স্টাফ রিপোর্টার
বিকালে বন্ধুদের সাথে মোটরসাইকেল নিয়ে ঘুড়তে বেড়িয়ে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ইমন হোসেন (২২) নামের এক যুবক নিহত হয়েছেন।
শনিবার বিকাল ৫টার দিকে কুষ্টিয়া -রাজবাড়ী সড়কের খোকসার মোড়াগাছা বাজারের পশ্চিমে একটি যাত্রীবাহী বাস ওভারটেক করতে গিয়ে মোটরসাইকেল চালক ইমন ছিটকে সড়কে পরে যায়। এ সময় কুষ্টিয়ার দিক থেকে সামনের দিকে থেকে আসা ট্রাকের চাকায় পৃষ্ট হয় ইমন হোসেন। ঘটনা স্থলে তার মৃত্যু হয়।
নিহত ইমন হোসেনের বাড়ি রাজবাড়ী জেলার রতনদিয়া ইউনিয়নের টেংরা পাড়া গ্রামে। তিনি ওই গ্রামের আক্তার হোসেনের ছেলে। তিনি বাংলাদেশ সেনাবাহিনীর সিভিল বিভাগে কর্মরত ছিলেন। নিহত ইমন ও তার ৬ বন্ধু তিনটি মোটরসাকেলে ঘুড়তে বেড়িয়ে দুর্ঘটনার শিকার হয়।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, মোটরসাইকেল আরহী যুবকরা কুষ্টিয়ার দিয়ে যাচ্ছিলো। তাদের মোটরসাইকেল বহরটি মোড়াগাছা বাজার পার হওয়ার সময় কুষ্টিয়া থেকে আসা পদ্মাগড়াই পরিবহনের বাসে তাদের একটি মোটরসাইকেল ধাক্কা লাগে। এ সময় ইমন ছিটকে সড়কে পরে যায়। এ মুহুত্যে কুষ্টিয়া থেকে ছেড়ে আসা একটি ট্রাকের চাকায় পিষ্ট হন ইমন। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। তার মোটরসাকেলের অপর আরহী হাসান আহত হয়েছেন।
হাসান জানান, ঈদের ছুটিতে তারা ছয় বন্ধু তিনটি মোটরসাইকেলে করে কুষ্টিয়ায় ঘুরতে যাচ্ছিলেন। বাংলাদেশ সেনা বাহিনীর সিভিল বিভাগে কর্মরত ছিলেন ইমন।
দুর্ঘটনার ফলে সড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়। খোকসা থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা তাৎক্ষণিকভাবে উদ্ধার কার্যক্রমে শুরু করেন। নিহত ইমনের মরদেহ খোকসা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরিবারের কাছে মৃতদেহ হস্তান্তরের প্রক্রিয়া শুরু হয়েছে।
আরও পড়ুন – খোকসায় ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আটক
দুর্ঘটনা স্থলে উপস্থিত খোকসা থানা পুলিশের এএসআই আক্তার জানান, দুর্ঘটনার জন্য দায়ী ট্রাক কুষ্টিয়া ট – ১১ -২৭০৭ নম্বর গাড়িটি আটক করা হয়েছে। বাকী পক্রিয়া কুষ্টিয়া হাই ওয়ে পুলিশ করবে।