কুষ্টিয়া প্রতিনিধি
কুষ্টিয়ায় কোটা সংস্কার আন্দোলনকারীদের সঙ্গে ছাত্রলীগ নেতা-কর্মীদের পাল্টাপাল্টি হামলার ঘটনা ঘটেছে। এ সংবাদ লেখা পর্যন্ত আন্দোলনকারী শিক্ষার্থী- ছাত্রলীগ ও যুবলীগ নেতাকর্মীদের শহরের বিভিন্ন মোড়ে অবস্থান নিতে দেখা যায়।
বুধবার বিকাল সাড়ে ৩টা থেকে ৬টা পর্যন্ত শহরের মজমপুর ও চৌড়হাস এলাকায় দুই পক্ষের মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটে। এর আগে ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে কোটা আন্দোলনকারীদের ওপর হামলার প্রতিবাদে বেলা সাড়ে ৩টার দিকে সাধারণ শিক্ষার্থীরা শহরের মজমপুর এলাকায় অবস্থান নিলে ছাত্রলীগের একটি মিছিল একই স্থানে আসে। পরে তাদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এসময় একটি বাস ভাংচুর করা হয়। পরে আন্দোলনকারীরা চৌড়হাস ফুলতলা এলাকায় অবস্থান নিলে ছাত্রলীগের নেতাকর্মীরা তাদের বাধা দেওয়ার চেষ্টা করে। এসময় দুপক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এসময় বেশ কয়েকটি মোটরসাইকেল ভাংচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। আতঙ্ক ছড়িয়ে পড়ার কারণে শহরের সব দোকান-পাট, ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রাখা হয়েছে। এদিকে শহরের বিভিন্ন পয়েন্ট অপ্রীতিকর ঘটনা এড়াতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। তাৎক্ষিকভাবে হতাহতের সঠিক পরিমাণ জানা যায়নি।
কুষ্টিয়ার অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অবস) পলাশ কান্তি নাথ জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করছে পুলিশ। ৩টা মোটরসাইকেল ভাংচুরের ঘটনা ঘটেছে। তবে কোন হতাহতের ঘটনা ঘটেনি।