মঙ্গলবার, ২৯ এপ্রিল, ২০২৫
Home Blog Page 34

মাইক্রোবাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

0

কালুখালী প্রতিনিধি

রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কে কালুখালীতে মাইক্রোবাসের ধাক্কায় এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।

শনিবার বিকালে উপজেলার গান্দিমারা বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত মোটরসাইকেল আরোহীর নাম মোকাররম (৫৫)। তিনি উপজেলার বিকয়া গ্রামের মোতাহারের ছেলে। পাংশা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হারুন অর রশিদ এ দুর্ঘটনার বিষয়ে নিশ্চিত করেছেন।

স্থানীয়রা জানান, শনিবার বিকালে রাজবাড়ীগামী একটি মাইক্রোবাস গান্দিমারা বাজার এলাকায় একটি মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেলের চালক মোকাররম সড়কে ছিটকে পড়ে ঘটনাস্থলেই মারা যান।

আরও পড়ুন – কুমারখালীতে রক্তদাতাদের সম্মাননা প্রদান

হাইওয়ে ওসি হারুন অর রশিদ আরও বলেন, খবর পেয়ে হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেছে। ঘটনার পরপরই চালক মাইক্রোবাস নিয়ে পালিয়ে যান। মাইক্রোবাসসহ চালককে আটকের চেষ্টা অব্যাহত রয়েছে।

কুমারখালীতে রক্তদাতাদের সম্মাননা প্রদান

0

কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়ার কুমারখালীতে দেড়শ রক্তদাতাকে সম্মাননা প্রদান করেছে স্বেচ্ছাসেবী উন্নয়ন সংস্থা ইয়থ ডেভলপমেন্ট ফোরাম।

শনিবার শহরের সাংবাদিক কাঙ্গাল হরিনাথ মজুমদার স্মৃতি যাদুঘর মিলনায়তনে এক অনুষ্ঠানের মধ্য দিয়ে তাদেরকে সম্মাননা ক্রেস্ট তুলে দেওয়া হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কুমারখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম মিকাইল ইসলাম। ইয়থ ডেভলপমেন্ট ফোরামের চেয়ারম্যান তরুন সমাজসেবক আশিকুল ইসলাম চপলের সভাপতিত্বকরেন। অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন কুমারখালী সরকারী কলেজের বাংলা বিভাগীয় প্রধান অধ্যাপক জিল্লুর রহমান মধু।

বিশেষ অতিথি ছিলেন মেঘনা ইন্সুরেন্স কোম্পানীর সহকারী ব্যবস্থাপক জিল্লুর রহমান, কুমারখালী প্রেসক্লাবের সভাপতি লিপু খন্দকার ও পুলিশ কর্মকর্তা সোহাগ হোসেন।

মাহমুদ শরীফের সঞ্চালনায় ব্যতিক্রমধর্মী এই অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ফ্যামেলী কেয়ার হাসপাতালের পরিচালক সুজয় চাকী, বিশ্বাস কমিউনিটি চক্ষু হাসপাতালের পচিালক সুরুজ আলী বিশ্বাস, কুমারখালী প্রেসক্লাবের সেক্রেটারী সোহাগ মাহমুদ, সাংবাদিক মাহমুদুল হাসান আলাল, প্রভাষক সাইফুদ্দিন মজনু, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কুমারখালীর আহবায়ক আব্দুর রহমান।

রক্তদাতাদের মধ্যে সুলতান মারুফ তালহা, সাগর শেখ, আরিফুল ইসলাম, সামিউল ইসলাম, রুবেল হোসেন, এনামুল হক, নূরুল ইসলাম সোনা প্রমুখ বক্তব্য রাখেন।

