স্টাফ রিপোর্টার
প্রথম ধাপে অনুষ্ঠিত উপজেলা নির্বাচনের প্রার্থীদের প্রতীক বরাদ্দের পরের দিনই প্রচার প্রচারণায় ঝাপিয় পরেছেন প্রার্থীদের কর্মী বাহিনী। প্রথম দিন স্ব স্ব প্রার্থীর প্রচারণায় নারী ও তরুন কর্মীদের উপস্থিতি ছিল চোখে পরার মত। তবে তিন ডামি চেয়ারম্যান প্রার্থীদের প্রচার প্রচারণায় দেখা মেলেনি।
কুষ্টিয়ার খোকসা উপজেলা পরিষদের নির্বাচনে অংশ নেওয়া ৬ চেয়ারম্যান, ৮ ভাইস চেয়ারম্যান ও তিন মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দের পর দিন বুধবার প্রধান প্রতিদ্ব›দ্বী প্রার্থীর কর্মীরা প্রচারণায় ঝাপিয়ে পরেছেন। এ দিন সকালেই শতাধিক কর্মী রঙিন হ্যান্ডবিল নিয়ে উপজেলা সদরের বাজারে প্রচারণা শুরু করেন। তারা প্রার্থীর হয়ে ব্যবসায়ীদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন।
এ দিন বিকালে অপর এক প্রার্থীর নারী কর্মীদের দল পৌর এলাকার ৪ নম্বর ওয়ার্ডে বাড়ি বাড়ি গিয়ে মহিলা ভোটার দের হাতে প্রার্থীর রঙিন প্রচার পত্র বিলি করেন। নারী কর্মীরা ভোটারদের মধ্যে পান পাতা ও শিশুদের জন্য চকলেটও বিতরণ করেছে বলে শোনা যায়। নারী কর্মীদের মধ্যে বৃদ্ধারাও ছিলেন।
মঙ্গলবার প্রতীক বরাদ্দের পর থেকে অনেক প্রার্থীর পোষ্টা টাঙানোর কাজ শুরু করেছেন। প্রথম দিনে উপজেলা সদরের বাজার ও আশে পাশের এলাকা পোষ্টারে ছেয়ে ফেলা হয়েছে।
উপজেলা চেয়ারম্যান পদের প্রার্থী বাবুল আখতার মোটর সাইকেল প্রতীক, রাহিম উদ্দিন খান দোয়াত কলম, আল মাসুম মোর্শেদের ঘোড়া প্রতীকের ব্যপক প্রচারণা শুরু হয়েছে। তবে শাওন মাহামুদ খানের কাপ প্রিস,ওসমানপুর ইউনিয় পরিষদের চেয়ারম্যান ওহিদুল ইসলামের স্ত্রী ছালেহা বেগমের আনারস ও তার ভাই সাইফুল ইসলামের হেলিকপ্টর প্রতীক প্রচার প্রচারণা বা পোষ্টার চোখে পরেনি।
একই সাথে প্রচারণায় ঝাপিয়ে পরেছেন ভাইস চেয়ারম্যান প্রার্থী আসাদুজ্জামান লিটন, সেলিম রেজা কাকন, রেজাউল করিমসহ ৮ প্রার্থীরা সবাই। পিছিয়ে নেই মহিলা ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী ইসরাত জাহান পুনমসহ অন্য তিন প্রার্থী।