কুষ্টিয়ায় র‌্যাবের অভিযানের জেল পলাতক আসামি গ্রেপ্তার

0
67

কুষ্টিয়া প্রদিনিধি

কুষ্টিয়া জেলা কারাগার থেকে পলাতক আব্দুর রাজ্জাক (৪৭) নামের এক আসামিকে গ্রেপ্তার করেছে র‌্যাব-১২ কুষ্টিয়ার একটি দল।

শনিবার সকাল সাড়ে ৭ টার দিকে দৌলতপুর উপজেলার ফিলিপনগর ইউনিয়ন বাহেরমাদি গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করা হয়। সে ওই গ্রামের মৃত আনসার আলী ছেলে।

আরও পড়ুন – দৌলতপুরের ছাত্রদলের দুই নেতাকে বহিষ্কার

শনিবার বিকালে র‌্যাব-১২ কুষ্টিয়ার স্কোয়াড্রন লীডার ও কোম্পানী কমান্ডার মোহাম্মদ ইলিয়াস খান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয় গেল আগষ্ট মাসের ৭ তারিখে কুষ্টিয়া জেলা কারাগার থেকে ৯৮ জন কারাবন্দি জেলখানার তালা ভেঙ্গে পালিয়ে যায়। এঘটনায় কুষ্টিয়া মডেল থানায় ১৪ আগষ্ট মামলা হলে পলাতক আসামিদের গ্রেপ্তার শুরু করে র‌্যাব। যার প্রেক্ষিতে সকালে উপজেলার বাহেরমাদিতে অভিযান চালিয়ে আব্দুর রাজ্জাককে গ্রেপ্তার করে কুষ্টিয়া মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।