মঙ্গলবার, ২২ এপ্রিল, ২০২৫
Home Blog Page 16

ঈদের সম্ভাব্য তারিখ প্রকাশ

0

দ্রোহ আন্তর্জাতিক ডেস্ক

পবিত্র ঈদুল ফিতরের সম্ভাব্য তারিখ জানিয়েছে সংযুক্ত আরব আমিরাতের দুবাই জ্যোতির্বিদ্যা গ্রæপ। চলতি বছরের রমজান মাস ২৯ নাকি ৩০ দিনের হবে, সেই তথ্যও প্রকাশ করেছে তারা।

সংস্থাটি জানিয়েছে এবার আরব আমিরাতে ৩০ মার্চ শাওয়াল মাসের চাঁদ দেখা যাবে। আর ৩১ মার্চ পালিত হবে খুশির ঈদ। সাধারণ মানুষের উদ্দেশ্যে দুবাই জ্যোতির্বিদ্যা কেন্দ্র বলেছে, যদি আপনারা চাঁদ দেখতে পান, তাহলে পর্যবেক্ষণের বিষয়টি স্থানীয় কমিটি অথবা অফিসিয়াল চাঁদ দেখা কমিটিকে জানান। সংযুক্ত আরব আমিরাতে ৩০ মার্চ সন্ধ্যায় ঈদের চাঁদ দেখার সম্ভাবনা রয়েছে। এতে ৩১ মার্চ ঈদুল ফিতর শুরু হতে পারে।

যদি আমিরাতসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোত ৩১ মার্চ ঈদুল ফিতর হয় তাহলে এবার ওই অঞ্চলের মানুষ ৩০টি রোজা পূর্ণ করবেন। মধ্যপ্রাচ্যে গত ২৮ ফেব্রæয়ারি সন্ধ্যায় পবিত্র রমজান মাসের চাঁদ দেখা যায়। এরপর ১ মার্চ থেকে সেখানে শুরু হয় পবিত্র ও মহিমান্বিত এ মাস।

মধ্যপ্রাচ্যভিত্তিক সংবাদমাধ্যম খালিজ টাইমস বুধবার (১২ মার্চ) জানিয়েছে, আমিরাতের চাঁদ দেখা কমিটি আগামী ২৯ মার্চ শাওয়াল মাসের চাঁদ অনুসন্ধান করবে। ওইদিন দেশটিতে রমজানের ২৯তম দিন থাকবে।

আরও পড়ুন –  খোকসায় ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আটক

সংবাদমাধ্যমটি আরও জানিয়েছে, যদি রমজান মাসটি ৩০ দিন পূর্ণ করে তাহলে এবার আমিরাতের মুসল্লিরা ঈদে পাঁচদিনের ছুটি পাবেন।

সূত্র: খালিজ টাইমস

খোকসায় ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আটক

0

স্টাফ রিপোর্টার

কুষ্টিয়ার খোকসা পৌরসভার একটি ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদককে আটক করেছে পুলিশ।

খোকসা থানা পুলিশের হোয়াটস আ্যাপ সূত্রে জানা গেছে, বুধবার (১২ মার্চ) বিকালে খোকসা থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে কমলাপুর এলাকা থেকে পৌরসভার ৮ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল বারিক (৫০) কে আটক করে।

আরও পড়ুন – খোকসায় শিক্ষা প্রতিষ্ঠানের কমিটি নিয়ে বিএনপিতে দ্বন্দ্ব

আটক আওয়ামী লীগ নেতা আব্দুল বারিক কমলাপুর গ্রামের আজিজার রহমানের ছেলে। সে ৯ ফেব্রæয়ারি ২৫ ইং তারিখে খোকসায় থানায় দায়েরকরা ৪ নম্বর মামলা আসামী বলে পুলিশ জানিয়েছে।

খোকসায় শিক্ষা প্রতিষ্ঠানের কমিটি নিয়ে বিএনপিতে দ্বন্দ্ব

0

স্টাফ রিপোর্টার

কুষ্টিয়ার খোকসায় এমপিও ভুক্ত মাধ্যমিক স্কুল, কলেজ ও মাদ্রাসার এডহক কমিটি নিয়ে বিএনপির বিভক্ত নেতারা মুখোমুখি হয়ে পরেছেন। অন্যদিকে নেতাদের চাপে সুপারিশ করা নিয়ে বেকায়দায় পরছেন প্রতিষ্ঠান প্রধানরা। ইতোমধ্যে শোমসপুর আবু তালেব ডিগ্রী কলেজের এডহক কমিটির বিরুদ্ধে স্থগিতাদেশ দিয়েছে উচ্চ আদালত।

