খোকসায় সাবেক মেম্বর ও আওয়ামী লীগ দুই নেতা আটক

0
72

স্টাফ রিপোর্টার

কুষ্টিয়ার খোকসা থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে আওয়ামী লীগ ও যুবলীগ নেতা সাবেক দুই ইউনিয়ন পরিষদের সদস্যকে আটক করেছে।

আটকরা হলেন শিমুলিয়া ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের যুগ্ন সাধারণ সম্পাদক ও সাবেক ইউপি সদস্য সান্টু শেখ (৪৫) এবং ওসমানপুর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক ও সাবেক ইউপি সদস্য জহুরুল ইসলাম (৪০)।

খোকসা থানা পুলিশের হোয়াটস অ্যাপ গ্রæপে জানানো হয়, আগের দিন রাত থেকে ১৫ মার্চ পর্যন্ত খোকসা থানা পুলিশ বিশেষ অভিযান পরিচালনাকালে খোকসা বাজার ও শিমুলিয়া এলাকা থেকে আসামীদের আটক করে। তাদের খোকসা থানায় বিশেষ ক্ষমতা আইনে ৯ ফেব্রুয়ারি দায়ের কৃত ৪ নম্বর মামলায় আটক করা হয়েছে।

আরও পড়ুন – তামাক ক্ষেত থেকে এক নারীর মরদেহ উদ্ধার

আটক আওয়ামী লীগ নেতা মোঃ সান্টু শেখ (৪৫) শিমুলিয়া ইউনিয়নের মালিগ্রামের মৃত আক্কাস আলী শেখের ছেলে। যুবলীগ নেতা মোঃ জহুরুল ইসলাম (৪০) ওসমানপুর ইউনিয়নের কলপাড়া গ্রামের মৃত আয়েন উদ্দিন শেখ ছেলে।