দ্রোহ অনলাইন ডেস্ক
আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে ৪ নভেম্বর ফের দলগুলোর সঙ্গে সংলাপের সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। এজন্য অন্য নিবন্ধিত দল গুলোকে আলোচনায় অংশ নিতে চিঠি দিয়েছে ইসি।
বৃহস্পতিবার বিকালে একজন পথচারীকে সাী রেখে তালাবদ্ধ বিএনপি কার্যালয়ের চেয়ারে ইসির এ চিঠি রেখে আসা হয়।
সূত্র জানায়, নির্বাচন কমিশন থেকে অফিস সহকারী মহসিন ইসির একটি চিঠি নিয়ে বিএনপির কার্যালয়ে যান। বিএনপি অফিস তালাবদ্ধ থাকায় সেখানে কাউকে না পেয়ে নাজিম নামের এক পথচারীকে সাী রেখে কার্যালয়ের গেটের ভেতরে রাখা একটি চেয়ারের ওপর চিঠিটি রেখে যান।
বৃহস্পতিবার সকাল ১০টার দিকে ইসির প্রতিনিধি চিঠিটি নিয়ে বিএনপির কার্যালয়ে যান। তিনি দলটির কার্যালয় তালাবদ্ধ দেখে অপো করেন। অপোর পরও কেউ চিঠি গ্রহণ করতে না আসায় তিনি ফেরত চলে যান।
ইসি সূত্র জানায়, বৃহস্পতিবার সকালে কমিশনের এক কর্মকর্তার মাধ্যমে চিঠিটি পাঠানো হয় নয়াপল্টন কার্যালয়ে। দুপুর ১২টা পর্যন্ত দাঁড়িয়ে থাকেন ইসির ওই কর্মকর্তা। বিএনপি অফিসে উপস্থিত যারা আছেন, তাদের চিঠিটি গ্রহণ করতে বললে তারা অস্বীকৃতি জানান।
পরে ইসি থেকে বিএনপির দপ্তরের দায়িত্ব প্রাপ্ত নেতাদের সঙ্গে ফোনে কথা বলা হলে, তারা সাফ জানিয়ে দেন- এই মুহূর্তে নির্বাচন কমিশনের কোনো চিঠি বা আমন্ত্রণ বিএনপি গ্রহণ করবে না।
বৃহস্পতিবার বিকালের দিকে ইসির একজন প্রতিনিদি এক পথচারীকে সাী রেখে তালাবদ্ধ বিএনপি কার্যালয়ের চেয়ারে ইসির এ চিঠিটি রেখে আসেন ইসির প্রতিনিধি।
একটি সূত্র জানায়, বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভীসহ অন্য নেতাদের ফোন করেও চিঠি দিতে পারেননি ইসির সেই বার্তাবাহক।
শনিবার (৪ নভেম্বর) ৪৪টি নিবন্ধিত দলের মধ্যে আওয়ামী লীগসহ ২২টি দলকে সকালে এবং বিএনপিসহ ২২টি দলকে বিকালে আলোচনায় বসার জন্য চিঠি দেওয়া হয়েছে। এেেত্র আওয়ামী লীগকে সময় দেওয়া হয়েছে সকাল সাড়ে ১০টায়, আর বিএনপিকে সময় দেওয়া হয়েছে বিকেল ৩টায়।