মঙ্গলবার, ২২ এপ্রিল, ২০২৫
Home Blog Page 19

কোটা বাতিলের দাবিতে সংবাদ সম্মেলন

0

ঝিনাইদহ প্রতিনিধি

ঝিনাইদহে কোটা বাতিলের দাবিতে গণঅধিকার পরিষদ সংবাদ সম্মেলন করেছে।

মঙ্গলবার সকালে জেলা গণঅধিকার পরিষদের আরাপপুর এলাকার আঞ্চলিক কার্যালয়ে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

সংগঠনের সভাপতি আব্দুল্লাহ আল মামুন সংবাদ সম্মেলনে সভাপতিত্ব করেন। ছাত্র অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রিহান হোসেন রায়হান সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে বলেন, যে বৈষম্যমূলক কোটার বিরুদ্ধে ছাত্র-জনতার এতবড় আত্মত্যাগ, সেই কোটা ব্যবস্থা আবারও চালু করা হলে কঠোর ভাবে প্রতিহত করা হবে। তিনি বলেন, শহীদ এবং আহতদের সুচিকিৎসা ও পুর্নবাসনের ব্যবস্থা না করে তাদের কোটা নামক সুবিধা দেওয়ার চেষ্টা করা মানে সুস্পষ্টও রাজনৈতিক ফায়দা হাসিলের সুযোগ সৃষ্টি করা, ঠিক যেমনি ভাবে মুক্তিযোদ্ধা কোটার সুযোগ-সুবিধা দিয়ে দলে টানতেন ফ্যাসীবাদী আওয়ামীলীগ। অন্তবর্তীকালীন সরকারের ছাত্র প্রতিনিধিদের দায়িত্ব ছিলো পুরো জাতির ঐক্য ধরে রেখে রাষ্ট্র পুনর্গঠন করা। কিন্তু সেটা না করে এভাবে কোটাব্যবস্থা চালুর মাধ্যমে জাতিকে বিভক্ত করে রাজনৈতিক ফায়দা লাভের সুযোগ করা দুঃখজনক। কোটার এমন সিদ্ধান্তে শহীদদের প্রকৃত চেতনাকে ভূলণ্ঠিত করে ছাত্র- জনতার জুলাই গণ অভ্যুত্থানের প্রকৃত চেতনা ও স্পিরিটকে ভুল পথে প্রভাবিত করা হচ্ছে।

আরও পড়ুন – বাবা

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন সাংগঠনিক সম্পাদক মামনুন রহমান, সিনিয়র সহ-সভাপতি সজিব আহমেদ, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক রিফাত মাহমুদ, যুগ্ম সাধারণ সম্পাদক ও সদর উপজেলার সাধারণ সম্পাদক রাব্বি শাহ ও সহ-সাংগঠনিক সম্পাদক পারভেজ খান অন্তর।

বাবা

0

“না রাখি মাটিতে, না রাখি পাটিতে, না রাখি পালঙ্কের উপরে……..” এমনই উভয় সংকটে থাকেন বাবা। শিশু কন্যা আমেনাকে নিয়ে বোনের বাড়ি বেড়াতে গিয়ে ছিলেন বাবা আলামিন। বাবার রিকসার ছিটে বসে বসন্তের বাতাসে শিশুটির ঘুম পাচ্ছে। তাই তাকে কোলে নিয়ে রিকসা চালিয়ে গন্তবে ফিরছেন বাবা। কুষ্টিয়া-রাজবাড়ি সড়কের লাহিনি পাড়া এলাকা থেকে মঙ্গলবার ছবিটি তোলা।

আরও পড়ুন – ফেরিওয়ালা

আরও পড়ুন – বিএনপি নেতার ক্লিনিক সিলগালা, জরিমানা

বিএনপি নেতার ক্লিনিক সিলগালা, জরিমানা

0

কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়ার মিরপুর উপজেলা বিএনপির সদস্য সচিব রহমত আলী রব্বানীর পরিচালিত বিতর্কিত সেই জয়মন ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার সিলগালা ও দুই লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমান আদালত।

