মঙ্গলবার, ৬ মে, ২০২৫
Home Blog Page 691

চির নিদ্রায় সুরকার আজাদ রহমান

0
Azad-Rahman-Droho-17-p-6-compressed
আজাদ রহমান। ফাইল ছবি।

দ্রোহ অনলাইন ডেস্ক

দেশের বরেণ্য সঙ্গীত পরিচালক ও কণ্ঠশিল্পী আজাদ রহমান শেষ নিঃশ^াস ত্যাগ করেছেন। (ইন্নাঃ…..উন)

তিনি একবার চলচ্চিত্র সংগীত শিল্পী এবং দুইবার সংগীত পরিচালক হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেছেন।

প্রযোজক গাজী কিবরিয়া লিপু বলেন, শনিবার বিকাল পৌনে ৫টার দিকে শ্যামলীর স্পেশালাইজড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৬ বছর।

তার মরদেহ আপাতত শ্যামলীর স্পেশালাইজড হাসপাতালে রাখা হয়েছে। তিনি আরো জানান, মৃত্যুর সময় তার মধ্যে করোনা ভাইরাসের কোনো উপসর্গ ছিল না ।

আজাদ রহমান সুরের ছোঁয়ায় অমরত্ব পেয়েছে ‘জন্ম আমার ধন্য হলো মা গো’, ‘ও চোখে চোখ পড়েছে যখনই’, ‘ভালোবাসার মূল্য কত’, ‘ডোরা কাটা দাগ দেখে বাঘ চেনা যায়’সহ কালজয়ী অনেক গান। বাংলাদেশে খেয়াল ও শাস্ত্রীয় সংগীত জনপ্রিয় করার পেছনে তার অবদান রয়েছে।

করোনা আক্রান্তের নতুন রেকর্ড ১২৭৩ জন

0
Corona-compressed
করোনার প্রতিকী ছবি।

দ্রোহ অনলাইন ডেস্ক

গত ২৪ ঘণ্টায় দেশে করোনা ভাইরাসে শনাক্ত হয়েছেন ১২৭৩ জন ও মৃত্যু হয়েছে ১৪ জনের। এ অব্দি দেশে সর্বমোট আক্রান্ত ২২ হাজার ২৬৮ জনে দাঁড়াল এবং মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়াল ৩২৮ জনে।

রবিবার স্বাস্থ্য অধিদফতরের নিয়মিত হেলথ বুলেটিনে অতিরিক্ত মহাপরিচালক (মহাপরিচালকের দায়িত্বপ্রাপ্ত) অধ্যাপক ডাঃ নাসিমা সুলতানা জানান, সর্বমোট ৪২ টি ল্যাবে নমুনা পরীক্ষা করা হয়েছে এর মধ্যে ১টি ল্যাব নতুন যুক্ত হয়েছে।

গত ২৪ ঘণ্টায় আট হাজার ৫৭৪টি নমুনা সংগ্রহ করা হয়। পরীক্ষা করা হয়েছে আট হাজার ১১৪টি নমুনা। এ নিয়ে দেশে মোট নমুনা পরীক্ষা করা হলো এক লাখ ৭৫ হাজার ৪০৮টি। নতুন নমুনা পরীক্ষায় আরও এক হাজার ২৭৩ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এ নিয়ে দেশে মোট আক্রান্ত হয়েছেন ২২ হাজার ২৬৮ জন। শেষ ২৪ ঘন্টায় আক্রান্তদের মধ্যে মারা গেছেন আরও ১৪ জন। ফলে মৃতের সংখ্যা দাঁড়াল ৩২৮ জনে। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন আরও ২৫৬ জন। সবমিলিয়ে এ পর্যন্ত সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন চার হাজার ৩৭৩ জন।

ধেয়ে আসছে আম্পান, সমুদ্রবন্দরে ৪ নম্বর হুঁশিয়ারি সংকেত

0
AMPAN-JHOR--DRO-17-P-3-compressed
প্রতিকী ছবি।

দ্রোহ অনলাইন ডেস্ক

বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় আম্পান বাংলাদেশের দিকে ধেয়ে আসায় সমুদ্রবন্দর গুলোকে ৪ নম্বর হুঁশিয়ারী সংকেত দেখাতে বলা হয়েছে।