জানা গেছে, ৫ আগস্টের পর উপজেলা ২৪ টি এমপিও ভুক্ত মাধ্যমিক উচ্চ মাধ্যমিক বিদ্যালয়, ৩টি কলেজ ও ৮টি মাদ্রাসার কমিটি করা নিয়ে বিএনপির স্থানীয় পর্যায়ের নেতারা দৌড় ঝাঁপ শুরু করেন। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সুপারিস পেতে অনেকের বিরুদ্ধে প্রতিষ্টান প্রধানের উপর বল প্রয়োগ করেন। ইতোমধ্যে মাধ্যমিক শিক্ষা বোর্ড ও জাতীয় বিশ্ববিদ্যালয় পৃথক ভাবে ৩টি কলেজসহ বেশ কিছু মাধ্যমিক বিদ্যালয়ের এডহক কমিটির অনুমোদনও দিয়েছে। অনুমোদিত ও অনুমোদনের অপেক্ষায় থাকা একাধিক কলেজ ও মাধ্যমিক বিদ্যালয়ের কমিটি নিয়ে দলটির নেতাদের মধ্যে বিরোধ প্রকাশ্যে রুপ লাভ করেছে। এ ছাড়া বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের কমিটিতে বিএনপি নেতাদের পৌষ্যদের ঠাই হওয়া নিয়ে দলের মধ্যে মিশ্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে।

শোমসপুর আবু তালেব ডিগ্রী কলেজের বিএনপি নেতা মারুফ মোরশেদ সুনাম কে জাতীয় বিশ্ববিদ্যালয় সভাপতি পদে নিয়োগ দেয় কিন্তু এক মাসের মধ্যে তাকে অব্যহতি দিয়ে ওই পদে আসেন উপজেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য সচিব আনিস উজ্জ জামান। ঘটনাটি আদালত পর্যন্ত গড়ায়। ইতোমধ্যে ১১ মার্চ হাইকোটের একটি ব্রেঞ্চ বিএনপির সদস্য সচিব আনুস উজ্জ জামানের কমিটি’র উপর ৪ মাসের স্থগিত আদেশ দিয়েছেন।

উপজেলা সদরের খোকসা জানিপুর পাইলট বালিকা বিদ্যালয়ের কমিটি কেন্দ্র করে মুখো-মুখি অবস্থানে আছেন ছাত্রদলের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সাবেক নেতা মোস্তাফিজুর রহমান ও দলটির আর এক সাবেক ছাত্রদল নেতা জামাল উদ্দিন। এই স্কুলের প্রধান শিক্ষিকাকে জিম্মি করে যশোর বোর্ডে নিয়ে যাওয়া হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। অস্বীকার করেন নি বিদ্যালয়টির প্রধান শিক্ষিকা সালমা খাতুন।

উপজেলার এমপিও ও নন এমপিও ভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানের সদ্য অনুমোদিত এডহক কমিটি নিয়ে কোন তথ্য দিতে পারেনি উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস। সেখান থেকে জানানো হয়, সব তথ্য উপজেলা নির্বাহী কর্মকর্তার অফিসে। সেখানে গিয়ে জানা যায়, নতুন ঘোষনার আলোকে মাধ্যমিক শিক্ষা বোর্ড যশোর ২৩ টি এমপিও ভুক্ত মাধ্যমিক বিদ্যালয়ের এডহক কমিটির অনুমোদন দিয়েছে। এখানেও কলেজ ও মাদ্রসার কোন তথ্য পাওয়া গেলো না।

অপসারণ হওয়া শোমসপুর আবু তালেব ডিগ্রী কলেজের সভাপতি বিএনপি নেতা মারুফ মোরশেদ সুনাম বাদি হয়ে উচ্চ আদালতে রিট আবেদন দায়ের করেন। (যার আবেদন নম্বর ৪১৯৪/ ২০২৫)। ১১ মার্চ বিচারপতি ফাতেমা নাজিব ও বিচারপতি শিকদার মাহামুদুর রাজিবের ব্রাঞ্চ বাদির অনুকূলে ৪ মাসের স্থগিতাদের দিয়েছেন।

ভারপ্রাপ্ত উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোস্তাফিজুর রহমানকে তার অফিসে পাওয়া যায়নি। ফোনও রিসিভ করেন নি। তবে উপজেলা একাডেমিক সুপার ভাইজার মিলন হোসেন খান জানান, কমিটি সংক্রান্ত তাদের কাছে তেমন কোন তথ্য নেই। যা আছে সব উপজেলা নির্বাহী অফিসারের নাজিরের কাছে।