সোমবার (৩ মার্চ) দুপুর ১২ টা থেকে বিকাল ৩টা পর্যন্ত প্রায় তিন ঘন্টাব্যাপী অভিযানটি পরিচালনা করেন জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মহসিন উদ্দিন।

এ সময়ে সেনাবাহিনী, ডিবি ও থানা পুলিশের বিপুলসংখ্যক সদস্য উপস্থিত ছিলেন। মেডিকেল প্যাকটিস ও বেসরকারি ক্লিনিক ও ল্যাবরেটরি (নিয়ন্ত্রণ) অধ্যাদেশ ১৯৮২ এর ধারা ১৩(২) মোতাবেক ক্লিনিকের ম্যানেজার সোহেল মোল্লাকে ৫ হাজার টাকা অর্থদন্ড, অনাদায়ে ০৭ দিনের বিনাশ্রম কারাদন্ড এবং একইসাথে সেবাগ্রহীতার জীবন ও নিরাপত্তা বিপন্নকারী সেবা প্রদান করা হচ্ছে এই মর্মে প্রতীয়মান হওয়ায় ভোক্তা অধিকার আইন, ২০০৯ এর ৫২ ধারা মোতাবেক ক্লিনিকের মালিক রহমত আলী রব্বানকে দুই লক্ষ টাকা অর্থদন্ড, অনাদায়ে ৩০ দিনের বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়েছে। সমুদয় অর্থদন্ড ২ লক্ষ ৫ হাজার টাকা ঘটনাস্থলেই আদায় শেষে জয়মন ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারটি সিলগালা করে দেওয়া হয়। তবে ওই সময়ে একজন সিজারিয়ান পেশেন্ট থাকার কারণে তাকে ক্লিনিকটির বিপরীতে অবস্থিত মিরপুর উপজেলার ৫০ শয্যা বিশিষ্ট সরকারি হাসপাতাল স্থানান্তর করা হয়।

এদিকে বহুল আলোচিত ও বিতর্কিত জয়মন ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারের বিরুদ্ধে এ ধরনের অভিযান পরিচালনা করায় জনমনে স্বস্তি ফিরে এসেছে।

জানা যায়, ফ্যাসিস্ট সরকারের সরকারের পতনের পর পরই রহমত আলী রব্বান ও তার ছোট ভাই ইব্রাহিম আলী এবং জাহেদ আলীর নেতৃত্বে ৫০ শয্যা বিশিষ্ট মিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সটির নিয়ন্ত্রণ হাতে নিয়ে নেন। উক্ত হাসপাতালে কর্মরত ডাক্তার, নার্স ও কর্মচারীদের ভয়-ভীতি প্রদর্শনের মাধ্যমে ভর্তিকৃত রোগীদের অতিরিক্ত মূল্য দিয়ে ক্লিনিক এর সাথেই তাদেরই মালিকানাধীন জয়মন ফার্মেসী হতে ঔষধ কেনা এবং অতিরিক্ত চার্জ দিয়ে ডায়াগনস্টিক সেন্টারে পরীক্ষা করাতে বাধ্য করানো হচ্ছিল।

আরও পড়ুন – ফেরিওয়ালা

এ বিষয়ে জানতে চাওয়া হলে মিরপুর উপজেলা বিএনপির সদস্য সচিব রহমত আলী রব্বানী দাবি করেন সম্প্রতি মিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা বিবি করিমুন্নেছার বিরুদ্ধে চলমান আন্দোলন তার নেতৃত্বে হচ্ছে এমনটি মনে করে জেলা প্রশাসনের আক্রশের কারণে তার ক্লিনিকে অভিযান পরিচালনা করা হয়েছে। বিগত দশ দিন যাবৎ তিনি রাজধানী ঢাকায় অবস্থান করছেন বলেও তিনি দাবি করেন।