আরও পড়ুন – প্রবাসীর স্ত্রী’র রহস্যজনক মৃত্যুর ঘটনায় আদালতে মামলা হয়েছে

অনুষ্ঠানে সংগীত পরিবেশন করেন আলোকিত শিল্পী গোষ্ঠির পরিচালক জহির বিন মাজিদ। শেষে কুমারখালী, কুষ্টিয়া ও খোকসা উপজেলার ৫টি রক্তদাতা সংগঠন ও ১৫৫জন রক্তদাতাকে সম্মাননা ক্রেষ্ট তুলে দেন অতিথিবৃন্দ।

প্রবাসীর স্ত্রী’র রহস্যজনক মৃত্যুর ঘটনায় আদালতে মামলা হয়েছে

0

ঝিনাইদহ প্রতিনিধি

ঝিনাইদহে প্রবাসীর স্ত্রী’র রহস্যজনক মৃত্যু ঘটনায় আদালতে মামলা হয়েছে। নিহত গৃহবধুর মামা শশুর মুক্তার হোসেন বাদি হয়ে মামলাটি করেন। আদালত মামলাটি তদন্তের জন্য ডিবি পুলিশকে নির্দেশ দিয়েছে।
ঝিনাইদহের বিজ্ঞ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট শৈলকুপা আমলী আদালতের বিচারক ফারুক আযম বৃহস্পতিবার এ আদেশ দেন। নিহত গৃহবধু সোনিয়া খাতুনের মামা শশুর মুক্তার হোসেন বাদি হয়ে মামলাটি করেন।

মামলার বিবরণে জানা গেছে, শৈলকুপা উপজেলার আবাইপুর গ্রামের সৌদি প্রবাসী নিজাম উদ্দিনের স্ত্রী সোনিয়া খাতুন দুই সন্তানকে নিয়ে গ্রামে থাকতেন। চিকিৎসার অজুহাতে ওই বাড়িতে প্রায় আসা যাওয়া করত উপজেলার লক্ষণদিয়া গ্রামের পল্লী চিকিৎসক মুক্তার আলী শেখ। নিয়মিত যাতায়াতে সোনিয়া খাতুন ও মুক্তার শেখ অবৈধ সম্পর্কে জড়িয়ে পড়ে। ২০২৪ সালের জুলাই মাসে মুক্তার শেখকে আপত্তিকর অবস্থায় আটক করে উত্তম-মাধ্যম দিয়ে তাড়িয়ে দেয় গ্রামবাসি। একপর্যায়ে মুক্তার শেখ জেলা শহরের কালিকাপুর এলাকায় একটি বাসা ভাড়া করে দেয় সোনিয়াকে। সেখানে কয়েকমাস আসা যাওয়া করত মুক্তার। গত ১৮ জানুয়ারি শনিবার রাতে লম্পট মুক্তার শেখ কালিকাপুরের বাসায় যায়। ভোররাতে সোনিয়াকে রুমের মধ্যে গলায় ফাঁস দেওয়া অবস্থায় দেখতে পেয়ে সন্তানরা প্রতিবেশীদের খবর দেয়। খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে।

মামলার বাদি মুক্তার হোসেন অভিযোগ করেন, ঘটনার দিন পল্লী চিকিৎসক মুক্তার শেখ কালিকাপুরের বাসায় ছিলো। সোনিয়াকে হত্যা করে রাতেই সে পালিয়ে যায়। পরকীয়া সম্পর্ক না রাখায় মুক্তার শেখ ক্ষুব্ধ হয়ে সোনিয়াকে হত্যা লাশ ঝুলিয়ে রাখে বলে তাদের সন্দেহ।

বাদী পক্ষের আইনজীবী এ্যাডঃ আমিনুর ইসলাম বলেন, আমরা আদালতে অভিযোগ দায়ের করেছি। তদন্তে প্রকৃত ঘটনা বেরিয়ে আসবে বলে তিনি মনে করেন।

আরও পড়ুন – প্রতিযোগীতা

অভিযুক্ত পল্লী চিকিৎসক মুক্তার শেখের সাথে কথার চেষ্টা করা হলে তার মুঠোফোন বন্ধ পাওয়া যায়।

