Home breaking news বন্ধুত্বের ৩০ বছর

বন্ধুত্বের ৩০ বছর

0
13

মাধ্যমিক স্তরের বন্ধুত্ব অমোচনীয় কালীর মত। শত চেষ্টাতেও দাগ ফুরায় না। ৩০ বছর আগে ১৯৯৫ সালে এসএসসি পরীক্ষায় অংশ নিয়েছিলেন তারা। জীবনের প্রয়োজনে ছুটছেন নানা পথে। তার পরেও বছর অন্তে একসাথে হওয়ার প্রয়াস। ঈদুল ফিতরের পরেরদিন মঙ্গলবার সকালে উচ্ছসিত সাবেক শিক্ষার্থীরা বণ্যাঢ র‌্যালী করেন। আয়োজন করেছেন দিনব্যাপী অনুষ্ঠান মালা। বন্ধু ফাউন্ডেশন আয়োজিত র‌্যালীর ছবি গুলো খোকসা বাজারের বিভিন্ন পয়েন্ট থেকে তোলা হয়েছে।

আরও পড়ুন –

আরও পড়ুন –