স্টফ রিপোর্টার
কুষ্টিয়ার খোকসায় পুকুরের পানি ডুবে ৪ বছরের এক শিশুর মৃত্যু হয়েছে।
শনিবার দুপুরে উপজেলার ওসমানপুর ইউনিয়নের রায়পুর চরপাড়া গ্রামের কানন শেখের ছেলে শিশু আরাফাত নিহত হয়।
পরিবার সূত্রে জানা গেছে, দুপুরের পরিবারের লোকেরা তখন ব্যস্ত। এ সময় আরাফাত নিখোঁজ হয়। পরে প্রতিবেশীর পুকুরের পানিতে শিশুটি ভেসে ওঠে। তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত বলে ঘোষানা করেন।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসক ডাঃ ইফফাত জাহান তনুজা জানান, হাসপাতালে আনার আগেই শিশুটি মারা যায়।