স্টাফ রিপোর্টার
কুষ্টিয়ার খোকসায় উপজেলা নির্বাচনী বিরোধের সূত্রধরে প্রকাশ্য বাজারে প্রতিপক্ষের হামলায় পিতা পুত্র আহত হয়েছেন। এ সময় এক চায়ের দোকানিও হামলার শিকার হন।
প্রতক্ষদর্শী সূত্রে জানা গেছে, মঙ্গলবার সন্ধ্যায় উপজেলার বেতবাড়িয়া ইউনিয়নের বনগ্রাম বাজারে ৭/৮ জন সন্ত্রাসী প্রকাশ্যে প্রতিপক্ষের উপর হামলা চালায়। বৈকালিন বাজারে আসা সাধারণ মানুষ দিকবিদিক ছুটা ছুটি করতে থাকে। এ হামলায় আবুল কালাম (৬০) ও তার পুত্র মিরাজ (৩৫) আহত হয়েছেন। তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। চায়ের দোকানি আজগর আলী হামলার শিকার হয়েছেন। আহতরা সবাই বনগ্রাম পশ্চিম পাড়ার বাসিন্দার। তারা উপজেলা নির্বাচনে আওয়ামী লীগের সহসভাপতির দোয়াত কমল মার্কা প্রতীকের পক্ষে ভোট করেছিলেন।
হাসপাতালে চিকিৎসাধীন আহত আবুল কালাম জানান, তিনি মেয়ে বাড়ি থেকে দাওয়াত খেয়ে সবে বনগ্রাম বাজারের আজগার আলীর চায়ের দোকানে এসে চায়ের অর্ডার দিয়েছেন। এমন সময় বাজারের উপস্থিত বিরোধী মতের লোকদের উপর হামলা করে প্রতিপক্ষের সন্ত্রাসীরা। এ সময় তিনি (কালাম) আত্মরক্ষায় চায়ের দোকানের ভিতরে পালান। কিন্তু তাতেও তিনি হামলা কারীদের হাত থেকে রক্ষা পাননি। তাকে রক্ষায় ছেলে ছুটে এলে হামলাকারীরা তার উপরে হামলা করে।
তিনি আরও জানান, সম্প্রতি অনুষ্ঠিত উপজেলা নির্বাচনে সমাজের নেতাদের কথামত উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি আব্দুর রহিম খানের দোয়াত কমলমার্কার পক্ষে ভোট করেছিলেন। সে থেকে প্রতিপক্ষের সন্ত্রাসীরা তাদের উপর হামলা মামলা দিয়ে আসছে। নির্বাচনে বিরোধিতা করায় তাদের বাপ ছেলের উপর হামলা করা হয়েছে। তিনি মামলা করবেন।
থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা অননুর যায়েদ বনগ্রামে ঝামেলা হয়েছে বলে স্বীকার করেন। তিনি আরও জানান, আহতরা অভিযোগ নিয়ে আসছেন। এ ছাড়া ঘটনা স্থলে পুলিশ রয়েছে। এবং জেলা থেকে ডিবি পুলিশও আসছে।