সাবেক ছাত্রদল নেতা মোস্তাফিজুর রহমান মোস্তাক জানান, নেতারা তাদের পৌষ্য ও পছন্দের লোকদের শিক্ষা প্রতিষ্ঠানের সভাপতি বানাতে মারিয়া। এর সাথে জেলা ও উপজেলা পর্যায়ের বিএনপির নেতারাও কলকাঠি নাড়ছেন। এ কারণেই দলীয় কোন্দোল মিটছে না।

একই বিদ্যালয়ের সভাপতি পদের জন্য প্রতিদ্ব›িদ্বতাকারী আর এক সাবেক ছাত্রদল নেতা জামাল উদ্দিন দুষলেন বিএনপির জেলা ও উপজেলা পর্যায়ের নেতাদের। তার অভিযোগ অনেক। তিনি দাবি করেন, উপজেলা ও জেলা বিএনপির নেতার তার বিরুদ্ধের এক প্রার্থীর অনুকুলে নিজেদের প্যাডে সুপারিশ করেছেন। যার আইনগত কোন ভিত্তি নাই।

উপজেলা বিএনপির সদস্য সচিব ও শোমসপুর আবু তারেব ডিগ্রী কলেজের সভাপতির বিরুদ্ধে রিটকারী মারুফ মোরশেদ দাবি করেন, তার পিতাও উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ছিলেন। কিন্তু বিএনপির আহবায়ক কমিটির সদস্য সচিব তার সাথে পায়ে পা দিয়ে বিরোধিতা করেছেন।

তিনি আরও জানান , উপজেলা বিএনপির সদস্য সচিব আনিস উজ্জ জামান একাই চারটি স্কুল কলেজ ও মাদ্রাসা কমিটির সভাপতি হয়েছেন। তার বিপক্ষে আদালত আদেশ দেওয়ায় তিনি আদালতের প্রতি কৃতজ্ঞতা জানান।

খোকসা জানিপুর পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয়টির প্রধান শিক্ষিকা সালমা খাতুন বলেন, আইনের বাইরে গিয়ে কিছু করার নেই। তবুও সবাই চেষ্টা করেছেন। তার কাছে বিভিন্ন পর্যায় থেকে সুপারিশ এসেছে। আইনের বাইরে গিয়ে কাজ করার জন্য।

শোমসপুর আবু বালেব ডিগ্রী কলেজের অধ্যক্ষ রায়হানুল হক জানান, বর্তমান সরকারের আমলে অনুমোদিত প্রথম কমিটির সভাপতি মহামান্য হাইকোট থেকে চলতি কমিটির উপর ৪ মাসের স্থগিতাদেশ এনে দিয়েছেন। আমরা আদালতের প্রতি শ্রদ্ধাশীল। এখন জাতীয় বিশ্ববিদ্যালয় যে সিদ্ধান্ত দেবে সেটাই প্রতিপালন করা হবে।

উপজেলা বিএনপির সদস্য সচিব ও শোমসপুর আবুতালেব ডিগ্রী কলেজের এডহক কমিটি (স্থগিত)’র সভাপতি আনিস উজ্জ জামান এর সাথে মুঠো ফোনে কথা বলা হলে তিনি বলেন, আমিতো দেখিনি। না দেখে শুনে মন্তব্য করতে পারছি না। হাইকোটের কাগজ দুই রকমের হয়। একটা হাই কোটের আদেশ, আর একটা এডভকেট কপি। সেটা আমি জানি না। এ নিয়ে মন্তব্য করতে পারছি না।

আরও পড়ুন – সর্বনিম্ন ফিতরা ১১০ টাকা

উপজেলা বিএনপির আহবায়ক কমিটির সিনয়র যুগ্ন আহবায়ক নাফিজ আহমেদ রাজু বলেন, উপজেলা পর্যাযের অনেক নেতাই ক্ষমতা এক কেন্দ্রিক করে রাখতে চাচ্ছে। ক্ষমতার বিকেন্দ্রীকরণ ও পৌষ্য আধিপত্য বাদ দিলে কোন্দোল মিটতে পারে।

আরও পড়ুন – দৌলতপুরে অস্ত্র-গুলিসহ আওয়ামী লীগ কর্মী আটক

উপজেলা বিএনপির আহবায় বীর মুক্তিযোদ্ধা আলাউদ্দিন খানের সাথে কথা বলার চেষ্টা করা হয়। কিন্তু তিনি ফোন ধরেনি।