ফেরিওয়ালা

0

“নিলাম বালা ছয় আনা, লে লো বাবু ছয় আনা, যা নেবে তা, ছয় আনা…….” গ্রামে এই ফেরি ওয়ালার উপস্থিতি কালজয়ী গানটি মনে করে দেয়। প্লাষ্টিকের হরেক রকম পন্য খেলনা থেকে শুরু করে ঘর গৃহস্থালীর কাজের গুরুত্ব তৈযোস পত্র ফেরি করে বিক্রি করছেন। তার বাহারি পন্যের পসরা ঘিরে শিশু ও নারী খুজছে যার যা প্রয়োজন। খোকসার বেতবাড়িয়া ইউনিয়নের জাগলবা গ্রাম থেকে ছবিটি তোলা।

আরও পড়ুন – খোকসায় ছাত্রশিবিরের উদ্যোগে সিঙ্গেল ডিজিট সংবর্ধনা প্রদান

আরও পড়ুন – বিএনপি নেতার সংবাদ সম্মেলনে ভাচুয়ালি যোগ দিলেন সেচ্ছাসেবক লীগ নেতা

শিমুল ফুল ও শিশুরা

0

বসন্তের আগুন লাগা শিমুল ফুল যে কোন শিশুকেই আকৃষ্ট করে। ফুলের সন্ধ্যানে শিশুরা ছুটে যায় শিমুল গাছের তলায়। কোচ ভরে ফুল কুড়িয়ে নিয়ে খেলায় মাতে। চতুর্থ শ্রেণির শিশু শিক্ষার্থী মাসুরা ও তার দুই খেলার সাথি মাইসা ও আমেনা গ্রামের পাকা রাস্তার পাশে শিমুল ফুল কুড়াতে এসেছে। শনিবার দুপুরে খোকসার বেতবাড়িয়া ইউনিয়নের মুকশিদপুর থেকে ছবিগুলো তোলা।

আরও পড়ুন – খোকসায় ছাত্রশিবিরের উদ্যোগে সিঙ্গেল ডিজিট সংবর্ধনা প্রদান

আও পড়ুন – বিএনপি নেতার সংবাদ সম্মেলনে ভাচুয়ালি যোগ দিলেন সেচ্ছাসেবক লীগ নেতা

খোকসায় ছাত্রশিবিরের উদ্যোগে সিঙ্গেল ডিজিট সংবর্ধনা প্রদান

0

স্টাফ রিপোর্টার

কুষ্টিয়ার খোকসায় ইসলামী ছাত্রশিবির উত্তর থানা শাখার আয়োজনে সিঙ্গেল ডিজিট সংবর্ধনা প্রদান করা হয়। বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীদের মাঝে পুরস্কার ও সংবর্ধনা দেয়া হয়।

রবিবার সকালে গোপগ্রাম এজেট ফাজিল মাদ্রাসায় এই সংবর্ধনা সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুষ্টিয়া জেলা ইসলামী ছাত্রশিবিরের সভাপতি খাজা আহমেদ। উক্ত অনুষ্ঠানের সভাপতিত্ব করেন খোকসা উত্তর থানা শিবিরের সভাপতি মোঃ কামরুল ইসলাম।

আরও পড়ুন – বিএনপি নেতার সংবাদ সম্মেলনে ভাচুয়ালি যোগ দিলেন সেচ্ছাসেবক লীগ নেতা

অনুষ্ঠানের প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন কুষ্টিয়া শহর ইসলামী ছাত্রশিবিরের সভাপতি সেলিম শেখ, কুষ্টিয়া ে জেলা ইসলামী ছাত্রশিবিরের শিক্ষা প্রকাশনা সম্পাদক জুবায়ের হোসেন, খোকসা উপজেলা জামায়াতের সেক্রেটারি সহ ইসলামী ছাত্রশিবির ও আমন্ত্রিত অতিথিবৃন্দ বক্তব্য রাখেন।

বিএনপি নেতার সংবাদ সম্মেলনে ভাচুয়ালি যোগ দিলেন সেচ্ছাসেবক লীগ নেতা

0

ঝিনাইদহ প্রতিনিধি

ঝিনাইদহের মহেশপুর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক, দৈনিক লোকসমাজ ও বাংলাটিভির প্রতিনিধি জিয়াউর রহমান জিয়া “সেচ্ছাসেবকলীগ নেতাকে ভারতে পাচার” সংক্রান্ত খবরের প্রতিবাদে এক সংবাদ সম্মেলন করেন। এ সংবাদ সম্মেলনে সেচ্ছাসেবক লীগের ওই নেতা ভাচুয়ালি যোগ দিয়ে জানান দিলেন, তিনি পালান নি। দেশেই আছেন।

