কিশোরীর অঞ্জলী

0
76

ধর্মীয় ভাব গাম্ভীর্যের সাথে লোকনাথ ব্রহ্মচারীর তীরোধান দিবসের পূজা অর্চনার প্রস্তুতু চলছিল। পূর্ণার্থীরা আসছেন নানা ফলে ডাল সাজিয়ে অঞ্জলী নিয়ে। আস্ত লোকনাথ হাতে মন্দিরে হাজির হল এক কিশোরী। তার নিজ হাতে আঁকা লোক নাথের ছবিটি ছিল তার অঞ্জলী। অভিনব অঞ্জলী মন্দিরে উপস্থিত ভক্তদের নজর কেড়েছে। তুলি দাশ নামের ওই কিশোরীর খোকসার শোমসপুর বালিকা বিদ্যালয়ে অস্টম শ্রেণিতে পড়ে। খোকসা কালীবাড়ী লোকনাথ মন্দির থেকে রবিবার দুপুরে তোলা ছবি।