ঈদ ও শিশুরা

0
284
সাজু গুজু করে সহপাঠিদের সাথে ঘুরতে বেড়িয়েছে এই শিশুরা। কিন্তু এক জনের ঠোঁটে লিপিষ্টিক নাই, তার অন্যের ঠোট থেকে আঙ্গুল দিয়ে লিপিষ্টিক নিয়ে অন্যজনকে দেওয়ার চেষ্টা করছে শিশুটি।

ঈদুল ফিতরের আনন্দতে করোনা অতিমারী অনেকটা ছেদ ফেলেছে। তার মধ্যেও অবুঝ শিশুদের কাছে ঈদ মানে আনন্দের লহর সাজিয়ে দেওয়া। ঈদের দিনে শিশুদের ঈদ উৎযানের কিছু আনন্দ-বেদনার সুখ ভাগাভাগী করে নেওয়ার ছবি।

করোনা অতিমারীর কারনে মন ভালোনেই! তাই ঈদের দিনে অন্যের বন্ধ দোকানের সাটারের সাথে আয়েশ করে বসে আছে ছেলে শিশুটি। আর তার পাশে বিষন্ন সতীর্থ বসে আছে।
ঈদের সকালে নতুন পোষাক পরে ওড়া ঘুরতে বেড়িয়েছে।
বাবার কোলে চড়ে ঈদ উৎযাপনে বেড়িয়েছে শিশুরা।
ক্যামেরার সামনে এ ভাবেই পোঁজ দেয় শিশুরা। ছবিটি আমাদের শিশু ক্যামের পার্সন নবাব মুনসীর তোলা।
ম্যাচের বারুদ আর বাইসাইকেলে স্পোক দিয়ে তৈরী করা যন্ত্রে বাজি ফোটানোর চেষ্টা করছে শিশুরা।