রবিবার দুপুরে ঝিনাইদহ প্রেসক্লাব মিলনায়তনে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। লিখিত বক্তব্যে মহেশপুর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক জিয়াউর রহমান জিয়া বলেন, আমি ফ্যাসিবাদ বিরোধী লড়াই করতে গিয়ে সাংবাদিক ও রাজনৈতিক কর্মী হিসেবে নির্যাতনের শিকার হয়েছি। ১২টি মিথ্যা মামলা দিয়ে হয়রানী করা হয়েছে। পুলিশ গুমের উদ্দেশ্যে আমাকে আটক করেছিল। সে যাত্রায় আমি ঝিনাইদহের সিনিয়র সাংবাদিকদের একান্ত সহায়তা ও আল্লাহ পাকের ইচ্ছায় প্রাণে রক্ষা পেয়েছিলাম।

সংবাদ সম্মেলনে দাবী করেন তিনি রাজনৈতিক কর্মী হিসেবে মহেশপুরে কোন জুলুমবাজী, প্রতিহিংশা ও অনৈতিকতার সুযোগ গ্রহন করিনি। সচ্ছ ও জবাবদিহীতার রাজনীতি করা কারণে একটি মহল মিথ্যা অপপ্রচারে লিপ্ত। সেই দৃষ্টিকোন থেকে দৈনিক কালেরকন্ঠ ও দৈনিক কালবেলা পত্রিকার অনলাইন ও বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে “বিএনপি নেতার প্রটোকলে ভারতে পালিয়ে গেল স্বেচ্ছাসেবক লীগ নেতা” ও “লীগ নেতাকে পালাতে সহযোগিতার অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে শিরোনামে মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত খবর প্রচার করা হয়।

বিএনপি নেতা জিয়া দাবী করেন, সেচ্ছাসেবকলীগ নেতা ও মাইটিভির জেলা প্রতিনিধি মিঠু মালিথার সঙ্গে তার কেবলই পেশাগত সম্পর্ক। এর বাইরে কিছু নেই। মিঠুকে ভারতে পালিয়ে যেতে যে তথ্য প্রচার করা হয়েছে তা একেবারেই ডাহা মিথ্যা। একটি বিশেষ মহল ও ফ্যাসিবাদের দোসর সামাজিক, রাজনৈতিক ও ব্যক্তিগত ভাবে সম্মানহানী করার জন্য এই মিথ্যা অপপ্রচার করেছেন বলে জিয়া দাবী করেন।

আরও পড়ুন – খোকসার পৌর আওয়ামী লীগের সভাপতি আটক

এদিকে সেচ্ছাসেবকলীগ নেতা আনিছুর রহমান মিঠু মালিথা সংবাদ সম্মেলন চলাকালে এক ভিডিও বার্তায় বলেন, আমি কোথায় পালায় নি। আমি কালীগঞ্জ উপজেলার নরেন্দ্রপুর গ্রামের বাড়িতেই আছি। ভিডিও কলে তিনি বাড়িতে থাকার প্রমাণ দেন এবং ঝিনাইদহ প্রেসক্লাবের সভাপতিসহ একাধিক সদস্যের সঙ্গে কথা বলেন তার পালিয়ে যাওয়ার খবরে বিস্ময় প্রকাশ করেন। আনিছুর রহমান মিঠু মালিথা বলেন, তিনি রাজনীতি করলেও প্রতিহিংসা বা হানাহানির রাজনীতিতে বিশ্বাসী নয়।

