মোড় ও ত্রিমোহনী পর্যন্ত হাইওয়ে সড়কের আইল্যান্ডে ৬ হাজার বৃক্ষ রোপণ কর্মসূচি শুরু করেছে সংগঠনটি।

সোমবার বেলা ১১টার দিকে বিভিন্ন বাহারি প্রজাতির সৌন্দর্যবর্ধক গাছ নিয়ে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনের সড়কে এই বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন কুষ্টিয়া জেলা বিএনপির সদস্য সচিব প্রকৌশলী জাকির হোসেন সরকার। বৃষ্টি বাঁধা উপেক্ষা করে স্বতঃস্ফূর্তভাবে এই কর্মকান্ডে অংশ নেন সংগঠনটির অর্ধশতাধিক কর্মী।

এ সময় সংগঠনটির উদ্যোক্তা ও কুষ্টিয়া জেলা বিএনপির সদস্য সচিব প্রকৌশলী জাকির হোসেন সরকার সাংবাদিকদের এক প্রশ্নের বলেন, ঈদের আগেই আমরা ৪-৫ কিলোমিটার সড়কে গাছ রোপণ শেষ করতে চাই।

আরও পড়ুন – কুমারখালীর কৃষকরা পেলেন বিনামূল্য বীজ-সার

বৃক্ষরোপণ কর্মসূচি ছাড়াও গ্রিন কুষ্টিয়া-ক্লিন কুষ্টিয়ার উদ্যোগে সংগঠনটির প্রায়ই ৯ শতাধিক কর্মী প্রতি শুক্রবার জেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে পরিস্কার পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা করছেন।

কুমারখালীর কৃষকরা পেলেন বিনামূল্য বীজ-সার

0

কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়ার কুমারখালীতে তেল ও ডাল জাত ফসলের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে এক হাজার ২৫০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ করা হয়েছে।

সোমবার (১৭ মার্চ) সকালে উপজেলা পরিষদ চত্বরে কৃষি প্রণোদনা কর্মসূচীর আওতায় খরিপ মৌসুমে গ্রীষ্মকালীন মুগ ও তিল ফসলের বীজ ও সার বিতরণের আয়োজন করে উপজেলা কৃষি কার্যালয়।

বিনামূল্যে বীজ ও সার বিতরণ অন্ষ্ঠুানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম মিকাইল ইসলাম। উপজেলা কৃষি কর্মকর্তা মো. রাইসুল ইসলামের সভাপতিত্বে এসয় উপস্থিত ছিলেন জ্যেষ্ঠ উপজেলা মৎস্য কর্মকর্তা মাহমুদুল হাসান প্রমুখ।

উপজেলা কৃষি অফিস সূত্রে জানা যায়, চলতি অর্থবছরে তিল ফসলের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে এক হাজার ২০০ জন প্রান্তিক কৃষককে প্রণোদনা কর্মসূচীর আওতায় বিনামূল্যে বীজ ও সার প্রদান করা হয়েছে। প্রত্যেক কৃষককে এক কেজি করে বীজ, ১০ কেজি ডিএপি ও ৫ কেজি এমওপি সার প্রদান করা হয়। এছাড়াও মুগ ডালের উৎপাদন বৃদ্ধির লক্ষ্য ৫০ জন কৃষক বীজ ও সার প্রদান করা হয়েছে। প্রত্যেক কৃষক ৫ কেজি করে বীজ, ১০ কেজি ডিএপি ও ৫ কেজি এমওপি সার পেয়েছেন।

এদিকে বিনামূল্যে বীজ ও সার পেয়ে ভিষণ খুশি কৃষকরা। এ বিষয় চাপড়া ইউনিয়নের লাহিনীপাড়া এলাকার বয়োজ্যেষ্ঠ কৃষক কামাল হোসেন বলেন, টাকা ছাড়াই ৫ কেজি মুগের বীজ, ৫ কেজি ডিএপি ও ১০ কেজি এমওপি সার দিয়েছেন সরকার। দেড় বিঘা জমিতে চাষ করব। এভাবে বিনামূল্য বীজ – সার পেলে ভবিষ্যতে এ চাষ বৃদ্ধি করার প্রত্যাশা তার।

আরও পড়ুন – খোকসার ওসির নাম ভাঙ্গিয়ে মোবাইলে টাকা দাবি

উপজেলা কৃষি কর্মকর্তা মো. রাইসুল ইসলাম জানান, তেল ও ডাল জাত ফসলের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ করা হয়েছে।

সর্বশেষ সংবাদ

পোপ ফ্রান্সিসের মৃত্যুতে প্রধান উপদেষ্টার শোক

দ্রোহ অনলাইন ডেস্ক ক্যাথলিক খ্রিষ্টানদের সর্বোচ্চ ধর্মগুরু পোপ ফ্রান্সিসের মৃত্যুতে শোক জানিয়েছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। সোমবার এ তথ্য জানিয়েছে প্রধান উপদেষ্টার প্রেস উইং। সোমবার ভ্যাটিকানের...

শেখ হাসিনাসহ পরিবারের ১০ জনের এনআইডি ‘লক’

দ্রোহ অনলাইন ডেস্ক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার রোন শেখ রেহানা সিদ্দিকসহ তার পরিবারে ১০ জনের জাতীয় পরিচয়পত্র (এনআইডি) স্থগিত (লক) করেছে নির্বাচন কমিশনের...

কলেজ মাঠে স্থাপনা নির্মাণের প্রতিবাদে সড়ক অবরোধ

ঝিনাইদহ প্রতিনিধি ঝিনাইদহের শৈলকূপার দুঃখী মাহমুদ ডিগ্রি কলেজ মাঠে স্থাপনা নির্মাণের প্রতিবাদে কলেজের শিক্ষার্থীরা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন। সোমবার (২১ এপ্রিল) বেলা ১১টার দিকে খুলনা-কুষ্টিয়া...

খোকসার বিএনপি নেতারা আধিপত্য বিস্তারে বাকযুদ্ধে সক্রিয়

স্টাফ রিপোর্টার কুষ্টিয়ার খোকসা উপজেলা বিএনপির নেতাদের পাল্টা-পাল্টি শো ডাউন ও সংবাদ সম্মেলনে দেওয়া উষ্কানী মূলক বক্তব্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পরেছে। এসব বক্তব্যে ৫...

অন্ধত্ব রুখতে পারেনি আরশাদ আলীকে

ঝিনাইদহ প্রতিনিধি আরশাদ আলীর দুই চোখই অন্ধ। ৬ বছে বয়সে গুটি বসন্ত রোগে চোখের আলো হারান তিনি। অন্ধত্ব রুখতে পারেনি আরশাদ আলীকে। জীবনযাপনে সাময়িক প্রতিবন্ধকতা...