ঝিনাইদহ প্রতিনিধি
ঝিনাইদহের শৈলকূপার দুঃখী মাহমুদ ডিগ্রি কলেজ মাঠে স্থাপনা নির্মাণের প্রতিবাদে কলেজের শিক্ষার্থীরা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন।
সোমবার (২১ এপ্রিল) বেলা ১১টার দিকে খুলনা-কুষ্টিয়া মহাসড়কের শেখপাড়া বাজার এলাকায় শিক্ষার্থীরা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন।
এ সময় ঝিনাইদহ-কুষ্টিয়া মহাসড়কের দুই পাশে অসংখ্য যানবাহন আটকা পড়ে। ফলে মহাসড়কে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। পরে দুপুর সাড়ে ১২টায় যৌক্তিক সমাধানের প্রতিশ্রæতিতে মহাসড়ক ছেড়ে দেন তারা।
স্থানীয়রা জানায়, শেখপাড়া বাজারের পাশে দুঃখী মাহমুদ ডিগ্রি কলেজ মাঠের ২৭ শতাংশ জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছে। কয়েকদিন আগে কলেজ মাঠের জমির মালিকানা দাবি করে স্থাপনা নির্মাণ শুরু হয়। ওই ঘটনার প্রতিবাদে সোমবার শিক্ষার্থীরা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন।
আরও পড়ুন – খোকসার বিএনপি নেতারা আধিপত্য বিস্তারে বাকযুদ্ধে সক্রিয়
আন্দোলনকারী শিক্ষার্থীরা বলেন, কলেজ মাঠে স্থাপনা নির্মাণের ফলে আমরা খেলাধুলা করতে পারছি না। কলেজের সৌন্দর্য্য নষ্ট হচ্ছে। কলেজ মাঠে স্থাপনা নির্মাণ আমরা মানব না। আমরা সুষ্ঠু সমাধান চাই। তা না হলে আমরা আরও কঠোর আন্দোলনে যাব।
আরও পড়ুন – অন্ধত্ব রুখতে পারেনি আরশাদ আলীকে
শেখপাড়া দুঃখী মাহমুদ কলেজের অধ্যক্ষ মো. আসাদুর রহমান জানান, কলেজ মাঠের জমি এ্যাওয়াজ (বদল) করা। এ্যাওয়াজকৃত জমিতে স্থাপনা নির্মাণ করা হয়েছে। শিক্ষার্থীরা এ বিষয় নিয়ে মহাসড়ক অবরোধ করে। আশা করি সুন্দর সমাধান হয়ে যাবে।
শৈলকূপা উপজেলা নির্বাহী কর্মকর্তা স্নিগ্ধা দাস বলেন, ঘটনাস্থলে পুলিশ ও সহকারী কমিশনারকে (ভূমি) পাঠানো হয়েছিল। কলেজের জমি নিয়ে দীর্ঘদিন ধরে একটা জটিলতা রয়েছে। আমরা কলেজ কর্তৃপক্ষ ও জমির মালিকের সঙ্গে এ বিষয়ে আলোচনা শুরু করেছি। দ্রæত বিষয়টির শান্তিপূর্ণ সমাধান হবে বলে আশা করি।