খোকসার পৌর আওয়ামী লীগের সভাপতি আটক

0

স্টাফ রিপোর্টার

কুষ্টিয়ার খোকসায় বিশেষ ক্ষমতা আইনে পৌর আওয়ামী লীগের সভাপতিকে পুলিশ আটক করেছে।

পৌর আওয়ামী লীগের সভাপতির মোঃ রফিকূল ইসলামকে শনিবার আটক করা হয়। তিনি রুস্তম আলীর ছেলে। এ ছাড়া পৌর সভার ৫ নম্বর ওয়ার্ডের স্থায়ী বাসিন্দার ও ব্যবসায়ী।

আরও পড়ুন – খোকসায় বীজ আলুর বাম্পার ফলন

খোকসা থানা পুলিশের হোয়াটসঅ্যাপ গ্রুপে দেওয়া তথ্যে জানা গেছে, খোকসা পৌর আওয়ামী লীগের সভাপতি মোঃ রফিকুল ইসলামের বিরুদ্ধে খোকসা থানায় বিশেষ ক্ষমতা আইনে দায়ের করা একটি মামলা রয়েছে। তাকে ওই মামলায় আদালতে পাঠানো হয়েছে।

খোকসায় বীজ আলুর বাম্পার ফলন

0

লাভ জনক এ চাষে আগ্রহ নেই নতুন চাষীর

স্টাফ রিপোর্টার

কুষ্টিয়ার খোকসায় এ বছরও বিএডিসি আওতাধীন চাষীদের বীজ আলুর বাম্পার ফলন হয়েছে। তবে অজানা কারণে লাভ জনক এ চাষে নতুন কৃষক আসছেন না। কৃষি বিভাগে দাবি বিএডিসি’র সমন্বয়হীনতার ফলে সম্ভাবনা থাকলেও বীজ আলু চাষ বাড়ছে না।

খোকসা উপজেলার গোপগ্রাম, শোমসপুর ও আমবাড়িয়া ইউনিয়নের প্রায় ২৫ জন কৃষক বিএনডিসি’র বীজ আলু আবাদ করে আসছেন। কিন্তু লাভ জনক এ (বীজ আলু) চাষে নতুন কৃষক আসতে পারছে না।

বিএডিসি সূত্রে জানা গেছে, এ মৌসূমে খোকসায় প্রায় ২৫ জন কৃষক বীজ আলু চাষ করেছেন। তবে খোকসা ও কুমারখালী উপজেলার পদ্মানদী অববাহিকায় ৭২ একর জমিতে বীজ আলুর আবাদ হয়েছে। এ চাষের জন্য ৫০ জন কৃষককে বিএডিসির পক্ষ থেকে ঋণ দেওয়া হয়েছে। কৃষকদের কাছ থেকে সরকার নিদ্ধারিত মূল্যে ঋণের টাকা বিপরিতে বিএডিসি বীজ আলু কিনে নেবে।

বিএডিসির সূত্রটি বলছে, যে কৃষক আলু চাষে ‘টেন্ডআপ’ হয়ে গেছেন, কেবল তারাই এ চায়ে বেশী আগ্রহী। নতুন করে কৃষক আর এ চাষে আগ্রহী হচ্ছে না। তবে বীজ আলু চাষের জন্য এলাকাটি উপযোগী।

এ বছর ডায়মন্ড, কাঠিলাল ও এলোইটা প্রজাতের আলুর চাষ হয়েছে। সম্প্রতি জমি থেকে বীজ আলু তোলা শুরু হয়েছে। আবহাওয়া অনুকূলে থাকায় প্রতিবিঘা জমিতে ৮০-৮৫ মন আলুর ফলন হয়েছে। বীজ আলুর সরকার নিদ্ধারিত দামে নিয়ে কৃষকদের অভিযোগ রয়েছে। তাদের দাবি গত বছর বাজার মূলের থেকে কমে ৩৫ টাকা কেজি দরে বীজ আলু নিয়েছিল বিএডিসি। এ ছাড়া বীজ যাচাই বাছায়ের সময়ও চাষী হয়রানির শিকার হন। এ বছর মৌসূমের শুরুতেই বাজার দর ভালো। কিন্তু বিএডিসি এখনো বীজ আলুর দর চাষীদের জানায়নি। সে ক্ষেত্রে বিএডিসির আলু দিলে চাষীদের লোকসান গুনতে হবে। অতিমাত্রায় বড় হয়ে যাওয়ায় প্রায় ২০ শতাংশ আলু খোলা বাজারে বিক্রি করতে হবে তাদের।

