কুষ্টিয়া প্রতিনিধি
কুষ্টিয়ার মিরপুরে মাঠ থেকে ধান নিয়ে আসার সময় বজ্রপাতে ট্রলিচালকের মৃত্যু হয়েছে।
বুধবার দুপুরে উপজেলার বারুইপাড়া ইউনিয়নের চারমাইল এলাকায় এ ঘটনা ঘটে। নিহত ট্রলিচালকের নাম আব্দুল কুদ্দুস (২৮)। তিনি চারমাইল এলাকার মফিজ উদ্দিনের ছেলে।
বারুইপাড়া ইউনিয়নের চেয়ারম্যান শফিকুল ইসলাম বলেন, ট্রলিচালক আব্দুল কুদ্দুসের মৃত্যুর সংবাদ নিশ্চিত করেন। তিনি বরেন ওই প্রলিচালক স্টেয়ারিং ট্রলিতে ছাইবাড়ীয়া বিল থেকে ধান আনতে যান। এসময় বজ্রপাতে তিনি মারাত্মক আহত হন। পরে স্থানীয় লোকজন আব্দুল কুদ্দুসকে উদ্ধার করে চিকিৎসার জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
আরও পড়ুন – চকলেটের লোভ দেখিয়ে শিশুকে যৌন নিপীড়নে অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার
মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মমিনুল ইসলাম বলেন, দুর্ঘটনাস্থলে আব্দুল কুদ্দুস নামের এক ট্রলিচালকের মৃত্যু হয়েছে।