দ্রোহ অনলাইন ডেস্ক
দিনের ভোট রাতে নেওয়া সাবেক প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদাকে উত্তরার বাসা থেকে ধরে পুলিশের কাছে সোপর্দ করেছে স্থানীয় জনতা।
রবিবার সন্ধ্যায় রাজধানীর উত্তরা ৫ নম্বর সেক্টরের ১/এ-রোডের ২৯ নম্বর বাড়ি থেকে তাকে ধরে আনে জনতা। পরে তাকে পুলিশে সোপর্দ করে। এরপর তাকে ডিবি কার্যালয়ে নেওয়া হয়েছে।
পুলিশ জানায়, কিছু লোক ‘মব’ সৃষ্টি করে উত্তরার বাসা থেকে নুরুল হুদাকে ধরে আনে। এরপর তাকে নাজেহাল ও লাঞ্ছিত করা হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে হেফাজতে নেয়।
উত্তরা পশ্চিম থানার ওসি হাফিজুর রহমান বলেন, ‘সাবেক সিইসি নুরুল হুদাকে থানায় পুলিশ হেফাজতে রাখা হয়েছে।’
এরপর তাকে মিন্টো রোডের ডিবি কার্যালয়ে নেওয়া হয়।
ডিবি উত্তরের যুগ্ম কমিশনার রবিউল হোসেন ভূঁইয়া বিষয়টি নিশ্চিত করেছেন ।
রবিবার সকালে রাজধানীর শেরেবাংলা নগর থানায় দশম, একাদশ ও দ্বাদশ সংসদ নির্বাচনের প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী রকিব উদ্দীন আহমদ, কেএম নূরুল হুদা ও কাজী হাবিবুল আউয়াল কমিশনের বিরুদ্ধে মামলা করে বিএনপি। মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ১৯ জন এবং অজ্ঞাত আরও কয়েকজনকে আসামি করা হয়।
আরও পড়ুন – খোকসায় ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি রতন মন্ডল আটক
থানায় মামলার আগে বিএনপি এ বিষয়ে নির্বাচন কমিশনে একটি চিঠি দেয়। চিঠিতে ২০১৪, ২০১৮ ও ২০২৪ সালে ভোট পরিচালনাকারী প্রধান নির্বাচন কমিশনার ও নির্বাচন কমিশনারদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার আহ্বান জানানো হয়।