একই গ্রামের কৃষক বাহাদুর, তার অভিযোগ জমি থাকলেই বিএডিসি লোন দেয়না। অনেক চেষ্টা তদবিরের ব্যাপাও আছে। তিনি গত দুই বছর আগেও বিএডিসির লোন পাওয়ার চেষ্টা করেছিলেন। কিন্তু তাকে লোন দেওয়া হয়নি। তার মত অনেক কৃষক আছেন বলেও তিনি দাবি করেন।

শোমসপুর ইউনিয়নের দক্ষিন নিশ্চিন্তবাড়ি গ্রামের কৃষক আতিয়ার রহমান। তিনি বিএডিসি থেকে প্রায় এক লাখ ৭০ হাজার টাকা লোন নিয়ে প্রায় তিন একর জমিতে বীজ আলুর চাষ করেছিলেন। প্রত্যাশার থেকে ভালো ফলন হয়েছে। কিন্তু তিনি জানেন না বীজ আলুর সরকার নিদ্ধারিত দাম। তবে ফলন তিনি খুশি।

চাষী আতিয়ার রহমান মনে করেন, বীজ আলু চাষের উপযোগী জমি ও পরিচর্যা খুবই গুরুত্বপূর্ন। উপজেলা কৃষি বিভাগ এ চাষ সম্পর্কে কোন সহযোগীতা করে না। তাই নিজে বুঝে চাষ করতে হয়। এই ঝুকি নতুন করে কেউ নিতে চায় না। এ ছাড়া অনেক টাকা বিয়োগ লাগে।

উপজেরা কৃষি কর্মকর্তা আব্দুল্লা আল নোমান বলেন, “জমি আমার, কৃষক আমার, এলাকা আমার কিন্তু আমিই জানিনা”। আলু চাষ হচ্ছে। তিনি আরও বলেন, বীজ আলু চাষের জন্য এলাকাটি খুবই উপযোগী। কিন্তু বিএডিসির সমন্বয়হীনতার কারণে এ চাষের পরিধি বাড়ছে না।

আরও পড়ুন – সংবাদ সম্মেলনে বৈষম্যবিরোধী ছাত্র নেতার বিরুদ্ধে চাঁদা দাবির অভিযোগ

বিএডিসি কুষ্টিয়া অঞ্চলের উপ-পরিচালক (বীজ) মুহম্মদ আশরাফুল আলম বলেন, আগে থেকে যে সব চাষী ‘ট্রেন্ডআপ’ (প্রশিক্ষিত) হয়ে গেছে, তারাই এ চাষ করেন। নতুন কৃষক এ চাষে আসতে চায় না। বীজ আলুর দাম নিয়ে কৃষকদের অনিহার ব্যাপারে তিনি বলেন, দাম নির্দ্ধারণ করে উচ্চ পর্যায় থেকে। এখানে তাদের হাত নেই।

সংবাদ সম্মেলনে বৈষম্যবিরোধী ছাত্র নেতার বিরুদ্ধে চাঁদা দাবির অভিযোগ

0

কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়ার কুমারখালীতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কুমারখালী শাখার সদস্য সচিব আসাদুজ্জামান আলীর বিরুদ্ধে চাঁদাবাজি-নির্যাতন সহ বিভিন্ন অভিযোগ তুলে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগী পরিবার।

শনিবার (১ মার্চ) বেলা সাড়ে ১১টার দিকে কুষ্টিয়া প্রেসক্লাবের এম এ রাজ্জাক মিলনায়তনে ফরিদা ইয়াসমিন নামে এক ভুক্তভোগী পরিবার এই সংবাদ সম্মেলন করেছেন।