রবিবার সকালে আবহাওয়া অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগর এলাকায় অবস্থানরত ঘূর্ণিঝড় আম্পান সামান্য উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হয়ে একই এলাকায় অবস্থান করছে। এটি রোববার সকাল ৬ টায় চট্টগ্রাম সমুদ্রবন্দর থেকে ১ হাজার ৩৪৫ কিলোমিটার দক্ষিণ-দক্ষিণপশ্চিমে, কক্সবাজার সমুদ্রবন্দর থেকে ১ হাজার ২৮০ কিলোমিটার দক্ষিণ-দক্ষিণপশ্চিমে, মোংলা সমুদ্রবন্দর থেকে ১ হাজার ২৭৫ কিলোমিটার দক্ষিণ-দক্ষিণপশ্চিমে এবং পায়রা সমুদ্রবন্দর থেকে ১ হাজার ২৫৫ কিলোমিটার দক্ষিণ-দক্ষিণপশ্চিমে অবস্থান করছিল। এটি আরও ঘণীভূত হয়ে উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হতে পারে।

দক্ষিণ বঙ্গোপসাগরে সৃষ্ট গভীর নিম্নচাপটি শনিবার মধ্যরাতে ঘূর্ণিঝড়ে পরিণত হয়। গত নভেম্বরে বাংলাদেশ ও ভারতের উপকূলে আঘাত হানা ঘূর্ণিঝড় ‘বুলবুলে’র গতি অনুসরণ করেই এগোচ্ছে আম্পান। আগামী মঙ্গলবার অথবা বুধবার এটি স্থলভাগে আঘাত হানতে পারে। থাইল্যান্ড ঝড়টির নাম দিয়েছে আম্পান।

আবহাওয়া অধিদপ্তর বলছে, এটি প্রবল ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে। পরে তা আরও শক্তি বাড়িয়ে অতি প্রবল রূপ ধারণ করতে পারে। পশ্চিমবঙ্গের আবহাওয়া অফিস জানিয়েছে, মঙ্গলবার নাগাদ ঘূর্ণিঝড়ের গতি ঘণ্টায় ১৭০ থেকে ২০০ কিলোমিটারে পৌঁছতে পারে। স্থলভাগের দিকে এগোনোর সঙ্গে সঙ্গে গতি কিছুটা কমে আসতে পারে।

কুষ্টিয়ায় ঢাকা ফেরৎ পুলিশ ও ব্যাংকারের করোনা সনাক্ত

0
droho 10 p 4
প্রতিকী ছবি।

কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়ায় এবার ঢাকা ফেরৎ এক পুলিশ কনস্টেবল ও এক ব্যাংকারের করোনা সনাক্ত হয়েছে।

আক্রান্তদের একজন পুলিশ কনস্টেবল। তিনি দৌলতপুর উপজেলার ফিলিপনগর গ্রামের ইউনুস মল্লিকের ছেলে একরামুল হক (৩৬)। অপরজন কুষ্টিয়া পৌরসভার ১৪ নং ওয়ার্ডের জুগিয়া কদমতলা পুকুরপাড় এলাকার ব্যাংকার নওশাদ হোসেন।

শনিবার রাতে কুষ্টিয়ার সিভিল সার্জন ডাঃ এ এইচ এম আনোয়ারুল ইসলাম এই দুজনের করোনা সনাক্তের তথ্য নিশ্চিত করেন।

সিভিল সার্জন জানান, কুষ্টিয়া পিসিআর ল্যাবে শনিবার ৬০ জনের করোনা পরীক্ষা করা হয়। এদের মধ্যে ঢাকা ফেরৎ পুলিশ কনস্টেবল ও ব্যাংকারের করোনা পজিটিভ এসেছে।

দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আরিফুর রহমান জানান, একরামুল হক ঢাকায় পুলিশ কনস্টেবল হিসেবে কর্মরত রয়েছেন। সম্প্রতি তার ঢাকা থেকে অন্যত্র বদলীর আদেশ হয়। তিনি শুক্রবার ঢাকা থেকে গ্রামের বাড়ি দৌলতপুর আসেন। খবর পেয়ে স্বাস্থ্য বিভাগের কর্মীরা শনিবার সকালে তার নমুনা সংগ্রহ করে। রাতে রিপোর্ট পাওয়া যায় পজিটিভ।

দৌলতপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা শারমিন আক্তার জানান, করোনা সনাক্ত হওয়ার পর রাতেই ওই পুলিশ সদস্যের বাড়ি ছাড়াও আশে পাশের এলাকা লকডাউন ঘোষণা করা হয়েছে।

