স্টাফ রিপোর্টার
বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের খোকসা থানা শাখা (উত্তর) এর কমিটি গঠন উপলক্ষে সভা অনুষ্ঠিত হয়।
শনিবার সকালে গোপগ্রাম এ জেড ফাজিল মাদ্রাসার একটি কক্ষে কমিটি গঠন উপলক্ষে সভাটি অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুষ্টিয়া জেলা ইসলামী ছাত্রশিবিরের সভাপতি খাজা আহম্মেদ।
ইসলামী ছাত্রশিবির খোকসা থানা শাখা (উত্তর ) এর কমিটির সভাপতি কামরুল ইসলাম এবং রুহুল আমিন সেক্রেটারী নির্বাচিত হন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, কুষ্টিয়া জেলা ইসলামী ছাত্রশিবিরের সেক্রেটারী ইখতিয়ার উদ্দিন, খোকসা ইসলামী ছাত্র শিবিরের সাবেক সভাপতি হামিদুল ইসলাম বিপ্লব, খোকসা ইসলামী ছাত্র শিবিরের সাবেক থানা সভাপতি নুরুল ইসলাম। এই সময় খোকসা থানা শাখা (উত্তরের) সদ্য বিদায়ী সভাপতি হাফেজ আব্দুল আলিম এবং সেক্রেটারী সাকিব হাসান উপস্থিত ছিলেন।
আরও পড়ুন – কুমাখালীতে ড্রাম ট্রাকের চাপায় শ্রমিক নিহত
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কামরুল ইসলাম।