দ্রোহ অনলাইন ডেস্ক
ঈদুল-ফিতরের ছুটিতে আগামী ২৫ থেকে ২৯ মে সংবাদপত্র প্রকাশিত হবে না।
ঈদ উপলক্ষে সংবাদপত্রে ২৪ থেকে ২৮ মে পর্যন্ত ছুটি চলবে বলে নিউজপেপার ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (নোয়াব) বুধবার জানিয়েছে।
তাই, ২৫ থেকে ২৯ মে কোনো সংবাদপত্র প্রকাশিত হবে না বলে নোয়াব সভাপতি একে আজাদ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।
সাধারণত দেশে ঈদ উপলক্ষে ছুটির কারণে তিন দিন সংবাদপত্র প্রকাশিত হয় না। এবারে করোনা প্রকোপে এই ছুটি দুই দিন বাড়ানো হল।