লিখিত বক্তব্যে ফরিদা ইয়াসমিন বলেন, আমি ফরিদা ইয়াসমিন, আমার বাসা কুমারখালী। আমি একজন সিঙ্গেল মাদার। আমার সন্তান নিয়ে ভাইদের বাসায় বসবাস করি। আমার সন্তানের নাম মোজবাউর হক হৃদয়। ছেলে যখন খুব ছোট তখন আমি আমার বাবার বাসায় চলে আসি। আমি একটি প্রি-ক্যাডেট স্কুলে চাকরি করে আমার সন্তানকে লেখাপড়া করাচ্ছি। আমার ছেলে কুষ্টিয়া পরিটেকনিক কলেজে ৬ষ্ঠ সেমিস্টারে লেখাপড়া করছে। আমার স্বল্প আয়ে ছেলের পড়ালেখার খরচ নির্বাহ করতে না পারায় কুমারখালী এম.এন পাইলট হাইস্কুল সংলগ্ন পার্কে অবস্থিত একটি ক্যাফেতে চাকরির ব্যবস্থা করি। আমার ছেলে সেখানে চাকরি করতো।

আমার ছেলের সাথে সমন্বয়ক আসাদুজ্জামান আলী কুষ্টিয়া স্কুলে লেখাপড়া করা কালীন সময় থেকে পরিচিত। ক্যাফের মালিক আমার ছেলের বিশ্বস্ততার কারনে ক্যাফের কার্যক্রম ও টাকা পয়সা আমার ছেলের নিকট রাখত। এ বিষয়টি আসাদুজ্জামান আলী জানতে পেরে গত এক মাস পূর্বে আমার ছেলের নিকট এক লক্ষ টাকা চাঁদা দাবি করে আলী। আমার ছেলে দিতে অস্বীকার করায় গত ৯ ফেব্রæয়ারি কয়েকজন পুলিশ সহ একটি ছেলের সাথে নিয়ে বাসায় আসে এবং আমার ছেলেকে থানায় নিয়ে যেতে চাই। কেন নিয়ে যাচ্ছে আমি জানতে চাইলে বলে, কিছুক্ষণ পর চলে আসবে। তারপরে আমার ছেলে না আসলে আমি আলীকে ফোন করিলে বলে আমার এলাকায় চুরি হয়েছে তাই জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ থানায় নিয়ে গেছে, সকালে ছেড়ে দিবে। কিন্তু সকালে ছেড়ে না দিলে আমি সকালে থানায় যায় দেখি আলী বসে আছে। কি হয়েছে জানতে চাহিলে আলী বলে, কোর্টে যান। হৃদয়ের বিরুদ্ধে একটি ছোট মামলা হচ্ছে জামিন করে নিয়ে আসবেন। আমি কোর্টে যাওয়ার পরেও আমার ছেলে না পাঠালে আমি আবার আলীকে ফোন দিই, সে তখন জানায় আমার ছেলের বিরুদ্ধে নাশকতার মামলা হয়েছে। সেই থেকে আমার ছেলেটা জেল হাজতে আছে। পরবর্তীতে আমার সাথে আলীর দেখা হলে আমার ছেলের সাথে এমনটি কেন করেছ জানতে চাইলে আলী বলে চাঁদার টাকা চেয়েছিলাম দেন নি এখন বুঝেন।

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, বিষয়টি নিরপেক্ষভাবে তদন্ত করা হোক। দ্রæত আমি আমার ছেলে মেজবাউল হক হৃদয়ের মুক্তি চাই। একই সাথে আলীর দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি।

গত ৯ ফেব্রæয়ারি মেজবাউল হক হৃদয়কে (২১) গ্রেপ্তার করে কুমারখালী থানা পুলিশ। পুলিশের বিশেষ অভিযানে পদ্মপুকুর ঘাট এলাকা থেকে কুমারখালী পৌর ছাত্রলীগের উপ-দফতর সম্পাদক মেজবাউল হক হৃদয়কে আটক করা হয়।

এজাহার সূত্রে জানা গেছে, আওয়ামী লীগের নেতাকর্মীরা পদ্মপুকুর ঘাট এলাকায় নাশকতার প্রস্তুুতি নিচ্ছিলেন। এমন সংবাদের ভিত্তিতে হৃদয়কে আটক করা হয়। পরবর্তীতে তাকে নাশকতা ও বিস্ফোরক মামলায় আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।