প্রতিযোগীতা

0

দেশ ব্যাপী তারুণ্যের উৎসব উপলক্ষে বিভিন্ন বয়সী শিক্ষার্থীদের একাধিক ইভেন্টে প্রতিযোগীতার অনুষ্ঠত হচ্ছে। কুষ্টিয়ার খোকসা উপজেলা প্রশাসন আয়োজিত স্থানীয় সরকারি মাধ্যমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত দৌড় প্রতিযোগীতার অংশ নেয়া প্রতিযোগিদের ছবিটি বৃহস্পতিবার দুপুরে তোল।

আরও পড়ুন – সোনার দাম ভরিতে ১৯৮৩ টাকা বাড়ল

পেঁয়াজের দানা

0

শীতকালীন পেঁয়াজ আবাদ মৌসুম শেষে দিকে। সার সংকটে অনেক কৃষকের পেঁয়াজের দানা (চারা) বীজতলায় রয়ে গেছে। হাটে তোলার জন্য বীজ তলা থেকে পেঁয়াজের দানা তুলতে ব্যস্ত কৃষক। খোকসার থেকে ছবিটি তোলা।

আরও পড়ুন -ভারতীয় থেকে অবৈধ পথে আনা চিনি-জিরাসহ ‘সমন্বয়ক’ আটক

ভারতীয় থেকে অবৈধ পথে আনা চিনি-জিরাসহ ‘সমন্বয়ক’ আটক

0

দ্রোহ অনলাইন ডেস্ক

ময়মনসিংহের ফুলপুরে অবৈধ ভাবে সীমান্ত পথে আনা ভারতীয় চিনি ও জিরাসহ সমন্বয়কসহ তার সহযোগীকে আটক করেছে যৌথবাহিনী।

বুধবার (২২ জানুয়ারি) বিকালে পৌর শহরের আমুয়াকান্দা বাজার এলাকায় একটি গোডাউন থেকে ভারতীয় মালামালসহ তাদের আটক করা হয়।

আটকরা হলেন ফুলপুর পৌর শহরের আমুয়াকান্দা এলাকার জিল্লুর রহমান হৃদয় (২৮) ও একই উপজেলার রহিমগঞ্জ ইউনিয়নের পারতলা
গ্রামের মাসুদ রানা (২৬)। এর মধ্যে জিল্লুর রহমান হৃদয় নিজেকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক দাবি করেছেন।

বিষয়টি নিশ্চিত করেছেন ফুলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আব্দুল হাদি।

তিনি জানান, অবৈধ ভাবে সীমান্ত পথে ভারত থেকে নিয়ে আসা বিভিন্ন পণ্য জিল্লুর রহমান গুদামঘরে রেখেছেন এমন তথ্য পায় যৌথবাহিনী। পরে অভিযান চালিয়ে এর সত্যতা পাওয়া গেলে তাকেসহ তার সহযোগী মাসুদ রানাকে আটক করা হয়। এসময় গুদামঘরে রাখা ১২১ বস্তা ভারতীয় চিনি এবং ১৫ বস্তা জিরাসহ একটি মোটরসাইকেল জব্দ করা হয়েছে।

থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা আরও বলেন, আটক দুজন দীর্ঘদিন ধরে অবৈধ পথে ভারতীয় বিভিন্ন পণ্য এনে বিক্রি করতেন বলে ধারণা করছি। তাদের বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন। বৃহস্পতিবার তাদের আদালতে তোলা হবে।

এ বিষয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ময়মনসিংহের অন্যতম সমন্বয়ক আশিকুর রহমান বলেন, ‘ময়মনসিংহ জেলা ও উপজেলায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কোনো কমিটি নেই। যারা আন্দোলনে সক্রিয় ভূমিকা রেখেছেন তাদের অনেকে নিজেরাই কমিটি করেছেন। জিল্লুর রহমানকে আমি ব্যক্তিগতভাবে চিনি না। তবে তিনি আন্দোলন করেছেন বলে জানতে পেরেছি।’

