ভরসা গোলঘর

0
162

সরকারী অফিসে আসা সাধারণ সেবা গ্রহীতাদের অপেক্ষাগার নেই। চায়ের দোকান অথবা অফিসের করিডোরে (বারান্দায়) তাদের অপেক্ষা করতে হয়। সাবরেজিস্ট্রার অফিসে পরিবার পরিজন নিয়ে আসা মানুষরা পরেন আরো বেকায়দায়। তাদের একমাত্র অপেক্ষাগার হয়ে উঠেছে পেনশন ভোগীদের বিশ্রামাগর ও সেবা প্রদান কেন্দ্রটির গোল ঘর। কুষ্টিয়ার খোকসা উপজেলা পরিষদ চত্বর থেকে মঙ্গলবার দুপুর ২ টায় ছবিটি তোলা।