বিদ্যুতস্পৃষ্ট হয়ে নির্মাণ শ্রমিকের মৃত্যু

0
122
Daulatpur-Dro-7-p-12

দৌলতপুর প্রতিনিধি

কুষ্টিয়ার দৌলতপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে।

রবিবার দৌলতপুর থানার পার্শবর্তী শিতলাইপাড়া গ্রামের নির্মানাধীন একটি ভবনে বৈদ্যুতিক মটর চালু করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নির্মান শ্রমিক মুন্নার (২২) মৃত্যু হয়। মৃত্য নির্মান শ্রমিক মুন্না জলার রিফায়েতপুর ইউনিয়নের বিন্দিপাড়া গ্রামের আজগর আলীর ছেলে।

 

প্রত্যক্ষদর্শী জানায়, সাহাবুল ইসলামের নবনির্মিত একটি ভবনে নির্মান শ্রমিক হিসেবে কর্মরত ছিল। নির্মানকাজের একসময় বৈদ্যুতিক মটর চালু করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হোন তিনি। স্থানীয়রা তাকে দ্রুত দৌলতপুর উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে নিয়ে গেলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক মুন্নাকে মৃত ঘোষনা করেন।