আরও পড়ুন – সোনার দাম ভরিতে ১৯৮৩ টাকা বাড়ল

তিনি আরও বলেন, ‘তবে তিনি অপরাধ করলে শাস্তি পেতে হবে। প্রশাসনকে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানাচ্ছি।’

আরও পড়ুন – তৃষ্ণা নিবারণ

তৃষ্ণা নিবারণ

0

খেজুরের গাছ থেকে ঝড়ে পরা বিন্দু বিন্দু রসে তৃষ্ণা নিবারণের জন্যই পাখিরা ছুটে এসেছে। খোকসার মাঠপাড়া থেকে মঙ্গলবার ছবিটি তোলা।

আরও পড়ুন – সোনার দাম ভরিতে ১৯৮৩ টাকা বাড়ল

 

 

 

সোনার দাম ভরিতে ১৯৮৩ টাকা বাড়ল

0

দ্রোহ অনলাইন ডেস্ক

দেশের বাজারে আরও এক দফা বাড়লো সোনার দাম। প্রতি ভরিতে ভালো মানের সোনা (২২ ক্যারেট) দাম বেড়েছে এক হাজার ৯৮৩ টাকা। এখন থেকে দেশের বাজারে প্রতি ভরি ২২ ক্যারেটের সোনা বিক্রি হবে এক লাখ ৪১ হাজার ৪২৬ টাকায়। বৃহস্পতিবার থেকে সারা দেশে সোনার নতুন এ দর কার্যকর হবে।

বুধবার (২২ জানুয়ারি) বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) এক সংবাদ বিজ্ঞপ্তিতে সোনার এ মূল্য বৃদ্ধির তথ্য জানায়।

এতে বলা হয়, স্থানীয় বাজারে তেজাবী (পিওর গোল্ড) সোনার মূল্য বৃদ্ধি পেয়েছে। সে কারণে সোনার দাম সমন্বয়ের সিদ্ধান্ত নিয়েছে বাজুস।

নতুন মূল্য অনুযায়ী ২১ ক্যারেটের এক ভরি সোনার দাম বেড়ে এক লাখ ৩৪ হাজার ৯৯৯ টাকা নির্ধারণ করা হয়েছে।

এ ছাড়া ১৮ ক্যারেটের এক ভরি সোনার দাম এক লাখ ১৫ হাজার ৭১৯ টাকা নির্ধারণ করা হয়েছে। আর সনাতন পদ্ধতির এক ভরি সোনার দাম ৯৫ হাজার ৬২ টাকা নির্ধারণ করা হয়েছে।

আরও পড়ুন – বাবার জানাজা থেকে কণ্ঠশিল্পী মনির খানের মোবাইল চুরি

অপরিবর্তীত রয়েছে রূপার দাম। ক্যাটাগরি অনুযায়ী বর্তমানে ২২ ক্যারেটের রূপার দাম ভরি দুই হাজার ৫৭৮ টাকা।

বাবার জানাজা থেকে কণ্ঠশিল্পী মনির খানের মোবাইল চুরি

0

ঝিনাইদহ প্রতিনিধি

বাবার জানাজা অনুষ্ঠান থেকে কণ্ঠশিল্পী মনির খান ও তার ছেলের মোবাইল খোয়া গেছে। বুধবার (২২ জানুয়ারি) বেলা ১১টায় ঝিনাইদহের মহেশপুর উপজেলার মদনপুরে এ ঘটনা ঘটে।

মনির খান জানান, বাবার জানাজায় অনেক লোকের সমাগম হয়। কোনো এক ফাঁকে আমার ও ছেলের মোবাইল চুরি হয়। আমার গ্রামীণফোনের সিমটা অনেক পুরাতন। এখন পর্যন্ত ফোনটা উদ্ধারের ব্যাপারে কোনো তৎপরতা চালাইনি তবে কিছু জায়গায় আমি ইনফরমেশন দিয়েছি।

মহেশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ফয়েজ উদ্দিন মৃধা বলেন, এ বিষয়ে আমার জানা নেই। তবে অভিযোগ পেলে তদন্ত করে দেখা হবে।

