রাসুলকে নিয়ে কটুক্তিকারীকে গ্রেফতারের দাবীতে সংবাদ সম্মেলন

0
6

ঝিনাইদহ প্রতিনিধি

রাসুল পাক (সাঃ) এঁর কটুক্তিকারী ঝিনাইদহের মোজাম্মেল হককে গ্রেফতার ও বিচার দাবীতে সংবাদ সম্মেলন করা হয়।

বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার সময় ঝিনাইদহ গ্রেসক্লাবে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন ঝিনাইদহ কেন্দ্রীয় জামে মসজিদের খতিব মোঃ সাইদুর রহমান।

সংবাদ সম্মেলনে অন্যান্যের মধ্যে, জামায়াতের সুরা সদস্য মাওলানা মোঃ রবিউল ইসলাম, ঝিনাইদহ ইসলামী আন্দোলনের সভাপতি ডাঃ হাফেজ মোঃ মমতাজুল করিম, ইমাম পরিষদের সাধারণ সম্পাদক মাওলানা ইসমাইল হোসেন বেলালী, কোষাধ্যক্ষ মাওলানা নাছির উদ্দীন, সহ-সভাপতি হাফেজ মোহাম্মদ কামরুজ্জামান, ইসলামী আন্দোলনের সেক্রেটারি প্রভাষক মাওলানা শিহাব উদ্দীন, ইসলামী আন্দোলনের থানা আমীর মাওলানা মোঃ কামাল উদ্দীন, মাওলানা ওবায়দুল্লা আল হাবিব, মাওলানা মোঃ রুহুল আমীন ও মাওলানা হাসানুর রহমান উপস্থিত ছিলেন।

তিনি লিখিত বক্তব্যে উল্লেখ করেন, ঝিনাইদহ জেলার হরিণাকুন্ডু উপজেলার তাহেরহুদা ইউনিয়নের ধুলিয়া গ্রামের বাসিন্দা ইসলামী বিশ্ববিদ্যালয়ের আল-হাদীস এন্ড ইসলামিক স্টাডিজ বিভাগের সহকারি রেজিস্ট্রার মোজাম্মেল হককে এখনো পুলিশ গ্রেফতার করতে পারেনি এটা খুবই দুঃখজনক।

মোজাম্মেল হক মুসলিমদের কলিজার টুকরা রাসুল পাক (সাঃ) কে নিয়ে কটূক্তি ও অশালীন মন্তব্যের পরও তাকে গ্রেফতার করে আইনের আওতায় না আনায় তাওহীদি জনতার মাঝে ব্যাপক ক্ষোভ ও উত্তেজনা বিরাজ করছে।

লিখিত বক্তব্যে বলা হয়, রাসুলপাক (সা) কে নিয়ে কটূক্তি ও অশালীন মন্তব্য করায় এলাকাবাসী ঘটনার দিন মোজাম্মেল হক গণধোলাই দিয়ে তাৎক্ষণিক ভাবে প্রতিবাদ মিছিল বের করে। এই ঘটনাটি প্রিন্ট মিডিয়া ও সোশ্যাল মিডিয়ায় ব্যাপক ভাবে ছড়িয়ে পড়লে ঝিনাইদহসহ সারাদেশে উত্তেজনা বিরাজ করতে শুরু করে। ইতোমধ্যে তাকে ইসলামী বিশ্ববিদ্যালয় অস্থায়ীভাবে বহিষ্কার করেছে।

আরও পড়ুন – খোকসায় মে দিবস পালিত

সংবাদ সম্মেলনে ঝিনাইদহ ইসলামী আন্দোলনের সভাপতি ডাঃ হাফেজ মোঃ মমতাজুল করিম প্রশ্নের জবাবে বলেন, আমরা আইনের প্রতি শ্রদ্ধা রাখি। আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হোক তা আমরা কিছুতেই কামনা করছি না। মুজাম্মেল ছাড়াও তার সঙ্গে কারা কারা বা কোন চক্র জড়িত তাদের গ্রেফতার করা না হলে তাওহিদী জনতা মাঠে নামতে বাধ্য হবে।

আরও পড়ুন – দৌলতপুর সাব স্টেশনে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে একজনের মৃত্যু

এ বিষয়ে ঝিনাইদহের অতিরিক্ত পুলিশ সুপার ইমরান জাকারিয়া জানান, মুজাম্মেলকে গ্রেফতারের ব্যাপারে পুলিশের নুন্যতম কোন শিথিলতা বা গাফরতি নেই। ঘটনার পর থেকেই পুলিশ তাকে গ্রেফতারের জন্য বিভিন্ন স্থানে অভিযান চালাচ্ছে এবং অভিযান এখনো চলমান রয়েছে।