অপরদিকে ঢাকার একটি বেসরকারি ব্যাংকে কর্মরত কুষ্টিয়া পৌরসভার ১৪ নং ওয়ার্ডের জুগিয়া কদমতলা পুকুরপাড় এলাকার নওশাদ হোসেন গত ৮ মে ঢাকা থেকে কুষ্টিয়ায় আসেন। শরীরে উপসর্গ দেখা দেয়ায় শনিবার সকালে তার নমুনা সংগ্রহ করা হয়। রাতে পরীক্ষার রিপোর্ট আসে পজিটিভ।

কুষ্টিয়া সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা জুবায়ের হোসেন চৌধুরী জানান, রাতেই আক্রান্ত ওই বাড়িসহ আশে পাশের এলাকা লকডাউন করা হয়েছে। আক্রান্ত দুজনই বর্তমানে বাড়িতে থেকে চিকিৎসা চালিয়ে যাচ্ছেন।

দৌলতপুর উপজেলায় একের পর এক ঢাকা থেকে আসা ব্যক্তিদের মধ্যে করোনা আক্রান্তের ঘটনায় মানুষের মধ্যে চরম উদ্বেগ ছড়িয়ে পড়েছে। প্রশাসনের কঠোর নজরদারি থাকা সত্বেও আক্রান্ত ঢাকা ফেরৎ ব্যক্তিদের দৌলতপুর উপজেলায় আগমন কিছুতেই ঠেকানো যাচ্ছে না।

এ নিয়ে কুষ্টিয়া জেলায় ২৪ জন কোভিড সংক্রমিত ব্যক্তি সনাক্ত হল। সর্বাধিক ১০ করোনা আক্রান্ত রয়েছেন দৌলতপুর উপজেলায়। এ উপজেলায় ঢাকা ফেরৎ দম্পতির সংখ্যা ৩ জোড়া। এছাড়া, ভেড়ামারায় ২, মিরপুর ৪, কুষ্টিয়া সদর ২, কুমারখালী ৫ এবং খোকসা উপজেলায় ১ জন (ঢাকা ফেরত) আক্রান্ত রোগী রয়েছেন।

আজ শেখ হাসিনার প্রত্যাবর্তন দিবস

0
PM-SHEKH-HASINA-DRO-17-P-2-compressed
প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ফাইল ছবি।

দ্রোহ অনলাইন ডেস্ক

আজ ১৭ মে। টানা ছয় বছর নির্বাসনের পর এই দিনে আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা স্বদেশে প্রত্যাবর্তন করেন।

জাতির জনক বঙ্গবন্ধুর দুই কন্যা শেখ হাসিনা ও শেখ রেহানা স্বদেশ প্রত্যাবর্তনের ৪০তম দিবস আজ। ১৯৮১ সালের এই দিনে ছয় বছরের নির্বাসন শেষে তারা দেশের মাটিতে ফিরে আসেন। চকচকে সোনালী বিকালে তাঁকে বহনকারী উড়োজাহাজটি ভারতের রাজধানী নয়াদিল্লি থেকে কলকাতা হয়ে ঢাকায় অবতরণ করে। স্বাধীন দেশের স্বপ্নদ্রাষ্টার দুই কন্যাকে স্বাগত জানাতে বিমানবন্দরে লাখো মানুষের ঢল নামে।

১৯৭৫ সালের ১৫ আগস্ট জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তাঁর পরিবারের অধিকাংশ সদস্যকে হত্যা করা হয়। বিদেশে থাকায় ঘাতকদের হাত থেকে বেঁচে যান বঙ্গবন্ধুর দুই কন্যা শেখ হাসিনা ও শেখ রেহানা।

ঈদের আগে এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা বেতন ভাতা পাবেন

0
Secondary-and-Higher-Education-DRO-16-P12-compressed

দ্রোহ অনলাইন ডেস্ক

করোনাভাইরাস পরিস্থিতির মধ্যে নতুন এমপিওভুক্ত প্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীরা বড় সুখবর পাচ্ছেন। প্রায় এক বছরের বকেয়া বেতন-ভাতা পাবেন শিক্ষক-কর্মচারীররা।

ঈদের আগেই তারা পাবেন গত বছরের ১ জুলাই থেকে চলতি বছরের এপ্রিল পর্যন্ত মাসের বেতন। দু’টি ঈদ বোনাস ও বৈশাখী ভাতা রয়েছে।