সর্বনিম্ন ফিতরা ১১০ টাকা

0
প্রতিকী ছবি

দ্রোহ অনলাইন ডেস্ক

এবারের ঈদুল ফিতরে সর্বনিম্ন ফিতরা নির্ধারণ করা হয়েছে ১১০ টাকা। যা আগের দুই বছর বছর ছিল ১১৫ টাকা। আর এরছর জনপ্রতি সর্বোচ্চ ফিতরা ২ হাজার ৮০৫ টাকা, যা গত বছর ছিল ২ হাজার ৯৭০ টাকা।

আটার দাম কমায় প্রথমবারের মতো কমেছে ফিতরা। ১ কেজি ৬৫০ গ্রাম আটার দাম অনুযায়ী ফিতরা নির্ধারণ করা হয়।

মঙ্গলবার বায়তুল মোকাররম জাতীয় মসজিদে জাতীয় ফিতরা নির্ধারণ কমিটির সভায় এ সিদ্ধান্ত হয়। এতে সভাপতিত্ব করেন জাতীয় ফিতরা নির্ধারণ কমিটির সভাপতি ও বায়তুল মোকাররম জাতীয় মসজিদের খতিব মুফতি আবদুল খালেক।

ইসলাম ধর্মের বিধান অনুযায়ী, সাড়ে ৭ তোলা স্বর্ণ বা সাড়ে ৫২ তোলা রুপার সমপরিমাণ সম্পদের মালিক হলে ফিতরা দেওয়া ওয়াজিব হয়। ঈদের নামাজে যাওয়ার আগেই তা গরিবদের মধ্যে দান করতে হবে। গম, আটা, যব, কিসমিস, খেজুর ও পনির ইত্যাদি পণ্যের যে কোনো একটি অথবা এর দাম গরীব দুস্থকে দানের মাধ্যমে ফিতরা আদায় করা যায়।

আরও পড়ুন – দৌলতপুরে অস্ত্র-গুলিসহ আওয়ামী লীগ কর্মী আটক

সাদাকাতুল ফিতরা নির্ধারণ কমিটির সিদ্ধান্ত অনুযায়ী, এ বছর গম বা আটা দিয়ে ফিতরা আদায় করলে ১ কেজি ৬৫০ গ্রামের বাজারমূল্য ১১০ টাকা দিতে হবে। যব দিয়ে আদায় করলে ৩ কেজি ৩০০ গ্রামের বাজারমূল্য ৫৩০ টাকা, খেজুর দিয়ে আদায় করলে ৩ কেজি ৩০০ গ্রামের বাজারমূল্য ২ হাজার ৩১০ টাকা ফিতরা দিতে হবে। গত বছর খেজুরের দাম ফিতরা ছিল ২ হাজার ৪৭৫ টাকা। কিশমিশ দিয়ে আদায় করলে ৩ কেজি ৩০০ গ্রামের বাজারমূল্য ১ হাজার ৯৮০ টাকা ফিতরা দিতে হবে। গত বছর ছিল ২ হাজার ১৪৫ টাকা দিতে হবে। পনির দিয়ে আদায় করলে ৩ কেজি ৩০০ গ্রামের বাজারমূল্য ২ হাজার ৮০৫ টাকা ফিতরা দিতে হবে। গত বছর যা ছিল ২ হাজার ৯৭০ টাকা।

দৌলতপুরে অস্ত্র-গুলিসহ আওয়ামী লীগ কর্মী আটক

0

কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়ার দৌলতপুরে আওয়ামী লীগের সাবেক অফিস থেকে দলটির কর্মী মাসুম হোসেন (৩২)কে আটক করেছে পুলিশ। এ সময় সেখান থেকে একটি ওয়ান শুটার গান, দুটি শটগানের গুলি, একটি চায়না রাইফেলের গুলি ও দুটি ককটেল উদ্ধার করেছে পুলিশ।

সোমবার (১০ মার্চ) দিবাগত রাতে উপজেলার ফিলিপনগর ইউনিয়নের চরসাদিপুর মোড় থেকে অস্ত্র-গুলি ও ককটেলসহ তাকে আটক করা হয়। আটক মাসুম চরসাদিপুর গ্রামের আব্দুর রশিদের ছেলে।

স্থানীয়রা জানান, চরসাদিপুর মোড়ে আওয়ামী লীগের অফিস গত ৫ আগস্টের পর মানব কল্যাণ সার্বিক গ্রাম উন্নয়ন সমবায় সমিতি লিমিটেডের অফিস হিসেবে ব্যবহৃত হচ্ছিল। অফিসটিতে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি টানানো থাকায় বশির আহমেদ নামের স্থানীয় এক বিএনপি কর্মী প্রতিবাদ করলে মাসুম তাকে মারধর করে ও অস্ত্র দেখিয়ে ভয় দেখায় বলে অভিযোগ ওঠে।