আরও পড়ুন – কুমারখালীতে ৩৮ দিন পর কবর থেকে ট্রাক চালকের লাশ উত্তোলন

গতকাল মঙ্গলবার বিকালে গ্রামের বাড়িতে বার্ধক্যজনিত কারণে মৃত্যুবরণ করেন মনির খানের বাবা মাহবুব আলী খান (১০১)।

কুমারখালীতে ৩৮ দিন পর কবর থেকে ট্রাক চালকের লাশ উত্তোলন

0

কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়ার কুমারখালীতে দাফনের প্রায় ৩৮ দিন পর কবর থেকে তরিকুল শেখ (৩২) নামের এক ট্রাক চালকের মরদেহ উত্তোলন করা হয়েছে। বুধবার সকালে উপজেলার কয়া ইউনিয়নের উত্তর কয়া বাইত্লু মামুর কবরস্থান থেকে মরদেহটি উত্তোলন করা হয়। নিহত ওই ব্যক্তি একই এলাকার ছাবদ্লু শেখের ছেলে।

আদালতের নির্দেশে মরদেহটি উত্তোলনের সময় জেলা প্রশাসক কার্যালয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মহসিন উদ্দিন, নিহতের স্বজন ও কয়েক শত উৎসুক জনতা উপস্থিত ছিলেন।

স্বজনদেও দাবি, পাওনা টাকার জেরে তরিক্লুকে লোহার ডগ্রসগান দিয়ে হত্যা করে দুর্ঘটনার নাটক সাজিয়েছিলেন তার ট্রাকের হেলপার আল আমিন শেখ। ঘাতক হেলাপার খোকসার সিংঘড়িয়া চরপাড়া এলাকার আক্কাস আলীর ছেলে।

পুলিশ জানায়, নিহত তরিকুল শেখ একটি বেসরকারি প্রতিষ্ঠানের ট্রাক চালক ছিলেন। ২০২৪ সালের ১৪ ডিসেম্বর তরিকুল ট্রাক চালিয়ে মোংলা বন্দরে থেকে পঞ্চগড় যাচ্ছিলেন। পথিমধ্যে কুষ্টিয়ার বাইপাস সড়কের জগতি এলাকায় পৌছালে তার কাছে মাদকদ্রব্য চান গাড়ির হেলপার আল আমিন শেখ (২৭)। সেসময় মাদক না দিলে লোহার গ্রিসগান দিয়ে তরিকুলের মাথা, গলা, মুখসহ শরীরের বিভিন্ন স্থানে আঘাত করে হত্যা করে হেলপার আল আমিন। হত্যার ঘটনাটি ধামাচাপা দিতে আল আমিন সড়ক দুর্ঘটনার নাটক সাজায় এবং সড়ক দুর্ঘটনায় নিহত হিসেবে ওই দিনই ময়নাতদন্ত ছাড়াই মরদেহটি দাফন করা হয়।

পুলিশ আরও জানায়, ঘটনার দুদিন পর গত ১৬ ডিসেম্বর হেলপার আল আমিনকে আটকের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে ট্রাক চালক তরিকুলকে হত্যার ঘটনা স্বীকার করে।

এ ঘটনায় ১৬ ডিসেম্বর নিহত তরিকুলের চাচা মো.আব্দুল্লাহ (৫৩) বাদী হয়ে কুষ্টিয়া মডেল থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলায় হেলপার আল আমিনকে আসামি করা হয়। ১৭ ডিসেম্বর পুলিশ কবরস্থান থেকে মরদেহ উত্তোলনের জন্য আদালতের কাছে আবেদন করেন। আদালত ২২ ডিসেম্বর মরদেহটি উত্তোলনের অনুমতি প্রদান করেন। আর প্রক্রিয়া শেষে বুধবার মরদেহটি উত্তোলন করে ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠিয়েছে পুলিশ।