শনিবার মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতরে (মাউশি) এমপিও সংক্রান্ত জরুরি এক সভায় এমন সিদ্ধান্ত নেয়া হয়েছে।

এ বিষয়ে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতরের মহাপরিচালক সৈয়দ গোলাম ফারুক জানান, নতুন শিক্ষাপ্রতিষ্ঠান এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের বেতন-ভাতা প্রদান বিষয়ক জরুরি সভা হয়। ঈদের আগে তাদের বেতন-ভাতা প্রদানের সিদ্ধান্ত নেয়া হয়েছে। বিষয়টি নিয়ে মাউশির সংশ্লিষ্ট বিভাগের হিসাব-নিকাশ শেষে শিক্ষা মন্ত্রণালয়ে পাঠানো হবে। এরপর শিক্ষা মন্ত্রণালয় মোট অর্থের ব্যাংক চেক পাঠালে মাউশি থেকে তা সংশ্লিষ্ট ব্যাংকে পাঠানোর পর শিক্ষক-কর্মচারীরা অর্থ উত্তোলন করতে পারবেন।

সূত্রটি জানায়, শুক্রবার মাদরাসা শিক্ষা অধিদফতরে এমপিওর সভা অনুষ্ঠিত হয়েছে। এতে নতুন এমপিওভুক্ত মাদরাসার এক হাজার ৩৪৭ জন শিক্ষক-কর্মচারীর এমপিওভুক্ত করার সিদ্ধান্ত নেয়া হয়েছে। এসব শিক্ষকসহ পুরাতন এমপিওভুক্ত মাদরাসাগুলোতে বিধি মোতাবেক নিয়োগপ্রাপ্ত শিক্ষক-কর্মচারী এবং পেন্ডিং থাকা আবেদনের ভিত্তিতে মোট এক হাজার ৫৩৪ জন শিক্ষক কর্মচারীকে এমপিওভুক্ত করার সিদ্ধান্ত নিয়েছে অধিদফতর। আর ৪০ জন শিক্ষককে বিএড স্কেল দেয়ার সিদ্ধান্ত নেয়া হয়েছে।

বাঙালি কবে আপনারা মানুষ হবেন?

0
robul-dro-16-14-compressed
অধ্যাপক রবিউল ইসলাম

অধ্যাপক রবিউল ইসলাম

যুক্তিবিদ্যার ভাষায় সকল প্রাণী মানুষ নয়। মানুষ হতে গেলে তাকে কিছু বৈশিষ্ট্যের অধিকারী হতে হয়। এক সময় শুনতাম হুজগে বাঙালি। এখন দেখি গুজবেও বাঙালি।

প্রশ্ন হতে পারে কেমন করে? দেখুন, বাংলাদেশে ৮ মার্চ ২০২০ প্রথম করোনা শনাক্ত হয়। প্রথম প্রথম কেউ বিষয়টি পাত্তাই দেয়নি। পরে চীনের উহান প্রদেশের নিত্যদিনের মৃত্যু সংবাদে টনক নড়েছে। গুজব ছড়ানো হলো আদা, লেবু, দারচিনি, তেজপাতা লবঙ্গ, গ্রীন টি এগুলো নিয়মিত খেলে করোনা ধারে কাছে ঘেঁষবে না।

শুরু হলো লংকাকান্ড। তখন হু অর্থাত বিশ্ব স্বাস্থ্য সংস্থা সারা বিশ্বকে সতর্ক করলো করোনা ভাইরাসজনিত রোগ। এর কোন প্রতিষেধক নেই। শুধু শারীরিক দূরত্ব বজায় রেখেই একে প্রতিরোধ করা সম্ভব। কিছু খাদ্যাভ্যাস পরিবর্তনের নির্দেশনাও ছিলো সেখানে।

আমরা ভুল করে শারীরিক দূরত্বকে সামাজিক দূরত্বে পরিণত করলাম। সাধ্যমত কেনাকাটা করতে গিয়ে কারও কারও লুঙ্গি খোলার অবস্থা। যারা প্যান্ট পরার সময় পাননি এই গুজবের চোটে। বাজারে কৃত্রিম সংকট শুরু হলো। বড় বড় মহাজন বিশেষ করে চাউলের সিন্ডিকেট রাতারাতি সব ধরনের চালের দাম বস্তাপ্রতি তিন থেকে চারশত টাকা বেশি করে নিলেন।

