খোকসায় মে দিবস পালিত

0
58

স্টাফ রিপোর্টার

কুষ্টিয়ার খোকসায় আন্তর্জাতিক শ্রমিক দিবস “মে দিবস” উপলক্ষে বিভিন্ন সংগঠনের উদ্যোগে বর্ণাঢ্য র‌্যালি, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

বৃহস্পতিবার সকালে “মে দিবস অমর হোক, অমর হোক” শ্লোগানে রিকসা ভ্যান চালক মালিক সমিতির উদ্যোগে একটি শোভাযাত্রা বেরকরা হয়।

খোকসা উপজেলা শ্রমিক দলের আয়োজনে সকাল ১১টায় মুক্তিযোদ্ধা চত্বর থেকে একটি র‌্যালি বের করা হয়। র‌্যালিটি বাসস্ট্যান্ডে এসে মে দিবসের সমাবেশে সামিল হয়।

শ্রমিকদের অধিকার ও মর্যাদা প্রতিষ্ঠায় আয়োজিত সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুষ্টিয়া জেলা বিএনপি যুগ্ন আহবায়ক শেখ সাদী।

প্রধান বক্তা ছিলেন খোকসা উপজেলা বিএনপির আহবায়ক বীর মুক্তিযোদ্ধা মোঃ আলাউদ্দিন খান।

আরও পড়ুন – রাসুলকে নিয়ে কটুক্তিকারীকে গ্রেফতারের দাবীতে সংবাদ সম্মেলন

বক্তব্য রাখেন, খোকসা পৌর বিএনপির আহবায়ক এজেডজি রশিদ রেজা বাজু, পৌর বিএনপির সদস্য সচিব শরিফুল ইসলাম শরীফ প্রমুখ। সভাপতিত্ব করেন উপজেলা শ্রমিক দলের সভাপতি আজাদ হোসেন।

আরও পড়ুন – খোকসায় অভিমান করে ৬ষ্ঠ শ্রেনির ছাত্রের আত্মহত্যা

ভ্যান রিকসা ও অটো শ্রমিক মালিক সমিতির শোভাযাত্রাটি বাস স্ট্যান্ড থেকে শুরু করে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে আবার বাস স্ট্যান্ডে গিয়ে সংক্ষিপ্ত সভার মধ্যদিয়ে শেষ করা হয়। এ সভায় বক্তব্য রাখেন নাজিদুজ্জামান নাহিদ, তেজারত আলী তেজেন প্রমুখ।