সোমবার পুলিশে খবর দিলে সেখানে তল্লাশি করে মাসুমকে আটক করে পুলিশ। পরে মাসুমের দেখানো অফিস কক্ষ থেকে দুটি শটগানের গুলি, একটি চায়না রাইফেলের গুলি, একটি ওয়ান শুটার গান ও দুটি ককটেল উদ্ধার করে।

আরও পড়ুন – কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতাল অবশেষে চালু হতে যাচ্ছে

দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নাজমুল হুদা বিষয়টি নিশ্চিত করে জানান, উদ্ধার আলামত ও আটক মাসুমকে থানা হেফাজতে নেওয়া হয়েছে। আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতাল অবশেষে চালু হতে যাচ্ছে

0

কুষ্টিয়া প্রতিনিধি

দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে আংশিক ভাবে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতাল চালু হতে যাচ্ছে। আগামী ৭ এপ্রিল বিশ্ব স্বাস্থ্য দিবসের দিন আনুষ্ঠানিকভাবে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতাল আংশিক চালু করা হবে।

মঙ্গলবার (১১ মার্চ) বেলা ১২ টায় হাসপাতালের সেমিনার কক্ষে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতাল, কুষ্টিয়ার আন্ত:বিভাগীয় স্বাস্থ্য সেবা চালুকরণের লক্ষ্যে অনুষ্ঠিত এক সমন্বয় সভায় দীর্ঘ আলোচনা শেষে জেলা প্রশাসক মো: তৌফিকুর রহমান এ ঘোষণা দেন।

সভায় বলা হয় আগামী ৭ এপ্রিল বিশ্ব স্বাস্থ্য দিবসের দিন আনুষ্ঠানিকভাবে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালের দুটি ইউনিট শিশু ও মেডিসিন বিভাগ চালু করা হবে। ওই দিন থেকে প্রতিদিন প্রতিটি ইউনিটে একশো করে মোট দুইশো রোগী ভর্তি নেওয়া হবে। পরবর্তীতে পর্যায়ক্রমে অন্যান্য ইউনিটসহ হাসপাতাল পূর্ণাঙ্গরুপে চালু করা হবে।

কুষ্টিয়ার জেলা প্রশাসক মো: তৌফিকুর রহমানের সভাপতিত্বে সভায় অন্যান্যের মধ্যে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা: মো: আনোয়ারুল কবীর, প্রকল্প পরিচালক চৌধুরী সরোয়ার জাহান, পুলিশ সুপার মো: মিজানুর রহমান, কুষ্টিয়া আর্মি ক্যাম্পের কমান্ডার অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মাহবুবুল আলম শিকদার, কুষ্টিয়া জেলা বিএনপির আহবায়ক কুতুব উদ্দীন আহম্মেদ, সদস্য সচিব প্রকৌশলী জাকির হোসেন সরকার, কুষ্টিয়া জেলা জামায়াতের আমীর মাওলানা মো:আবুল হাশেম, হৃদরোগ এবং মেডিসিন বিশেষজ্ঞ ডা: নাসিমুল বারী বাপ্পী, কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালের মেডিসিন বিভাগের প্রধান ডা: আক্রামুজ্জান মিন্টু, মেডিসিন বিশেষজ্ঞ ডা: মুসা কবির, কুষ্টিয়া প্রেসক্লাবের সভাপতি আল-মামুন সাগর, সিনিয়র স্টাফ নার্স মোছা: ফাতেমা খাতুন ছাড়াও মেডিকেল কলেজের শিক্ষার্থীরা বক্তব্য রাখেন।

সভাপতির বক্তব্যে কুষ্টিয়ার জেলা প্রশাসক মো: তৌফিকুর রহমান বলেন, সব ধরণের চ্যালেঞ্জ মোকাবেলা করে হলেও অত্যন্ত দ্রæততম সময়ের মধ্যে আমাদেরকে যে কোন উপায়ে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতাল চালু করতে হবে। এর জন্য জেলা প্রশাসনের পক্ষ থেকে হাসপাতাল কর্তৃপক্ষকে সার্বিক সহযোগিতা প্রদান করা হবে। কুষ্টিয়ার কোন মানুষ যাতে স্বাস্থ্য সেবা গ্রহণ করতে এসে কোন ধরণের ভোগান্তির শিকার না হন সেদিকে লক্ষ্য রাখতে হবে।

কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা: মো: আনোয়ারুল কবীর বলেন, আমাদের কাছে খুব বেশি গতি আশা করলে ভুল হবে। হাসপাতাল চালু করতে হলে লোকবল, যন্ত্রপাতি, আসবাবপত্র, মেডিসিন সব কিছুই প্রয়োজন হবে। হাসপাতাল চালুর বিষয়ে একটি কমিটি গঠনের ঘোষণা দেওয়া হয় এবং উক্ত কমিটিকে আগামী ১৮ তারিখের মধ্যে এ বিষয়ে রিপোর্ট পেশ করার নির্দেশ প্রদান করা হয়।

প্রসঙ্গত, আওয়ামী লীগ সরকারের আমলে ৫ শয্যার এই মেডিকেল কলেজ হাসপাতাল নির্মাণ ও যন্ত্রপাতি ক্রয়ে ব্যাপক অনিয়ম-দুর্নীতির কারণে বারবার সময় ও অর্থ বরাদ্দ বাড়িয়ে ১৩ বছরেও পূর্ণাঙ্গরুপে চালু করা যায়নি হাসপাতালটি।

জানা গেছে, গত বছরের ১৫ নভেম্বর নবনির্মিত আংশিক হাসপাতাল ভবনের একটি বøকে বহির্বিভাগ চালু হয়। সেখানে শুধু বহির্বিভাগে কিছু রোগী দেখা হয়। হাসপাতালে রোগী ভর্তি, এমনকি পরীক্ষা-নিরীক্ষাও হয় না। যেতে হয় ২৫০ শয্যা বিশিষ্ট কুষ্টিয়া জেনারেল হাসপাতালে। এছাড়াও মেডিকেল শিক্ষার্থীদেরকেও মেডিকেল কলেজ থেকে জেনারেল হাসপাতালে যেতে হয়। এতে চরম ভোগান্তির শিকার হতে হচ্ছে শিক্ষার্থীসহ সেবা প্রত্যাশী সাধারণ মানুষ জনকে।

সূূত্র জানায়,২০১১ সালে কুষ্টিয়া শহরে ম্যাটসে (মেডিকেল অ্যাসিস্ট্যান্ট ট্রেনিং স্কুল) অস্থায়ীভাবে মেডিকেল কলেজের শিক্ষা কার্যক্রম চালু হয়। মূল ক্যাম্পাসে শিক্ষা কার্যক্রম চালু হয় ২০২২ সালের এপ্রিলের প্রথম সপ্তাহে। সেখানে ছয় তলা একাডেমিক ভবন, চার তলা করে দুটি হোস্টেল, শিক্ষক ও কর্মকর্তা-কর্মচারীদের জন্য তিন ও দুই তলা বিশিষ্ট ডরমিটরি, মসজিদসহ আরও কিছু ভবন হস্তান্তর করা হয়। সেখান থেকে প্রায় তিন কিলোমিটার দূরে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে মেডিকেল কলেজের শিক্ষার্থীদের পকেটের টাকা খরচ করে যাতায়ত করে ক্লিনিক্যাল ক্লাস করতে হয়।

আরও পড়ুন – মাগুরায় ধর্ষণের শিকার শিশুটি এখনো লাইফ সাপোর্টে: আইএসপিআর

এ অবস্থায় হাসপাতালটি পূর্ণাঙ্গরুপে চালুর দাবি জানিয়ে শিক্ষার্থীসহ বিভিন্ন মহল দীর্ঘদিন ধরে নানা আন্দোলন সংগ্রাম চালিয়ে আসছিল। সর্বশেষ গত ১০ ফেব্রæয়ারি হাসপাতালটি পূর্ণাঙ্গরূপে চালুর দাবিতে কুষ্টিয়া-রাজবাড়ী আঞ্চলিক মহাসড়ক প্রায় আড়াই ঘন্টা অবরোধ করে রেখে ছিলেন কুষ্টিয়া মেডিকেল কলেজের শিক্ষার্থীরা। শিক্ষার্থীদের আন্দোলন এবং দাবির প্রেক্ষিতে কর্তৃপক্ষ ২০ দিনের মধ্যে শিশু ও মেডিসিন বিভাগ চালু করার আশ্বাস প্রদান করেন।

মাগুরায় ধর্ষণের শিকার শিশুটি এখনো লাইফ সাপোর্টে: আইএসপিআর

0

দ্রোহ অনলাইন ডেস্ক

মাগুরায় ধর্ষণের শিকার শিশুটি এখনো ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) লাইফ সাপোর্টে বলে জানিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)। সেখানে তাকে সর্বোচ্চ চিকিৎসাসেবা দেওয়া হচ্ছে।
সোমবার (১০ মার্চ) রাতে আইএসপিআর এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানিয়েছে।