যাদের সামর্থ্য ছিলো, তারা ছয় মাসের বাজার একসাথে করে নিলেন। সমস্যা হলো নিম্নবিত্ত নিম্নমধ্যবিত্ত শ্রেণির। দুইশত টাকার আদা চারশত টাকা। এমন কোনও জিনিস নেই যার দাম বাড়েনি। এখন উল্টোচিত্র। বাজারে প্রায় সব নিত্যপণ্যের দাম স্বাভাবিক।

করোনা শুরুর প্রথমদিকে ঔষধের ফার্মেসিতে উপচে পড়া ভিড়। কারণ, সেখানে এন্টাসিড, সিভিট, এজিথ্রোমাইসিনের চাহিদা এতোই বেড়ে গেছে যে, সব মার্কেট আউট। হোমিওপ্যাথির দোকানেও একই দৃশ্য কারণ কী ? আর্সেনিকা এ্যালবাম নাকি করোনার মহৌষধ।

ভাই, হুজুগে বাঙালি হন আর গুজবে বাঙালি হন ক্ষতি নেই আমার। তবে করোনা ভাইরাস বাংলাদেশে এসে উল্টো বিপদে আছে। কোন পথ দিয়ে বাংলাদেশ থেকে বের হবে সেই চিন্তায় আছে। দয়া করে আপনারা ধৈর্যধারণ করুন করোনা চলে যাবে। তবে নিজের ডাক্তারি নিজে করবেন না। আর ফেসবুকের কল্যাণে যে সব এমনি বি এস ভাইরোলজি বিশেষজ্ঞ হয়েছেন তাদের পরামর্শ থেকে বিরত থাকবেন। বিশ্ব স্বাস্থ্য সংস্থা আর বাংলাদেশ সরকারের করোনা ভাইরাস ব্রিফিং কাজে নিয়োজিত ডাক্তারের পরামর্শ মেনে চলুন। শারীরিক দূরত্ব বজায় রাখুন। শরীরের হার্ড ইমিউনিটি বাড়ান। শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতাই আমাদের রক্ষা করবে।

কুমারখালীতে এগারো ব্যবসায়ীকে জরিমানা

0
KUMARKHILY-DRO-16-P14-compressed
কুমারখালীতে ভ্রাম্যমান আদালতের অভিযান

কুমারখালী প্রতিনিধি

কুমারখালী বাজারে ১১ ব্যবসায়ীকে নগদ অর্থ জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।

শনিবার সকালে কুমারখালী উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রাজীবুল ইসলাম খান মোবাইল কোর্ট পরিচালনা করেন। সরকারী আদেশ অমান্য করে ব্যবসা পরিচালনার দায়ে ১১ ব্যবসায়ীকে ৩১ হাজার টাকা জরিমান করে।

মোবইল কোর্ট পরিচালনাকালে উপজেলা নির্বাহী অফিসার ব্যবসায়ীসহ বাজারে আগতদের উদ্দেশ্যে বলেছেন, দেশে করোনা ভাইরাস সংক্রমণ বিপজ্জনক পরিস্থিতির দিকে যাচ্ছে। তাই নিজের জীবন বাঁচাতে হাট বাজার এড়িয়ে চলা উত্তম। মানুষের স্বার্থে সরকারি আদেশ মেনে চলুন এবং সরকারি নির্দেশ মেনে ব্যবসা পরিচালনা করুন।

এ সময় থানার অফিসার ইনচার্জ মজিবুর রহমান সঙ্গীয় ফোর্সসহ উপস্থিত ছিলেন।

পাংশায় আওয়ামী লীগ নেতার ত্রাণ বিতরণ

0
PANGSHA-DRO-16-P-14-compressed
আওয়ামী লীগ নেতা রাজদুল ইসলাম

পাংশা প্রতিনিধি

রাজবাড়ীর পাংশায় করোনায় কর্মহীন হয়ে পড়া ৪০ টি পরিবারের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ করেছেন আওয়ামী লীগ নেতা রাজদুল ইসলাম।

শনিবার সকালে উপজেলার পাট্টা ইউনিয়নের বয়রাট গ্রামের হত দরিদ্র পরিবারের মধ্যে ব্যাক্তিগত উদ্দ্যোগে আওয়ামী লীগ নেতা ও একটি ডায়াগনিষ্টিক সেন্টারের প্রতিষ্ঠাতা এবং চেয়ারম্যান রাজদুল ইসলাম এ খাদ্য সামগ্রী বিতরণ করেন।

