মুসলিম দেশের প্রথম মহাকাশ অভিযান-নেতৃত্বে নারী

0
164
Dro-File-p-15-12
ফাইল ছবি

দ্রোহ অনলাইন ডেস্ক

এ সপ্তাহেই সংযুক্ত আরব আমিরাত ‘হোপ মিশন’ নামে মহাকাশ অভিযান চালাবে। এই প্রথম মুসলিম কোনো দেশ মহাকাশ অভিযানে যাচ্ছে এবং সেই অভিযানে নেতৃতও দিচ্ছেন এক মুসলিম নারী।

বিবিসির প্রতিবেদনে বলা হয়, এই মহাকাশ অভিযানে বৈজ্ঞানিক দলের প্রধান হবেন দেশটির এডভান্সড সালন্স বিষয়ক প্রতিমন্ত্রী সারাহ আল-আমিরি।

১৯৮৭ সালে সংযুক্ত আরব আমিরাতে তার জন্ম। বয়স ৩২ বছর। কিন্তু মহাকাশে যাওয়ার স্বপ্ন দেখা শুরু করেছিলেন ছোটবেলা থেকে। ‘আমি যখন বলতাম আমি মহাকাশ নিয়ে কাজ করতে চাই, তখন লোকে ভাবতো আমি বুঝি কোন কল্পজগতে বাস করছি।’

সারাহ আল-আমিরি পড়াশোনা করেছেন কম্পিউটার সালন্সে, আমেরিকান ইউনিভার্সিটি অব শারজাহতে। এই নবীন বিজ্ঞানী ইতোমধ্যে আরব বিশ্বের সকল নারীদের কাছে হয়ে উঠেছেন নতুন ভাবে বেঁচে থাকার অনুপ্রেরণা।

সংযুক্ত আরব আমিরাত মঙ্গলগ্রহে স্যাটেলাইট পাঠাচ্ছে । হোপ মিশনের প্রধান লক্ষ্য হলো কিভাবে মঙ্গল গ্রহ ধূলিধূসর  নিষ্প্রাণ লাল গ্রহে পরিণত হলো সেটি জানার।

ইতোমধ্যে মঙ্গলগ্রহে সফল অভিযান করতে পেরেছে-যুক্তরাষ্ট্র, রাশিয়া, ইউরোপ আর ভারতের মতো কিছু দেশ। তবে মুসলিম দেশ হিসেবে সংযুক্ত আরব আমিরাত প্রথম ।