আইএসপিআর জানায়, গত ৮ মার্চ সন্ধ্যা ৬টায় মাগুরা সদর উপজেলায় ধর্ষণের শিকার আট বছরের শিশুটি সংকটাপন্ন অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে লাইফ সাপোর্টে থাকাকালীন অবস্থায় সিএমএইচে পেডিয়াট্রিক আইসিইউতে ভর্তি হয়। এ সময় শিশুটি সম্পূর্ণ অচেতন অবস্থায় ছিল। এই সময় তার রক্তচাপ ১২০/৭০ মি.মি. (কার্ডিয়াক সাপোর্টসহ), হৃদ স্পন্দন ১১৮/মিনিট, অক্সিজেনের মাত্রা ৯৬ শতাংশ পাওয়া যায়।

শিশুটির গলার সামনের দিকে গভীর ক্ষত এবং শরীরের অন্যান্য স্পর্শকাতর স্থানে আঘাতের চিহ্ন পাওয়া যায়। রোগীর যথাযথ অবস্থার নিরূপণ এবং সঠিক চিকিৎসা প্রদানের জন্য সিএমএইচের কমান্ড্যান্ট, চিফ সার্জন জেনারেল, শিশু বিভাগের উপদেষ্টা ও বিভাগীয় প্রধান, স্ত্রী ও ধাত্রী বিদ্যা বিভাগের উপদেষ্টা ও বিভাগীয় প্রধান, প্লাস্টিক সার্জারি বিভাগের উপদেষ্টা ও বিভাগীয় প্রধান, শিশু সার্জারি বিভাগের উপদেষ্টা ও বিভাগীয় প্রধান, সিনিয়র অবেদনবিদ্যা বিশেষজ্ঞ, সিনিয়র শিশু নিউরোলজিস্টের সমন্বয়ে উচ্চ পর্যায়ের মেডিকেল বোর্ড গঠন করা হয়।

আরও পড়ুন –খোকসায় দুর্যোগ প্রস্তুুতি দিবস পালিত

মেডিকেল বোর্ডের সিদ্ধান্ত মোতাবেক বিভিন্ন প্রয়োজনীয় পরীক্ষাসহ অন্যান্য পরীক্ষা করে যথাযথ চিকিৎসা শুরু করা হয়।
আইএসপিআর আরও জানায়, পরীক্ষায় শিশুটির নিউমোথ্রোক্স (আরটি), এআরডিএস ও ডিফিউজ সেরিব্রাল ইডমা ধরা পরে এবং একই সঙ্গে প্রয়োজনীয় চিকিৎসা শুরু করা হয়। প্রতিদিন স্ট্যান্ডার্ড আইসিইউ প্রটোকল অনুযায়ী প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা করা এবং সেই অনুযায়ী চিকিৎসা প্রদান করা হচ্ছে। বর্তমানে শিশুটি লাইফ সাপোর্টে আছে।

খোকসায় দুর্যোগ প্রস্তুুতি দিবস পালিত

0

স্টাফ রিপোর্টার

কুষ্টিয়ার খোকসায় জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালী অনুষ্ঠিত হয়েছে।

সোমবার সকালে দিবসটি পালন উপলক্ষে উপজেলা ক্যাম্পাসে র‌্যালীটি অনুষ্ঠিত হয়।

পরে উপজেলা নির্বাহী কর্মকর্তার অফিস কক্ষে সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার প্রদীপ্ত রায় দীপন। উপস্থিত ছিলেন উপজেলা উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) মুস্তাফিজুর রহমান, উপজেলা প্রকল্প কর্মকর্তা দোস্তদার হোসেন, খোকসা ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার হাবিবুর রহমান, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রুবিনা আক্তার, উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা তামান্না ইয়াসমিন প্রমুখ।

আরও পড়ুন – সহিংসতার প্রতিবাদ

সহিংসতার প্রতিবাদ

0

দেশব্যাপী নারীর প্রতি সহিংসতার প্রতিবাদে ফুঁসে উঠেছে ছাত্র জনতা। নানা প্রকার স্লোগানে সহিংসকারীকে প্রতিহতের ডাক দিচ্ছে। সোমবার সকালে কুষ্টিয়ার খোকসা সরকারি কলেজ ক্যাম্পাস থেকে শিক্ষার্থী ও সচেতন মহলের ব্যানারে অনুষ্ঠিত বিক্ষোভের একাংশ।