এসব অভিযোগ অস্বীকার করে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কুমারখালী শাখার সদস্য সচিব আসাদুজ্জামান আলী বলেন, আমার বিরুদ্ধে প্রতিপক্ষের লোকজন বিভিন্নভাবে ষড়যন্ত্র করছে। আমার বিরুদ্ধে তারা যেসব অভিযোগ তুলেছেন, তাদের সব অভিযোগ মিথ্যা, ভিত্তিহীন ও ষড়যন্ত্রমুলক। আমাকে হেয়প্রতিপন্ন করতে ও ফাঁসাতে এসব করা হচ্ছে।

এর আগে গত মঙ্গলবার বেলা ১২টার দিকে প্রতিপক্ষের প্রায় ২০০ থেকে ৩০০ মানুষ আমার বাড়িতে হামলা, ভাংচুর ও লুটপাট করে। জামায়াত এবং বিএনপির নেতাকর্মীদের এই হামলার জন্য দায়ী করা হয়। অবশ্য জামায়াত এবং বিএনপির স্থানীয় নেতারা এই ঘটনায় তাৎক্ষণিক এক সংবাদ সম্মেলন করে অভিযোগ অস্বীকার করে বৈষম্য বিরোধী ছাত্রনেতা আলী ও তার পিতা পাখির বিরুদ্ধে চাঁদাবাজি হয়রানি সহ নানা অপকর্মের অভিযোগ তোলেন।

আরও পড়ুন – পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে সংঘর্ষে আহত ৫০

হৃদয়কে গ্রেপ্তারের বিষয়ে কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. সোলাইমান শেখ বলেন, বিষয়টি নিরপেক্ষ ও সুষ্ঠুভাবে তদন্ত করে দেখা হবে। এবং যথাযথ আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

সর্বশেষ সংবাদ

দৌলতপুর সীমান্ত থেকে স্বর্ণসহ চোরাকারবারী আটক

কুষ্টিয়া প্রতিনিধি কুষ্টিয়ার দৌলতপুর সীমান্ত থেকে এক কেজি ৩৪০ গ্রাম স্বর্ণসহ এক চোরাকারবারীকে বিজিবি‘র আটক করা হয়েছে। মঙ্গলবার (২২ এপ্রিল) বিকালে কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি) এর...

খোকসায় নিষিদ্ধ ছাত্রলীগ নেতা আটক

স্টাফ রিপোর্টার কুষ্টিয়ার খোকসা থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নেতা রকি বিশ্বাসকে আটক করেছে। মঙ্গলবার সন্ধ্যায় আটক রকি নিষিদ্ধ ঘোষিত উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক...

পোপ ফ্রান্সিসের মৃত্যুতে প্রধান উপদেষ্টার শোক

দ্রোহ অনলাইন ডেস্ক ক্যাথলিক খ্রিষ্টানদের সর্বোচ্চ ধর্মগুরু পোপ ফ্রান্সিসের মৃত্যুতে শোক জানিয়েছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। সোমবার এ তথ্য জানিয়েছে প্রধান উপদেষ্টার প্রেস উইং। সোমবার ভ্যাটিকানের...

শেখ হাসিনাসহ পরিবারের ১০ জনের এনআইডি ‘লক’

দ্রোহ অনলাইন ডেস্ক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার রোন শেখ রেহানা সিদ্দিকসহ তার পরিবারে ১০ জনের জাতীয় পরিচয়পত্র (এনআইডি) স্থগিত (লক) করেছে নির্বাচন কমিশনের...

কলেজ মাঠে স্থাপনা নির্মাণের প্রতিবাদে সড়ক অবরোধ

ঝিনাইদহ প্রতিনিধি ঝিনাইদহের শৈলকূপার দুঃখী মাহমুদ ডিগ্রি কলেজ মাঠে স্থাপনা নির্মাণের প্রতিবাদে কলেজের শিক্ষার্থীরা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন। সোমবার (২১ এপ্রিল) বেলা ১১টার দিকে খুলনা-কুষ্টিয়া...