সহধর্মিনীর পশেই চিরনিদ্রায় শায়িত হলেন কামাল লোহানী

0
128
kamal-Dro-21-p-1-compressed
সংগৃহিত ছবি

দ্রোহ অনলাইন ডেস্ক

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় প্রখ্যাত সাংবাদিক কামাল লোহানীকে তার সহধর্মিনী দীপ্তি লোহানীর কবরের পাশে দাফন করা হয়েছে।

শনিবার রাত সোয়া ৮টার দিকে উল্লাপাড়ার সলপ ইউনিয়নের সোনতলা গ্রামে এসে পৌঁছায় প্রখ্যাত সাংবাদিক কামাল লোহানীর মরদেহ। এলাকাবাসীর মধ্যে এক হৃদয় বিদারক দৃশ্যের সৃষ্টি হয়। কান্নায় ভেঙে পড়েন আত্মীয় স্বজনরা।

কামাল লোহানীকে তার গ্রামবাসীরা অশ্রুসজল চোখে ফুলেল শ্রদ্ধাঞ্জলি দিয়ে শেষ বিদায় জানান। গ্রামের কবরস্থানে সহধর্মিনী বীর মুক্তিযোদ্ধা দীপ্তি লোহানীর কবরের পাশে চিরনিদ্রায় শায়িত হন তিনি।

প্রশাসনের কর্মকর্তারা স্বাস্থ্যবিধি ও সামাজিক দূরত্ব মেনে গার্ড অব অনার প্রদান করেন ।

মরহুমের জানাজায় উপস্থিত ছিলেন উল্লাপাড়ার সংসদ সদস্য তানভীর ইমাম, অতিরিক্ত জেলা প্রশাসক ফিরোজ মাহমুদ, উপজেলা চেয়ারম্যান গাজী শফিকুল ইসলাম শফি, ইউএনও আরিফুজ্জামান, উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা, মেয়র এস.এম. নজরুল ইসলামসহ সরকার দলীয় নেতাকর্মী ও প্রশাসনের উচ্চপদস্থ কর্মকর্তারা।

আরও পড়ুন

করোনা নিয়ে সমন্বয়হীন ও দায়িত্বজ্ঞানহীন বক্তব্য দিবেন না- কাদের