আরও পড়ুন – ধর্ষণ-নিপীড়নের প্রতিবাদে ছাত্রদলের মানববন্ধন

আরও পড়ুন –  খোকসায় ধর্ষকের সর্বোচ্চ শাস্তির দাবিতে বিক্ষোভ

ধর্ষণ-নিপীড়নের প্রতিবাদে ছাত্রদলের মানববন্ধন

0

ঝিনাইদহ প্রতিনিধি

ঝিনাইদহে ছাত্রদল সারাদেশে বিচ্ছিন্ন ভাবে সংঘঠিত ধর্ষণ, নারী নিপীড়ন ও নির্যাতনের প্রতিবাদে মানববন্ধন কর্মসুচি পালন করেছে।

সোমবার (১০ মার্চ) বেলা ১১টার দিকে ঝিনাইদহ কলেজ ছাত্রদলের আয়োজনে ক্যাম্পাসে এ মানববন্ধন পালন করা হয়।

এ কর্মসূচিতে অংশ নেন জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মুশফিকুর রহমান মানিক, সিনিয়র যুগ্ম সম্পাদক শাহরিয়ার রাসেল ও ঝিনাইদহ কলেজ ছাত্রদলের সদস্য সচিব সাকিব হোসাইন প্রমুখ।

আরও পড়ুন – খোকসায় ধর্ষকের সর্বোচ্চ শাস্তির দাবিতে বিক্ষোভ

কর্মসুচিতে কলেজ ছাত্রদলের নেতাকর্মীরা ছাড়াও সাধারণ শিক্ষার্থীরা অংশ গ্রহন করেন। কেন্দ্রীয় ছাত্রদল ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে শহরের পায়রা চত্বরে জেলা ছাত্রদলের সভাপতি সমীনুজ্জামান সমীন ও সহ সভাপতি ইমরান হোসেনের নেতৃত্বে মানববন্ধন কর্মসুচি পালন করে কেসি কলেজ শাখা ছাত্রদল। মানববন্ধন শেষে এক সমাবেশে ঝিনাইদহ জেলা ছাত্রদলের সভাপতি সমীনুজ্জামান সমীন বলেন, ধর্ষকদের দ্রæত বিচার করে দৃষ্টান্তমুলক শাস্তি দিতে হবে।

সর্বশেষ সংবাদ

পোপ ফ্রান্সিসের মৃত্যুতে প্রধান উপদেষ্টার শোক

দ্রোহ অনলাইন ডেস্ক ক্যাথলিক খ্রিষ্টানদের সর্বোচ্চ ধর্মগুরু পোপ ফ্রান্সিসের মৃত্যুতে শোক জানিয়েছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। সোমবার এ তথ্য জানিয়েছে প্রধান উপদেষ্টার প্রেস উইং। সোমবার ভ্যাটিকানের...

শেখ হাসিনাসহ পরিবারের ১০ জনের এনআইডি ‘লক’

দ্রোহ অনলাইন ডেস্ক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার রোন শেখ রেহানা সিদ্দিকসহ তার পরিবারে ১০ জনের জাতীয় পরিচয়পত্র (এনআইডি) স্থগিত (লক) করেছে নির্বাচন কমিশনের...

কলেজ মাঠে স্থাপনা নির্মাণের প্রতিবাদে সড়ক অবরোধ

ঝিনাইদহ প্রতিনিধি ঝিনাইদহের শৈলকূপার দুঃখী মাহমুদ ডিগ্রি কলেজ মাঠে স্থাপনা নির্মাণের প্রতিবাদে কলেজের শিক্ষার্থীরা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন। সোমবার (২১ এপ্রিল) বেলা ১১টার দিকে খুলনা-কুষ্টিয়া...

খোকসার বিএনপি নেতারা আধিপত্য বিস্তারে বাকযুদ্ধে সক্রিয়

স্টাফ রিপোর্টার কুষ্টিয়ার খোকসা উপজেলা বিএনপির নেতাদের পাল্টা-পাল্টি শো ডাউন ও সংবাদ সম্মেলনে দেওয়া উষ্কানী মূলক বক্তব্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পরেছে। এসব বক্তব্যে ৫...

অন্ধত্ব রুখতে পারেনি আরশাদ আলীকে

ঝিনাইদহ প্রতিনিধি আরশাদ আলীর দুই চোখই অন্ধ। ৬ বছে বয়সে গুটি বসন্ত রোগে চোখের আলো হারান তিনি। অন্ধত্ব রুখতে পারেনি আরশাদ আলীকে। জীবনযাপনে সাময়িক প্রতিবন্ধকতা...