খোকসায় সাপের কামড়ের ভ্যান চালকের মৃত্যু

0
220
ভ্যানচালক সোবাহান-ফাইল ছবি

স্টাফ রিপোর্টার

কুষ্টিয়ার খোকসায় সাপের কামড়ে এক ভ্যান চালকের মৃত্যু হয়েছে।

জানা গেছে, শনিবার প্রত্যুশে হিলালপুর গ্রামের ভ্যানচালক সোবাহান (৬০) প্রকৃতির ডাকে সাড়ে দিতে কুষ্টিয়া রাজবাড়ি সড়কের পাশের একটি পতিত জমিতে যায়। এ সময় তার ডান পায়ের উরুতে সাপে কামড় দেয়। সে তাৎক্ষনিক ভাবে বাড়ি ফিরে পরিবারের লোকদের জানায়। শুরু হয় ধানুড়ে চিকিৎসা। ডাকা হয় স্থানীয় ওঝাদের।

আরও দেখুন-খোকসায় নতুন তান্ত্রিকের তেলেসমাতি !!

আরও দেখুন-খোকসা বাস স্টান্ড এখন মরণ ফাঁদ

এক পর্যায়ে সকালে গুরুতর অসুস্থ ভ্যানচালকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃতবলে ঘোষনা করে।

বাদ জোহর জামিনী-কামিনি কবর স্থানে মরহুমের দাফন করা হয়।