এ সময় রাজদুল ইসলাম বলেন, আমি পাট্টা ইউনিয়নের সকল এলাকায় পর্যায়ক্রমে খাদ্য সামগ্রী ত্রাণ বিতরণ করবো। রবিবার মাজাইল এলাকায় ত্রাণ বিতরণ করবেন। পাট্টা ইউনিয়নের ৩ শতাধীক পরিবারের মধ্যে এ খাদ্য বিতরণ করা হবে।

কুমারখালী উপজেলা চেয়ারম্যানের ত্রাণ বিতরণ

0
KUMARKHILY-DRO-16-P13-compressed
কুমারখালীর মানচিত্র

কুমারখালী প্রতিনিধি

প্রাণঘাতী করোনা ভাইরাসের কারণে কর্মহীন দুই হাজার গরীব ও দুস্থ পরিবারকে ব্যক্তিগত উদ্যোগে ত্রাণ সামগ্রী দিলেন কুমারখালী উপজেলা চেয়ারম্যান।

শনিবার সকাল সাড়ে ৮টায় শহরের তরুণ মোড় এলাকা থেকে দুই হাজার প্যাকেট ত্রাণ সামগ্রী (চাল, ডাল, তেল, সেমাই, চিনি) পৌরসভা এলাকা সহ ১১টি ইউনিয়নের আওয়ামী লীগের নেতাদের হাতে তুলে দেওয়া হয়।

উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদ চেয়ারম্যান আব্দুল মান্নান খানের পক্ষে বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সাবেক সহ সম্পাদক জাকারিয়া খান জেমস উপজেলার বিভিন্ন স্তরের নেতাদের হাতে ত্রাণ সামগ্রী তুলে দেন।

এ সময় উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি রাইসুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক মিজানুর রহমান জুয়েল, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহবায়ক মাসুদ পারভেজ, হেলাল উদ্দিন, উপজেলা ছাত্রলীগের সাবেক সহ সভাপতি তুহিন হোসেন উপস্থিত ছিলেন।

সর্বশেষ সংবাদ

প্রতারণার অভিযোগে নারী চিকিৎসককে পুলিশে দিয়েছে জনতা

কুষ্টিয়া প্রতিনিধি কুষ্টিয়ায় চিকিৎসক শারমিন সুলতানার বিরুদ্ধে সরকারি চাকরি দেয়া, ঘর, জমি, ভাতা দেয়াসহ বিভিন্ন প্রলোভন দিয়ে প্রায় অর্ধ শতাধিক ব্যক্তির কাছ থেকে প্রায় ৫০...

কুমারখালীর পদ্মা নদীতে ভ্রাম্যমান আদালতের অভিযান

কুষ্টিয়া প্রতিনিধি কুষ্টিয়ার কুমারখালীর পদ্মা নদীতে অভিযান চালিয়ে প্রায় ১৫ হাজার মিটার নিষিদ্ধ চায়না দুয়ারি ও কারেন্ট জাল জব্দ করে আগুনে পুড়িয়ে বিনষ্ট করেছেন ভ্রাম্যমাণ...

খোকসায় অবৈধ ড্রেজার ও বালু ব্যবসায়ীকে দেড় লাখ টাকা জরিমান

স্টাফ রিপোর্টার জনতার বাধায় গড়াই নদী থেকে অবৈধ বালি উত্তোলকারী ব্যবসায়ীর ড্রেজার ও নৌকা পিছু হটলো। তবে ব্যবসায়ী ও নৌকার মালিকে গাড়িতে তুলে নিয়ে গিয়ে...

বিএনপির অফিসে অগ্নি সংযোগের মামলায় দুই জন আটক

স্টাফ রিপোর্টার কুষ্টিয়ার খোকসার রাতের আঁধারে ওসমানপুর ইউনিয়ন বিএনপির অফিসে টাঙানো দলীয় প্রধানদের ছবিতে অগ্নি সংযোগের ঘটনায় দায়েকৃত মামলার দুই আসামিকে পুলিশ আটক করেছে। আটককৃতরা হলেন...

হাসনাত আবদুল্লাহর গাড়িতে হামলা

দ্রোহ অনলাইন ডেস্ক গাজীপুর চান্দনা চৌরাস্তা এলাকায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক (দক্ষিণাঞ্চল) হাসনাত আবদুল্লাহর গাড়িতে হামলার ঘটনা ঘটেছে। রবিবার সন্ধ্যায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ব্যস্ততম চান্দনা...