এ বিষয়ে মামলার বাদী মো. আব্দুল্লাহ বলেন, তারিকুলের কাছে ৫০ হাজার টাকা চান হেলপার আলামিন। টাকা না পেয়ে তরিকুলকে লোহার গ্রিসগান দিয়ে হত্যা করে দুর্ঘটনার নাটক সাজিয়েছিল। গ্রেফতারের পর পুলিশের কাছে জিজ্ঞাসাবাদে সে হত্যার বিষয়টি স্বীকার করে। এ ঘটনায় আরও কেউ জড়িত আছে কি না? তা খতিয়ে দেখে উপযুক্ত শাস্তির দাবি জানান তিনি।

মামলার তদন্তকারী কর্মকর্তা কুষ্টিয়া মডেল থানার উপপরিদর্শক মো. খায়রুজ্জামান বলেন, মাদকদ্রব্য (গাঁজা) চেয়ে না পাওয়ার কারণে চালককে হত্যা করেছিল হেলপার আল আমিন। আদালতের জবানবন্দিতে আসামি ঘটনার সত্যতা স্বীকার করেছেন। বর্তমানে আসামি কারাগারে রয়েছেন।

আরও পড়ুন – আ’লীগকে তৃতীয়বার গণহত্যার সুযোগ দেওয়া হবে না – রাশেদ মোঃ খাঁন

জেলা প্রশাসক কার্যালয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট মো.মহসিন উদ্দিন জানান, আদালতের রায়ের পরিপ্রেক্ষিতে কবর থেকে মরদেহটি উত্তোলন করে মর্গে পাঠানো হয়েছে।

 

সর্বশেষ সংবাদ

মামলা হলেই গ্রেফতার নয় – আইন উপদেষ্টা

দ্রোহ অনলাইন ডেস্ক মামলা হলেই গ্রেফতার নয়। অভিনেতা ইরেশ যাকেরের বিরুদ্ধে দায়ের করা মামলার বস্তুনিষ্ঠতা আছে কি না- তা জানতে প্রশাসনকে নির্দেশ দেওয়া হয়েছে বলে...

ভারত হামলা করলে পারমাণবিক অস্ত্র ব্যবহার করবে পাকিস্তান

দ্রোহ অনলাই ডেস্ক পাকিস্তানে ভারতের হামলা আসন্ন বলে মন্তব্য করেছেন পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ। একই সঙ্গে অস্তিত্ব রক্ষার প্রয়োজনে পারমাণবিক অস্ত্র ব্যবহারের কথাও জানিয়েছেন তিনি।...

মঙ্গলবার থেকে সারাদেশের সব পলিটেকনিকে টানা শাটডাউন ঘোষণা

দ্রোহ অনলাইন ডেস্ক ছয় দফা দাবিতে আন্দোলনরত কারিগরি ছাত্র আন্দোলন নতুন কর্মসূচি ঘোষণা করেছে। এবার তারা সারাদেশের সব পলিটেকনিক ইনস্টিটিউটে টানা শাটডাউন কর্মসূচি দিয়েছেন। মঙ্গলবার (২৯...

পদ্মায় নিখোঁজ স্কুলছাত্রের মরদেহ উদ্ধার

কুষ্টিয়া প্রতিনিধি কুষ্টিয়ার মিরপুরে পদ্মা নদীতে গোসলে নেমে নিখোঁজের আট ঘন্টা পর নদী থেকে স্কুলছাত্র মো.আল আমিনের (১৫) মরদেহ উদ্ধার করা হয়েছে। সোমবার রাত আটটার দিকে...

খোকসায় শ্রেণি কক্ষ ও পথে হামলায় আহত দুই ছাত্র হাসপালে ভর্তি

স্টাফ রিপোর্টার কুষ্টিয়ায় খোকসায় স্কুলের শ্রেণি কক্ষে ও বাড়ি ফেরার পথে দফায় দফায় হামলায় আহত দুই ছাত্রকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। উপজেলার ওসমানপুর মাধ্যমিক বিদ্যালয়ে সোমবার...