কুমারখালী প্রতিনিধি
কুমারখালীতে ট্রেনে কাটা পড়ে মানসিক ভারসাম্যহীন এক কিশোরের মৃত্যু হয়েছে।
সোমবার ভোর ৫ টার দিকে উপজেলার বাটিকামারা জিজাবাগান এলাকায় ঢাকা থেকে ছেড়ে আসা বেনাপোল এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে তার মৃত্যু হয়।
নিহত মানসিক ভারসাম্যহীন রানা শেখ (১৭) উপজেলার সদকী ইউনিয়নের ঝাউতলা গ্রামের আব্দুল মজিদের ছেলে।
নিহতের বড় ভাই রিপন জানান, রানা ছোটবেলা থেকেই মানসিক ভারসাম্যহীন। এজন্য তাকে বাড়িতে আটকে রাখা হয়। প্রত্যুশে পরিবারের সদস্যদের অগোচরে বাড়ির বাইরে বের হয়ে সে ট্রেনে কাটা পড়ে।
স্টেশন মাস্টার শফিকুল ইসলাম জানান, ভোর ৫টার দিকে ঢাকা থেকে ছেড়ে আসা বেনাপোল এক্সপ্রেস টেনে কাটা পড়ে একজনের মৃত্যু হয়েছে। বিষয়টি রেলওয়ে পুলিশকে জানানো হয়েছে।